![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ প্রকৃতির ছেলে
প্রথমে ওরা এলো হিন্দুদের ধরতে, আমি কিছু বললাম না,
কারণ আমি হিন্দু ছিলাম না।
তারপর ওরা এলো উর্দু ভাষাভাষীদের ধরতে, আমি কিছু বললাম না,
কারণ আমি উর্দু ভাষাভাষী ছিলাম না।
এরপর ওরা এলো জাতীয়তাবাদীদের ধরতে, আমি কিছু বললাম না,
কারণ আমি জাতীয়তাবাদী ছিলাম না।
আবার ওরা এলো আহমেদিয়াদের ধরতে, আমি কিছু বললাম না,
কারণ আমি আহমেদিয়া ছিলাম না।
তারপর ওরা এলো শিল্পিদের ধরতে, আমি কিছু বললাম না,
কারণ আমি শিল্পি ছিলাম না।
এরপর ওরা এলো ধর্মনিরপেক্ষতাবাদীদের ধরতে, আমি কিছু বললাম না,
কারণ আমি ধর্মনিরপেক্ষতাদী ছিলাম না।
তারপর ওরা এলো বাউলদের ধরতে, আমি তাও কিছু বললাম না,
কারণ আমি বাউল ছিলাম না।
ওরা আবার এলো নাস্তিকদের ধরতে, আমি কিছু বললাম না,
কারণ আমি নাস্তিক ছিলাম না।
এবার ওরা এলো শিয়াদের ধরতে, আমি তখনও কিছু বললাম না,
কারণ আমি শিয়া ছিলাম না।
সর্বশেষ ওরা এলো আমাকে ধরতে, তখন আর আমার পক্ষে বলার কেউ ছিল না।
২| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
বুনিয়াদি ভ্রমঘাতিকা বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: গাঁ বাঁচিয়ে জন বিচ্ছিন্নতায় স্বার্থাবাদীর মতো ভাবলেতো এমনই হবে!
যেমন দেশটা এখন চলছে - কেউ কারো নয়!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সর্বশেষ ওরা এলো আমাকে ধরতে, তখন আর আমার পক্ষে বলার কেউ ছিল না।
গাঁ বাঁচিয়ে জন বিচ্ছিন্নতায় স্বার্থাবাদীর মতো ভাবলেতো এমনই হবে!
যেমন দেশটা এখন চলছে - কেউ কারো নয়!!!!!!!!!!!!!