নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ঠগ

আই ঠগ › বিস্তারিত পোস্টঃ

হেফাজত

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩০

ঘটনার পর ওই দিন সন্ধ্যায় পুলিশ তল্লাশি চালিয়ে মাদ্রাসার ওই কক্ষের ধ্বংস্তূপ থেকে অবিস্ফোরিত তিনটি হাতবোমা এবং বোমা তৈরির উপাদান লোহার পাইপ ও মার্বেল উদ্ধার করে। এরপর মাদ্রাসা চত্বরে অবস্থিত মুফতি ইজাহারের বাসা থেকে উদ্ধার করা হয় ১৮ বোতল অ্যাসিড-জাতীয় পদার্থ। এ ছাড়া মঙ্গলবার লালখান বাজার মাদ্রাসা থেকে আটক চার শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন হাবিবুর রহমান, ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান ও তফসির আহমেদ

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৭

হ্যারিয়ার-৩ বলেছেন:
সেখানে পলিটেকনিকের একজন বহিরাগত ইঞ্জ কেন ছিল তার কোন জবাব নেই।
আহতরা ৫ কিলোমিটার দুরের ছোট ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছিল কেন?

ইউপিএস এ বড়জোর শর্টসার্কিট বা ধোঁয়া হতে পারে, জানালা ঊরে যেতে পারেনা!

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৯

মো ঃ আবু সাঈদ বলেছেন: সিলিং ফ্যান যদি বিস্পরন হয়ে মানুষ মরে আর জানালা উরে যেতে পারে তো ইউপিএস??

আর আরকেটা কথা হ্যারিয়ার-৩ জানালা উড়ে গেল আর বোমা তাজা ইটার রহস্য কি??

৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪

এম আর ইকবাল বলেছেন: হেফাজতিরা বলছে ইউপিএস বিস্ফোরিত হয়েছে ।
বাববা কত বড় বিস্ফরণ ।
ইউপিএস ব্যবহার কি বন্ধ করে দেবো ?
নিজের জান বাচানো দরকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.