![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক স্বজন এবার SSC তে 4.96পয়েন্ট পেয়েছে। ডিপ্লমা তে পড়ার আগ্রহ তার প্রবল । মেরিন ইন্জিনিয়ার এ ভর্তি পরীক্ষা দিয়েছে । চান্স পেল "শিপ বিল্ডিং" ।
অন্য দিকে পরিটেকনিক্যালেও ভর্তি পরিক্ষা দিয়েছিল এখানে চান্স পেল ইলেক্টটিক্যালে । কোনটাতে ভর্তি হওয়া বেটার হবে । চাকরীর বাজার দর কোনটাতে কেমন ???
জানা থাকলে মন্তব্য করে বাধিত করিবেন ।
২| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫০
রাজিব বলেছেন: শিপ বিল্ডিং এর ভবিষ্যৎ বাংলাদেশে খুব উজ্জল বলেই মনে হয় তবে এজন্য ঢাকা ছাড়তে হবে এবং চট্টগ্রাম বা কক্সবাজার থাকতে হবে, মানে সাগরের পারে যেখানে জাহাজ বানানো হচ্ছে।
আমি টেকনিকাল মানুষ নই (সারা জীবন আর্টসে পড়া মানুষ ক্লাস নাইন থেকে এমএ পর্যন্ত আর্টসে পড়া) তবে জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্জল।
৩| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৩
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: পলিটেকনিক্যাল ইলেকট্রিক্যালের চাইতে অবশ্যই শিপ বিল্ডিং এ পড়া ভালো হবে।
৪| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০০
ভিটামিন সি বলেছেন: দাদা ভাই, ভেবেছিলাম আজকে লগইন করবো না। কিন্তু শুধু মাত্র আপনার পোষ্টটাতে কমেন্ট করতেই লগইন করলাম। যাই হউক,
কারিগরি শিক্ষার দিক থেকে উক্ত দুটি থেকে কোনটির মুল্যই কোন অংশে কম নয় যদি আপনার সার্টিফিকেটটিকে সঠিক জায়গায় কাজে লাগানো যায়। আমার পাশের বাড়ির যে ছেলে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ৪ বছরের জায়গায় ৭ বছরে পাস করেছে, যাকে আমি নিজে প্রোগ্রামিং ইন সি এর উত্তরপত্রে লিখে দিয়েছি রেফার্ড পরীক্ষায়, সে আস পল্লীবিদ্যুতে জব নিয়ে থানা লেভেলে জমি কিনে বাড়ি করেছে মাত্র ৩/৪ বছর জব করে।
আর আমি সিংগাপুরে দেখতেছি, মেরিন বা শিপ বিল্ডিং এর উপর ডিপ্লোমা করা ছেলেরা বেশ ভালো করে এখানে এসে। প্রপার চ্যানেলে আসতে পারলে তারা লাখ+ টাকার মতো বেতন পায় শুরুতেই যা এই অন্য কোন ডিসিপ্লিনে ডিপ্লোমা করে সম্ভব নয়। আর এখানে এসে যদি বলে কয়ে এর উপর এখানকার আর একটা পলিটেকনিক থেকে ২.৬ বছরের ডিপ্লোমা বা এক বছরের এডভান্স ডিপ্লোমা / কনভার্সণ ডিপ্লোমা / স্পেশাল ডিপ্লোমা করে পিআর (পারমানেন্ট রেসিডেন্ট) এপ্লাই করলে কাজ হয়ে যায়। আমাদের কোম্পানীতেই ৪/৫ জন আছেন নারায়নগণ্জের প্রতিষ্ঠান থেকে মেরিনে ডিপ্লোমা করা।
তো আমি মনে করি, আমি যেহেতু সিংগাপুরে এমনটা দেখেছি, তাহলে বিশ্বের অন্যান্য দেশ যারা জাহাজ শিল্পের সাথে সংশ্লিষ্ট তারা এই ডিপ্লোমাকে মুল্য দেয়। শুধু মাত্র দেশের ডিপ্লোমা করেই ভালো কাজ পাওয়া যাবে না। বাইরের একটা ডিগ্রী থাকলে সহজেই ভালো বেতনে কাজ জুটে যাবে।
মন্তব্য বড় করার জন্য দুঃখিত।
৫| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৯
বলাকাবিহঙ্গ বলেছেন: Study by that way- you may fly to USA or EU.
৬| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
উমার বলেছেন: যদি শিপ বিল্ডিং এ পড়াতে চান তাহলে কোন কথা নাই । আর যদি সাইন্স থেকে পাশ করে থাকে এবং কোন আর্থিক সংকট না থাকে তাহলে ইন্টারে সাইন্স থেকে পাশ করে সরাসরি বি.এস.সি ইন্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পরামর্শ দেব । দুইটা বছর বেচে যাবে ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫
পথহারা সৈকত বলেছেন: মেরিন এ পড়লে ভাল বেতনের জব পাওয়ার সম্ভাবনা আছে।