![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যার ইন ব্লগে ঢুকলেইআমার বারবার সেই ব্যানারটির দিকেই চোখ চলে যায়। কষ্ট লাগে, ভীষণ কষ্ট।
সাগর-রুনি হত্যাকাণ্ডের আজ ৭৬৭ তম দিন !!!!
এভাবে সংখ্যার পেছনে সংখ্যা বসতেই থাকবে। সরকার বদল হবে, দেশে বিশ্বকাপ হবে আরও কতো কি । কিন্তু আমার আপুটাকে এভাবে মেরে ফেলার কোন বিচার হবে না।
আমার ভীষণ খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু কেনো জানিনা চোখ দিয়ে অশ্রুপাত হয় না, হয়তো অস্রুও তার পরিণতি জেনে বসে আছে।
রুনি আপুকে লেখা একটি চিঠি সামহোয়্যার ইন ব্লগের পাঠক ও সহব্লগারদের জন্য প্রকাশ করছি।
প্রিয় রুনি আপু,
কি খবর? কেমন আছো? দুলাভাইয়ের খবর কি? পিচ্চিটা কি করে? অবাক হয়ে গেলে!! আরে তোমার সাথে যখনই ফেসবুকে চ্যাট হতো তখনতো এমনি করেই কথা বলতাম। এখন তুমি একটু দূরে বলে কি অন্যভাবে কথা বলবো নাকি? তুমি আমকে খুব ভালভাবেই চিনো, আমি বদলাতে পারি না, বদলাবোও না। এভাবেই কথা বলবো।
আজ হঠাৎ ভাবলাম তোমাকে একটা চিঠি লিখি। জানি, তুমি হাসছো। আমিও খুব ভালভাবেই জানি আমাকে দিয়ে চিঠি লেখা হয়না, তবুও লিখবো। বোনকে চিঠি লিখতে আবার কিছু জানা লাগে নাকি? ভাই যা লিখবে আমার আপুটা তাই পড়বে। কিন্তু সমস্যা হচ্ছে, মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছে,কিভাবে শুরু করবো বুঝতে পারছিনা।
মনে আছে আপু, তোমার সাথে আমার পরিচয় কিন্তু হয়েছিলো একটা ব্লগেই। এক্স-শাহীনদের একটা ফোরামে। তখন মাত্র মেডিকেলে ভর্তি হয়েছি। বেশ কিছুক্ষণ আলাপ করার পর যখন জানলে আমি একুশে টেলিভিশনের ‘মুক্তখবর’এ কাজ করতাম তখন যে তুমি কি খুশি হয়েছিলে তা আমার আজও মনে পড়ে। তুমি তখন এটিএন বাংলায় কাজ করতে। ঢাকা আসবো জানলেই বলতে অফিসে নয়তো বাসায় এসে দেখা করতে। ঢাকায় এসে নানান ব্যস্ততার মাঝে আর দেখা করা হয়ে উঠেনি।
শাহীন কলেজের ১ম পুনর্মিলনীতে অবশেষে দুই ভাইবোনের দেখা হয়। অবশ্য সেদিন খুব একটা কথা বলতে পারিনি, দুজনেই বেশ ব্যস্ত ছিলাম বলে। মজার ব্যাপার হল, ফেসবুকের চ্যাটে কিন্তু অনেক কথা হতো তোমার সাথে।
এমন একদিনও হয়নি যে, তুমি অনলাইন হয়ে আমকে নক করো নি। নক করেই জিজ্ঞেস করতে, কিরে ডাক্তার হতে আর কয়দিন বাকি? তারপরই শুরু হতো তোমার সেই বিখ্যাত খোঁচা, এখন কয়জনের সাথে প্রেম করিস? এটা কতো নাম্বার গার্লফ্রেন্ড? আরও কতো কথা...। কথার ফাঁকে ফাঁকে মেঘকে খাওয়াতে উঠে যেতে। ফিরে এসেই পিচ্চিটার দুষ্টুমির কথা বলতে। আমার ভীষণ মজা লাগতো।
তুমি যখন দুলাভাইকে নিয়ে জার্মানি গেলে,তখনও চ্যাট হতো। আর কি ঝাড়ি যে মারতে আমাকে, আমি নাকি পড়াশুনা বাদ দিয়ে সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকি।
আপু জানো, তোমার সাথে কথা বলার সময় আমি কখনো বড় বোনের অভাব বুঝতাম না। এখন কেন জানি আমার খুব খালি খালি লাগে। এখনও আমি প্রায়ই তোমার প্রোফাইল চেক করি, তোমাদের ছবিগুলো দেখি। আমার মনে হয়, তোমরা আছো, আশেপাশেই কোথাও। এই বুঝি আমাকে নক করবে, এই বুঝি বলবে, যা অনেক চ্যাট হয়েছে, এবার পড়তে যা।
সেদিন ক্লাস শেষে হলে ফিরে যখন ‘প্রথম আলো’টা হাতে নেই, আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। কয়েকদিন আগে তোমার সাথে কথা হল, আর পেপারে লেখা তোমরা খুন হয়েছো। কিভাবে বিশ্বাস করি বল, যা কোনদিন ভাবতেই পারিনি তা বিশ্বাস করবো কিভাবে?
আপু, আজ যাই। বুকের ভেতর কোথায় জানি খুব কষ্ট হচ্ছে ।পরে আবার কথা হবে। মেঘকে নিয়ে তোমরা চিন্তা করো না,আমরাতো আছি। আমার জন্য দোয়া করো। আমি তো সবসময়ই তোমাদের জন্য দোয়া করি, যাতে তোমরা যেখানেই থাকো ভালো থাকো, শান্তিতে থাকো।
ইতি,
তোমার আদরের ছোট ভাই
অনু।
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ,বাজিতপুর,কিশোরগঞ্জ
১৫/৫/২০১২
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৯
রাশেদ অনু বলেছেন: আসলেই কিছু বলার নেই, লিখার নেই, দেখানোর নেই।
আমাদের মুখ থাকতেও আমরা বাকপ্রতিবন্ধী, কান থাকতেও যে আমরা বধির, আইন থাকতেও আমরা এতিম ।
এই রাষ্ট্র আর রাষ্ট্রব্যবস্থা দেখে একটি কথাই বারবার মনে হয়, " বাঁচো, যদি বাঁচতে জানো। তোমাকে কেউ সুরক্ষিত রাখবে না। "
একদিন হয়তো এই কথাও ফুরোবে, অশ্রুও শুকোবে...।
২| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬
উজবুক ইশতি বলেছেন: খুবি খারাপ লাগল পড়ে
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০১
রাশেদ অনু বলেছেন: আমরাতো আর উনাদের হত্যার বিচার করতে পারলাম না, দোয়া করবেন তাঁদের জন্য, যেন আল্লাহতালার বিচারে তাঁরা সুবিচার পায়।
ধন্যবাদ কষ্ট করে আমার পোস্টে সময় দেয়ার জন্য।
৩| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৫
রাশেদ অনু বলেছেন: পোস্টে সময় দেয়ার জন্য ধন্যবাদ ।
৪| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৬
দৃষ্টিসীমানা বলেছেন: সাগর রুনির হত্যা রহস্য কত দিন মেঘে ঢাকা থাকবে ????????
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩২
রাশেদ অনু বলেছেন: যখন কোন কিছু রহস্য থাকে, তখন তা থাকে মেঘে ঢাকা।
কিন্তু বিবিধ সংস্থা কর্তৃক তদন্তের পরও যখন আপনি ফলাফল জানতে পারবেন না, তখন হয়তো আপনার, আমার, আমাদের বলা উচিৎ, কবে পাবো আমরা একটি " জবাব " ।
সমগ্র জাতির জন্য, একজন "মেঘ" এর জন্য... চাই '[ জবাব "
৫| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৮
রমিত বলেছেন: যারা এই রহস্যের জট খুলতে পারেনা, তদের আমরা কি বলবো?
১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩০
রাশেদ অনু বলেছেন: অর্থখেঁকো... চারপেয়ে।
যারা রহস্যের এক অংশও গণমাধ্যমে প্রকাশ করতে চান না , তাঁদের কি বলবেন?
৬| ১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৫
সনজিম বলেছেন: চোখের কোণের দু ফোঁটা জল ও আজ শেষ হয়ে গেছে, কি লিখব বা কি বলবো তা নিজেও জানিনা, শুধু এটুকু বলতে পারি এর বিচার একদিন হবেই, এপারে না হয়তো ওপারে তবে এপারে না হওয়ার সম্ভবনাই বেশি কিন্তু ওপারে কাউকে ছাড় দেয়া হবেনা।
১৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৩
রাশেদ অনু বলেছেন: সহমত পোষণ করছি ভাই। ইনশাল্লাহ এর বিচার একদিন হবেই।
৭| ১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
ইমিনা বলেছেন: কত ঘন্টায় ২৪ ঘন্টা হয়, আমি তা জানি না। কত দিনে ২৪ ঘন্টা হয়, আমি তা ও জানি না। কত মাসে ২৪ ঘন্টা হয়, তা জানতে হবে। কত বছরে ২৪ ঘন্টা হবে তা হিসেব করে জেনে নিতে হবে।।্
উত্তরটা জানা হয়ে গেলে ঐ নিষ্পাপ মেঘ'এর কাছে দাড়িয়ে তাকে সান্তনামূলক কিছু বলতে পারবো।
১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬
রাশেদ অনু বলেছেন: যথার্থ বলেছেন।
অনেক কিছু জানার আছে। অনেক জবাব পাওয়ার আছে, দেয়ার আছে।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
৮| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৬
নাভিদ কায়সার রায়ান বলেছেন: টাকা থাকলে যে এই দেশে সবই সম্ভব সেটার একটা প্রতীক হয়ে থাকবে এই হত্যাকান্ড। এই বিচার কোন কালে হবে কিনা আল্লাহ্ই জানে। তবে মনে প্রাণে চাই বিচারটা হোক। এই খুনের কথাটা ভাবলে এখনো খারাপ লাগে। এইটা কেমন একটা দেশ বুঝি না মাঝে মাঝে।
১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৮
রাশেদ অনু বলেছেন: অদ্ভূত উটের পিঠে চলছে স্বদেশ ...
৯| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:১১
রাশেদ অনু বলেছেন: সাথে থাকার জন্য ধন্য্যবাদ ভাইয়া ।
১০| ১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩০
অরুদ্ধ সকাল বলেছেন:
কবে পাবো বিচার
২০ শে মার্চ, ২০১৪ রাত ১২:১২
রাশেদ অনু বলেছেন: এ প্রশ্ন আজো সবার
১১| ২০ শে মার্চ, ২০১৪ ভোর ৪:১২
রাসেলহাসান বলেছেন: কিছু বলার মত ভাষা হারিয়ে ফেলেছি! কিছুই বলার নাই!
১২| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৩:১৮
রাশেদ অনু বলেছেন: আসলেই কিছু বলার নেই ভাই। কারো কিচ্ছু বলার নেই।
১৩| ২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৮
শক্তি শুধা বলেছেন: গণ্ডদেশ বেয়ে অশ্রু ঝরে পড়ল নিজের অজান্তেই, কষ্টরা বুক ফেটে চিৎকার করছে আজ। বলছে, আহা! আমরা কি আর কোন দিন পাব না সুবিচার।
১৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫২
রাশেদ অনু বলেছেন: সুবিচার, সে আজ মরিচিকা
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫২
সোহানী বলেছেন: বুকের ভীতর যে অনেক কস্ট ওদের জন্য... কিছুই যে বলতে পারলাম না... কিছুই যে করতে পারলাম না... নীরবে ওদের ছবি দেখি আর মেঘের জন্য দুফোঁটা অশ্রু ফেলি। এর থেকে বেশি যে কিছুই নেই আমার..............