নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্ক নিজে বলার মতো যোগ্যতা এখনো হয়নি। শুধু এটুকুই বলতে পারি লিখতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, দেখতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, বলতে ভালোবাসি এবং বুঝতে ভালোবাসি। বাকিটা না হয় পরিচয় হওয়ার পর জেনে নেয়া যাবে।

রাশেদ অনু

facebook.com/rashed.anu

রাশেদ অনু › বিস্তারিত পোস্টঃ

পদ্ম পারমিতা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩





পদ্ম পারমিতা,
কিছু অহর্নিশ অনুভূতির খেরো খাতায় এখনো
সেই আঁকিবুঁকির সমাহার।
অনুভূতির খোলা কাগজে এখনো তোমার দেয়া
সেই ম্যাজিক পেনের কালিগুলো
টুংটাং শব্দে কথা বলে, দীর্ঘ থেকে দীর্ঘতর করে তোলে
নিবিড় মুহূর্তগুলো।

পদ্ম পারমিতা,
দেয়াল বেয়ে নেমে আসা মিশকালো অন্ধকারে ধ্বনিত হয়
আহবানের কবিতা।
দরাজ কন্ঠে বারংবার হিম ধরানো শীতলতা।
ক্রমেই শীতল থেকে শীতলতর হয়।
লেপমুড়ি দেয়া সেই কবেকার চোখ মেলা, কাছে আসা, ধ্বনিত হয়,প্রতিধ্বনিত হয়।

পদ্ম পারমিতা,
ঝুল বারান্দায় ভীষন অবহেলায় পড়ে থাকা ক্যাক্টাসের
নিস্পলক স্পন্দন যেন ক্রমেই বড্ড বেশি জীবন্ত।
না চাইতেও পেয়ে যাওয়া টুকরো শিশির ঠিক যেন
তোমার নাকফুলের চমকিত উচ্ছাস, নয়তো
আটপৌরে কথামালা আর অনুভূতির সাতকাহন।



মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++++++++++++++

অসাধারণ একটা কবিতা পড়লাম ।

ভালো থাকবেন :)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৪

রাশেদ অনু বলেছেন: অসংখ্য ধন্যবাদ। সাথে থাকার জন্য শুভেচ্ছা।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগলো ৷

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৫

রাশেদ অনু বলেছেন: অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাইয়া, কস্ট করে আমার লেখাটি পড়ার জন্য। 
শুভেচ্ছা সতত।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২২

দুখাই রাজ বলেছেন: খুবই ভালো একটা কবিতা । শুভ সকাল ।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৬

রাশেদ অনু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

লেডি বার্ড বলেছেন: হবু ডাক্তার এমুন কবিতা লেখে কেমনে! :)

বেশ হইছে লেখাটা।

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৬

রাশেদ অনু বলেছেন: ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

কলমের কালি শেষ বলেছেন: বেফক সুন্দর কবিতা চরনগুলো । পড়ে ভাল লাগল । :)

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৭

রাশেদ অনু বলেছেন: আপনাদের জন্যই কাগজের বুক চিড়ে কিছু শব্দ আঁকা হয়। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.