![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একেকজন মানুষ দেখতে একেক রকম, কিন্তু তাদের সবার মাঝেই খুব কমন একটি মিল রয়েছে, সেটি কি জানেন? তাদের হাসি। প্রতিটি মানুষেরই হাসি সুন্দর, তা সে যেই হোক না কেন , যেমনই হোক না কেন ।
ইদানিং ফেসবুকে ঢুকেই আঁতকে উঠছি । ডাকফেস, চিকেনফেস যেই ফেসই বলুন না কেন, সেলফি ম্যানিয়ার জন্য তা মোটামোটি সবার কাছে পরিচিত। নিজের স্বাভাবিক চেহারাকে অযথাই নিজে বিকৃত করে , সেই ছবি আবার নিজে আপলোড দিয়ে কিসের পরিচয় তারা দিতে চান, কিভাবে বিখ্যাত হতে চান, এগুলোর উত্তর হয়তো তারা নিজেরাও জানে না।
কিন্তু আতঙ্কজনক বিষয় হচ্ছে, তাদের আশেপাশের শিশুদেরও তারা ছাড়ছে না এ ব্যাধি থেকে। ব্যাপারটা ল্যাজকাটা শেয়ালের গল্পের মতো। আমার লেজ কাটা গিয়েছে, নো প্রবলেম। তোমাদেরটাও কেটে ফেলো, এটাই এখন নিয়ম, এটাই এখন স্টাইল।
পৃথিবীতে শিশুদের বলা হয় সবচেয়ে পবিত্র আর তাদের হাসি সবচেয়ে নির্মল। তাদের এহেন শিক্ষা দেয়া একই সাথে যেমন বিকৃত রুচির তেমনি শিশুদের কোমল মনের জন্যও মারাত্মক ক্ষতিকারক।
দুঃখজনকভাবে আমার এমন কিছু বাচ্চাদের সাথেও পরিচয় হয়েছে যারা স্বাভাবিকভাবে ছবিই তুলতে চায়না। কারন জিজ্ঞেস করলে বলে, আম্মু বলেছে এভাবে ছবি তুলুলে (ডাকফেস)ছবি নাকি সুন্দর হয় !!!
আধুনিকতার নামে আমরা নিজেরা তো রসাতলে যাচ্ছিই, এখন যদি নিজেদের পরবর্তী প্রজন্মকেও একই পথে নেই এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই।
আমরা না পারছি শিশুদের তাদের প্রাপ্য শৈশব দিতে, না পারছি তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ।
গত কয়েক মাসে বাংলাদেশে যে পরিমান শিশুহত্যা, অপহরণের খবর এসেছে, বিগত কয়েকবছর মিলিয়ে এতো খবর আসে নি। মা নিজের সন্তানকে হত্যা করছে, শিশুদের অপহরণ করছে মাদ্রাসার শিক্ষক এমনকি আত্মীয়স্বজনরাও।
আর কতো নিচে নামবে আমাদের মানসিকতার? আর কতোটা পচে গেলে পুরোপুরি আধুনিক হবো ? একটাবারো কি ভেবে দেখেছি কেউ?
#বেঁচে_থাক_শৈশব
#শিশুদের_জন্য_নিরাপদ_আবাস_চাই
#শুভবোধের_জয়_হোক
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪১
রাশেদ অনু বলেছেন: অসংখ্য ধন্যবাদ কস্ট করে পড়ে অনুপ্রাণিত করার জন্য।
২| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২
নুর আমিন লেবু বলেছেন: শুভ বোধের জয় হইবেই।
ইনশাহ্আল্লাহ
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২
রাশেদ অনু বলেছেন: ইনশাল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ।
৩| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
রাশেদ অনু বলেছেন: অশেষ ধন্যবাদ দাদা । ভালো থাকবেন।
৪| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৭
মাঘের নীল আকাশ বলেছেন: সহমত!
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০১
রাশেদ অনু বলেছেন: সবাই নিজ নিজ স্থান থেকে একটু সচেতন হলেই পরিবর্তন সম্ভব। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩১
অন্তহীন আকাশ বলেছেন: +++