নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্ক নিজে বলার মতো যোগ্যতা এখনো হয়নি। শুধু এটুকুই বলতে পারি লিখতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, দেখতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, বলতে ভালোবাসি এবং বুঝতে ভালোবাসি। বাকিটা না হয় পরিচয় হওয়ার পর জেনে নেয়া যাবে।

রাশেদ অনু

facebook.com/rashed.anu

রাশেদ অনু › বিস্তারিত পোস্টঃ

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৬



ছেলেটি স্কুল থেকে বাসায় এসেই মাকে একটি চিঠি দিল। খামের মুখ আঠা দিয়ে আটকানো। মার অবাক দৃস্টির মুখে বলল, স্যার বলেছেন শুধু তোমাকেই চিঠিটি পড়তে ।

চিঠি খুলেই মার দু'চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কান্না ভেজা কন্ঠেই বেশ উচ্চ স্বরে পড়তে লাগলেন, " আপনার ছেলে ভীষণ মেধাবী। তার মতো মেধাবীর জন্য আমাদের কাছে পর্যাপ্ত শিক্ষক নেই। এই স্কুল তার জন্য অপ্রতুল। ভালো হয় যদি আপনি নিজে তাকে বাড়িতে পড়াশুনার ব্যবস্থা করতে পারেন । ধন্যবাদ। "

মা সবাইকে ছেড়ে চলে গিয়েছেন বহু বছর হলো । একদিন পারিবারিক কিছু কাগজপত্র ঘাটতে গিয়ে ছেলেটি সযত্নে ভাঁজ করা মলিন এক চিঠি খুঁজে পেলো ড্রয়ারের কোণায়।

সেখানে লেখা ছিলো," আপনার ছেলের মতো মানসিকভাবে বিকলাংগ,অসুস্থ ছাত্রকে আমরা আর আমাদের স্কুলে গ্রহন করতে পারছিনা । "
চিঠিটি পড়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে নিজের ব্যক্তিগত ডায়রিতে সে লিখলো, " টমাস আলভা এডিসন , যে কিনা মানসিকভাবে অসুস্থ ছাত্র ছিলেন, শুধুমাত্র তাঁর মা এর জন্য আজ পৃথিবী সর্বকালের সেরাদের একজন । "

প্রতিটি মানুষই তার স্বপ্নের চেয়েও বড় । সেই স্বপ্নটা দেখা শিখতে হয় । স্বপ্ন দেখানো জানতে হয় । কখনো কখনো এক ফোঁটা ভরসাই গড়ে দিতে পারে পারা আর না পারার মাঝে বিশাল পার্থক্য।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.