নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো পোলা আছিলাম, এখন আপাদমস্তক ভন্ড!

সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!

রাশেদ

এখনো ছাত্র। থাকি এক দ্বীপের কোনায়। কাজের ফাঁকে ব্লগ ঘুরে বেড়াই। আর মাঝে মাঝে গান আর হাবিজাবি পোস্টাই।

রাশেদ › বিস্তারিত পোস্টঃ

ছেলেবেলার স্মৃতিকথা–০৫

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:২৭



কোন মিল নাই কোন লাইনের সাথে পরের লাইনের। :)



ভার্সিটিতে অ্যাডমিশন নেয়ার পরে খুব মজা করে দিন গেছে এক বছর। বন্ধুদের পাল্লায় পরে প্রথম টার্মে কিছু সিনিয়র ভাইদের সাথে পরিচয় হয়, নাম ঠিক খেয়াল নাই, র‌্যামন ভাই, মামু নামে একজন ছিল (ওনার আসল নাম ভুলে গেছি), তপু ভাই, আরো অনেকে, ভুলে গেছি। তাদের সাথে কিছুদিন সময় গেলো, তারপর লাগে বিরক্তি, মেইনলি যেই ফ্রেন্ডের কারনে গেছিলাম, সেও তারপর আর তাদের সাথে তেমন মিশে না। আমিও ফুট দিলাম। তবে এক সিনিয়র আপুর দিকে সব সময় হা করে তাকিয়ে থাকতাম, অর্না নাম ছিল। আমার দেখা ভার্সিটির সেরা সুন্দরির একজন, পুরা পুতুল।



পরিচয় হলো ব্যাচের বেশ কিছু পোলাপাইনের সাথে। ভালোই টাইম কাটতে থাকে। আর পুরান পরিচিত বেশ কিছু ছিল। ক্লাস মিস দেয়া শুরু করি। আহা! কি আরামে ক্লাস মিস দিয়ে ক্যাফেতে বসে বসে আড্ডা দিতাম। ভালোই কাটতো দিনগুলো।



সেই সময়ে সানি ভাই নামে একজনের সাথে পরিচয় হইলো। আমি তো আসতাম বাসে, এসে সকালে কিছুই করার থাকতো না, দেখতাম সানি ভাই এসে বসে আছে, আমিও ক্লাস মিস দিয়ে মাঝে মাঝে ওনার সাথে হুদাই টাইম পাস করতাম! উনি বসে থাকতো ওনার বউ এর জন্য। বেচারির ক্লাসের ফাঁকে তার সাথে দেখা করার জন্য।



সেকেন্ড টার্মে এক্সামের আগে দিয়ে কিভাবে জানি জন্ডিস না টাইফয়েড বাঁধালাম। কি আর করা! শুয়ে বসে থাকতাম। এক্সাম দিতে যাইতাম প্রিপারেশন ছাড়াই। আমার ডিপার্টমেন্টের আরেক পোলা ছিল। তারও কোন ইচ্ছে নাই পড়ালেখা করার। আমরা পাল্লা দিয়ে বের হয়ে যেতাম এক ঘন্টা পরেই। এর আগে বাইর হতে দিতো না। বের হয়ে দেখতাম আরো দুই ফ্রেন্ড, নাহিদ আর মশা, অলরেডি বের হয়ে চা নাইলে কফি (চরম অখাদ্য ছিল) খাইতেছে! সেই টার্মে আন্ডার থ্রি পাইছিলাম। হি হি!



বিড়ি টানার ভালোই বদভ্যাস আছে। ফলে খালেক মামুর (বিড়িওয়ালা) সাথেও পরিচয় হয়ে যায়। তার সাথে আমি খাইতাম অ্যাডভান্সড সিস্টেমে! মাসের শুরুতে কিছু দিয়ে রাখতাম আর সে কেটে কেটে রাখতো। ক্যাফের আরেকটা পোলার কথা মনে পড়তেছে জসিম। পিচ্চি একটা পোলা ছিল। এইবার দেশে গিয়ে দেখি বেশ ভালোই বুড়া বুড়া ভাব আইসা গেছে। শাহাদাত নামে ক্যাফের আরেক পিচ্চির কথা মনে পড়তেছে। পোলাটা খুব পছন্দ করতো আমারে। দেশ থেকে আসার কিছুদিন আগে খবর পাই সে ইলেক্ট্রিফাইড হয়ে মারা গেছে।



ভালো একটা ফ্রেন্ড সার্কেল পাইছিলাম সেই সময়গুলোতে। পরে আরেকদিন লেখবো সেইসব নিয়ে।





পূর্ব প্রকাশিত

মন্তব্য ১৭২ টি রেটিং +২১/-১

মন্তব্য (১৭২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৩০

েক আিম বলেছেন: মনে হলো নিজের অটো বায়োগ্রাফি পড়ছি।

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৬

রাশেদ বলেছেন: হা হা! থ্যাঙ্কস।

২| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৩০

আসিফ আহমেদ বলেছেন: হায় ক্যাফে....
কোন ভার্সিটিতে ছিলেন আপনি?

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৭

রাশেদ বলেছেন: হায় ক্যাফে। ছিলাম কোন এক্টায়। :)

৩| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৩১

সাইফুর বলেছেন: শাহাদাতের কথা শুনে খারাপ লাগলো:(

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৭

রাশেদ বলেছেন: পুরা পোস্টে খালি এইটাই চোখে পড়লো! হু, পোলাডার কথা মাঝে মাঝে মনে পড়ে।

৪| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৩৫

লিপিকার বলেছেন: মজার লাইফ ছিল

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৭

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু। হু তা ছিল।

৫| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৩৮

মানুষ বলেছেন: স্মৃতি তুমি বদনা

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৮

রাশেদ বলেছেন: :((

৬| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪২

আউলা বলেছেন: পুরান গপ্প। আগেই পড়া হয়েছে।:)

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৮

রাশেদ বলেছেন: হে হে! :P

৭| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪২

আসিফ আহমেদ বলেছেন: বেদনা > বেদানা > বদনা

=p~ =p~ =p~

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৮

রাশেদ বলেছেন: হ। :P

৮| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৩

নাভদ বলেছেন:
রাশেদের বয়স কি ১০০+ হয়ে গেল নাকি যে বুয়েট লাইফ 'ছেলেবেলা'র মধ্যে পড়ছে? :)

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৮

রাশেদ বলেছেন: হা হা! আলাদা নাম দিতে ইচ্ছে করে না। তাই সবকিছু একসাথে ঢুকাই দিছি। :D আপনার ব্যান এখনো উঠে নাই?

৯| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৫

রেটিং বলেছেন: আড়ে বাবা, রাশু নাকি বিড়ি খাই, ওর ত ফিডার খাওনের কথা ;);)

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৯

রাশেদ বলেছেন: হু, দুইটাইখাই! দেশ এগিয়ে গেচে তো! :D

১০| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৫

ফকির ইলিয়াস বলেছেন: জীবন মিশে থাকে ভাসমান নক্ষত্রের সাথে।

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৯

রাশেদ বলেছেন: ধন্যবাদ ইলিয়াস ভাই সুন্দর কমেন্টের জন্য।

১১| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৫

তানজিলা হক বলেছেন: আউলা এইটা আমরা জানি
তুমার কষ্ট করে বলার দরকার ছিলো না।
অযথা কথা অপচয়X(

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫০

রাশেদ বলেছেন: আব্বে! দুইদিকে লেখা দিতে যাইয়া আমি আছি মাইঙ্কার চিপায়! আর হেরা আছে গাইল দেবার লাইগা! :-P :-P

১২| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৬

নাভদ বলেছেন:
আর আর্কির চিপা এর কোন স্মৃতি নাই? ;)

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫০

রাশেদ বলেছেন: দুঃখের কথা কন ক্যা! এত কপাল থাক্লে! :((

১৩| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৪৮

রেটিং বলেছেন: রাশু আজীবন বলের সামনেই ছিল, বলে টাচ করতে পারে নাইক্কা ;)

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫০

রাশেদ বলেছেন: লাল্টুরে! সাইজ হইয়া যাইবা কইলাম! :D :D

১৪| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫০

অক্ষর বলেছেন: রাশেদের বয়স কি ১০০+ হয়ে গেল নাকি যে বুয়েট লাইফ 'ছেলেবেলা'র মধ্যে পড়ছে?

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫১

রাশেদ বলেছেন: :-P :-P

১৫| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫২

আসিফ আহমেদ বলেছেন: রাশু আজীবন বলের সামনেই ছিল, বলে টাচ করতে পারে নাইক্কা ;)

=p~ =p~ =p~

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫৪

রাশেদ বলেছেন: :| :|

১৬| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫২

রেটিং বলেছেন: খেক খেক, এত দিনে স্বীকার করল ফিডার খাই, কয়দিন পর কইব বিড়ি খাই না ;) সময় হোক সব বাইর হইব ;)

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫৫

রাশেদ বলেছেন: হে হে! একানে পোংটা কতা কইলে সাইজ হইয়া যামু! কইতে পারতাচি না! :-P

বিড়ি নিয়া কোবতে লেকচি, দেকি দিমু নে। :D

১৭| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫৪

নাভদ বলেছেন:
লেখক বলেছেন: আপনার ব্যান এখনো উঠে নাই? // দুঃখের কথা কন ক্যা! এত কপাল থাক্লে!

-----------------------------------------------------------

কোন মেইল পাইনাই তাই মনে হয় ব্যন এখোনো। আর আর্কির চিপার ব্যপারে .... দুঃখের কিছু নাই ... আঙুর ফল টক এটা ভেবে নিলেই হল আর কি.. হা হা..

২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫৬

রাশেদ বলেছেন: ওদেরকে একটা মেইল দেন না কেন?

টক হইবো কেন! :(( খাই নাই এইটা ভাইবা শান্তিতে থাকি! হে হে!

১৮| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫৭

রেটিং বলেছেন: বিড়ি নিয়া কোবতে লিখলে ফিডারের কথা অস্বীকার করন যাইবেক না ;)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০০

রাশেদ বলেছেন: হে হে! :P

১৯| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫৭

সাইফুর বলেছেন: আগের অংশও পড়ছি;)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০০

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু কাছিমের টুপি কি ঝড়ে উইড়া গেলো নাকি!

২০| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০০

আরণ্যক যাযাবর বলেছেন:
আহা অতীত!
আমাদের সুন্দরেরা পড়ে থাকে অতীতে।
অতীতের অচেনা মানুষগুলোও যেনো বড্ড অাপন মনে হয়।

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০১

রাশেদ বলেছেন: অতীত আমার জীবন
অতীত আমার স্বপ্ন
অতীতকেই তাই আমি
বাসি বড় ভালো।

:)

২১| ২৩ শে জুন, ২০০৮ রাত ৮:৫৯

শান্তির দেবদূত বলেছেন: মজা পাইছি ......

কষ্টও পাইছি, আগের কতা মনে কইরা। "আগে কি সুন্দর দিন কাটাইতাম" :(

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০১

রাশেদ বলেছেন: আর কইয়েন না। :(

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০১

রাশেদ বলেছেন: "আগে কি সুন্দর দিন কাটাইতাম" :(

২২| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০১

সাইফুর বলেছেন: নারে রাশুদাদা:) নয়া কিছু খুজতেছি:)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০২

রাশেদ বলেছেন: আইচ্ছা। :)

২৩| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০৩

রেটিং বলেছেন:

রাশুর কোবতে:

ফিডার ফিডার
আমার ফিডার
দেখতে বড় ভালা
ফিডার ছাড়া কিছুই
আর লাগে না কেন ভালা।

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০৫

রাশেদ বলেছেন: X( X( :-P :-P

নেক্সট লেকাতে মাইনাচ শিরোধার্য! X( X(

২৪| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০৫

আউলা বলেছেন:

রেটিং বলেছেন: খেক খেক, এত দিনে স্বীকার করল ফিডার খাই, কয়দিন পর কইব বিড়ি খাই না ;) সময় হোক সব বাইর হইব ;)



আমি কিছু কই নাই

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০৫

রাশেদ বলেছেন: এইডা আইলো কখন! :(

২৫| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০৫

রেটিং বলেছেন: আমিও কিছু কইতে লজ্জা পাইতেছি ;)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০৬

রাশেদ বলেছেন: লাল্টুরে খাইছি আমি! X(

২৬| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০৫

সাইফুর বলেছেন: রাশুদাদা....ও রাশুদাদা....আপনের নাকি নতুন নাম দিছে..জনগনে?:)
পার্টি কবে হবে?:)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০৭

রাশেদ বলেছেন: চান্দিছিলা! চুল বাকিটাও যাইবে! মেসেঞ্জারে কইছে তোমারে গুতা দিতে! ঠিক না! X( :-P

২৭| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০৯

আউলা বলেছেন: হাহাহা @ রেটিং ভাইয়া :#):#):#)

কবিতা অসাধারণ মারত্বক হয়েছে আমার নেক্সট সিনেমার জন্য আপনিই গান লিখবেন

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১১

রাশেদ বলেছেন: X( X( :-P :-P

২৮| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:০৯

সাইফুর বলেছেন: নামটা কিন্তু খুব সুন্দর...:) হেহেহে

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৫

রাশেদ বলেছেন: X( X(

২৯| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১০

সাইফুর বলেছেন: আকিকা চাই:)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৫

রাশেদ বলেছেন: চুল যাবে কইলাম! :-P

৩০| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১০

তানজিলা হক বলেছেন: বাইদানি গন্ডারের চামরা দিয়া জামা বানাইছো মনে হয়;)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৫

রাশেদ বলেছেন: হো হো! =p~ =p~

৩১| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১০

রেটিং বলেছেন: হাহাহাহ..থ্যন্কু আউলা, ইহা রাশুর সৈজন্য, রাশু আমারে মাইনাচের ভয় দেখাই, ওড় টেংরি ভাংগার রোল চাই :)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৬

রাশেদ বলেছেন: ফুহ! ডরাই না! :P

৩২| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১১

আউলা বলেছেন: এসব কি ধরনের কথধা কুককুরুকু রাশুভাই?

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৬

রাশেদ বলেছেন: :( :|

৩৩| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১২

আরণ্যক যাযাবর বলেছেন:
এই পুলাটার লাইগা একটা মাইয়া দেখেন কেউ।

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৬

রাশেদ বলেছেন: নিজের কথা বাদ দাও ক্যা! :D

৩৪| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১২

সাইফুর বলেছেন: আকিকাতে কিকি রেসিপি হবে? সবাই বলে:) বড় পার্টি চাই:P

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৭

রাশেদ বলেছেন: কাছিমের একদিন কি আমার একদিন! চাক্তাই খালের পানি খাওয়ামু তোমারে! :P

৩৫| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৩

আউলা বলেছেন: আকালীর মা তুমি প্রতিদিন ভাগো এখন আবার এসব কি বলো?

মুখ সামলাও নয়তো তোমাকে পস্তাতে হবে

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৭

রাশেদ বলেছেন: :D :D

লাগচে মাইর! :D :D

৩৬| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৫

সাইফুর বলেছেন: "কুককুরুকু" কিরে ....@আউলা:)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৭

রাশেদ বলেছেন: :-P

৩৭| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৬

রাতিফ বলেছেন: হায়! পুরানো সে দিন, আমার অবশ্য মজা , কারণ আমি এখন আপনার

সেই সময়টা কাটাইতেছি......হা হা!

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৭

রাশেদ বলেছেন: :(

৩৮| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:১৮

আকাশচুরি বলেছেন: অর্না আপু কেমন আসে? ;)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২০

রাশেদ বলেছেন: জানি না, তার ছুটো টার নাম ছিল উর্মি। ঐটার বিয়া হইলো শুনলাম, তাইলে তার তো হইচে আরো আগে। :(

৩৯| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২০

আরণ্যক যাযাবর বলেছেন:
কাছিম, তোমার বিয়াত এই পোলাটার একটা বড় ছবি লইয়া যাইও তো।
এই পোলাটারে বিয়া করতে চায় কোন মাইয়া পাওয়া যায় কি না দেখো।

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২০

রাশেদ বলেছেন: দেখি কাছিম ধরতে পারে নাকি ব্যাপারটা!

হা হা! বুদ্দি হিসাবে খারাপ না! :D :D

৪০| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২১

তানজিলা হক বলেছেন: বাইদানি @আমি ভাবছিলাম ৭ ডিন পর প্রতিত্তুর পাইবো
তুমি দেখি আগে আগে দিলা
জামাটায় কি ভেজাল মিশানো ছিলো নাকি;)

৪১| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২১

তানজিলা হক বলেছেন: বাইদানি @আমি ভাবছিলাম ৭ দিন
পর প্রতিত্তুর পাইবো
তুমি দেখি আগে আগে দিলা
জামাটায় কি ভেজাল মিশানো ছিলো নাকি;)

৪২| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২২

রাতিফ বলেছেন: রাশেদ ভাই, আপনি graduation করেছেন কোথা থেকে?

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২৪

রাশেদ বলেছেন: এতো জাইনা কি করবা! হে হে! কমু না! :P :P

৪৩| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২৩

সাইফুর বলেছেন: মনে রাখমু:) @ আরণ্যক ভাই

৪৪| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২৭

ঝুমী বলেছেন: হাঃ হাঃ রাশেদ ভাই ক্লাস ফাঁকি দিতেন!!! :P
আর আমি নিয়মিত ক্লাসে যাই!!! বন্ধুরা যাক বা না যাক্, আমি সব সময় হাজির!!!+:D

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২৯

রাশেদ বলেছেন: হা হা! গুড স্টুদেন্ত! :)

৪৫| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২৪

অ্যামাটার বলেছেন: যাক, ছিনিয়র ভাইগো নাম মনে না থাকলেও আফামনির নামডা ঠিকই মাইন্ডে আসে!!!!

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২৫

রাশেদ বলেছেন: অর্না আপু পুরা পুতুল। আমার দেখা সেরা সুন্দরি। :)

৪৬| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২৭

অ্যামাটার বলেছেন: ঢ়াষূ ভাই কি বুয়েটিয়ান নি?

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২৮

রাশেদ বলেছেন: হু।

৪৭| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২৭

রাতিফ বলেছেন: আমার কেন জানি মনে হইতাছে কোন engineering university

থেকে পাশ করছেন, ঠিক কইছি না?

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২৮

রাশেদ বলেছেন: হু, বুয়েট।

৪৮| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:২৮

আউলা বলেছেন: আকালীর মা তুমার সিক্রেট কিন্তু কইয়া দিমু ;) মুখ সামলাও

৪৯| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৩০

আউলা বলেছেন:


কি চমৎকার দেখা গেল!!

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৩১

রাশেদ বলেছেন: কি! :|

৫০| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৩১

আউলা বলেছেন:

৫১| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৩২

আউলা বলেছেন: আসে না ক্যান? :(

নাকি আমি দেখি না (আম্মাআআ)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৩৩

রাশেদ বলেছেন: আসে নাই। :P

৫২| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৩৬

প্রণব আচার্য্য বলেছেন: হুম!

৫৩| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৩৭

প্রণব আচার্য্য বলেছেন: ১০০তম কমেন্টটাও করলাম :):)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৩৮

রাশেদ বলেছেন: হি হি! থ্যাঙ্কস।

৫৪| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪০

রাতিফ বলেছেন: আবার জিগায়........বস্ সালাম নেন।


৫৫| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৩

তানজিলা হক বলেছেন: হিন্দি সিরিকাল দেখতাছি আর মাঝে মাঝে বাইদানিরে খোচা দিয়ে যাচ্ছি:)
(বিদায়ি)এইটাই শেষটা:)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৫

রাশেদ বলেছেন: হা হা!

৫৬| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৪

সাইফুর বলেছেন: ্আউলার সৌজন্যে:)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৫

রাশেদ বলেছেন: কাছিম কাইন্দা কুল পাইবা না! :-P

৫৭| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৬

আউলা বলেছেন: এই তো ভাগলা আকালীর মা
অফটপিক: আজকে বিদাই সিরিয়ালে নায়িকার শাড়িগহনা কেমন? :)



দেখলা কুককুরুকু আমি কইছি ওরে দৌড়ানি দিলেই ভাগে? ;)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৭

রাশেদ বলেছেন: কাছিম্রে কইলা নাকি! ঐ কাছিম তোমারে ডাকে!

৫৮| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৬

সুলতানা শিরীন সাজি বলেছেন: রাশেদ..........
লিখতে থাকো.......।
শুভেচ্ছা নাও.........।

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৭

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু সাজিপু। :)

৫৯| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৭

মানুষ বলেছেন:

এইটা কি রাশুর নতুন নামের সাথে যুক্ত?

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৮

রাশেদ বলেছেন: মানু! তোমার খবর আছে! :(

বিমা তুই কই! :((

৬০| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৯

তানজিলা হক বলেছেন: সাদনার গহনাটা সুন্দর আর সাদনার ভাবিটার শড়িটা সুন্দর


রমজানকি আজ মুরগি খামারে গেছে নাকি;)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৫০

রাশেদ বলেছেন: হা হা! ভালো কইছো। :D :D

৬১| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৯

আউলা বলেছেন: প্রোফাইলের ছবিটা আপডেট করো কুককুরুকু ;)

২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৫০

রাশেদ বলেছেন: কাছিম তো গেছে গা দেখি।

৬২| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৪৯

তানজিলা হক বলেছেন: সদনার বরের ভাবির*

৬৩| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৫১

মানুষ বলেছেন: মুরগীর খামারের কাহিনি কি? পোলাপান কিছু কয় না কেন?

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১৩

রাশেদ বলেছেন: :( :(( :| :(

৬৪| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৫২

আউলা বলেছেন: আজকে বিদাই তে কি হচ্ছে? @ আকালীর মা


এখনও কনফিউশন আছে? @ রমজান খালু

ধন্যবাদ @ সাইফুর ভাই



৬৫| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৫৩

আউলা বলেছেন: কুককুরুকু রাশুভাই তোমাকে খালু যেন কি জিজ্ঞেস করছে ;)

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১৩

রাশেদ বলেছেন: :-P :-P

৬৬| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৫৪

রাশেদ বলেছেন: যাইগ। ঠা ঠা!

৬৭| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৫৪

আউলা বলেছেন: ঠাঠা

৬৮| ২৩ শে জুন, ২০০৮ রাত ৯:৫৯

তানজিলা হক বলেছেন: তাইলে আমিও যাইগা
ঠা ঠা
মাত্র শেষ হইতাছিলো:( সিরিকাল

৬৯| ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:০১

সাইফুর বলেছেন: এখানে কি অবস্থা:)

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১৪

রাশেদ বলেছেন: :|

৭০| ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:০১

আউলা বলেছেন: কেন যাবা ক্যান? আমি আছি তো নাকি আমার সাথে কথা কইবা না ;)

৭১| ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:০২

রেটিং বলেছেন: কুককুরুকু" কিরে ....@আউলা
সাইফু ছবিতএ উত্তম ঝাজা :)

৭২| ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:০৩

আউলা বলেছেন: অবস্থা এই যে কিছু লোক পলাইছে :)
আর কিছু লোক আছে :)
@ সাইফুর ভাই

৭৩| ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:০৫

সাইফুর বলেছেন: এখন কি হবে? রাশুদাদা কই?:)

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১৪

রাশেদ বলেছেন: X( X(

৭৪| ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:০৫

রেটিং বলেছেন:

পালাইল রে পালাইল,
দিকে দিকে এখি শুনি
রাশু নাকি পালাইলোওওওওওওওওওওও ;)

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১৪

রাশেদ বলেছেন: :-P :-P

৭৫| ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:০৬

আউলা বলেছেন: কুককুরুকু ভাগছে রেটিং ভাইয়া :)

৭৬| ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:০৬

রেটিং বলেছেন: খেক খেক ;০ কিছু কওয়ার নাই ;)

৭৭| ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:০৭

তানজিলা হক বলেছেন: তুমিতো কাহীনি জানতে চাইলা
এত্ত বড় কাহিনী কেমনে কই:(

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১২

রাশেদ বলেছেন: কোন কাহিনী! :-*

৭৮| ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:০৮

রাশেদ বলেছেন: ঠা ঠা!

৭৯| ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:০৯

আউলা বলেছেন: দিকে দিকে এ কি শুনি
কুককুরুকু কুককুরুকু
সকালবেলার আর্তনাদধ্বনি


হোই রাশেদবাবুর ১২টা
ডিম পেড়েছে ১৩টা
একটা ডিম নষ্ট
উহ্ রাশেদ বাবুর বড় কষ্ট :#):#)

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১২

রাশেদ বলেছেন: ঘুমাও ঘুমাও! :|

৮০| ২৩ শে জুন, ২০০৮ রাত ১০:২১

ইরতেজা বলেছেন: ভার্সিটি লাইফে অনেক মজা করেছ দেখছি। খালি ক্লাস ফাকি দিয়া ক্যান্টিনে বইসা কফি পান করলেই কি হইব? আগামী পর্বে কিছু রসকষ আনলে ভাল হইব।

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১২

রাশেদ বলেছেন: রসকস! ;) আইচ্ছা দেকি! যদিও রস কিচুই নাই! :(

৮১| ২৩ শে জুন, ২০০৮ রাত ১১:০৫

বিষাক্ত মানুষ বলেছেন: আগে পড়ি নাইক্কা ঐ পাড়ায় দিসিলি নাকি ??
ভালাই পল্টি মারসস জীবনে আমিও কেলাশ ফাকি দিয়া জিটার কান্ধে ঘুইরা বেড়াইসি :P
... ঘটনা দেখি অনেক দুর গড়াইসে !! সবডি মনে হয় জোট বান্ধসে !!

তোর নয়া নামেন আদি ইতিহাস কি বে !!! :P

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১১

রাশেদ বলেছেন: আর কইছ না! সুশান্তদার পোস্টে ওই ব্লগে একটু আলাপ কর্তেছিলাম। কুটনিটা যাইয়া চুপচাপ পইড়া ফেলছে! আমি ভাবি নাই সে ঐ পোস্টে ঢুকবে! :(( :(

৮২| ২৩ শে জুন, ২০০৮ রাত ১১:১১

চিকনমিয়া বলেছেন: ঘ্যাটনা পুরা খারাপ

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১১

রাশেদ বলেছেন: চোপ! :-P :-P

৮৩| ২৪ শে জুন, ২০০৮ রাত ১:২৬

পুষ্প বলেছেন: এই কী ভাল পোলার নমুনা!!!!

বিড়ির অভ্যাস কী এখনও আছে!(মর্মান্তিক লেখা;জনগন প্রভাবিত হতে পারে:()

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১০

রাশেদ বলেছেন: হে হে! আরো বাড়ছে বিড়ি খাওয়া। :!> !:#P !:#P :-B B:-)

৮৪| ২৪ শে জুন, ২০০৮ রাত ১:৩১

দূরন্ত বলেছেন: ভালো লাগলো

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১০

রাশেদ বলেছেন: থ্যাঙ্কু। :)

৮৫| ২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১৪

রন্টি চৌধুরী বলেছেন: ভালো লাগিতেছে ভাতিজা...
একেবারে ফারুকী স্টাইল অভিজ্গতা। দারুন জীবন্ত।

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১৪

রাশেদ বলেছেন: খাইছে! মামুর মাথা গেছে! :( :((

৮৬| ২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:১৫

রন্টি চৌধুরী বলেছেন: তয় একটা কথা...লোকে বলতেছে ভার্সিটির স্মৃতি যারকাছে ছেলেবেলা তার বয়স আসলে কত? ;)

২৪ শে জুন, ২০০৮ ভোর ৪:২০

রাশেদ বলেছেন: হা হা! আবার নয়া সিরিজ খুলে কেডা! তাই সবকিছু এক্লগে! :P :D

৮৭| ২৪ শে জুন, ২০০৮ সকাল ১০:১৭

আইরিন সুলতানা বলেছেন: বিমা, রাশু এদের হইলোটা কি ! বেশী বুড়া হইলে মানুষ "আমার ছেলেবেলা" টাইপ লেখা লিখতে শুরু করে....

রাশু দেখি বড়ই পোংটা আছিলা ...:)

৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৫৪

রাশেদ বলেছেন: আব্বে! কয় কি! :P

সবগুলা একলগে লেখতেছি আর কি! :D

৮৮| ২৫ শে জুন, ২০০৮ রাত ১০:৫২

যূঁথী বলেছেন: ফিডারের কোবতে কবে পাব? হে হে হে!!!!

৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৫৩

রাশেদ বলেছেন: ভুতে কিলাইছে আমারে! :D

৮৯| ২৫ শে জুন, ২০০৮ রাত ১১:০১

বিষাক্ত মানুষ বলেছেন: আইরিন যে কবে নানি বানামু !! চিন্তাইতাছি ...

৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৫৩

রাশেদ বলেছেন: হ, হাছা কথা। :D

৯০| ২৫ শে জুন, ২০০৮ রাত ১১:০২

মুকুল বলেছেন: এইটা কি আমারব্লগ.কম এ পড়ছিলাম!

৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৫৩

রাশেদ বলেছেন: জ্বি জনাব। :P

৯১| ২৭ শে জুন, ২০০৮ রাত ৯:২৬

উত্তরাধিকার বলেছেন:
ঝরঝরে লেখা।
পড়তে ভাল লাগে !

৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৫২

রাশেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৯২| ২৮ শে জুন, ২০০৮ দুপুর ১:৩৯

মৈথুনানন্দ বলেছেন: the plot thickens! :D

৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৫২

রাশেদ বলেছেন: হে হে! মৈথুদা! :D

৯৩| ২৮ শে জুন, ২০০৮ বিকাল ৩:৪৮

নিবিড় অভ্র বলেছেন: হুমমমম......
আপনি কই

৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৫২

রাশেদ বলেছেন: হুমম... তাইতো! আমি কই! :P বিমারে জিগাও। :)

৯৪| ২৯ শে জুন, ২০০৮ রাত ৯:০২

প্রীটি সোনিয়া বলেছেন: হাহাহা...ক্লাস ফাঁকি দিতেন....ঐ সময় গুলোই ছিল অন্যরকম...:(
স্মৃতি তুমি বেদনা...ভাল লাগলো স্মৃতি কথা।

৩০ শে জুন, ২০০৮ সকাল ৭:৫২

রাশেদ বলেছেন: হা হা! থ্যাঙ্কু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.