নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

সেথায় এক পড়শী বসত করে.......

২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০২




দ্বিতীয় মৃত্যুর ঘোর থেকে উঠে এক কাপ চা কিংবা প্রিয়তমার ঠোঁটের মত সিগারেটের স্পর্শ আমার মনে এক ধরনের নিস্পাপ আনন্দের জন্ম দেয়।এই নশ্বর জীবনের অনেক কিছুর মতই আনন্দটা খুব বেশীক্ষণ স্থায়ী হয়না।নশ্বর দেহের মধ্যে যে অবিনশ্বর মনের বাস, সেই মনে শুরু হয় এক অদ্ভুত কোলাহল।কেউ যদি আমার সেই কোলাহল দেখত, তবে তার সমুদ্র দর্শন হয়ে যেত।কারন সেখানেও অবিরাম জোয়ার ভাঁটার মত ঢেউয়ের উৎসব চলে।তবে মানবের মনের সেইসব জোয়ারভাটার উৎসব কিংবা অবিরাম খুঁজে ফেরার বিষণ্ণতায় ডুব দিয়েছিল এক কালজয়ী পুরুষ।যাকে আপনারা সবাই লালন ফকির নামে ডাকেন।আমার মনের অতলেও দেখি তাকে ডুব সাঁতার দিতে।

যেমন ধরেন, একদিন একটা গল্প লিখছিলাম।গল্পের প্লট ছিল ক্ষুধার্থ মানুষের হাহাকার নিয়ে।একজন মানুষ একটি কুকুরের সাথে ডাস্টবিন থেকে ময়লা খাবার ভাগ করে খায়।গল্পের সেই মানুষগুলোর যন্ত্রণা আমাকেও স্পর্শ করছিল।খুব ইচ্ছে করছিল গল্পে একটা বিপ্লব ঘটিয়ে ফেলি।ঠিক যখন আমি গল্প লেখায় নিমগ্ন তখনই পাশের বাসা থেকে কান্নার শব্দ ভেসে আসে।এই কান্নার আওয়াজ আমার পরিচিত।পাশের বাসার কাজের মেয়েটিকে প্রায়ই নির্মম ভাবে প্রহার করা হয়।সেদিনও তাই করা হয়েছিল।তাই বাচ্চা মেয়েটি চীৎকার করে কাঁদছিল।কিন্তু তার সেই কান্নায় আমি প্রচণ্ড বিরক্ত হলাম।কারন গল্পে মনোযোগ দিতে পারছিলাম না।তখন হঠাৎ করে লালন ফকির আমার সামনে উপস্থিত।একটু বিদ্রুপের হাসি হেসে তিনি বললেন,

-তুই নিজেই মূল থেকে বিচ্ছিন্ন।
-গল্প লিখে কি মূলে পৌঁছা যায়রে বোকা?
তার এমন কথায় আমি একটু বিভ্রান্ত হলাম।বললাম কি সব হেঁয়ালি করছেন!কিছুই বুঝতে পারছিনা।তখন তিনি নিজের মনেই গান ধরলেন,

মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।।

এই মানুষে মানুষ গাথা
গাছে যেমন আলকলতা।
জেনে শুনে মুড়াও মাথা
জাতে ত্বরবি।।…………..

আমি চাই কিংবা না চাই, উনি নিজের মন মত এসে আমাকে গান শুনিয়েই যাবেন।একবার কিছু জ্ঞানী গুণী মানুষের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তাত্ত্বিক আলোচনায় বসেছিলাম।আলোচনা করেই দেশ জাতির দুঃখ সব লাঘব করে ফেলছিলাম!নিজেদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু মনে হচ্ছিল।তখন ফকির বাবাজী সেই আলোচনার আসরে এসে হাজির।কোন কথা না বলেই তিনি গান ধরলেন,

-বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।
এসব দেখি কানার হাট বাজার।

পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গেড়ে
চেনে না সীমানা কার……….

বুঝতেই পারছেন!!!
এই গানের পর আলোচনা কোন ভাবেই আর শুরু করা গেল না!

একদিন শুনলাম এলাকায় সালিশ বসবে।সেই সালিশে আমাকেও আমন্ত্রন জানানো হয়েছে।সালিশের কারন শুনে আমি বিরক্ত হলাম।এলাকার এক হিন্দু ছেলে আর মুসলিম মেয়ে বিয়ে করে ফেলেছে। তারা দুজনই নাকি তাদের নিজস্ব জাতকে এবং ধর্মকে অবমাননা করেছে!তাই সমাজের মুসলিম এবং হিন্দু মোড়লরা সিদ্ধান্ত নিল তাদের দুজনকে শাস্থি পেতে হবে।এই মুসলিম এবং হিন্দু মোড়লগুলোকেও আমি চিনি।এমন কোন আকাম কুকাম নেই যেটা তারা করে নাই। কিন্তু ধর্মের মুখোশ পড়ে আছে বলে তাদের সাত খুন মাপ।আমিও সিদ্ধান্ত নিলাম ক্ষমতাবান এই সমাজপতিদের সাথে কোন রকম বিবাদে যাব না।তাই সালিশে চুপ থাকার সিদ্ধান্ত নিলাম।কিন্তু সেই কালের ধারক লালনকে কে চুপ করাবে?তিনি সালিশেও চলে এলেন।এসেই গান ধরলেন,

-জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না….

আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
কি জাত হবে যাবার কালে
সে কথা ভেবে বলো না…

এই এক গান শুনেই মোড়লরা রাগে নিজেদের মাথার চুল নিজেরাই......
আর এই একবিংশ শতকের আমি অবাক বিস্ময়ে শুনছিলাম এক জ্ঞানী সাধকের গান, যার আলোর মত অন্ধকারকে স্পর্শ করার ক্ষমতা কখনই ফুরিয়ে যাবে না।

মাঝেমাঝে নিজের মধ্যেই অতলে ডুবে থাকা কিছু একটাকে নিজের কিছু বলে মনে হয় না।মনে হয় দূর নক্ষত্রের মতই তার আলোকরশ্মি শত আলোকবর্ষ পর আমার হৃদয়কে স্পর্শ করছে।তখন মন খুব বিষণ্ণ হয়।মনে হয় জীবন এক অপ্রাপ্তির খেলা ছাড়া আর কিছুই না।যখন আমি এই অধরাকে ধরার তীব্র যন্ত্রণায় আক্রান্ত হই, তখন লালন আমার পাশে তামাক নিয়ে বসেন।এক ঘোরের মাঝে আমি শুনে যাই তার গাওয়া গান,
বাড়ির কাছে আরশীনগর
সেথায় এক পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তাঁরে ।।

… গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে,
বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সে গাঁয় যাই রে ।।

কি বলব সে পড়শীর কথা,
হস্তপদ স্কন্ধ-মাথা নাইরে
ক্ষণেক ভাসে শূন্যের উপর
ক্ষণেক ভাসে নীড়ে ।।

পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো দূরে
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে
মাঝে লক্ষ যোজন ফাঁক রে ।
আমি একদিনও না দেখিলাম তাঁরে।

যাইহোক, আমার এবং লালন ফকিরের পরাবাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে আর বিরক্ত করতে চাচ্ছি না।লানন ফকিরের পাগলামি অনেকেরই সহ্য হয় না।তার পাল্লায় পড়ে আমিও যদি পাগলামি করতে থাকি তবে কখন কার মাথায় ফতোয়ার জন্ম নিতে শুরু করবে কে জানে!?তবে তিনি কিন্তু এখনও আমার পাশে বসে গান গাচ্ছেন!এই গানটি শুনিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি!!!তিনি গাচ্ছেন,

- একটা পাগলামি করে
জাত দেয় সে অজাতেরে দৌড়ে গিয়ে
আবার হরি বলে পড়ছে ঢলে
ধূলার মাঝে ।।

একটা নারকেলের মালা
তাতে জল তোলা ফেলা করঙ্গ সে
পাগলের সঙ্গে যাবি পাগল হবি
বুঝবি শেষে ।।

পাগলের নামটি এমন
বলিতে অধীন লালন হয় তরাসে
চৈতে নিতে অদ্বৈ পাগল
নাম ধরে সে ।।

তোরা কেউ যাসনে ও পাগলের কাছে….. !!

আহা! আহা!


ভবের রাজ্যে ডুবে দেখ
দেখবি হাজার ঢেউ!
ঢেউয়ের মধ্যে তীর আছে।
তীরের মধ্যে ভীড়ের কাছে
চক্ষু মেলে দেখ!
দেখবি সেথায় বসে আছে
তোর আমার কেউ।

এইটা আমার গান। যদিও এই গান শুনে লালন বলেছিলেন, তোর দ্বারা কিছু হবে না।তারপরও তিনি বারবার ফিরে আসেন। তাকে ফিরে আসতেই হয়।

মন্তব্য ১৫৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৫৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

কাবিল বলেছেন: সেথায় এক পড়শী বসত করে---------



প্রত্যেক মানব আত্মায় এক পড়শী বসত করে।
সেই পড়শীর আলোকরশ্মি আপনার হৃদয়কে যে স্পর্শ করছে তা আপনার লেখাতে ফুটে উঠেছে।
ভাল লাগা রইল ভাল থাকবেন সবসময়।

২৮ শে জুন, ২০১৫ রাত ৮:০২

জেন রসি বলেছেন: নিজের মধ্যেই এমন অনেকগুলো ঘর আছে যেখানে পড়শীদের আবাস।

কিন্তু তবু কি এক জীবনে আমরা তাদের ধরতে পারি??

আপনার মন্তব্য পড়ে ভালোলাগার স্পর্শ পেলাম।

ধন্যবাদ কাবিল ভাই।

ভালো থাকবেন সবসময়।

২| ২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

অপ্‌সরা বলেছেন: এমন গবেষনালদ্ধ আত্ম উপলদ্ধ ফলাফল আমারও আছে।লালন সাঁই এর এক বিরাট প্রভাব আছে আমার জীবনে। রবিঠাকুরের পরেই লালন।প্রিয় ব্যাক্তিত্ব। প্রিয় মানুষ।

২৮ শে জুন, ২০১৫ রাত ৮:১২

জেন রসি বলেছেন: লালন সাঁই যে অসাম্প্রদায়িক চেতনার জন্ম দিয়েছিলেন এই আধুনিক যুগেও আমরা তার ধারে কাছেও যেতে পারিনি। যখন সমাজের কিংবা মানুষের মনোজগতে নানা রকম অসঙ্গতি দেখি তখন লালন ফকির তার গান দিয়ে মনের দৃষ্টিকে আরো প্রসারিত করেন।রবি ঠাকুর নিজেও লালনের চেতনা দ্বারা প্রভাবিত হয়েছিলেন।

আমার ব্লগে আপনাকে দেখে আনন্দিত হলাম।

ভালো থাকবেন সবসময়।

৩| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:০৯

কাবিল বলেছেন: হা হা হা-----------
সেই জন্যই হয়তো গবেষনালদ্ধ আত্ম উপলদ্ধ করতে ডুব দিয়ে থকা হয় @ অপ্‌সরা ।

২৮ শে জুন, ২০১৫ রাত ৮:১৯

জেন রসি বলেছেন: গবেষণার জন্য মাঝেমাঝে ডুব না দিয়ে মনে হয় উপায় থাকে না!!!
অপ্‌সরা আপু তাই মনে হয় ডুব দিয়ে থাকেন।


তবে আমার মত গরুবেষকদের ডুব না দিলেও চলে!!!

হা হা হা.......


৪| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:১৮

উদাসী স্বপ্ন বলেছেন: লালন শাহর গান আর তার কথাগুলো অসাম!

২৮ শে জুন, ২০১৫ রাত ৮:২২

জেন রসি বলেছেন: লালনের গান এবং কথাগুলো যেন চলমান সমাজ এবং মনের মধ্যে ঘটে চলা ক্রিয়া প্রতিক্রিয়ার এক অপূর্ব প্রতিফলন।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:২৬

অপ্‌সরা বলেছেন: ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:০৯ ১
কাবিল বলেছেন: হা হা হা-----------
সেই জন্যই হয়তো গবেষনালদ্ধ আত্ম উপলদ্ধ করতে ডুব দিয়ে থকা হয় @ অপ্‌সরা ।


মাঝে মাঝে ডুব দিয়ে অরুপ রতন পাইবার আসা করি ভাইয়া।

২৮ শে জুন, ২০১৫ রাত ৯:০৭

জেন রসি বলেছেন: আসা কি পূরণ হয়???

জাতি জানতে চায়!!!

৬| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:২৮

শতদ্রু একটি নদী... বলেছেন: লালন অনেকটা আপনার লাইনের লোক রসি ভাই। ঠিক কোন লাইনের সেইটা একটা ধাধা। লালনের চেয়ে হাসন রাজার গান আমার বেশি প্রিয়। আহলাদী ভাব খুইজা পাই। রবীর পরেই হাসন, এরপর কে জানা নাই। লালনেরগুলা কবিতার মতো পড়তে ভাল্লাগে।

২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৪৩

জেন রসি বলেছেন: আমি লাইনের সন্ধান করি না। সত্যের সন্ধান করি। কিন্তু পরম সত্য বলে কিছু পাওয়া যায় না। তাই আপেক্ষিক সত্যের সন্ধান করি।তাই সন্ধান করতে করতে বিভিন্ন সময় ভিন্নভিন্ন লাইন পরিভ্রমন করতে হয়। হাসন রাজার গান আমার অনেক প্রিয়।

৭| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৩১

অপ্‌সরা বলেছেন: আর আমাদের জাতীয় কবি নজরুল কোথায় গেলো শতদ্রুভাইয়া?

২৮ শে জুন, ২০১৫ রাত ৯:০১

জেন রসি বলেছেন: সেটা মনে হয় জাতীয় বোধের মধ্যেই লুকিয়ে আছে।

৮| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৩৬

শতদ্রু একটি নদী... বলেছেন: উনি একটূ কঠিন ধাচের। আমি সোজা পথে হাটি। দন্তবিনাশী শব্দের ব্যবহার বেশি করতেন বইলা মনে হয়।

২৮ শে জুন, ২০১৫ রাত ৯:২০

জেন রসি বলেছেন: সেই দন্তবিনাশী শব্দ শুনে কিন্তু শাসকের দন্তে কাঁপন দেখা দিত।

৯| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৪৪

কাবিল বলেছেন:


আমরা এতক্ষন @জেন রসি ধনভাণ্ডার পরোখ কলাম,
এবারে অধির আগ্রহে আছি @অপ্‌সরা আপুর অরুপ রতনের ভাণ্ডারের একটি পোস্ট। :P
কি বলেন আপনারা......... :)

২৮ শে জুন, ২০১৫ রাত ৯:২২

জেন রসি বলেছেন: আমরাও অপেক্ষায় আছি।:)

১০| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: নাম নিছেন অপ্সরা, নামের মত গুনও যদি থাকতো! জাতি প্রমান চায়। ;)

২৮ শে জুন, ২০১৫ রাত ৯:২৫

জেন রসি বলেছেন: নদী ভাই, অপ্সরা নামের মধ্যে কি গুন আছে???

নাম শুনলেই মনে হয় মোমের পুতুল!!! :P

১১| ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:০০

অপ্‌সরা বলেছেন: কাবিল বলেছেন:


আমরা এতক্ষন @জেন রসি ধনভাণ্ডার পরোখ কলাম,
এবারে অধির আগ্রহে আছি @অপ্‌সরা আপুর অরুপ রতনের ভাণ্ডারের একটি পোস্ট। :P
কি বলেন আপনারা......... :)



পোস্ট লেখা বন্ধ ভাইয়া। ডক্টর বলেছে কি বোর্ড থেকে দূরে থাকতে অন্তত ৬ মাস। নো প্রেসার, নো ওভার ওয়ার্ক, নো নাচাগানা নো আকাঝোকা, নো মেন্টাল স্ট্রেস!! কিন্তু আমি ডক্টরের কথা শুনছিনা। :(

২৮ শে জুন, ২০১৫ রাত ৯:২৮

জেন রসি বলেছেন: কি একটা কথা আছে না???

ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। :P

১২| ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:০৩

অপ্‌সরা বলেছেন: ১০. ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৫২ ০
শতদ্রু একটি নদী... বলেছেন: নাম নিছেন অপ্সরা, নামের মত গুনও যদি থাকতো! জাতি প্রমান চায়।


নামটা খুবই অপছন্দের। আমার নিজের নেওয়া না।:(নিজে নাম দিলে নিজের নাম দিতাম কি ......... ( বলবোনা) আর গুণের কথা কি বলবো?? সে প্রমান চেওনা ভাইয়া। লেজ তুলে পালাবে। যেখানে ছিলে সেখানেই দৌড় দেবে।

২৮ শে জুন, ২০১৫ রাত ৯:৩২

জেন রসি বলেছেন: বলেন কি??

নিজে নাম দিলে কি দিতেন??

মেনকা?? :P

নদী ভাইরে প্রমান দেন!!

দেখি কে দৌড় দেয়!!!

১৩| ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনার মতো সবার কি লেজ আছে নাকি? ;) :P

২৮ শে জুন, ২০১৫ রাত ৯:৩৪

জেন রসি বলেছেন: বিমূর্ত লেজ নিয়া বিমূর্ত চিন্তা ভাবনা করা যাইতে পারে। ;) :P

১৪| ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:৫৯

শতদ্রু একটি নদী... বলেছেন: বিমুর্ত রাত্রি শুনছিলাম, লেজ কোইত্থিকা আইলো? বিমুর্ত এই রাত্রি আমার মৌনতার সূতোয় বোনা, ওইখানে... ওই গান শাহনাজ খালা গাইছিলোনা? সুন্দর গাইছিলো।

২৮ শে জুন, ২০১৫ রাত ১০:১৯

জেন রসি বলেছেন: রাত্রি বিমুর্ত হইলে, লেজও হইতে পারে! সমস্যা নাই!!

গানটা সুন্দর।

১৫| ২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৩৮

নীলনীলপরী বলেছেন: গায়িকার নামও জানেনা ঠিক মত। ঐটা আবিদা সুলতানা গাইছিলো। আর শাহনাজ আপনের খালা না নানি হতে পারে।

২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৫১

জেন রসি বলেছেন: নামে কিবা আসে জায়?? তবে গানটা সুন্দর।

১৬| ২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৩৮

মায়াবী রূপকথা বলেছেন: আপনাদের মন্তব্য পড়ে মজা পাই। পরে ফিরে এসে পড়ব

২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৫৩

জেন রসি বলেছেন: মজা পাওয়াটাই আসল।মজার জন্যই এই ভবের কারবার!!

লালন ভর করেছে।বুঝতেই পারছেন!!! :P

১৭| ২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৪২

নীলনীলপরী বলেছেন: রুপকথা আপা যাবেন না প্লিজ

২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৫৪

জেন রসি বলেছেন: আপা মনে হয় ভয়ে থাকে!!!

১৮| ২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৪৮

মায়াবী রূপকথা বলেছেন: পরীপু আমি ঝগড়ায় নেই। দর্শক হয়ে মজা বেশি

২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৫৬

জেন রসি বলেছেন: দর্শক হয়ে মজা নেন।কিন্তু মাঝে মধ্যে হাততালি দিয়েন।

১৯| ২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৪৯

নীলনীলপরী বলেছেন: রুপকথা আপা উনারা আপনারে ভাবে আমার ক্লোন। আরও অনেকরেই ভাবে কাজেই আমারে ছেড়ে যাইয়েন না।

২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৫৯

জেন রসি বলেছেন: গান গাইয়া ডাকেন!!!

যেয়ো না সাথী........

;) :P

২০| ২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৫৫

শতদ্রু একটি নদী... বলেছেন: ভাইরে ভাই, ঝাকে ঝাকে পরীর ক্লোন জড়ো হইতেছে। এরা সাঁড়াশি আক্রমনে যাইতে চায় নাকি কে জানে।

আর গান নাহয় আবিদা খালাই গাইছিলো, শাহনাজ খালা গাইলে আরো ভালো হইতো। যে ছিলো দৃষ্টীর সীমানায়, যে ছিলো হৃদয়ের আঙ্গিনায়, এইটা শাহনাজ খালার না? ক্লোজয়াপ ওয়ানের বাধনও গাইছিলো, মনে হইছিল ভোটকি বাধনও খারাপ না। কন্ঠে প্রেম চইলা আসছিলো। বয়সে বড় ছিলো দেইখা আগাইনাই। ;)

২৮ শে জুন, ২০১৫ রাত ১১:০৪

জেন রসি বলেছেন: পরীরা কয়েকশ মিলেও এক হইতে পারেনা। আসতে দিন। এইসব আক্রমন আমারা ফু দিয়া উড়াইয়া দিব!!!

প্রেম কি আর বসয় মানে??

বীরের মত আগাইয়া জাইতেন!! ;)

২১| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:০২

অপ্‌সরা বলেছেন: লালন তত্ব-
খাঁচার ভেতর অচিনপাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মনোবেড়ি
দিতাম পাখির পায়...........


অপ্সরা বোধন--

খাঁচা, পিঞ্জর, পিঞ্জিরা----
আত্মতত্ব জ্ঞাত রুপকার চোখে
দেখি এ পৃথিবী, দেখি দৃশ্যকায়া
সকল জীবের দৃশ্যত দেহ
রুপকাচ্ছাদনে খাঁচা বলে যাহা।

আরও আছে কিছু পিঞ্জর সম
খাঁচা বা কাঠামো যাই বলো আর
রুপক শব্দে তাহাই কংকাল,
কলেবর, কাঠামো, কল্পতরু, কল্পদ্রুম, কল্পবৃক্ষ, কল্পলতা ইত্যাদি ইত্যাদি ই্ত্যাদি।।



(খাঁচার আড়া পড়ল ধ্বসে, পাখি আর দাঁড়াবে কিসে, এখন আমি ভাবছি বসে, সদা চমকজ্বরা বইছে গায়- লালিত লালন)

২৯ শে জুন, ২০১৫ রাত ১২:৩৫

জেন রসি বলেছেন: বাহ! বাহ!

পিঞ্জিরার ভিতরে আছে আজব এক জগত
সেই জগতের কাজকারবার রিক্ত মহৎ
যদি দেখো খাঁচার মধ্যে রুপক দৃশ্যকায়া
অচিনপাখির চোখে দেখবে বিষণ্ণ মায়া।
খাঁচার পাখিরে দাও উড়িবার স্বাদ
সাথে সাথে সে নিয়ে যাবে ভয়ের ফাদ।

ভয়টা হচ্ছে আসল খাঁচা!!



২২| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:০৯

শতদ্রু একটি নদী... বলেছেন: আমরা কি লেকচার চেয়েছিলাম? উনি আমাদের পিঞ্জর নিয়া লেকচার দিতেছেন ক্যান? সব ক্লোন মেজাজ খারাপের সুক্ষ ষড়যন্ত্র করতেছে।

২৯ শে জুন, ২০১৫ রাত ১:২৬

জেন রসি বলেছেন: খাঁচার ভিতর অচিনপাখি নিয়া পরীসমাজের ভয়ের শেষ নাই। তাই নিজেরাই নিজেদেরকে পিঞ্জর নিয়া লেকচার দিতাছে!!!

২৩| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:১৮

অপ্‌সরা বলেছেন: লালনতত্ব-
খাঁচার ভেতর অচিনপাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মনোবেড়ি
দিতাম পাখির পায়.....

অপ্সরা বোধন-
অচিনপাখি, পক্ষী, বিহগ
প্রাণিদেহে তার ব্যাপৃত নিবাস
চৈতন্যে থাকে, থাকে সত্তায়
বোধ, বুদ্ধিতে কিবা জড়তায়।

প্রতি জীবকোষে জীবাত্মা সাথে
সুক্ষ্ণশক্তি জৈব্যতাসম
রূপকার্থে পাখি বলে তাকে
উড়ে গেলে পাখি হারায় এ ভব.....



(একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়। - লালিত লালন)

২৯ শে জুন, ২০১৫ রাত ১২:১৪

জেন রসি বলেছেন: খাইছে আমারে.....।

এ দেখি অপ্সরা তত্বের সাথে লালন তত্ব মিলে অপ্সলাল তত্ব হয়ে গেছে!!!

খাঁচা কিন্তু বন্দীশালা নয়
খাঁচার মধ্যেই দিব্যদর্শন হয়!
খাঁচার ভিতর পাখি আছে
সেই পাখির চোখের কাছে
এই জগতের মায়ার মাঝে
যদি থাকে সব হারানোর ভয়....
অচিনপাখির সেই মায়াতে
মানবের দিব্যদর্শন ক্ষয়!

২৪| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:২১

নীলনীলপরী বলেছেন: বাহ বাহ

খাঁচার আড়া পড়ল ধ্বসে,
পাখি আর দাঁড়াবে কিসে,
এখন আমি ভাবছি বসে,
সদা চমকজ্বরা বইছে গায় ........

দেখি চমকজ্বরার রূপক অর্থ কে ভেদ করতে পারে?

২৯ শে জুন, ২০১৫ রাত ১২:৫২

জেন রসি বলেছেন: চমকজ্বরা কিন্তু পরীজ্বরা নয়
এই জ্বরার মধ্যে আছে ভয়!
সেখান থেকেই শুরু
হয় মানব্জাতির ক্ষয়।

চমকজ্বরা মানে চিন্তার ভয়!!!

২৫| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন: এইসব মাথা নস্টের জন্য ষড়যন্ত্র। কেউ ভেদ করবেনা ক্লোন পরীর দঙ্গল ছাড়া। ;)

২৯ শে জুন, ২০১৫ রাত ১:০৭

জেন রসি বলেছেন: পরীরা নিজেরাই শব্দের ষড়যন্ত্রে নিজদের মাথা নষ্ট করে ফেলেছে।আমাদের আর দোষ কি। ;)

২৬| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:২৮

নীলনীলপরী বলেছেন: যাক ফেইল মারলেন তাইলে।

২৯ শে জুন, ২০১৫ রাত ১:১০

জেন রসি বলেছেন: এই পাশ ফেলের মায়ায় আচ্ছন্ন থাকলে দিব্যদর্শন হবে না!

পাশ ফেলের মায়া থেকে বের হয়ে নিজের ভিতর নিজেকেই অনুসন্ধান করুন!!!

২৭| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:৩৩

শতদ্রু একটি নদী... বলেছেন: পরীক্ষা দিতেছি নাকি যে ফেল মারবো?

২৯ শে জুন, ২০১৫ রাত ১:১২

জেন রসি বলেছেন: নদী ভাই,

যারা পাশ ফেলের মায়ায় আচ্ছন্ন তারা আর এই জগতের কি জানে!!!

২৮| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:৩৭

নীলনীলপরী বলেছেন: পরীক্ষা দেন না দেন, সামান্য চমকজ্বরার রূপকঅর্থ পারেন ন পরীক্ষা দিলে কি পারতেন বুঝা গেলো।

২৯ শে জুন, ২০১৫ রাত ১:১৫

জেন রসি বলেছেন: পরী জগতে থেকে কিন্তু মানব জীবনের অন্তর্নিহিত অর্থ বের করা যায় না!!!

২৯| ২৯ শে জুন, ২০১৫ রাত ১২:২২

শতদ্রু একটি নদী... বলেছেন: কিছু একটা কইলেই উত্তর দিতে হবে এমন কোন কথা নাই, আবার যদি অপার্থিব জগতের হয় তাইলে আরো নাই।

২৯ শে জুন, ২০১৫ রাত ১:১৮

জেন রসি বলেছেন: প্রশ্ন কিংবা উত্তর এগুলো আপেক্ষিক বিষয়।

তবে ঠিক কইছেন অপার্থিব জগতের পার্থিব উত্তর সম্ভব নয়!!! ;)

৩০| ২৯ শে জুন, ২০১৫ রাত ১:০০

শতদ্রু একটি নদী... বলেছেন: উত্তর দিতে যান ক্যান? কেউ উত্তর জানার জন্য চমকজ্বরা নিয়া অপেক্ষা করতেছে সেইজন্য? ;)

২৯ শে জুন, ২০১৫ রাত ১:২১

জেন রসি বলেছেন: হা হা হা.......

উত্তর দিলাম কই??

একটু চমকজ্বরা দিলাম।;)

৩১| ২৯ শে জুন, ২০১৫ রাত ১:২৪

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনে তো মানুষ সুবিধার না। দুর্বল অপার্থিব প্রজাতিরেও চমকজ্বরা দ্যান। ;)

২৯ শে জুন, ২০১৫ রাত ১:৩৩

জেন রসি বলেছেন: ভুইলা গেছেন নাকি??

আপনি নিজেই লালনকে বলেছিলেন চমকজ্বরার অনুসন্ধান করতে!!!

পরী সমাজ বিভ্রান্ত হইয়া গেছে।

তারা ভুইলা গেছে চমকজ্বরাও একটা আপেক্ষিক বিষয়।;)

৩২| ২৯ শে জুন, ২০১৫ সকাল ১০:৫৪

রিকি বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ জেন রসি ভাই--- গত দুইদিন ধরে LGBT বাদে কিছু পাওয়া যাচ্ছে না পড়ার নিমিত্তে ব্লগে---আপনি লালন রে লালন করে বাচাইছেন ভাই... রঙধনু আলাপ দেখতে দেখতে Color Blind হওয়া থেকে রক্ষা করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ! :( :( :( পোস্টে প্লাস :D

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৩

জেন রসি বলেছেন: হা হা হা.......

যেকোন বিষয় নিয়েই যৌক্তিক আলোচনা কিংবা তর্ক বিতর্ক হতে পারে।কিন্তু এই ব্লগে LGBT নিয়ে যা হচ্ছে তা আসলেই হাস্যকর।লালন ফকির আমার উছিলায় আপনাকে বাঁচিয়েছেন বলে আনন্দিত হলাম।

-বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার।
এসব দেখি কানার হাট বাজার।

পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গেড়ে
চেনে না সীমানা কার……….

লালন বইলা গেছেন!!!

আমি আর কি বলব???


৩৩| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৮

রিকি বলেছেন: এসব দেখি কানার হাট বাজার -----এই কথাটা বিষয়ভিত্তিক প্রেক্ষাপটের সাথে বেশি মিলে যাচ্ছে ভাই !!! ;) আপনাকে আবারও আন্তরিকতার সাথে ধন্যবাদ না জানিয়ে পারছি না :D

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৭

জেন রসি বলেছেন: লালন অপার্থিব জগতের কেউ ছিলেন না। আমরাও পার্থিব জগতের মানুষ। তাই বিষয়ভিত্তিক প্রেক্ষাপটের সাথে মিলে যাবে সেটাই স্বাভাবিক!! ;)

আন্তরিকতার সাথে ধন্যবাদের জন্য আন্তরিকভাবে আনন্দিত। :D

৩৪| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনে রংধনুর পক্ষে না বিপক্ষে? মাঝামাঝি থাইকেন, নাইলে এই পোস্টেও ক্যাচাল শুরু কইরা দিমু। ক্যাচাল না হইলে আজকাল মজা পাইনা। ;)

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৯

জেন রসি বলেছেন: নদী ভাইয়ের মধ্যে হঠাৎ যুদ্ধের দামামা বাইজা উঠল!!!!

কাহিনী কি???

গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
সে ঘোরও তো গেল না…

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা…….!!!

আমি ক্যাচালে মজা পাইনা।তবে যৌক্তিক আলোচনায় মজা পাই। ;)

অযৌক্তিক নিষ্পাপ আনন্দেও মজা পাই।

৩৫| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৩

শতদ্রু একটি নদী... বলেছেন: আগে সুশীল আছিলাম, তাই কাচুমাচু মুখে গালি হজম করতাম। এখন বুঝছি মন খুইলা গালি দেওয়ার মতো পাশবিক আনন্দ আর কিছুতে নাই। সময়ের সাথে সাথে উপলব্ধি পালটায়।

রিকি ভাইয়াও এলজিবিটি রিলেটেড কোন মুভি দেইখা রিভিউ লিখতে পারে। সমসাময়িক বাস্তবতায় হিট পোষ্ট হওয়ার সম্ভাবনা প্রচুর। ;)

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫০

জেন রসি বলেছেন: গালি হজম করতে হবে কেন???

যে গালি দেয় সে কিন্তু উপরের দিকেই থুথু মারে!!

সেই থুথু আইসা আবার তার নিজের মুখেই পড়ে!!!

ঠিক আপনার ওই কবিতার মত!!!

এইটা দেইখা বরং বিনোদিত হওয়া যাইতে পারে!!!

মন খুইলা গালি দেওয়ার বাসনা কিন্তু মনের অস্থিরতাকেই প্রকাশ করে।

মন যদি নিজের নিয়ন্ত্রনে না থাকে তবে সুশীল কিংবা অশ্লীল কোন কিছুতেই আনন্দ পাওয়ার কথা না। ;)

আমি জানি আপনি ভালো মানুষ। তাই বিশ্বাসে আঘাত লাগলে প্রতিক্রিয়া দেখান!

আমি আপেক্ষিক মানুষ। তাই সুশীল অশ্লীল কোন কিছুর ধার ধারি না।

মজা দেখার মজাও কিন্তু অন্যরকম।







৩৬| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৪

রিকি বলেছেন: রংধনু ক্ষণিকের জন্য আসে--- বৃষ্টির পর, তাও আলোর উৎসের বিপরীত পাশে...আসল ব্যাপারটা একটা কথাতেই বুঝিয়ে দিলাম !!!! ;) পক্ষে যাওয়াটা পাগলামো হবে আর রকমারি সত্ত্বার রকমারি style তাদের নিজস্ব ব্যাপার... বিপক্ষে যাওয়ার আমি/ আমরা কি লাগি, তাদের আব্বা আম্মার সমস্যা, জাতির সমস্যা না থাকলে---তারা কি কারো বাপের খায় বলেন ভাই !!! :P সুতরাং আমার পক্ষ থেকে এই বিষয়ে উত্তর একটাই--- রঙধনু বাদে আরও রং আছে, Why not to discuss that??? Why LGBT....হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না, মানুষের বৈশিষ্ট্য কেমনে এক হওয়া সম্ভব ভাই... তাদের সখের ব্যাপারে আমাদের নখ দিয়ে কি হবে ??????? মানুষ তো মনে হচ্ছে মেরে ধরে আমেরিকাগো LGBT foundation কে Only Hetero বানিয়ে ফেলবে!!!! :P :P U r prohibited... লেখাটার মধ্যেই সব থেকে বেশি নিষিদ্ধ স্বাধীনতা থাকে, তাই U r..... দিয়েই রেখে দাওয়া উচিত--- মনে রাখতে হবে মানুষ বিচিত্র জীব...আইন তো শুধু show off !!!! ;) ক্যাচাল করলাম কিন্তু আপনার সাথে :D :D :D :D :D @ শতদ্রু ভাই

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:০২

জেন রসি বলেছেন: আপনি নিজেও কিন্তু রংধনু বিষয়ক ক্যাচালের আবর্তে অবচেতন মনে ঘুরপাক খাওয়া শুরু করেছেন !!!! ;)

অনেক রং নিয়েই আলোচনা করা যাইতে পারে। আবার একটি রঙকেও যৌক্তিক ভাবে বিশ্লেষণ করা যাইতে পারে!

কিন্তু কালার ব্লাইন্ড হইয়া রং যাচাই করতে গেলেই সমস্যা!!:P

এইটা নিয়া একটা বিষয়ভিত্তিক গান,

মন আমার গেল জানা ।
কারো রবে না এ ধন জীবন যৌবন
… তবেরে কেন এত বাসনা;
একবার সবুরের দেশে বয় দেখি দম কষে
উঠিস নারে ভেসে পেয়ে যন্ত্রণা । ।

:P :P

৩৭| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৮

রিকি বলেছেন: ভাই মাফ করেন LGBT মুভি দেখার আগে আমি মরা পছন্দ করব !!!! /:) রিভিউ লেখা তো দূরে থাক !!! :-P ভাই এর মধ্যে আমি এমনি সুপার ফ্লপ মেরেছি যায় লিখিনা কেন- LGBT দিয়ে আমার হিটের হট, হটের হিট দরকার নাই !!! :P :P :P @ শতদ্রু ভাই

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:১১

জেন রসি বলেছেন: হিট হটের আবর্তে ঘুরপাক খাইলে দিব্যদর্শন নির্বাসিত হইতে বাধ্য!!!!! ;)

৩৮| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৯

শতদ্রু একটি নদী... বলেছেন: এইভাবেই সুকৌশলে সাধারন পোস্টেও রংধনু ঢুইকা যায়। আমারো মাথা ব্যথা নাই তেমন, তবে পড়তে মজাই লাগে। আসমান থাইকা একটা টপিক আসলো দেখলাম, মজাই লাগে এমন নতুন কিছু আসলে।

আমি সাধারনত মুভি রিভিউ পুরা পড়িনা, আমার অখাদ্য মুভি দেইখাও ব্যাপক আনন্দ লাগে, কিন্তু কাহিনী জাইনা গেলে মজা পাইনা। তাই কাহিনী রিলেটেড কিছু থাকলে ওইগুলা পড়িনা। খালি ভালো না খারাপ এইটা পড়ি। ফান রিভিউ করে অনেকে, ওইসব পড়ি। এই রিভিউ লাইনে অবিসংবাদিত সেরা খেতাব আপনারে নিঃসংকচে দেয়া যায়। @ রিকি ভাইয়া

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:১৯

জেন রসি বলেছেন: ভবের সমুদ্রে অনেক কিছুই ঢুইকা যাইতে পারে।মানুষের মন যেহেতু পার্থিব জগতের বাইরের কিছু না, তাই সেই জগতের অনেক কিছুই মনের মাঝে রেখাপাত কইরা যাবে এটাই স্বাভাবিক।আসমান থেকে কোন টপিক পড়ে নাই। সবার অবচেতন মনেই এই টপিক ঘুরপাক খাচ্ছে।আপনার মনেও খাচ্ছে। তাই মজা পাচ্ছেন।

অবিসংবাদিত সেরা খেতাব উপমাটা হইছে!

৩৯| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:১১

হাসান মাহবুব বলেছেন: গানে গানে দৈনন্দিন জীবনের সাথে লালনতত্ব, চমৎকার উপস্থাপন।

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:২২

জেন রসি বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

আসলেই আমাদের দৈনন্দিন জীবনের সাথে লালনতত্ব জড়িয়ে আছে।

এই জগতের অনেক কিছুকেই লালন তাঁর গানে ধারন করেছিলেন।

তাই, আজো আমরা তার প্রতিফলন দেখতে পাই।

৪০| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:১৭

রিকি বলেছেন: @ জেন রসি ভাই : হাসা কথা কইছেন !!!! ;) @ শতদ্রু ভাই : সত্যি রসি ভাই--- অকুল পাথারে নৌকা এনে দিয়েছেন এই পোস্টের মাধ্যমে, তাই applause না করে পারলাম না-- টপিক ওভাবেই উঠে গেছে !!! আপনার সাথে ক্যাচাল কেন হল না বলেন তো--- আমি আগেই আপনার মন্তব্য একটা জায়গায় পড়ে এসেছিলাম !!!! ;) :D :D

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:২৮

জেন রসি বলেছেন: টপিক আসলে সবার অবচেতন মনেই আছে।কারন পারিপার্শ্বিক অবস্থা মানুষকে প্রভাবিত করবে এটাই স্বাভাবিক।

আরেকটি বিষয়ভিত্তিক গান,

মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।

৪১| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:৩২

রিকি বলেছেন: টপিক আসলে সবার অবচেতন মনেই আছে কারন পারিপার্শ্বিক অবস্থা মানুষকে প্রভাবিত করবে এটাই স্বাভাবিক। আরেকটা হাসা কথা কইলেন ;)

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:৪২

জেন রসি বলেছেন: আমি আপেক্ষিক মানুষ। তাই আপেক্ষিক ভাবে হাসা কথা বলিবার চেষ্টা করি। সেই হাসা কথাও কিন্তু আপেক্ষিক। ;)

৪২| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনে বর্ডারলাইন কি জানি কি ডিজওর্ডারে ভুগেন, আপনারে খুচাইয়া রিভিউ জগতরে মাতৃহারা করতে চাইনা। ;)

আর আমি আগে ক্যাচালে যাইনা, মন্তব্যের টোন পছন্দ না হইলে যাই। ওইখানে জবাবের ধরন পছন্দ হয়নাই, তাই আমিও একই ধরনের রিপ্লাইয়ে গেছি, এই আরকি... @ রিকি ভাইয়া

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:০৬

জেন রসি বলেছেন: আরেকজন কি করছে, এইটা দিয়া নিজেকে নিয়ন্ত্রিত হইতে দিলে সমস্যা!!!

সবার নিজের মত একটা ইউনিক টোন আছে।

সেই ইউনিক টোনটাই কিন্তু তার আসল অস্ত্র!!!

৪৩| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:০০

শতদ্রু একটি নদী... বলেছেন: রসি ভাই, আপেক্ষিকতার সুত্র আপনে দিছিলেন নাকি আমি? ঠিক মনে পড়তেছেনা, ইদানিং তুচ্ছ ব্যাপারগুলা মাথায় থাকেনা। ;)

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:১৩

জেন রসি বলেছেন: গ্লাসে পানি বেশী দিলে পানি উপচাইয়া পড়ে যেতে পারে। তাই তুচ্ছ ব্যাপারগুলা মাথায় না রাখাই ভালো।;)

আপনি আদেশ দিছিলেন, আমি নির্দেশ দিছিলাম।

তাই আইনস্টাইন আর কোন পথ খুঁজে পান নাই!!!!

৪৪| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:০৫

রিকি বলেছেন: @ শতদ্রু ভাইঃ যা বলেছেন ঠিক বলেছেন--আপনি তো আজাইরা কিছু বলেন নাই সেখানে। পোস্টের সব কিছুই পড়েছি- আপনি অযৌক্তিক মানুষ কখনই না, আপনার স্পষ্ট কথা হজম হয়নি ফলে যেভাবে বলেছেন সেভাবেই বলতে হত । আপনার সেই মন্তব্যগুলোতে সহমত... কিন্তু এটাতে সহমত হতে পারলাম না যে আমার Borderline Personality Disorder আছে--- এটাতে আসেন ক্যাচাল করি :D :D :D !!!! :P :P :P :P

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:১৫

জেন রসি বলেছেন: ক্যাচাল শুরু করেন।

ক্যাচাল শুরু হইলেই বুঝা যাবে কার Borderline Personality Disorder আছে।;)

৪৫| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:১১

শতদ্রু একটি নদী... বলেছেন: এমনিতেই চাকরি হইতাছে দেইখা মন কস্টে আছেন, কইজানি দেখলাম। আবার ক্যাচালে গেলে মন উধাও হইয়া যাইবো নাকি কে জানে। আবার মক ক্যাচালে মজা নাই, মজা জেনুইন ক্যাচালে।

কিন্তু চাকরি ছাড়া এইভাবে বাপের উপরে যতদিন আছেন ততদিনই সোনালি সময়। চাকরি হইলে আপনেও বুঝবেন, এই অলস সময় ভীষনভাবেই খুজবেন ;)

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:২১

জেন রসি বলেছেন: ক্যাচালে গেলে মন চাকরির দিকে ধাবিত হইতে পারে।চাকরি থেকে চাকর.....চাকর থেকে দাস।

দাস থেকে দাস বিষয়ক মুভি।

তারপর আবার মুভি রিভিউ।

সেই রিভিউতে দার্শনিকের আগমন ঘটলে আবার Borderline Personality Disorder। ;)

৪৬| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:১৪

রিকি বলেছেন: হা হা হা হা মন্তব্যে মজা পাইলাম :D :D :D :D

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:২৪

জেন রসি বলেছেন: না রেগে মজা পাইছেন দেখে আমিও মজা পাইলাম। :D :D :D :D

৪৭| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: যার যেই টোনই থাকুক, সবচেয়ে কামের টোন হইলো নোংরা টোন। আমার এক বস একদিন এক কথা কইছিলো, ডোন্ট ট্রাই টু টেক এডভানটেজ অফ দ্যা স্মাইলিং ফেস, ইট ক্যান বি ডার্টি। এরপর কি করছিলো ওইটা নির্মম ইতিহাস। :(

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৩১

জেন রসি বলেছেন: কারো নোংরা টোন যদি আপনার মুখের হাসি কেড়ে নিয়ে আপনার মুখকেও নোংরা করে ফেলে তবে কিন্তু আপনিও তার ফাঁদে পা দিলেন। হাসি মুখেই থাকুন। দেখবেন তার নোংরা মুখ আরো নোংরা হয়ে গেছে। আপনার নিয়ন্ত্রন তার হাতে দিয়েন না।

কোন এক সিরিয়াল কিলার বলেছিল কাউকে খুন করার আগে কোন রকম টেনশন নিয়ে করলে ভুল হয়ে যেতে পারে। তাই খুনটাও রিলাক্স মুডে ঠাণ্ডা মাথায় করা উচিৎ।;)

৪৮| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:২১

দর্পণ বলেছেন: লালন আর জীবন একে অন্যের সাথে যেন জড়িয়ে আছে সদা সর্বদা।

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৪

জেন রসি বলেছেন: ঠিক বলেছেন দর্পণ ভাই।

লালনের উপলব্ধিগুলো এমনই ছিল যা এই বর্তমান সময়কেও ধারন করে।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৪৯| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: রিকি ভাইরে দেখি লুপে ফালাইয়া দিলেন। এ এক ধুন্ধুমার চক্র। ফিফটি ফার্স্ট ডেট নামের একটা মুভি ছিলো মনে হয়, ওই মুভির নায়িকা মাইয়াটা খালি ঘুম থাইকা উঠলেই স্মৃতি আগের এক জায়গায় রোলব্যাক করতো, ওই অবস্থা হইবো। ;)

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৮

জেন রসি বলেছেন: ফিফটি ফার্স্ট ডেট ছিল শর্ট টার্ম মেমোরি নিয়ে!!!

কিন্তু এইখানে অন্য মেমোরির সাথে এই মেমোরি চক্রাকারে ঘুরতে থাকবে। ;)

৫০| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৭

রিকি বলেছেন: না ভাইয়েরা কারণ ছাড়া রেগে যায়না আমি। তবে বিরক্ত হলে প্রসঙ্গ বদলে ফেলি। ;) লুপে ফেললে লুপে পড়বেন সিম্পল :P

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৪১

জেন রসি বলেছেন: লুপে না পড়ার জন্য একটা বিষয়ভিত্তিক গান,

পাগলের নামটি এমন
বলিতে অধীন লালন হয় তরাসে
চৈতে নিতে অদ্বৈ পাগল
নাম ধরে সে ।।

তোরা কেউ যাসনে ও পাগলের কাছে….. !! :P

৫১| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৩

রিকি বলেছেন: তোরা কেউ যাসনে ও পাগলের কাছে কথাটি ভেজালমুক্ত :P

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৬

জেন রসি বলেছেন: জানি!!

এই কথাটি রবি ঠাকুরের গানের মত না!!!:P


৫২| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৫

সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন। বাস্তবজীবনের কাহিনীর সাথে লালনের গানের তত্ত্বের তুলনা। যুক্তিগুলোও ভালো বলেছেন।

আপনার গানটিও কিন্তু ভাল হয়েছে।
৬+।

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৫১

জেন রসি বলেছেন: বাস্তবজীবনের কাহিনীর সাথে লালন তত্ত্বের উপলব্ধি খুব বাস্তবিক ভাবেই জড়িয়ে আছে।

আমরা চাইলেও তাঁর উপলব্ধিকে আমাদের জীবন থেকে পৃথক করতে পারব না।

দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন সবসময়।

৫৩| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৮

রিকি বলেছেন: নাহ ফকির লালন শাহের মত !!! :P

২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৫৪

জেন রসি বলেছেন: তাও জানি!!!

ফকির লালন শাহের মত ভেজালমুক্ত!!!

কিন্তু রবি ঠাকুরের মত........ !!! :P

৫৪| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৮

রিকি বলেছেন: এক জিনিসে দ্বৈত মিল থাকতে পারে না :P

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৭

জেন রসি বলেছেন: দ্বৈত মিল থাকা মানে কিন্তু দুই জিনিস এক হওয়া নয় :P

৫৫| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: লালন এর গান অর্থ যে কি মারাত্নক !!! বিস্ময় !

২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান ভাই।

লালনের এর গানের অর্থ আসলেই অনেক উপলব্ধিকে ধারন করে।

আসলেই সে এক সৃষ্টির বিস্ময় !

৫৬| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

লালপরী বলেছেন: লালনের গান খুব ভালোবাসি । সুন্দর লেখা । +++

২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

জেন রসি বলেছেন: আমাদের উপলব্ধির পরতে পরতে লালনের গান জড়িয়ে আছে।

লালনের গানকে ভালোবাসা ছাড়া তাই খুব একটা উপায় থাকে না।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৫৭| ২৯ শে জুন, ২০১৫ রাত ৯:০০

আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে পোস্ট।
লালন এক বিরাট প্রতিভা। আমরা তাঁকে গ্রহণ করতে পারিনি, কিংবা আমাদের গ্রহণ করার ক্ষমতা নেই।
ভালো থাকুন সবসময়

২৯ শে জুন, ২০১৫ রাত ৯:৩০

জেন রসি বলেছেন: সাম্প্রদায়িক চেতনা নিয়ে লালনকে গ্রহন করা যায় না।

পোস্ট ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

আপনিও ভালো থাকুন সবসময়।

৫৮| ৩০ শে জুন, ২০১৫ রাত ২:০১

উর্বি বলেছেন: আমি তো লালন দেশেরই কইন্যা গো...... সাইজির কাছেই আমার বাড়ি

৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৩৪

জেন রসি বলেছেন: ওহে লালন দেশের কইন্যা, কর্মে এবং মর্মে লালনের চেতনার স্পর্শ লেগে থাকুক।

৫৯| ৩০ শে জুন, ২০১৫ রাত ৩:০৭

সচেতনহ্যাপী বলেছেন: আপনাদের মধুর বিতর্ক পড়তে পড়তে মন্তব্যের জন্য যা ভেবেছিলাম খেয়ে বসে আছি।। এইতো ব্লগ।। মজাটাতো এখানেই।।

৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৫

জেন রসি বলেছেন: ব্লগ হচ্ছে চেতনার সাথে চেতনা কিংবা চেতনার সাথে প্রতিচেতনার আদান প্রদানের এক চমৎকার মাধ্যম।

কখনও মধুর বিতর্ক হতে পারে আবার কখনও তাত্ত্বিক লড়াই। কিন্তু এভাবেই কিন্তু নিজেকেও বিকশিত করা যায়।আসলেই, এটাই ব্লগের মজা।

খুব সুন্দর এই উপলব্ধির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন সবসময়। :)

৬০| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: বালিকা সর্বহারার আবার পিক চেঞ্জ হইছে।

৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৫১

জেন রসি বলেছেন: বালিকা মনে হয় একই সত্ত্বায় ভিন্ন প্রকাশভঙ্গীর অনুসন্ধান করতেছে। ;)

৬১| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৩

উর্বি বলেছেন: @শতদ্রু
আপনি এত্তোওওওওওওওও গুলা পচা :P :#)

৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৩

জেন রসি বলেছেন: জাতি জানতে চায়!!!

কত্তোওওওওওওওও গুলা পচা??? :P :#)

৬২| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৭

উধাও ভাবুক বলেছেন: তুমি বা কার কে বা তোমার, এ ভব সংসারে...

লেখা ভাল লেগেছে আরও ভালো আপনাদের মন্তব্য এবং পাল্টা মন্তব্য।


শুভকামনা রইল।

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:২০

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাবুক ভাই।

লালনের সেই পাগল সবার মধ্যে কিছুটা হলেও ভর করেছে।

ভালো থাকুন সবসময়।

৬৩| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:১৪

উর্বি বলেছেন: ইয়াআআআআআআআআআআআআ এত্তোওওওওওওওওওওও বড় এত্তোওওওওওওওওও গুলা পচা :D =p~ ;)

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৭

জেন রসি বলেছেন: বুঝেছি!!!!

শূন্যকে শূন্য দিয়া যোগ, বিয়োগ কিংবা গুন ভাগ দিলে যা হয় তত্তোওওওওওওওওও গুলা পচা :D =p~ ;)

৬৪| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪০

উর্বি বলেছেন: ক্ষেপাইলে কিন্তু কাইন্দা দিমু ক্ষেপাইলে কিন্তু কাইন্দা দিমু :(
হিসাব ভুল ভুল :P
হয় নাই হয় নাই

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৪

জেন রসি বলেছেন: লালন দেশের কন্যা যদি এত অল্পতেই কেঁদে ফেলে, তাহলে কেমনে হবে???

হিসাবে কোন ভুল নাই! :P

ভুল থাকলে বের কইরা দেখান!!!

৬৫| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: মেদিকেলে মনে হয় এত্ত এত্ত বস্তা ঢং পাইকারিদরে পাওয়া যায়। মাঝে মাঝে নিলামে প্রায় মাগনাই দিয়া দেয়। এখন মনে হয় নিলামের সময় চলতেছে। ;)

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:০০

জেন রসি বলেছেন: খাইছে আমারে!!!!

লাশ কাটা হাতে ঢং পাইকারিদরে পাওয়া গেলে লাশ আবার জিন্দা হইয়া উঠতে পারে! ;)

৬৬| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:১৩

শতদ্রু একটি নদী... বলেছেন: তা যা বলছেন।

৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:১৯

জেন রসি বলেছেন: ভবের দুনিয়ায় কত কিছুই না বলা যায়!!!

৬৭| ০১ লা জুলাই, ২০১৫ দুপুর ১:১৯

জুন বলেছেন: অনেক প্রিয় এক ব্যক্তিত্বকে নিয়ে অসাধারন লেখা জেন রসি । সেই পড়শীর বাড়ি গিয়ে সব গাজাখোরদের আসর দেখে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল ।
যাই হোক উনি লিখেছিলেন এই অসাধারন গানটি যা আমার অনেক প্রিয় ।
মনে বাবলা পাতার কষ লেগেছে উঠবে কি আর সাবানে,
প্রভু আমার মনের ময়লা যাবে কেমনে' ?

+

০১ লা জুলাই, ২০১৫ দুপুর ২:৩০

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন আপু।

সেই পরশীর বাড়ি আসলেই কিছু গাজাখোরদের আসরে পরিনত হয়েছে।

তাঁর অনেক অনুসারিরাই তাঁর চেতনাকে ধারন না করে নেশার মধ্যেই বুঁদ আছে।

মনের ময়লা যৌক্তিক পথেই পরিষ্কার করতে হয়।

ভালো থাকুন সবসময়।

৬৮| ০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৬

প্রামানিক বলেছেন: লালন কে নিয়ে অসাধারন লেখা। ধন্যবাদ জেন রসি ।

০১ লা জুলাই, ২০১৫ বিকাল ৫:১৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামািনক ভাই।

ভাল থাকুন সবসময়। :)

৬৯| ০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:২৩

মনিরা সুলতানা বলেছেন: পোস্ট পইড়া কি জানি লিখতে চাইছিলাম
মন্তব্য পড়ে খালি একটা কথায় মাথায় আছে
কে আমি কুথায় আমি তুম্রা কারা ?

০১ লা জুলাই, ২০১৫ রাত ১১:৩৭

জেন রসি বলেছেন: বলেছেন: ধন্যবাদ আপু।

আপনি কে এইটা দার্শনিক সক্রেটিস কে জিজ্ঞাসা করতে পারেন।

তিনি আপনাকে পরামর্শ দিবেন নিজেকে জানো।

তখন নিজেকে জানার জন্য নিজেকেই প্রশ্ন করুন আমি কে???

উত্তর না পাইলে লালনের কাছে যান।

তিনি বলবেন,

তোমার ঘরে বাস করে কারা ও মন জানোনা
তোমার ঘরে বসত করে কয়জনা
এক জনে ছবি আকে এক মনে
ও রে মন
আর এক জনে বসে বসে রং মাখে
ও আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা কোন জনা
তোমার ঘরে বসত করে কয়জনা। ।
এক জনে সুর তুলে একতারে ,
ও রে মন,আর একজনে মন্দিরিতে তাল তুলে
ও আবার বেসুর সুর ধরে দেখ কোন জনা কোন জনা
তোমার ঘরে বসত করে কয়জনা।।
রস খাইয়া হইয়া মাতাল,অই দেখ হাত ফইস্কা যায় ঘরের লাগাম
সেই লাগাম খান ধরে দেখ কোন জনা কোন জনা
তোমার ঘরে বসত করে কয়জনা মন জানোনা।।


আমরা কেউ না। :)

আপনাকে অনেকদিন পর দেখলাম। :)

৭০| ০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:২৪

উর্বি বলেছেন: চক্লেট খাই... চাকুম চাকুম B-)

০২ রা জুলাই, ২০১৫ রাত ৯:৩৯

জেন রসি বলেছেন: বাচ্চা মানুষ চকলেট খাবে এটাই স্বাভাবিক!!!

যদি এলএসডি খাইতেন তাহলে একটা চিন্তার বিষয় ছিল!!! ;)

৭১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৪০

দীপংকর চন্দ বলেছেন: লালনকে যাপিত জীবনাচারে লালন করার মতো মানুষের সংখ্যা সম্ভবত কমছে আশঙ্কাজনকভাবে!!

ভালো লাগলো। অনেক।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ দাদা।

আসলেই, লালনের অসাম্প্রদায়িক চেতনাকে এ দেশের মানুষ খুব কমই ধারন করতে পারছে।

আপনার প্রতিও শুভকামনা রইলো।

ভালো থাকুন সবসময়।

৭২| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:

৫০% পড়তেই পারে না; কি করে মানুষ লালনকে বুঝবে?

০৩ রা জুলাই, ২০১৫ রাত ২:৩০

জেন রসি বলেছেন: একটি দেশের অধিকাংশ মানুষ যখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকে তখন সে দেশে উন্নত চেতনার বিকাশ রুদ্ধ হবে সেটাই স্বাভাবিক।

ধন্যবাদ আপনাকে।

৭৩| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:২০

প্রোফেসর শঙ্কু বলেছেন: লালনের সেই আদর্শ ছড়িয়ে গেলে বেশ হত!

০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:৩৫

জেন রসি বলেছেন: লালনের সেই আদর্শ ছড়িয়ে না যাওয়ার ফল জাতি হিসেবে আজ আমাদের অধঃপতিত করেছে।

ধন্যবাদ প্রোফেসর।

আপনার আগমনে আনন্দিত হলাম।

৭৪| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:০৬

সুফিয়া বলেছেন: মানুষের যাপিত জীবনাচারের মধ্য দিয়ে লালন চর্চা। ভাল লাগল।

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:৪১

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

মানুষের যাপিত জীবনাচারে লালনের চেতনাকে ধারন করলে উন্নত সমাজ বিনির্মাণ সম্ভব।

ভালো থাকুন সবসময়।

৭৫| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:২০

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




লালনকে নিয়ে লালিত্যময় ফ্রেসকো ষ্টাইলে লেখা ।

সাথে এটুকুও বোনাস ----
ভবের রাজ্যে ডুবে দেখ
দেখবি হাজার ঢেউ!
ঢেউয়ের মধ্যে তীর আছে।
তীরের মধ্যে ভীড়ের কাছে
চক্ষু মেলে দেখ!
দেখবি সেথায় বসে আছে
তোর আমার কেউ।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

লালনের চেতনা আমাদের জীবন যাপনে অনেক ভাবেই প্রতিফলিত হয়। সেই প্রতিফলনটাই তুলে ধরতে চেয়েছি।

ভালো থাকুন সবসময়।

৭৬| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার।++

২০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩১

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

৭৭| ৩০ শে মে, ২০১৯ রাত ১১:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: লালনকে নিয়ে চমৎকার লেখা....

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ। :)

৭৮| ৩০ শে মে, ২০১৯ রাত ১১:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রিয়তে নিলাম এবং এক হাজার ভিউ দেখে গেলাম B-))

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৭

জেন রসি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.