নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

অমলিন মুহূর্তের আনন্দ উৎসব

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১০

পৃথিবীর সব আনন্দ অবাক বিস্ময়ে দেখেছিল
একটি শিশুর অপলক বিস্ময়-
আহা! সেই সময় থেকে অনেকটা পথ, একটু অদূরে
আজো বর্ষিত হয় সেই অমলিন মুহূর্তের আনন্দ উৎসব।

শ্রাবনও সেজেছিল ভাসমান মেঘেদের দেশে
টিনের চালে বৃষ্টির বিমূর্ত মূর্ছনায় চাঁদ ডুবে গেলে যাক
জোনাকি পোকার আগুনডানার স্পর্শসুখে
আজো তার কয়েকফোঁটা আনন্দঅশ্রু ঝরে-সেই সময়ের তরে

সময় হয়তো নির্লিপ্ত নিষ্ঠুর খুব!
এক চুমুকেই নিংড়ে নেয় হৃদয়ের যত সুখ!
তবু পৃথিবীর আছে যত সুখ, আনন্দ উৎসব
সব ঘিরে থাক মায়াবী হৃদয়ের সেই অতল তলে!


শুভ জন্মদিন শায়মা আপু!

আনন্দে থাকুন সবসময়

মন্তব্য ৬৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৬

দর্পণ বলেছেন: সময় হয়তো নির্লিপ্ত নিষ্ঠুর খুব!
এক চুমুকেই নিংড়ে নেয় হৃদয়ের যত সুখ!
তবু পৃথিবীর আছে যত সুখ, আনন্দ উৎসব
সব ঘিরে থাক মায়াবী হৃদয়ের সেই অতল তলে!


দারুন
শুভ জন্মদিন আপনাদের খালাম্মাআপাকে।

ধন্যবাদ আপনাকে অসাধারণ কবিতাটির জন্য।

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ দর্পণ খালু ভাই।

খালাম্মা আপা কই?? ;)

২| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫২

রিকি বলেছেন: আহা সাধু সাধু...আপুনিকে জন্মদিনের শুভেচ্ছা.

১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪

জেন রসি বলেছেন: সাধু অসাধু আপেক্ষিক বিষয়!! ;)

আপনার জন্মদিন কবে??

৩| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৫

রিকি বলেছেন:

হ্যাপি বার্থ ডে আপুনি, হ্যাপি বার্থ ডে..... (আপনাকে শতদ্রু ভাই দেখেন ৪৩ বছর বানিয়ে দিয়েছে, এর কঠোর সমালোচনা করছি ) !!!! B-)) B-))

১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৯

জেন রসি বলেছেন: সময়কে যদি একটা মাত্রা ধরা যায় তাহলে সময়ের সাথে সম্পর্কিত বয়সও একটা মাত্রা!!

৪| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: বার্থডে যেদিনই হোক, আমি উনার চেয়ে কমছেকম দেড় যুগ ছোট। কোন সন্দেহ নাই ;)

১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৪

জেন রসি বলেছেন: মাত্র দেড় যুগ!!

আমি ভাবছিলাম কয়েক শতাব্দী!!! ;)

৫| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: রিকি ভাইয়া আমার বোন, মোটুটা আমার খালা। তাইলে তো রিকি ভাইয়ারও খালা হয়। রিকি ভাইয়া মাঝে মাঝে মানুষকে খুশী করতে অদ্ভুত সম্বোধন করে। ;)

১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৯

জেন রসি বলেছেন: নদী ভাই, আপনার এক গবেষণা অনুযায়ী রিকি আপু রিকি ভাই। ভাই যদি বোন হইতে পারে তাহলে বোন আর খালা হইতে দোষ কি???তাই রিকি আপুও একসাথে আপু, ভাই এবং খালা হইতে পারে!!!;)

৬| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৩

রিকি বলেছেন: তাই রিকি আপুও একসাথে আপু, ভাই এবং খালা হইতে পারে!!!

আমাকে আপনারা ফুফু বা দাদী বানায় দেন !!!!! B-)) B-)) B-))

১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৪

জেন রসি বলেছেন: চিন্তা করতেছি, আপনি যদি দাদী হন আর নদী ভাই আপনার হারিয়ে যাওয়া ভাই-তাহলে নদী ভাইও হইয়া যাবে দাদু।এই দিকে নদী ভাই যদি আমার ভাই হয় তাহলে আমি কে?????? ;)

৭| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: হইতেও পারে, রিকি দুলাভাই আমার দুর সম্পর্কের মামা হইতে পারেন, তার আবার দুর সম্পর্কের খালা হইলো আমাদের মোটু খালা। সেই হিসেবে মোটু ভন্ডটা রিকি ভাইয়ার খালা শ্বাশুড়ি। আদর করে খালাই ডাকেন কেবল। আমার যেহেতু রিকি দুলাভাই আমার মানা, সেই হিসেবে আমার বোনও আমার মামী। এ এক অদ্ভুত সম্পর্কের জাল। :)

একি বাধনে বেধেছিস তোরা মোরে!!?? ;)

১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১০

জেন রসি বলেছেন: এ বাঁধন মনে হচ্ছে পঞ্চম মাত্রা অতিক্রম কইরা আরো মাত্রার অনুসন্ধান করতেছে!! ;)

৮| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৯

রিকি বলেছেন: শেষ পর্যন্ত এই সারমর্মে এসে উপনীত হলাম--- আমি শতদ্রু ভাইয়ের দুলাভাই, শতদ্রু ভাই আমার নানী, জেন ভাই আমার ফুপু, আর আপুনিকে যা বলি তাই !!!! B-)) B-)) B-))

১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৭

জেন রসি বলেছেন: এই সারমর্ম অনুযায়ী আমি সবার গুরুজন!!! ;)

৯| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩২

হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালো লেগেছে। শায়মান্টি বেবিকে শুভেচ্ছা।

১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

ভালো থাকুন সবসময়।

১০| ১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

শায়মা বলেছেন: জিনিভাইয়া
এই ব্লগে আমার প্রাপ্তি অপ্রাপ্তির তুলনায় অনেক অনেক বেশি। কতগুলো বছর কেটে গেলো এই সামুতে তবুও মনে হয় এইতো সেদিন। ২০০৮ থেকেই অবাক হয়ে খেয়াল করেছি এত এত মানুষের ভালোবাসা কারে কয়। ইমন জুবায়েরভাইয়া, ফয়সালভাইয়া আরও আরও কত মানুষ। সে স্মৃতি না হয় রোমন্থন করবো কিছু পরে। তবে এতগুলো বছরের প্রতিটা বছরেই কিছু কিছু বড় প্রাপ্তির মাঝে ২০১৫ এ এসে তুমি আমার এক অনেক বড় পাওয়া ভাইয়ামনি।
তোমার রসিকতা, তোমার জ্ঞান, গরিমা, সমঝে চলার ক্ষমতা, সাহসিকতা, বুদ্ধিমত্তা ও জিগিষায় আমি মুগ্ধ! তুমি আসলেই চাইলেই অনেক অনেক বড় মানুষ হবেই একদিন। তুমি আমার অনেক অনেক অনেক প্রিয় একজন পুচ্চিভাইয়া।
অনেক অনেক বড় হও জীবনে। অনেক অনেক দোয়া আর ভালোবাসা।

কবিতা পড়ে আমি .......:(


অনেক অনেক ভালো থেকো ভাইয়ামনি। সারাজীবন!!!!!!!

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬

জেন রসি বলেছেন: জেন রসি বলেছেন: তোমার রসিকতা, তোমার জ্ঞান, গরিমা, সমঝে চলার ক্ষমতা, সাহসিকতা, বুদ্ধিমত্তা ও জিগিষায় আমি মুগ্ধ! তুমি আসলেই চাইলেই অনেক অনেক বড় মানুষ হবেই একদিন। তুমি আমার অনেক অনেক অনেক প্রিয় একজন পুচ্চিভাইয়া।
অনেক অনেক বড় হও জীবনে। অনেক অনেক দোয়া আর ভালোবাসা।

ধন্যবাদ শায়মা আপু :)

কিন্তু এইবার আমি ভয় পাইছি!! আমার এত গুন ছিল নিজেরই জানা ছিলনা! আমি এইসব কিছুই না। তবে অনেক অনেক আনন্দিত হলাম। আনন্দের বহিঃপ্রকাশ করতে গেলে আরেকটা কাব্য লিখে ফেলতে হবে!!! :P


নিজের মত করেই সৃষ্টিসুখের উল্লাসে মেতে থাকুন। :)

১১| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৯

রিকি বলেছেন: শতদ্রু ভাইয়ের সম্পর্কের ক্যালকুলেশন কোন ক্যালকুলাস দিয়ে করব বলেন তো জেন ভাই...Differential না Intergral.যে প্যাঁচানা তত্ত্ব দিয়েছে তাতে তো Integral এর ln এর ফাংশন আনতে হবে! ;)

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৭

জেন রসি বলেছেন: যেহেতু মানব জাতি তৃতীয় মাত্রায় বাস করে তাই এখানে ইউক্লিডিয়ান স্পেস এর এক্ব্যটা ব্যাপার আছে। তাই ভেক্টর ক্যালকুলাস দিয়ে ব্যাখ্যা করলে ভালো হয়! ;)

১২| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫

প্রামানিক বলেছেন: শায়মার জন্মদিনে চমৎকার কবিতা উপহার। উভয়কেই শুভেচ্ছা রইল।

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

শুভকামনা রইলো।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯

উর্বি বলেছেন: শুভ জন্মদিন :)

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১২

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

আপনার জন্মদিন কবে?

১৪| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৭

শায়মা বলেছেন: দর্পন, রিকিমনি, হামা, প্রামানিক আর উর্বি সবাইকে থ্যাংকস!!!!!!!!!!!:) থ্যাংকস!!!!!:) অনেক অনেক থ্যাংকস!!!!!!!!!!

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৯

জেন রসি বলেছেন: সবার জন্য অনেক অনেক শুভকামনা।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । শুভ জন্মদিন সুপ্রিয় ব্লগার শায়মা ।

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২১

জেন রসি বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

শুভকামনা রইলো।

১৬| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১১

শায়মা বলেছেন: ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৪ ০
লেখক বলেছেন: মাত্র দেড় যুগ!!

আমি ভাবছিলাম কয়েক শতাব্দী!!! ;)


কয়েক না কয়েকশো শতাব্দী ভাইয়ু!!!!!!!!!!:)

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩০

জেন রসি বলেছেন: কয়েকশো আলোকবর্ষও হইতে পারে!!!! ;)

১৭| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৩

শায়মা বলেছেন: থ্যাংক ইউ সেলিমভাইয়ু!!!!!!

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৩

জেন রসি বলেছেন: থ্যাংক ইউ!!!

১৮| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২২

শায়মা বলেছেন: ধন্যবাদ শায়মা আপু :)

কিন্তু এইবার আমি ভয় পাইছি!! আমার এত গুন ছিল নিজেরই জানা ছিলনা! আমি এইসব কিছুই না। তবে অনেক অনেক আনন্দিত হলাম। আনন্দের বহিঃপ্রকাশ করতে গেলে আরেকটা কাব্য লিখে ফেলতে হবে!!! :P


নিজের মত করেই সৃষ্টিসুখের উল্লাসে মেতে থাকুন। :)


আরেকটা কাব্য লেখো শিঘরি ভাইয়া!!!!!!!:)

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫১

জেন রসি বলেছেন: আনন্দের এই ক্ষণে
পাখি ডাকে বনে!!

হাইকু লিখে ফেললাম!!!!!!!:)

১৯| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫১

রিকি বলেছেন: গণিত এক: আপুনি শতদ্রু ভাইয়ের থেকে দেড় যুগ বড় হলে, জেন ভাইয়ের এই সাদা এনিমির মাথায় চুলের সংখ্যা কত? ;) গণিত দুই: শতদ্রু ভাই আর জেন ভাইয়ের বয়সের অনুপাত ৪0:২0 হলে, উর্বি আপু চোখ আঁকে যে পেন্সিল দিয়ে সেটার গ্রাফাইটের মাত্রা নির্ণয় করুন! ;) বের করেন এবার লামির Theorum দিয়ে..:D

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:২৫

জেন রসি বলেছেন: এক এর উত্তরঃ আপুনি, শতদ্রু ভাই এবং জেনের এনিমির মাথার চুল তিনটি ভিন্ন ভিন্ন দিকে ক্রিয়াশীল অবস্থায় আছে! তাহলে জেনের মাথার এনিমির চুলের সংখ্যা হবে আপুনি এবং শতদ্রু ভাইয়ের মধ্যবর্তী কৌণিক অবস্থানের সাইন এর সমানুপাতিক!!! ;)

দুই এর উত্তরঃ বয়সের অনুপাত যদি ৪০ঃ ২০হয় তবে তাহলে মধ্যবর্তী বয়সের অনুপাত হবে ২০ঃ১০। তাহলে উর্বি আপু চোখ আঁকে যে পেন্সিল দিয়ে সেটার গ্রাফাইটের মাত্রা হবে ২০ এবং ১০ এর কৌণিক অবস্থান ১৫ এর সাইন এর সমানুপাতিক!!! ;)

২০| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৮

শতদ্রু একটি নদী... বলেছেন: ১ এর উত্তর হইলো চুলই নাই। ওইটা পরচুলা, ফাইবারের চুল, নকল নকল। বিশ্বাস না হইলে টান দিয়া দেখতে পারে যে কেউ। পুরাটাই উঠে আসবে।

২ এ ক্লু দেয়া ছিলো। ৪০ হইলো আলফা গ্রাফাইট আর ২০ হইলো বিটা গ্রাফাইটের অনুপাত। কাজল অলা চোখে আলফা আর লেবানিজ টাইপ চোখে বিটা গ্রাফাইট চারকোল ব্যবহার করা হয়। দুইটার এভারেজ করলে হয় ৩০। দ্বিগুন করলে ৬০। এইটা হইলো শতকরা কার্বল ল্যাটিসের হিসাব। বাকীটা হইলো হাবিজাবি। সেই হিসেবে গ্রাফাইটের অনুপাত ৩ঃ২। যেইখানে গ্রাফাইট ৩ আর হাবিজাবি ২। ;)

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:২৭

জেন রসি বলেছেন: নদী ভাই, আপনার সাথে আমার উত্তর মিলে নাই!!!

তবে কোন সমস্যা নাই!!!

কথায় আছে না???

যত মত, তত পথ!! ;)

২১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৩

রিকি বলেছেন: প্রথম অংকে শতদ্রু ভাই মাইনাস পেয়েছেন...দ্বিতীয় অংকে প্লাস টেন কিন্তু লামির উপপাদ্যের সাহায্যে ব্যাখ্যা করুন! :P

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:৪৫

জেন রসি বলেছেন: লামির উপপাদ্যের সাহায্যে উপরে ব্যাখ্যা করেছি!!!

নদী ভাইকে প্লাসে মাইনাসে মাইনাস দেওয়ায় প্রশ্নকর্তা সহ পরীক্ষা বাতিল করা হইল!!!

২২| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৩

শতদ্রু একটি নদী... বলেছেন: লামির সাহেব পামির মালভুমিতে বেড়াইতে গেছেন। উনি বলছেন এইসব ছোটখাট ব্যাপার আঙ্গুল দিয়া হিসাব করতে, তুচ্ছ ব্যাপারে উনারে জড়াইয়া যেন ছোট না করা হয়।

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫০

জেন রসি বলেছেন: লামি সাহেব নিজেও নাকি আজকাল আঙ্গুল দিয়া উপপাদ্য প্রমান করেন!!! তবে তার অনুসারীদের মগজে তিনি কৌণিক অবস্থানের বীজ রোপণ কইরা দিছেন!!!

২৩| ১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:২০

উর্বি বলেছেন: আমার জন্মদিন৮ই জুন

১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১

জেন রসি বলেছেন: মনে থাকবে। :)

২৪| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৯

রিকি বলেছেন: জেন ভাইয়ের প্রথম গণিতের সমাধান পুরাই এপিক...দশে বিশ :D আর দ্বিতীয় গণিতে দুইজনের ব্যাখ্যা দুইরকম এপিক...এটাতে আপনাদের ট্রফি দিতে হয়! ;) এবার গণিত তিন: যদি আপুনি শতদ্রু ভাইয়ের থেকে এক আলোকবর্ষ দূরে থাকে এবং এক আলোকবর্ষ দূরের স্থানের কারেন্টের পোল যদি ধুমকেতুর আঘাতে ভেঙ্গে যায়...তাহলে উল্কা পিন্ডের ব্যাসার্ধ কত বের করেন (গণিতের মধ্যেই উত্তর আছে...এখানে সাইনের সমানুপাতিক ব্যবহার করতে পারবেন না আর ঝড় দেখে ট্যানজেন্টও)!! ;) ;)

১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১২

জেন রসি বলেছেন: যদি আপুনি শতদ্রু ভাইয়ের থেকে এক আলোকবর্ষ দূরে থাকে তবে এবং এক আলোকবর্ষ দূরের স্থানের কারেন্টের পোল যদি ধুমকেতুর আঘাতে ভেঙ্গে যায় তাহলে বুঝতে হবে ধুমকেতুর ব্যাস এক আলোক বর্ষ!!তাহলে ধুমকেতুর ব্যাসার্ধ হবে অর্ধ আলোক বর্ষ! তাহলে উল্কা পিন্ডের ব্যাসার্ধ হবে ধুমকেতুর ব্যাসার্ধের সমানুপাতিক!!! ;) ;)

২৫| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২২

রিকি বলেছেন: শতদ্রু ভাই : এখানে অনেক ইন ফো ইচ্ছা করেই এমন দেয়া হয়েছে, এক এর উত্তরঃ আপুনি, শতদ্রু ভাই এবং জেনের এনিমির মাথার চুল তিনটি ভিন্ন ভিন্ন দিকে ক্রিয়াশীল অবস্থায় আছে! তাহলে জেনের মাথার এনিমির চুলের সংখ্যা হবে আপুনি এবং শতদ্রু ভাইয়ের মধ্যবর্তী কৌণিক অবস্থানের সাইন এর সমানুপাতিক!!! ;) উত্তরের সাপেক্ষে !!!! ধুমকেতু, উল্কা যেভাবে যেটা আছে সেভাবেই হিসাব করেন !!!!! ;) ;) ;)

১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৭

জেন রসি বলেছেন: হিসাব করা হয়েছে!!!!

কারেন্টের পোল যদি ধুমকেতুর আঘাতে ভেঙ্গে যায় তাহলে বুঝতে হবে ধুমকেতুর ব্যাস এক আলোক বর্ষ!!তাহলে ধুমকেতুর ব্যাসার্ধ হবে অর্ধ আলোক বর্ষ! তাহলে উল্কা পিন্ডের ব্যাসার্ধ হবে ধুমকেতুর ব্যাসার্ধের সমানুপাতিক!!! ;) ;)

২৬| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৬

শতদ্রু একটি নদী... বলেছেন: মহাবিশ্বের সাইজের অনুপাতে ধুমকেতু আর উল্কা কিছুই না। তবু ধরে নেই, এবপ্নগ নিতে বাধ্য দুটারই অস্তিত্ব আছে। তার মানে সম্ভাব্যতায় এদের মান ১। আর সেই হিসেবে যাহাই ধুমকেতু তাহাই উল্কা ধরে নিয়ে এদের মার্জ করে ফেলা যায়। আবার এদের আয়তন ভেরিয়েবল হতে পারে, কিন্তু সেটা যাই হোকনা কেন এদের একক মিটার হবার সম্ভাবনা বেশি। কারন দুনিয়ায় এটাই বেশি চলে আর দুনিয়া বাদে অন্য কোথাও প্রানের অস্তিত্ব সম্পর্কে আপাতত আমাদের জানা নাই। আর সবকিছুই যেহেতু এক এক হচ্ছে, তাই এদের ব্যাসের মানও এক ধরা যায়। সেই হিসেবে উল্কা বা ধুমকেতুর ব্যাসার্ধ হবে তাদের অর্ধেক, মানে পয়েন্ট ফাইভ। যা অর্ধেক সত্য কিংবা অর্ধেক মিথ্যার ধারে কাছে দিয়ে যেতে যেতে পোলে বারি খেয়ে কোথায় যে হারাইয়া গেছে তা কেউ জানার সম্ভাবনাও দশমিক পাচ। ;)

১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮

জেন রসি বলেছেন: মহাবিশ্বের সাইজ যেহেতু অসীম তাই ধুমকেতু কিংবা উল্কা যেখানেই অবস্থান করুক ধরে নেওয়া যায় তা কেন্দ্রেই অবস্থান করতেছে। আবার মহাবিশ্ব যদি প্রসারমান হয় তবে তার ব্যাস এবং ব্যাসার্ধ দুইটাই বাড়তে থাকবে।অপরদিকে উল্কাপিণ্ডের সাইজ থাকবে অপরিবর্তনীয়। তার মানে মহাবিশ্বের সাইজের সাথে উল্কাপিণ্ডের ব্যাসার্ধের কোন রকম সমানুপাতিক কিংবা ব্যস্থানুপাতিক সম্পর্ক নাই!!!;)

২৭| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩২

রিকি বলেছেন: শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হলাম--- জেন ভাই শতদ্রু ভাইয়ের আলোকবর্ষের সমানুপাতিক যেখানে সমানুপাতিক উঠানোর জন্য উর্বি আপুকে ধ্রুবক ধরা যেতে পারে, আর আপুনি তাদের ব্যস্তানুপাতিক, যেখানে ধ্রুবক উল্কাপিণ্ড/ ধুমকেতু !!!! B-)) B-)) B-)) B-))

উর্বি আরো আগে বলেনাই কেন? ওর জন্মদিনে একটা আর্ট এক্সিবিশন করা যাইতো। একটা ১০ পাউন্ড রিয়েল কেক কিএ পাঠায় দেয়া যাইতো। রংতুলি দিয়ে ওর গালে হ্যাপী বার্থডে লিখে দেয়া যাইতো। পিচ্চিদের খুশী দেখলে এমনিতেই অপার্থিব আনন্দ হয়। :) (আর বুড়িরা জন্মদিন করতে গেলে গা জ্বলতে থাকে, মনে হয় ফু দিয়ে আন্দামান পাঠাইয়া দেই। ;) )


যদি আপুনি শতদ্রু ভাইয়ের থেকে এক আলোকবর্ষ দূরে থাকে তবে এবং এক আলোকবর্ষ দূরের স্থানের কারেন্টের পোল যদি ধুমকেতুর আঘাতে ভেঙ্গে যায় তাহলে বুঝতে হবে ধুমকেতুর ব্যাস এক আলোক বর্ষ!!তাহলে ধুমকেতুর ব্যাসার্ধ হবে অর্ধ আলোক বর্ষ! তাহলে উল্কা পিন্ডের ব্যাসার্ধ হবে ধুমকেতুর ব্যাসার্ধের সমানুপাতিক!!!

মন্তব্য দুইটি থেকে অনুসিদ্ধান্তে উপনীত হলাম !!!! B-))

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮

জেন রসি বলেছেন: আলোকে যদি কনা এবং তরঙ্গ দিয়ে দুভাবে ব্যাখ্যা করা যায় তাহলে আলোকবর্ষকেও করা যাইতে পারে।যেখানে আলো আপেক্ষিক ফ্যাক্টর হবে এবং বর্ষ ধ্রুবক হিসেবে থেকে যাবে!!তাই আলোকের উপর নির্ভর করা সময়ে সবাই সবার সমানুপাতিক আবার সবাই সবার ব্যস্তানুপাতিকও হইতে পারে।আবার সবাই সময় সাপেক্ষে একে অপরের ধ্রুবকও হয়ে যেতে পারে!!;) )

২৮| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫১

রিকি বলেছেন: এই সমানুপাতিক, ব্যস্তানুপাতিক আর ধ্রুবক নিয়ে জেন ভাই আপনি একটা রিভিউ লিখে ফেলতে পারেন---- যাতে পরাবাস্তবের মহাকাল তত্ত্বও যেন একটু আধটু থাকে !!!! ;)

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৩

জেন রসি বলেছেন: মহাকাল আছে বলেই সমানুপাতিক, ব্যস্তানুপাতিক আর ধ্রুবক পরম ভাবে অবস্থান না করে কালের সাথে তাল মিলিয়ে পরাবাস্তব ভুমিকা রেখে চলছে। তারাও অনেকটা মুভির চরিত্রের মতই!!! তাই রিভিউটা আপনি নিজেই লিখে ফেলেন!!!!! ;)

২৯| ১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


শুভ হোক জন্মদিন।

এটা কবিদের এলাকা, আমরা এখানে শ্রোতা।

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো!

৩০| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৫

এস কাজী বলেছেন: সায়মা আপুকে বলবেন উনি আমাকে হোঁচট খেয়ে মরার জন্য বদদোয়া করেছেন বিদায় আমি মারা গেসি। তাই কবর থেকে উনাকে জন্মদিনের উয়িশ পাঠালাম :'(

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৫

জেন রসি বলেছেন: কবরে দিনকাল কেমন যাইতেছে???

কবর থেকে উনাকে জন্মদিনের উয়িশ পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ।

৩১| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।


অগুনডানার < আগুন

১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩০

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

ঠিক করে দিয়েছি।

শুভকামনা রইলো।

৩২| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পৃথিবীর সব আনন্দ অবাক বিস্ময়ে দেখেছিল
একটি শিশুর অপলক বিস্ময়-
আহা! সেই সময় থেকে অনেকটা পথ, একটু অদূরে
আজো বর্ষিত হয় সেই অমলিন মুহূর্তের আনন্দ উৎসব। [/sb

সুন্দর!!! শায়মা আপুর জন্মদিনে শুভেচ্ছা, ভালো থাকুন প্রতিক্ষণ, প্রতিদিন (যদিও আগেই পার হয়ে গেছে, আমি লেটার লতিফ... :P )

ভালো থাকুন সবসময়, শুভকামনা।

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৫

জেন রসি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো।

৩৩| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: আবারো শুভেচ্ছা দিয়ে গেলাম।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১:০০

জেন রসি বলেছেন: অনেক অনেক ভালো থাকুন ভাই।

৩৪| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০০

কাবিল বলেছেন: সময় হয়তো নির্লিপ্ত নিষ্ঠুর খুব!
এক চুমুকেই নিংড়ে নেয় হৃদয়ের যত সুখ!

চমৎকার।

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই।

শুভকামনা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.