নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

ডিকোডেড রহস্য!

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬



শুন্য থেকে ভেসে আসা এক একটি মানুষ
সুরের মূর্ছনায় দগ্ধ হবে বলে মৃত্যুর কাছে,
জন্মের কাছে, কিংবা জন্ম মৃত্যুর মোহের
সাগরে ডুব সাঁতারে নিজেরাই শুন্য হয়ে যায়!

বেঁচে থাকার স্বাদ পাবে বলে তবু ওরা
হত্যা সুখে নিজের অস্তিত্ব দেখে খুব করে
আর্তনাদ করে! সুতীব্র আয়োজনে জানান দেয়
ওরা মরে গেছে, আমরা বেঁচে আছি!

এভাবেই যারা চলে যায়, তারা শুন্য হয়!
যারা থেকে যায়, তারা শান্তির পাতা পুড়ে
উষ্ণতার আগুন জ্বালায়, নিজেরাও জ্বলে গিয়ে
জীবন যন্ত্রণায় বেঁচে থাকার স্বপ্ন দেখায়!

হয়তো বেঁচে থাকা মানেই এমন কিছু!
অথবা অন্য কোন ধাঁধার আয়োজনে
আমরা নিজেরাই ডিকোডেড রহস্য!
অবিরাম শূন্যতায় ভাসমান প্রাণ !

আমরা কী জানি আমরা কারা?
আমরা কী জানতে চেয়েছি?
নাকি শুধুই অজানাকে জানার ভয়ে
জ্ঞানবৃক্ষকে ক্ষত বিক্ষত করেছি!

মন্তব্য ৫৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: পুত্তুম হইছি :P

আমার মনে হয় শেষের চার লাইন এর আগে

আমরা নিজেরাই ডিকোডেড রহস্য!
অবিরাম শূন্যতায় ভাসমান প্রান!
--- এই পর্যন্ত সমাপ্তি টানলেই কবিতায় পরিপূর্ণতা আসতো। কোটেটেড লাইন দুইটা ভালো লেগেছে।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

জেন রসি বলেছেন: হা হা হা.....

ধন্যবাদ আপু। :)

কিছু অবজারভেশনের পর প্রশ্ন দিয়ে ফলাফলটাকে বিক্ষত করতে চেয়েছিলাম! তাই শেষের চার লাইন!



২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

অপর্ণা মম্ময় বলেছেন: প্রাণ হবে বানানটা। ***

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

জেন রসি বলেছেন: ঠিক করে দিয়েছি। :)

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬

সাহসী সন্তান বলেছেন: কবিতার রহস্যটাইতো উন্মোচন করতে পারলাম না তো কি বলবো? মনে হচ্ছে সব কিছু মাথার উপ্রে দিয়া গেল!



শুভ কামনা জানবেন!

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

জেন রসি বলেছেন: রহস্য কেমনে উন্মোচন করবেন? ধরেন মানব জাতি নিজেই একটা রহস্য! রহস্য উন্মোচন করতে হলে রহস্যের বাইরে যেতে হবে!!
একদিন চলেন ঘুইড়া আসি!

ধন্যবাদ সাহসী ভাই।

শুভকামনা রইলো। :)

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪

শায়মা বলেছেন: আমি কি মরেই গেছি
নাকি বেঁচেই আছি......!!!!!!!!


:(


এই কবিতা পড়ার পর এই চিন্তায় আমি চিন্তিত হয়ে পড়লাম!!!!!!!:( :( :(


এটা কি গঠনমূলক মন্তব্য নাকি অগঠনমূলক সেটা ভেবেও আরও আরও চিন্তিত আমি !!!!! আমি একজন চিন্তাবিদ হবার প্রচেষ্টায় আছি।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

জেন রসি বলেছেন: কবিতার অনেক কাঠামো আছে। আমি যখন লেখি তখন কাঠামো নিয়ে মাথা ঘামাই না। এটাকে এন্টি কবিতাও বলা যেতে পারে।
গঠনমূলক কিংবা অগঠনমূলক একটা আপেক্ষিক ব্যাপার! এইটা নিয়া ভাবার কিছু নাই।

ধন্যবাদ আপু।

শুভকামনা রইলো। :)

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

অগ্নি সারথি বলেছেন: সুন্দর।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো থাকুন সবসময়।

শুভকামনা রইলো। :)

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

সাহসী সন্তান বলেছেন: জেন ভাই ঘুরতে গেলে এই পৃথিবীর কোথাও না কিন্তু? যাবো কোন লাল, নীল বা হলুদ গ্রহে। যেখানে থাকবে না কোন চিন্তাবিদ, থাকবে না কোন মুখোশধারী! দেখেন যদি রাজী থাকেন তাইলে আর দেরি করাটা মনে হয় ঠিক হবে না!


অবশ্য বিষয়টা কিন্তু খুবই গোপনীয়? কারণ জানা জানি হয়ে গেলে কেও কেও আবার বায়না করতে পারে! :`>

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

জেন রসি বলেছেন: তা যাওয়া যাইতে পারে! কিন্তু রহস্য কিন্তু থেকেই যাবে! কারন সেটাত আমরা নিজেদের মধ্যে করেই নিয়ে যাব! তাই যাওয়ার আগে সব রহস্য রাইখা যাইতে হবে!

ব্যাপারটা অবশ্যই সপ্তম মাত্রার গুরুত্বপূর্ণ!! :P

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু রহস্য আদ্যপ্রান্ত সত্যের মোড়কে এতটাই ধরাছোঁয়ার বাইরে থাকে যে তা না থাকে রহস্য না থাকে সত্য। মিথ্যে হয়ে জাপ্টে ধরতে ইচ্ছে করে তখন।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

জেন রসি বলেছেন: মানুষ জন্মগত ভাবেই অন্ধকার ভয় পায়। সেই ভয় থেকেই অনেক সময় জন্ম নেয় ভ্রান্ত বিশ্বাস। তাই সত্য কিংবা মিথ্যা যাইহোক- মানুষ তাকে পরম সত্য বলেই আঁকড়ে ধরতে চায়।

ধন্যবাদ রাজপুত্র ভাই। :)

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

রিকি বলেছেন: ডিকোডেড দেখে লগ ইন করলাম---কালকে এক্সাম !!! :( ইহা পরাবাস্তবের কোড এবং অতিলৌকিক ডিকোড !!!! :((

হয়তো বেঁচে থাকা মানেই এমন কিছু!
অথবা অন্য কোন ধাঁধার আয়োজনে
আমরা নিজেরাই ডিকোডেড রহস্য!
অবিরাম শূন্যতায় ভাসমান প্রাণ !

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

জেন রসি বলেছেন: আমরা নিজেরাই আমাদের মধ্যে কোড ধারন করে চলেছি। ডিকোড করাই হয়তো মানব জীবনের উদ্দেশ্য! ;)

ধন্যবাদ রিকি আপু। :)

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

সাহসী সন্তান বলেছেন: সপ্তম মাত্রা শুনে প্রথমে একটু ঝাঁকি খাইলাম! বিষয়টা হলো আমরা যখন অপরাবাস্তব থেকে কোন বাস্তব জগতের দিকে গমন করবো তখনতো সব রহস্যকে বিসর্জন দিয়েই যেতে হবে তাই না? আর সেই বিসর্জনের আওতাধীন যদি কোন দূর্বল মস্তিষ্ক এসে পড়ে তখন তাকে ফেলে রাখা ছাড়াতো কোন উপায় দেখছি না!


তবে নিউটনের তৃতীয় সূত্রের মত রিএ্যাকশানও কিন্তু দেখা দিতে পারে! খুব খেয়াল করে কিন্তু? :`>

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬

জেন রসি বলেছেন: ধরেন আমরা যে জগতে আছি সেটা বাস্তব। এবং সেটা একটা বাস্তবতার অংশ! তার মানে মহাবিশ্বও বাস্তব। এখন আমরা যদি মহাবিশ্বের অন্য কোন অংশে যাই, মহাবিশ্বের অংশ হিসাবে সেটাও বাস্তব হবে! এখন যদি এমন কথাও যেতে চাই যা বাস্তব না তাহলে যেতে হবে মহাবিশ্বের বাইরে। তা করতে হলে নিউটন সাহেবের গতির তৃতীয় সুত্র প্যারাডক্স হয়ে যেতে পারে! ;)

সমস্যা নাই! আমি আর আপনি মহাবিশ্বের বাইরেই যামু!! :)

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

হাসান মাহবুব বলেছেন: কেউ বেঁচে থেকে মরে যায়, কেউ মরে গিয়ে...

এই ডট ডটের কোন উত্তর জানা নাই। সম্ভবত জানতে দেয়া হবে না কখনও। জ্ঞানবৃক্ষের শিকড়ে বিষাক্ত কেউটের বাস...

শুভবিকেল।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

জেন রসি বলেছেন: সবকিছু আমাদের উপরই নির্ভর করছে। আমরাই বারবার জানতে দিয়েছি। আবার আমরাই বারবার জানতে বাঁধা দিয়েছি। আমাদের মধ্যেই বাস করে জ্ঞানবৃক্ষ, আবার আমরাই কেউটে.......প্যারাডক্স........


ধন্যবাদ হামা ভাই। :)

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

তার আর পর নেই… বলেছেন: প্রথম তিনটি স্তবক মনে হয় আমার জন্যই লিখা হইছে ;)
দারুণ হইছে জেন …
পরের দুইটা স্তবকে সার্বজনীন জিজ্ঞাসা রয়েছে।
শুভকামনা রইলো।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

জেন রসি বলেছেন: এন্টি কবিতা আসলেই মজার ব্যাপার! বিশেষ করে আমার মত অকবির মধ্যে একটা এন্টি এন্টি ভাব না থাকলে কেমনে কি? ;)

ধন্যবাদ ভাই। :)

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে।শুভ কামনা জানবেন।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনিও শুভকামনা জানবেন। :)

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

মায়াবী রূপকথা বলেছেন: অনেক ভাল লেগেছে:)

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। :)

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫২

আরণ্যক রাখাল বলেছেন: এতো যন্ত্রণার কবিতা!
এগুলো নিয়ে ভাবতেই পারি না! :)

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

জেন রসি বলেছেন: টু নো ইজ টু সাফার!

কিন্তু আনন্দও আছে!

ধন্যবাদ রাখাল ভাই। :)

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার কবিতা। কিছু কিছু রহস্য কখনও উম্মোচন হয়না।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

জেন রসি বলেছেন: তবুও ডিকোডিং চলবে!

ধন্যবাদ ভাই। :)

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বেঁচে থাকার স্বাদ পাবে বলে তবু ওরা
হত্যা সুখে নিজের অস্তিত্ব দেখে খুব করে
আর্তনাদ করে! সুতীব্র আয়োজনে জানান দেয়
ওরা মরে গেছে, আমরা বেঁচে আছি!

এভাবেই যারা চলে যায়, তারা শুন্য হয়!
যারা থেকে যায়, তারা শান্তির পাতা পুড়ে
উষ্ণতার আগুন জ্বালায়, নিজেরাও জ্বলে গিয়ে
জীবন যন্ত্রণায় বেঁচে থাকার স্বপ্ন দেখায়!


ভাবনার খোরাক জোগানিয়া কবিতা। +++

আমার পাঠ করা আপনার অন্য্যতম সেরা কবিতা। স্কুল লাইফে থাকলে এই প্যারা দুটি ব্যাখ্যা করতে দিতাম। অনেক অনেক ভালোলাগা।

ভালো থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

জেন রসি বলেছেন: হা হা হা........

ব্যাখ্যা করতে দিলে নিশ্চিত আমার উপর গন গালি বর্ষিত হইত!! :P

ধন্যবাদ ভাই। :)

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি মৃত্যুকে শব্দবন্দি করতে চেয়েছিলাম। নিরেট সত্য। অপার রহস্য। সহজ স্বীকার্য। তবুও এড়িয়ে যেতে চাই।

২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

জেন রসি বলেছেন: সেটাকেই অন্ধকার বলেছি। নিজের অস্তিত্বকে মানুষ খুব ভালোবাসে। সেটা এতটাই তীব্র যে মাঝেমাঝে নিজেই নিজের অস্তিত্ব ধ্বংস করে ফেলে।

রাজপুত্র ভাই, মৃত্যু দূরে থাকুক। জীবন নিয়েই আনন্দে থাকেন সবসময়। এই শুভকামনা রইলো। :)

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

সুমন কর বলেছেন: এভাবেই যারা চলে যায়, তারা শুন্য হয়!
যারা থেকে যায়, তারা শান্তির পাতা পুড়ে
উষ্ণতার আগুন জ্বালায়, নিজেরাও জ্বলে গিয়ে
জীবন যন্ত্রণায় বেঁচে থাকার স্বপ্ন দেখায়!


ভালো লাগা রইলো।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো। :)

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: বেঁচে থাকা মানেই শূন্যের প্রতিনিধিত্ব অথবা দাসত্ব!

কবিতায় ভাল লেগেছে ।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

জেন রসি বলেছেন: বেঁচে থাকা মানেই কোডিং এবং ডিকোডিং!

ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো। :)

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

নীলপরি বলেছেন: আমরা কী জানি আমরা কারা?
আমরা কী জানতে চেয়েছি?
নাকি শুধুই অজানাকে জানার ভয়ে
জ্ঞানবৃক্ষকে ক্ষত বিক্ষত করেছি!

খুব ভালো লাগলো ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

ভালো থাকুন সবসময়।

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আমরা আসলে কারা??????

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

জেন রসি বলেছেন: অনুসন্ধান চলছে!

ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল ভাই।

শুভকামনা রইলো।

২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

কাবিল বলেছেন: রহস্যের মধ্যো থেকে রহস্য উন্মোচন করা বড়ই কঠিন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

জেন রসি বলেছেন: ঠিক বলেছেন কাবিল ভাই।

শুভকামনা রইলো।

২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

ইনভেস্টিগেটর ২ বলেছেন: চিন্তায় আমি চিন্তিত হয়েও পড়লাম ভাইয়ু।পরীর মত /:) 8-|

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

জেন রসি বলেছেন: বুঝতে পারছি আপনিও পরী হতে চান। ;)

শুভেচ্ছা। :)

২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লিখেছেন । অসংখ্য ভাল লাগা রইল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার প্রতিও শুভকামনা রইলো।

২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২

মাহমুদ০০৭ বলেছেন: জ্ঞানবৃক্ষের শিকড়ে বিষাক্ত কেউটের বাস...হামা ভাইয়ের কথায় প্লাস ।
এত ভাল কবিতা পড়তে পারব ভাবতে পারিনি ।
আমরা কী জানি আমরা কারা?
আমরা কী জানতে চেয়েছি?
নাকি শুধুই অজানাকে জানার ভয়ে
জ্ঞানবৃক্ষকে ক্ষত বিক্ষত করেছি!

প্রিয়তে । ভাল থাকবেন ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই।

শুভকামনা রইলো।

২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৫

রুদ্র জাহেদ বলেছেন:
নিকানোর পাররার কবিতার বই পড়তেছি।এই সময় ব্লগে এসে আপনার কবিতাটাও পড়লাম।কমেন্ট দেখে মাথায় নতুন চিন্তা খেলতেছে।এন্টি কবিতার আইডিয়া আর এই ব্যাপারটা বেশ মজারই।যদিও এখনো পুরোপুরি ধরতে পারি নাই চেষ্টায় আছি।

আমরা নিজেরাই ডিকোডেড রহস্য!
অবিরাম শূন্যতায় ভাসমান প্রাণ !
অনবদ্য!ভালোই লাগল,প্রত্যক্ষ ফিলোসফি আর বিজ্ঞানের দর্শন টাইপ একটা ব্যাপার আছে বলে মনে হলো কবিতায়

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

জেন রসি বলেছেন: আনন্দিত হলাম।

শুভকামনা রইলো।

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

গেম চেঞ্জার বলেছেন: মানবজাতির একাংশ জানতেে ভয় পায়, বিশ্বাসের ভরসায় নিজেকে সীসার বাক্সে সীলগালা করে রাখে। অজানাকে জানতে গিয়ে না জানি তার কোনও বিশ্বাস নষ্ট হয়ে যায়?
অনেক এটাকে প্রতিহত করতে চায়। নানান উপায়ে। যেমন ছুরি, চাপাতি, কলম, কিবোর্ড দিয়ে। হাঃ হাঃ হাঃ। আপাত পতন ঠেকানো যায় তবে সময়ের পতন ঠেকানোর সাধ্য নেই।

চমৎকার অর্থপুর্ণ কবিতায় +। :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

জেন রসি বলেছেন: ধন্যবাদ গেম ভাই।

কিছুক্ষনের মধ্যেই এই বিষয়ক এক্সপেরিমেন্টাল গল্প আসছে!

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

গেম চেঞ্জার বলেছেন: অপেক্ষায় থাকলাম। :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

জেন রসি বলেছেন: :)

২৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!

জীবনের মৌলিক বিষয়কে এত চৎকার কোডিং করেছেন--- বিস্মিত!

আমরা নিজেরাই ডিকোডেড রহস্য!
অবিরাম শূন্যতায় ভাসমান প্রাণ !
..শুধুই অজানাকে জানার ভয়ে
জ্ঞানবৃক্ষকে ক্ষত বিক্ষত করেছি!

+++++++++++++++++++++++++++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভাই।

আনন্দিত হলাম।

ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.