![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!
গহীনে কোথাও অতল পাইনি
কিংবা অন্ধকারে নিকষ কালো
আঁকড়ে ধরার মত শূন্যতা!
এক খণ্ড চাঁদের কাছে
জোছনার উৎসবে নতজানু
মন, অমাবস্যাতেও মগ্ন ছিল!
নির্লিপ্ত ধ্যানে মুহূর্তের স্বাদে
কেউ একজন ভেসে ছিল
মুক্ত আত্মার আত্মমগ্নতায়!
এভাবে হবেনা বলে কারা
যেন তীব্র আলোয় অন্ধ
হয়ে নশ্বর হতে চেয়েছিল!
জন্মবিষাদে সংশয়ী মন
তবু মৃত্যুউৎসবে পেয়েছিল
বেঁচে থাকার আজন্ম স্বাদ!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভকামনা রইলো।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২
কল্লোল পথিক বলেছেন: বাহ! অসাধারন কবিত।
শুভ কামনা জানবেন কবি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনিও শুভকামনা জানবেন।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধতা মুগ্ধতা ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভকামনা জানবেন।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০
তার আর পর নেই… বলেছেন: বৈপরীত্যই ছিল, গহীনে অতল, অন্ধকারে নিকষ কালো …
পড়তে ভালো লেগেছে, যদিও কবিতার ভেতরে থাকা অর্থ বুঝতে পারিনি।
+++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১
জেন রসি বলেছেন: কবিতার ভেতরে থাকা অর্থও বৈপরীত্য!
হা হা হা
ধন্যবাদ আপনাকে।
শুভকামনা জানবেন।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫০
শায়মা বলেছেন: জিনিভাইয়ু!!!!!!
এত কঠিন কবিতা লেখো কেনো?
জন্মবিষাদে সংশয়ী মন
তবু মৃত্যুউৎসবে পেয়েছিল
বেঁচে থাকার আজন্ম স্বাদ!
মৃত্যু উৎসবে বেঁচে থাকা!
কঠিন তত্ব কথা!!!!!!
কদিন ধরে ভেবে ভেবে লিখেছো???
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৩
জেন রসি বলেছেন: কঠিন কবিতা কই লেখলাম?
পাঁচ মিনিট ভেবে লিখেছি। আমি কবিতা খুব একটা ভেবে লেখি না।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬
শায়মা বলেছেন:
গহীনের অতলান্ত অন্ধকারে,
সূচীভেদ্য শুন্যতার শূন্যদ্যানে
আকশী দিয়ে আটকে ফেলো
একখন্ড পূর্ণতা!
অমাবস্যার গায়ে লটকে দাও
এক খন্ড গোলগাল চাঁদ।
জ্যোস্নার পরমোৎসব রাত্রীরে
ধ্যান করো ধ্যানী বৃক্ষের মত।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০
জেন রসি বলেছেন: ঘুমের মধ্যে যেমন লুকিয়ে থাকে
জেগে থাকার স্পৃহা- তেমনি আটকে
ফেললেই জন্ম নেবে মুক্তির আকাঙ্ক্ষা!
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
শায়মা বলেছেন: একখন্ড পূর্ণতা!
ওপস !!!!!!!!!! এক টুকরো হবে!!!!!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২
জেন রসি বলেছেন: খন্ড না হলে টুকরো হবে কেমনে?
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: তীব্র সত্য আর সত্য থাকে না।
মৃত্যুর স্পর্শ জীবনকে আস্বাদনীয় করে।
কবিতা বেশ কয়েকবার পড়লাম। আবার পড়বো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
জেন রসি বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাই।
আসলে বৈচিত্র্য আছে বলেই জীবন এত আনন্দময় কিংবা বিষাদময়!
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
শায়মা বলেছেন:
গহীনের অতলান্ত অন্ধকারে,
সূচীভেদ্য শুন্যতার শূন্যদ্যানে
আকশী দিয়ে আটকে ফেলো
এক টুকরো পূর্ণতা!
অমাবস্যার গায়ে লটকে দাও
এক খন্ড গোলগাল চাঁদ।
জ্যোস্নার পরমোৎসব রাত্রীরে
ধ্যান করো ধ্যানী বৃক্ষের মত।
নির্লিপ্ত, মগ্নতায় উতলা উর্বসী
হেসে যাক, ভেসে যাক চালচুলো,
লুটিয়ে দাও লুটেরার মত
সকল অহংকার!
আলোকানন্দা বনে অন্ধ সন্যাস
নশ্বর অবিনশ্বরের দোলাচলে,
চলে আলো আর আঁধারের খেলা,
আহ! প্ররিশ্রান্ত আলেয়া!
তবুও আজন্ম সাধ, আকন্ঠ পিয়াসে
পান করে বিষাদ সুধা!!!
আমিও লিখলাম।
তোমারটা দেখে দেখে আড়াই মিনিটে!!!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
জেন রসি বলেছেন: অন্ধকারে অন্ধকার জমে থাক
কিংবা আলোতে আলোর ঝলকানি!
পূর্ণতায় অস্পষ্টতা ভেঙে পড়ুক
যেমন আলোতে আঁধার কাটে!
ধ্যানে উর্বশীর নাচ চলুক
হৃদয়ে কামনার ঝড় উঠুক
যেমন জলের বুকে ঢেউ ওঠে
একখণ্ড নিক্ষিপ্ত পাথরে।
কি হবে সরল রেখায় হেঁটে
যেখানে জীবন মানেই বৃত্ত!?
আমি জানি কবিতা লেখা আপনার কাছে কোন ব্যাপারই না। আমার কাছেও না। শুধু পার্থক্য হচ্ছে আপনি কবিতা লেখেন, আমি লেখি অকবিতা!
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৩
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
বৈপরীত্যের মেজাজটাই ফুঁটে উঠেছে কবিতার গায়ে ।
জন্মবিষাদে সংশয়ী মন
তবু মৃত্যুউৎসবে পেয়েছিল
বেঁচে থাকার আজন্ম স্বাদ!
আপনার এই পঙক্তির সাথে মিলিয়ে সহব্লগার শায়মার করা এই লাইন চতুষ্টয় ----
গহীনের অতলান্ত অন্ধকারে,
সূচীভেদ্য শুন্যতার শূন্যদ্যানে
আকশী দিয়ে আটকে ফেলো
একখন্ড পূর্ণতা!
যুথবদ্ধ হয়েছে সুন্দর ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
জেন রসি বলেছেন: আমারটা যদি অবলোকন হয় তবে শায়মা আপুরটা হচ্ছে সিন্ধান্ত। কিন্তু সিদ্ধান্ত নিলেই বিপরীত ইচ্ছাও জাগ্রত হয়ে যাবে!
ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
শুভকামনা রইলো।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
শায়মা বলেছেন:
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২২
০
লেখক বলেছেন: খন্ড না হলে টুকরো হবে কেমনে?
আরে ভাইয়ু!!!!!!!!!!
দুই জায়গায় খন্ড খন্ড বানাবো নাকি!!!!!!
একটারে করবো খন্ড আরেকটাকে টুকরা, আরেকটাকে টুকরা টুকরা আবার সাথে কুচি কুচিও !
আরও শুনবা???
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
জেন রসি বলেছেন: বুঝতেছি কোয়ান্টাম মেকানিক্স আপনার খুব প্রিয় বিষয়! তাই প্রসারনে চোখ না রেখে সংকোচনে রহস্যের অনুসন্ধান করতেছেন।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫
শায়মা বলেছেন: আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
বৈপরীত্যের মেজাজটাই ফুঁটে উঠেছে কবিতার গায়ে ।
জন্মবিষাদে সংশয়ী মন
তবু মৃত্যুউৎসবে পেয়েছিল
বেঁচে থাকার আজন্ম স্বাদ!
আপনার এই পঙক্তির সাথে মিলিয়ে সহব্লগার শায়মার করা এই লাইন চতুষ্টয় ----
গহীনের অতলান্ত অন্ধকারে,
সূচীভেদ্য শুন্যতার শূন্যদ্যানে
আকশী দিয়ে আটকে ফেলো
একখন্ড পূর্ণতা!
যুথবদ্ধ হয়েছে সুন্দর ।
থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!!!!
আমি কিন্তু এখুনি লিখেছি!!!!!!!!!!!!
কাজেই আমারটার বেশি ক্রেডিট!!!!!!!!!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
জেন রসি বলেছেন: সে আর বলতে!
আমারটার ক্রেডিটও আপনাকে দিয়া দিলাম।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: লেখক বলেছেন: আমারটা যদি অবলোকন হয় তবে শায়মা আপুরটা হচ্ছে সিন্ধান্ত। কিন্তু সিদ্ধান্ত নিলেই বিপরীত ইচ্ছাও জাগ্রত হয়ে যাবে!
এইবার তো কিছুই বুঝলাম না!
মাথা চক্কর দিচ্ছে!
এখন চক্কর বক্কর কবিতা লিখতে হবে দেখছি!!!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
জেন রসি বলেছেন: ঠিক আছে! বুঝাইয়া বলতেছি!
জন্মবিষাদে সংশয়ী মন
তবু মৃত্যুউৎসবে পেয়েছিল
বেঁচে থাকার আজন্ম স্বাদ!
এইখানে একটা একটা স্টেটমেন্ট দেওয়া আছে যেটা অবলোকনের ফল!
গহীনের অতলান্ত অন্ধকারে,
সূচীভেদ্য শুন্যতার শূন্যদ্যানে
আকশী দিয়ে আটকে ফেলো
একখন্ড পূর্ণতা!
এইখানে আছে পরামর্শ। অর্থাৎ একটা সিদ্ধান্তের কথা!
এখন আমার কবিতার থিম বৈপরীত্য। তাই বলেছি সিদ্ধান্ত নিলেই সাথে সাথে একটা বিপরীত ইচ্ছার জায়গাও তৈরি হয়ে যায়! যেমন ধরেন যখন লিখলেন আটকে ফেলো, তখনি আবার এটাও বোঝা গেল আটকে না ফেলার একটা অপশনও আছে।
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩
শায়মা বলেছেন:
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
১
লেখক বলেছেন: সে আর বলতে!
আমারটার ক্রেডিটও আপনাকে দিয়া দিলাম।
থ্যাংকু থ্যাংকু থ্যাংকু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১
জেন রসি বলেছেন: স্বাগতম!
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন: প্রথম স্তবকটায় সর্বোচ্চ নির্মমভাবটা যেন ফুটে উঠেছে ।
সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭
জেন রসি বলেছেন: প্রকৃতিতে নিষ্ঠুরতা এবং নির্মমতা দুটোই আছে। আমাদের মাঝেও আছে। আবার প্রবল ভাবে ভালোবাসার ক্ষমতাও আছে।
ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো।
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
কথাকথিকেথিকথন বলেছেন: প্রবল ভালবাসার মধ্যে প্রবল যন্ত্রণাও বিদ্যমান । অতি মাত্রায় নির্ভরতা নিজস্ব স্বকীয়তার বিনাশকারী । তাই সুন্দরভাবে অল্প ভালবাসাই শ্রেয় !!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
জেন রসি বলেছেন: প্রবলভাবে ভালোবাসলে প্রবল আকাঙ্ক্ষাও তৈরি হবে। আবার না পাওয়ার ক্ষোভ থেকে ঘৃণাও জন্মাতে পারে। তাই ভালোবাসা আর ঘৃণা একই চক্রের অংশ!
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
শায়মা বলেছেন: আমি তো তোমাকে পরামর্শ দিসিলাম ভাইয়ু।
আকশী দিয়ে আটকে ফেলো
মামলা দিয়ে ফাটকে ঠেলো।
এক কোপেতে কল্লা খোলো।
পরীক্ষাতে গোল্লা দাও!!!!!!!
আকশী দিয়ে যদি মানুষ পাড়ে। মানে আম পাড়ে, জাম পাড়ে। চাঁদটাকেও পাড়তে হবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
জেন রসি বলেছেন: পরামর্শ মানেই সিদ্ধান্ত! চাঁদকে আটকে ফেলা মানে কিন্তু শুধু পূর্ণিমা পাওয়া না! পূর্ণিমা আসলে অমাবস্যাও আসবে!
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
শায়মা বলেছেন: নো অমাবস্যা!!!!!!!!!!!
অমবস্যায় ভুত আসে!!!!!!!
শুধু পূর্ণিমা আটকাও ভাইয়ু!!!!!!!!!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
জেন রসি বলেছেন: কিন্তু যেখানে পূর্ণিমা আছে, সেখানে অমাবস্যাও সুপ্ত অবস্থায় থাকে। যেমন ধরেন যদি বলেন না মরার কথা তাহলে বলতে হবে আসলে না জন্মানোর কথা। কারন জন্ম হওয়া মানে মৃত্যুও আসবে। তেমনি পূর্ণিমা থাকলে অমাবস্যাও থাকবে।
১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫০
জনৈক অচম ভুত বলেছেন: জন্মবিষাদে সংশয়ী মন
তবু মৃত্যুউৎসবে পেয়েছিল
বেঁচে থাকার আজন্ম স্বাদ!
মুগ্ধ হলাম। কবিতায় ভাললাগা রইল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১
জেন রসি বলেছেন: ধন্যবাদ জনৈক অচম ভুত ভাই।
শুভকামনা রইলো।
২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২
জেন রসি বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব ভাই।
শুভকামনা রইলো।
২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২
জেন রসি বলেছেন: ধন্যবাদ রাখাল ভাই।
শুভেচ্ছা।
২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২২
সুমন কর বলেছেন: জন্মবিষাদে সংশয়ী মন
তবু মৃত্যুউৎসবে পেয়েছিল
বেঁচে থাকার আজন্ম স্বাদ! --
চমৎকার হয়েছে। +++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা।
২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪
মৃদুল শ্রাবন বলেছেন: জন্মবিষাদে সংশয়ী মন
তবু মৃত্যুউৎসবে পেয়েছিল
বেঁচে থাকার আজন্ম স্বাদ!
হ্যা শেষমেষ এভাবেই শান্তি খুঁজে নিতে হয়।
অনেক সুন্দর কবিতা। ভাল লাগা রইলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫
জেন রসি বলেছেন: শান্তি খুঁজতে চাইলে অশান্তিও আসবে। মানব জীবন আসলেই বৈচিত্র্যময়।
ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা।
২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২
গেম চেঞ্জার বলেছেন: বাস্তবিক সময় আর আমাদের অনুভূতি। এই দুটির সমন্বয়ে আমরা জীবনকে পার করে দেই। মহামতি আইনস্টাইনের নীতি অনুসরণ করলে আমরা হাজার কোটি বছরেরও বেশি সময় বেঁচে থাকার/অনুভূতি পেতে পারি একমুহুর্তে তবে সে জন্য একটি ক্ষেত্র সৃষ্টি আবশ্যক।
আপনার কবিতার শেষাংশে আমার মনে হলো, ঐ ক্ষেত্রটিই সৃষ্টি হয়েছে। কবিতায় (+)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
জেন রসি বলেছেন: আমরা অনেকসময় অনেককিছুর পেছনেই ছুটে চলি। কিন্তু যখন বিপরীত কিছু ঘটে তখন মেনে নিতে পারিনা। কিন্তু এই বৈপরীত্য কিন্তু প্রকৃতিতে প্রবল ভাবেই বিদ্যমান। যেমন ধরেন পূর্ণিমায় আমরা আনন্দিত হই। কিন্তু পূর্ণিমা আসলে অমাবস্যাও আসবে। এই সত্যটা মেনে নিয়ে আমরা অমাবস্যার অন্ধকারকেও উপভোগ করতে পারি। ঠিক তেমনি মৃত্যু ভাবনায় কাতর হয়ে জন্মকে বিষাদে পরিনিত করি। জন্ম মানেই কিন্তু মৃত্যুর আয়োজন। সেটা মেনে নিয়ে আমরা তীব্র ভাবেই জীবনের স্বাদ আরোহণ করতে পারি।
ধন্যবাদ গেম ভাই।
২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
হাসান মাহবুব বলেছেন: সুন্দর। ব্ল্যাকের আগেকার গানগুলোর লিরিকের মত লাগলো, যখন ইমন ভাই লিখতেন।
শুভকামনা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
জেন রসি বলেছেন: ইমন ভাইয়ের লিরিকগুলো অসাধারন।
ধন্যবাদ হামা ভাই।
শুভকামনা।
২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪
শায়মা বলেছেন: ঠিক ঠিক
বৈপরীত্যের মাঝে যে ব্যবধান তার একটা দিক আমাদের আরাধ্য ও থাকে প্রত্যাশিত। আরেকটা দিক চাই না, চাই না, চাই না!!!!!!!
যেমন
আলো- আঁধার
পূর্নিমা- অমাবশ্যা
পূর্ণতা- শূন্যতা
আনন্দ- বিষাদ
জন্ম- মৃত্যু
ভালোবাসা- ঘৃনা
প্রশংসা- নিন্দা
হিংসা- অহিংসা
অং- বং
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩
জেন রসি বলেছেন: না চাইলেও চলে আসবে। আপনার গুরু এ বিষয়ে লিখেছিলেন যে,
যাহা পাই তাহা ভুল করে চাই
যাহা চাই তাহা পাই না
তবে অনেক কিছুকেই অগ্রাহ্য করা যায়। তবে সেটার একমাত্র উপায় হচ্ছে সত্যটা মেনে নিয়ে সেটার মুখোমুখি হওয়া। পালাতে চাইলেই তা বারবার ফীরে আসবে!
২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
তার আর পর নেই… বলেছেন: নয় নাম্বার আর এর উত্তর দুটোই খুব ভাল্লাগছে।
কিন্তু এ কবিতা নিয়ে আমি ভাবছি, আমি দেখি কোন লাইন বের করতে পারিনি।
এজন্য রূপক কবিতা অথবা ধোঁয়াশায় ঘেরা কবিতা রচনার প্রেক্ষাপট না জানলে কবিতার ভেতরে ঢোকা যায়না।
জেন রসির কবিতায় দোদুল্যমান অবস্থা আর বিষাদ তার উত্তরে শায়মার ছয় নাম্বার কমেন্ট পরামর্শ ……
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১
জেন রসি বলেছেন: এটা আসলে কবিতা না। এসবকে অকবিতা বলতে পারেন। কবিতা আমি কখনো লিখতে পারতাম না। এখনো পারিনা। তাই বিশুদ্ধ কবিদের কাছে এসব ধোঁয়াশাময় মনে হতেই পারে। শায়মা আপু অনেক ভালো কবিতা লেখেন। ওনার কাছেও এটা অকবিতাই মনে হয়েছে।
২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫
শায়মা বলেছেন: আমি কি মুখোমুখি হই না ভাবছো!!!!!!!!
হাহ হাহ হাহ!!!!!!!!!!!!
না হয় একটু আকাশে বসেই থাকি !!!!!!!!!!!!!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩
জেন রসি বলেছেন: স্বপ্নে মুখোমুখি হওয়া আর জাগ্রত অবস্থায় মুখোমুখি হওয়ার মধ্যে পার্থক্য আছে।
২৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
শায়মা বলেছেন: ২৭. ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
০
তার আর পর নেই… বলেছেন: নয় নাম্বার আর এর উত্তর দুটোই খুব ভাল্লাগছে।
কিন্তু এ কবিতা নিয়ে আমি ভাবছি, আমি দেখি কোন লাইন বের করতে পারিনি।
এজন্য রূপক কবিতা অথবা ধোঁয়াশায় ঘেরা কবিতা রচনার প্রেক্ষাপট না জানলে কবিতার ভেতরে ঢোকা যায়না।
জেন রসির কবিতায় দোদুল্যমান অবস্থা আর বিষাদ তার উত্তরে শায়মার ছয় নাম্বার কমেন্ট পরামর্শ ……
আপুনি!!!!!!!!!!!!
তুমিও লেখো!!!!!!!!!!!!!!!!! তারপর আমি আত্তেতি আবাল!!!!!!!!!!!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৫
জেন রসি বলেছেন: হা হা হা
চলুক।
৩০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০
শায়মা বলেছেন: ঘুমের মধ্যে যেমন লুকিয়ে থাকে
জেগে থাকার স্পৃহা- তেমনি আটকে
ফেললেই জন্ম নেবে মুক্তির আকাঙ্ক্ষা!
কিন্তু মুক্ত পাখিদের হয় না কখনও
খাঁচায় বাসের সাধ-
ক্লান্ত শ্রান্ত জাগ্রত পথিকের চাই
একটি নিশ্ছিদ্র অটুট ঘুম-
সে ঘুম না ভাঙ্গলেও, না জাগলেও
তাতে নেই কোনো আক্ষেপ.......
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮
জেন রসি বলেছেন: মুক্ত পাখিদের খাঁচায় বাসের সাধ হয়না। কিন্তু খাঁচায় বাস করতেও হয়।
৩১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২
নেক্সাস বলেছেন: চমৎকার কবিতা।
জন্মবিষাদে সংশয়ী মন
তবু মৃত্যু উৎসবে পেয়েছিল
বেঁচে থাকার আজন্ম স্বাদ!
এই জায়গাটাতে মন আঁটকে আছে, লটকে আছে।
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হল তার সাধ।
বধূ শুয়ে ছিল পাশে - শিশুটিও ছিল;
প্রেম ছিল, আশা ছিল - জোৎসনায়, - তবে সে দেখিল
কোন ভূত? ঘুম কেন ভেঙে গেলো তার?
অথবা হয়নি ঘুম বহুকাল - লাশকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার।
এই ঘুম চেয়েছিলো বুঝি!
জীবন বাবুর এই কবিতার প্রতিধ্বনি যেন শুনতে পেলাম।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
জেন রসি বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই।
শুভকামনা রইলো।
৩২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯
শায়মা বলেছেন: এত ক্ষনে বুঝিলাম এই কবিতার অন্তর্নিহিত অর্থ!!!!!!!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২
জেন রসি বলেছেন: অর্থহীন কবিতা। আর কবিতা লিখব না ভাবছি। সম্ভবত এটাই আমার প্রকাশিত শেষ কবিতা।
৩৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬
সৌম্য রাউত বলেছেন: ভালো লাগলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো।
৩৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২
ভ্রমরের ডানা বলেছেন: এভাবে হবেনা বলে কারা
যেন তীব্র আলোয় অন্ধ
হয়ে নশ্বর হতে চেয়েছিল!
জন্মবিষাদে সংশয়ী মন
তবু মৃত্যুউৎসবে পেয়েছিল
বেঁচে থাকার আজন্ম স্বাদ!
গূঢ়ার্থ বুঝতে জান ফানাফানা হয়ে গেল!
কবিতা খুব ভাল লেগেছে!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪
জেন রসি বলেছেন: আমি যখন লিখেছিলাম মনে হয়েছিল অনেক সহজ ভাবেই থিমটা প্রকাশ করছি। কিন্তু দেখলাম অনেকের কাছেই দুর্বোধ্য মনে হচ্ছে।
ধন্যবাদ ভ্রমরের ডানা ভাই।
শুভকামনা রইলো।
৩৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
কাবিল বলেছেন: অনেক ভাল লেগেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
জেন রসি বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই।
শুভকামনা রইলো।
৩৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
মিতু রহমান বলেছেন: ভালো লেগেছে কবিতাটা।
কবিতা বুঝিয়ে বলার বিষয় না। কবিতা অনুভবের। এটাই প্রকাশিত শেষ কবিতা হবে কেন? তবে যে ক্ষেত্রে লিখে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমার মনে হয় সেটাই লেখা উচিত। মাঝে মাঝে এমন হয় হয়তো কেউ খুব শখ নিয়ে কিংবা খুব আবেগ নিয়ে একটা লেখা লিখল কিন্তু পাঠকপ্রিয়তা পেলো না তখন হয়তো মনে হতে পারে ধুর আর লিখবো না। পাঠকপ্রিয়তার কথা এজন্য বললাম আমরা যখন লেখাটা নিজের কাছে না রেখে কোনো পাব্লিক ফোরামে প্রকাশ করে দিব তখন সেটা পাঠকেরও হয়ে যায়।
ভালো থাকুন
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
জেন রসি বলেছেন: ঠিক বলেছেন। কবিতা অনুভবের ব্যাপার। তবে পাঠকপ্রিয়তা কিংবা আবেগ এসব নিয়ে আমার কোন মাথাব্যথা নাই। কবিতা লেখার ইচ্ছাও আমার ছিল না। কিন্তু কিছু এক্সপেরিমেন্ট আগ্রহ থেকেই করেছি। কিন্তু আমাকে দিয়ে কবিতা হবে না বলেই মনে হচ্ছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।
ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন।
৩৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
বাকপ্রবাস বলেছেন: কবিতা কম বুঝি, এটা বুঝতে চেষ্টা করেছি এবং একটা ভালো লাগা কাজ করেছে পড়তে গিয়ে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো।
৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
প্রামানিক বলেছেন: অসাধারণ কবিতা। ধন্যবাদ
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
শুভকামনা।
৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কবিতা বেশ ভালো লেগেছে কিন্তু কবিতার ছবিটা মনে হচ্ছে অন্যরকম হলেও ভালো লাগতো ( কেমন জানি না) !!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। ছবিটা দিয়েও বৈপরীত্য বুঝাচ্ছে!
শুভকামনা রইলো।
৪০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
জুন বলেছেন:
জেন রসি ।
একটুও ভালোলাগলো না কবিতা
এর বিপরীতটা ভেবে নিন
+
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪
জেন রসি বলেছেন: হা হা হা
ভেবে নিলাম।
ধন্যবাদ আপু।
শুভকামনা রইলো।
৪১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১
তার আর পর নেই… বলেছেন: জেন রসি, আপনার কবিতা অবশ্যই ভাল। ( আমার কাছে ভাল লেগেছে)
আমি মিথ্যে স্তুতি গাইনা।
লিখবেন না ভাবছেন কেন?
কবিতা নিজের ভালো লাগা থেকেই আসে, সেটা সবাইকে স্পর্শ করেনা, আবার অনেককে করে, তাই বলে নিজের ভালো লাগা ছাড়তে হয়না কখনো ( সেটা যদি খারাপ না হয়)
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২
জেন রসি বলেছেন: তাই বলে নিজের ভালো লাগা ছাড়তে হয়না কখনো
কথাটা কেমন যেন পরিচিত মনে হলো। আসলে আমার নিজের কাছেই মনে হচ্ছে আমার কবিতাগুলো আসলে কবিতা হয়ে উঠছে না। যদিও অনেক রকম এক্সপেরিমেন্ট কবিতা নিয়ে করা যায়! কিন্তু আমি যা বলতে চাচ্ছি তা কবিতায় স্পষ্ট ভাবে হয়তো প্রকাশ করতে পারছিনা। তাই ভাবছি কবিতাকে এভার ছুটি দিয়ে দেব।
৪২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
শায়মা বলেছেন: ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২ ০
লেখক বলেছেন: অর্থহীন কবিতা। আর কবিতা লিখব না ভাবছি। সম্ভবত এটাই আমার প্রকাশিত শেষ কবিতা।
হায় হায় কেনো কেনো !!!!!!!!!
আর লিখবে না কেনো ভাইয়ু????????? হঠাৎ এই আত্মঘাতী সিদ্ধান্তের কারণ কি!!!!!!!!!!!!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭
জেন রসি বলেছেন: কিছু যৌক্তিক কারন আছে। যেভাবে চাচ্ছি সেভাবে লিখতে পারছি না। কবিতা আমার জন্য না। আর আমি কোন আত্মঘাতী সিদ্ধান্ত নেই নাই। প্রয়োজনীয় সিদ্ধান্ত বলা যেতে পারে।
৪৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
আবু শাকিল বলেছেন: আপনার কবিতাটা গানের লিরিক্স হিসেবে ভাল যায়।কথাগুলোতে সুর দিলে দারুন হয়ে যাবে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
জেন রসি বলেছেন: আপনি সুর দিয়ে দেন।
ধন্যবাদ আবু শাকিল ভাই।
শুভকামনা রইলো।
৪৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এক খণ্ড চাঁদের কাছে
জোছনার উৎসবে নতজানু
মন, অমাবস্যাতেও মগ্ন ছিল!
এত মগ্নতা কিন্তু ভালো নয় !!
কবিতায় অনেক ভালোলাগা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪
জেন রসি বলেছেন: মগ্নতা ভাঙার জন্যও কিন্তু মগ্ন হওয়া প্রয়োজন!
ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো।
৪৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২
প্রোফেসর শঙ্কু বলেছেন: শেষ স্তবকটা ভালো ছিল। কবিতায় আগের অংশটি পরিষ্কার হতে পারি নি অবশ্য।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রোফেসর।
শুভকামনা রইলো।
৪৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জন্মবিষাদে সংশয়ী মন
তবু মৃত্যুউৎসবে পেয়েছিল
বেঁচে থাকার আজন্ম স্বাদ!
দারুণ লাগল। মুগ্ধতা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো।
৪৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
ভ্রমরের ডানা বলেছেন: ফ্যান হয়ে গেলাম!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭
জেন রসি বলেছেন: হা হা হা
আমি আগে থেকেই আপনার ফ্যান!
৪৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার কবিতা। লেখা বন্ধ করবেন না আমাদের জন্য লিখতে থাকুন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
জেন রসি বলেছেন: লেখা বন্ধ করব একথা বলিনি। বলেছি কবিতা নিয়ে আরেকটু ভাবনার ব্যাপার আছে।
আপনাকে ধন্যবাদ।
শুভকামনা রইলো।
৪৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫
উদাসী স্বপ্ন বলেছেন: প্রতিটা বাক্যের মধ্যে থাকা ছন্দ গুলো মনকে আন্দোলিত করে। কবিতাগুলোর মধ্যে একটা গতি আছে!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
জেন রসি বলেছেন: আনন্দিত হলাম।
ধন্যবাদ ভাই।
শুভকামনা।
৫০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮
মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর কবিতা ভাইয়া
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।
আশা করি ভালো আছেন।
শুভকামনা রইলো।
৫১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
রুদ্র জাহেদ বলেছেন: আকুল করা।সুন্দর কবিতা
০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩৩
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইলো।
৫২| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
মহামহোপাধ্যায় বলেছেন: জনাব, বহুদিন পর কবিতা পড়া হলো। মন্তব্য করতে যেয়ে মনে হচ্ছে লেখা ভুলে গিয়েছি।
যা হোক "জন্মবিষাদে সংশয়ী মন
তবু মৃত্যুউৎসবে পেয়েছিল
বেঁচে থাকার আজন্ম স্বাদ! "
শেষটা দারুণ
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
জেন রসি বলেছেন: হা হা হা হা
আমি লেখা ভুলেই থাকি! তাই মনের আনন্দে লিখে ফেলতে পারি!
ধন্যবাদ জনাব।
আপনার কাছে নতুন পোস্ট চাই।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১
মিঠু জাকীর বলেছেন: বাহ !