নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

হাইকুঃ এক্সপেরিমেন্টাল অপচেষ্টা!

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৪






তোমাদের লাল চেতনায় যখন
ভাঙচুর অবিরাম- আকণ্ঠ ক্ষুধার
বিষে চেতনা তখনো বর্ণহীন ফান।



তোমাদের আমরা শক্তিশালী হতে
দেবনা না বলে অঙ্গিকার করলাম আজ।
এখন তোমাদের পণ্য কিনে
আমাদের শপথের উৎসব হবে!



তোমরা ধর্ষিত হলেও
তোমাদের পোশাক নিয়ে
কফি হাউজে আলোচনার ঝড় ওঠে!
ন্যাংটার নাই বাটপারের ভয়!



যখন সব নষ্টদের অধিকারে যাচ্ছিল
তোমাদের অনুভূতি খুব মজবুত ছিল!
যখন কেউ একজন তা বলেছিল
তখন তোমাদের অনুভূতি তাসের প্রাসাদ!



তোমরা এক মজার খেলা শিখে ফেলেছ
রক্ষণশীলতা দিয়ে প্রগতির বিনাশ
প্রগতি দিয়ে রক্ষণশীলতার বিকাশ।



তোমাদের কেউ বোমা হামলায় নিহত
হলে কয়েকদিন খুব করে মোমবাতি জ্বালাব।
তোমাদের বোমায় নারী ও শিশু নিহত হলে
খুব মিষ্টি করে সাম্রাজ্যবাদী গালি দেব।


মন্তব্য ৮৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

উল্টা দূরবীন বলেছেন: ১,২,৫ বেশি ভালো লাগলো।

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

২| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪১

এডওয়ার্ড মায়া বলেছেন: শিরোনামে কট খাইছি-
হাইকু মানে বোঝাইয়া দেন-
তারপর বাকিটা পড়তে যামু।
আই প্রমিজড!

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩

জেন রসি বলেছেন: কট খাইলে এবার মুক্ত হইয়া যান!

A Haiku is a Japanese poem which can also be known as a Hokku. A Haiku poem is similar to a Tanka but has fewer lines. A Haiku is a type of poetry that can be written on many themes, from love to nature.

A Haiku consists of 3 lines and 17 syllables.

Each line has a set number of syllables see below:

Line 1 – 5 syllables
Line 2 – 7 syllables
Line 3 – 5 syllables

এক্সপেরিমেন্ট মানেই হচ্ছে গ্রামারের বাইরে যাইয়া একটু হাঁটাহাঁটি করা। আমিও তাই করলাম। ;)

৩| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩

অগ্নি সারথি বলেছেন: রক্ষণশীলতা দিয়ে প্রগতির বিনাশ
প্রগতি দিয়ে রক্ষণশীলতার বিকাশ।- সত্যি ই এক মজার খেলা।

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬

জেন রসি বলেছেন: এই খেলা যারা যত ভালোভাবে খেলতে পারছে তারাই তারাই আজ ক্ষমতার স্বাদ পাচ্ছে।

ধন্যবাদ অগ্নি সারথি ভাই। :)

৪| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬

প্রবঞ্চিত যুবক বলেছেন: খুব সুন্দর লেখা। ভাল লাগল আপনার লেখা হাইকুগুলো

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১১

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভকামনা। :)

৫| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চিন্তার খোরাক।
অসম ত্রুটিযুক্ত সমাজ। আরো চিন্তা করতে হবে। রাতদিন এক করে। তারপর চিন্তা করে ক্লান্ত হয়ে ঘুম দেব। সকালে উঠে আবার চিন্তাবিদ হতে হবে তো।

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৪

জেন রসি বলেছেন: একদম ঠিক বলেছেন। আমরা চিন্তা করব। তারপর কিছু একটা ঘটবে। আমরা আবারো চিন্তা করব। কিছু হোক না হোক আমরা কিন্তু বিশাল চিন্তাবিদ হয়ে উঠছি। এই আনন্দ উদযাপনও করা যেতে পারে।

ধন্যবাদ রাজপুত্র ভাই।

৬| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগে নি। ফরম্যাটটা ঠিক ছিলো না, আর হাইকুর জাপানিজ ফ্লেভারটাও পেলাম না। এগুলোকে হাইকু না বলে অণউকাব্য বলবো বরং। শরৎ একবার হাইকু পোস্ট করেছিলো। ওটা দেখতে পারেন। Click This Link

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২

জেন রসি বলেছেন: ফরম্যাট ঠিক ছিলনা জানি। ফরম্যাট ইচ্ছা করেই ভেঙেছি। এই জন্যই শিরোনাম দিয়েছি এক্সপেরিমেন্টাল অপচেষ্টা। তবে হাইকুর থিম ঠিক রাখার চেষ্টা করেছি। থিমের দিক থেকে হাইকু এবং অনুকাব্যের কিছু পার্থক্য আছে। শরৎ ভাইয়ের চমৎকার হাইকুগুলো আগেই পড়েছি। :) ধন্যবাদ হামা ভাই। শুভকামনা। :)

৭| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: ভাইয়া হাইকু টাইকু জানিনা কিন্তু এক্কেবারেই তুমি তুমি কাব্যই হয়েছে। একদম বিশ্ব সেরা!:)

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৪

জেন রসি বলেছেন: এসব যদি বিশ্বসেরা হয়!
তবে তুমি তদন্তের আগেই
রায় দিয়ে ফেলেছ।

এটা টাইকু :P

৮| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮

তানজির খান বলেছেন:
তোমরা এক মজার খেলা শিখে ফেলেছ
রক্ষণশীলতা দিয়ে প্রগতির বিনাশ
প্রগতি দিয়ে রক্ষণশীলতার বিকাশ।


খুব ভাল লেগেছে কবিতা ভাই

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫

জেন রসি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। :)

৯| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার! খুব ভালো লাগলো।

ধন্যবাদ জেন রসি।

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

১০| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮

শায়মা বলেছেন: টাইকু!

তবে আজ থেকে টাইকু এক্সপেরিমেন্ট চলবে!:)

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৯

জেন রসি বলেছেন: তুমি যখন রায় দিলে
আমি তখন আদালতের
পাশে বাদাম খাচ্ছিলাম!

আরেকটা টাইকু! :P

১১| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ভাল। ২,৫,৬ বেশি ভাল।

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

১২| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪

জুন বলেছেন: ১, ৪, ৬ বেশি ভালোলাগলো জেন রসি।
+

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

ভালো থাকুন সবসময়। :)

১৩| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৫

শায়মা বলেছেন: লেখক বলেছেন: তুমি যখন রায় দিলে
আমি তখন আদালতের
পাশে বাদাম খাচ্ছিলাম!

আরেকটা টাইকু! :P


সে রায় শুনে
গলায় বাদাম আটকে গেলো
ধ্বসে পড়লো আদালত ভবন বাদামওলার ভ্যানে...... :P

আমার টাইকু নাম্বার ২

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৬

জেন রসি বলেছেন: ভ্যানের উপর আমিও ছিলাম বসে
তুমি তখন রায় পড়ছ
অংক কষে কষে! :P

১৪| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪

এডওয়ার্ড মায়া বলেছেন: ৩,৪,৫ ভাল লেগেছে বেশি।
হাইকু টাইকু আমার ধারনায় নাই।
হাইকু নিয়ে শরৎ দা একবার লিখছিলেন।তখন এতটা খেয়াল করি নাই।
জানানোর জন্য ধন্যবাদ।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ এড্‌ওয়াড মায়া ভাই।

ভালো থাকুন সবসময়। :)

১৫| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

নেক্সাস বলেছেন: তোমাদের আমরা শক্তিশালী হতে
দেবনা না বলে অঙ্গিকার করলাম আজ।
এখন তোমাদের পণ্য কিনে
আমাদের শপথের উৎসব হবে!

২৩ শে মার্চ, ২০১৬ রাত ৯:২০

জেন রসি বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই।

ভাল থাকুন সবসময়। :)

১৬| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন ।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:২১

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

শুভকামনা। :)

১৭| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

হাসান মাহবুব বলেছেন: তোমরা এক মজার খেলা শিখে ফেলেছ
রক্ষণশীলতা দিয়ে প্রগতির বিনাশ
প্রগতি দিয়ে রক্ষণশীলতার বিকাশ।


এইটা ক্লাসিক হৈছে। বলতে ভুলে গেছিলাম।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩০

জেন রসি বলেছেন: হা হা হা

নো প্রোব হামা ভাই।

ধন্যবাদ। :)

১৮| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৫

শায়মা বলেছেন: লেখক বলেছেন: ভ্যানের উপর আমিও ছিলাম বসে
তুমি তখন রায় পড়ছ
অংক কষে কষে! :P

কি সর্বনাশ!
রায় কি তোমার মাথায় পড়েছিলো!
তার পরে কি তোমার এমন বিধ্বংসী রোগ হলো!

অংকে আমি ভীষন কাঁচা জানো?
নয় এর কাছে ছয়কে টানি ভীষন হেনো তেনো।
তবুও কষি নিয়ম করে নয় ছয়ের এই খেলা!

শুধু শুধু এমনি হেলা ফেলা!:(

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১২

জেন রসি বলেছেন: অজানারে জানার আশায়
ভাসাও যদি ভেলা
দেখবে তখন অংক কষা
খুবই মজার খেলা! :P

১৯| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩২

সুমন কর বলেছেন: সমসাময়িক কিছু বিষয় তুলে ধরেছেন। প্রচেষ্টায় ভালো লাগা।

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন সবসময়। :)

২০| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪২

বনমহুয়া বলেছেন:

তোমাদের কেউ বোমা হামলায় নিহত
হলে কয়েকদিন খুব করে মোমবাতি জ্বালাব।
তোমাদের বোমায় নারী ও শিশু নিহত হলে
খুব মিষ্টি করে সাম্রাজ্যবাদী গালি দেব।


আসল কাজের কাজ কিছুই হবে না।

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২২

জেন রসি বলেছেন: ঠিক বলেছেন। কাজের কাজ করতে চাইলে অন্য রকম কিছু করতে হবে।

ধন্যবাদ আপনাকে। :)

২১| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৯

তার আর পর নেই… বলেছেন: ভাল লাগছে। ছোট ছোট লাইনে আলাদা আলাদা ভাবনা। সমসাময়িক বাস্তবতায় +++

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

জেন রসি বলেছেন: এক্সপেরিমেন্টাল হাইকু দিয়েই ভাবনাগুলো প্রকাশ করলাম আরকি!

ধন্যবাদ আপনাকে। :)

২২| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:১০

তাসলিমা আক্তার বলেছেন: ব্যাকরনের বাইরে বের হয়ে যাওয়াটা আমার খুব পছন্দের। এক্সপেরিমেন্ট চলুক। পরে শাণিত হবে। কয়েকটা খুব ভালো লেগেছে তার মধ্যে এক আর পাঁচ বেস্ট।

অ:ট: আপনাকে এতোদিন আমি ফিমেইল ধরে নিয়েছিলাম। কিছু কমেন্টে আজ বুজলাম মেইল। কোনো অসুবিধা নেই। হা হা হা। ভালো থাকুন।

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪

জেন রসি বলেছেন: বিকাশের জন্য ফলো করার চাইতে এক্সপেরিমেন্ট করা উত্তম। এতে করে চিন্তা ভাবনাও একটু এদিক সেদিক ঘুরে বেড়ানোর সুযোগ পায়।

আমাকে ফিমেইল ধরে নিয়েছিলেন তাতে কোন সমস্যা নাই। মেল হলেও এই নিশ্চয়তা দিতে পারি আমি মানুষ। :)

ধন্যবাদ আপনাকে। :)

২৩| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: ৬নং টা এতো ভাল লেগেছে যে,লাইক না দিয়ে পারলাম না, মন থেকেই।।

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ সচেতনহ্যাপী ভাই।

শুভকামনা রইলো। :)

২৪| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১:৫১

প্রামানিক বলেছেন: ভাল লাগল তবে কয়েকটি খুব ভাল লেগেছে। ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

শুভকামনা রইলো। :)

২৫| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



রাষ্ট্রজীবনের সমসাময়িক
কথা দিয়ে জটিল এক হাইকু
দিয়ে গেলাম লাইকু ...।

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৮

জেন রসি বলেছেন: হা হা হা

ধন্যবাদ আহমেদ জী এস ভাই। :)

২৬| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
৩!
ন্যাংটার নাই বাটপারের ভয়!

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২১

জেন রসি বলেছেন: ধর্ষণ হলেও আলোচনায় চলে আসে কে কি পোশাক পড়ল! যেন ধর্ষণকে জায়েজ করার অজুহাত খুঁজে বেড়ানো।

২৭| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২০

শায়মা বলেছেন: জী এস ভাইয়ার কমেন্টে আমিও লাইকু না দিয়ে পারলাম না।

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৮

জেন রসি বলেছেন: আছে কিছু হাইকু
সাথে কিছু লাইকু! :P

২৮| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন: বেশি ভাল হইছে B-)

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

২৯| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬

পার্থ তালুকদার বলেছেন: ভাল লাগলো ।

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। :)

৩০| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩

গেম চেঞ্জার বলেছেন: ন্যাংটার নাই বাটপারের ভয়!



ওয়েল সেইড ব্রো.......!!

১ নং সবচাইতে বেশি দোলা দিয়েছে। আর বাকিগুলো কি কম? মোটেও না।

প্রতিবাদের ভাষা হিসেবে অণুকাব্যের চমৎকার ব্যবহার করেছেন। আর অপচেষ্টা নয় প্রচেষ্টা। :)

অনেক শুভেচ্ছা রইলো জিনিভাই।

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

জেন রসি বলেছেন: কি আর করব বলেন!

তবে প্যাসিভ মুভমেন্টের চেয়েও এখন অ্যাকটিভ মুভমেন্ট খুব প্রয়োজনীয়।

ধন্যবাদ গেম ভাই। শুভকামনা। :)

৩১| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০০

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লাগল

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৩২| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮

তার আর পর নেই… বলেছেন: আপনার আর শায়মার কমেন্টে একটা নতুন ব্যাপার দেখলাম। :)

শুভকামনা থাকলো :)

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

জেন রসি বলেছেন: হা হা হা

কি নতুন ব্যাপার দেখলেন? আমি শায়মা আপুর সাথে কবিতা ছড়া এসব দিয়ে কমেন্ট করাটা উপভোগ করি। আপুও করে। একটা নতুন ব্যাপার আছে। এবার হাইকু দিয়ে করলাম। তাছাড়া আর কি হতে পারে। ইউ মেক মি কিউরিয়াস! ;) এখন দেখি আমাকেই আবার কোড ডিকোড করতে হবে! :P জাস্ট কিডিং! B-)

শুভকামনা। :)

৩৩| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

অপর্ণা মম্ময় বলেছেন: ৪ নাম্বারটা ভালো লাগলো।
এইসব আমারে দিয়া কোনোকালেই মনে হয় হৈবো না !

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০

জেন রসি বলেছেন: আপনি জাত লেখিকা। তাই এসব বিজাতীয় এক্সপেরিমেন্ট ট্রাই করেননা! ;)

আমি আবার একটু অ্যাডভেনচারাস! যদিও স্বঘোষিত! :P

ধন্যবাদ আপু। :)

৩৪| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮

মায়াবী রূপকথা বলেছেন: ইন্দো-ইউরোপিয়ানের সাথে জাপানিজের অনেক পার্থক্য রয়েছে। তাই জাপানিজের মত পাঁচ সাত পাঁচ কাঠামো এ গোত্রের ভাষায় মেনে চলা বাধ্যতামূলক মনে করা হয় না। তবে তিন লাইনে রচনা করেন আধুনিক কবিতা। আপনি চার লাইনেও লিখেছেন। নির্মলেন্দু গুণের কিছু বাংলা হাইকু পড়েছিলাম ওগুলো বেশ ভাল লেগেছিল। এখানের সবগুলোই ভাল লেগেছে। শুভ কামনা রইল ভাইয়া :)

২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

জেন রসি বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আপনার আগমনে আনন্দিত এবং অনুপ্রানিত হই। অনেক আগের একটা পোস্টে আপনার কবিতা পড়ে মুগ্ধ হয়েছিলাম। আপনি লিখেন না কেন?

অনেক ভালো থাকবেন। শুভকামনা রইলো। :)

৩৫| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৪

আলোরিকা বলেছেন: 'তোমরা এক মজার খেলা শিখে ফেলেছ
রক্ষণশীলতা দিয়ে প্রগতির বিনাশ
প্রগতি দিয়ে রক্ষণশীলতার বিকাশ। ' ----চমৎকার হয়েছে রসি ভাইয়া ! আমার পছন্দের একটি হাইকু ----

মড়া ডাল -
একটি কাক
শরত কাল । :)

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ আলোরিকা আপু। আপনার পছন্দের হাইকুটি অনেক অর্থবহ।

শুভকামনা রইলো। :)

৩৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: একি সূতোয় বাঁধা বিবিধ সর্বনাশ !

ভাল লেগেছে হাইকু চেষ্টা ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা :)

৩৭| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!

আজ সারাদিন তোমাকে তো দেখাই যায়নি!!!!!!!

আমি তো ভাবলাম হাওয়া হয়ে গেছো!

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০২

জেন রসি বলেছেন: একটু বিজি ছিলাম কয়েকদিন।

তাই মাঝেমাঝে হাওয়া আরকি! :P

আমি আছি! :)

৩৮| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

শায়মা বলেছেন: কি নিয়ে এত বিজি ভাইয়ু!!!!!!!!!!!!!!!:)

আমার মত ইজি কাজে বিজি মনে হয় তাইনা!!!!!! :P

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

জেন রসি বলেছেন: জাগতিক মানুষের জাগতিক কাজ!

আমি কি আর আকাশে থাকি? :P

৩৯| ০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অামি হাইকু-টাইকু বুঝি না; তবে কথামালা ভাল্লাগসে!

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

শুভকামনা রইলো। :)

৪০| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫

মহামহোপাধ্যায় বলেছেন: জনাব, হাইকু বিষয়ক জ্ঞান নাইকো :( তবে পড়তে ভাল্লাগছে। আর এইটা এপিক হৈছে। বহুদিন এমন খাটি কথা শুনি নাঃ

"তোমরা এক মজার খেলা শিখে ফেলেছ
রক্ষণশীলতা দিয়ে প্রগতির বিনাশ
প্রগতি দিয়ে রক্ষণশীলতার বিকাশ।
"

জনাব, সেদিন নীলচাষ করতে ক্ষেতে গিয়েছিলাম, ভাবলাম পথের আলে দাঁড়িয়ে আপনাকে একটা সজোরে হাঁক দেই........ পরে চেতনা হলো কণ্ঠটাই তো রেখে এসেছি :(

যাই হোক ভালো থাকবেন :)

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২

জেন রসি বলেছেন: জনাব, আমারো জ্ঞান নাই! তবে বাক স্বাধীনতা বলে একটা ব্যাপার আছে না! ;)

আমাকে অভিজানের আগেই বলতেন। তাহলে আমি আপনাকে পথেই খুঁজে নিতাম! :P

আপনিও ভালো থাকবেন। :)

৪১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

রাজসোহান বলেছেন: হাইকু অবশ্য পুরাপুরি হয় নাই, অণুকাব্যই বলা যায় :)

ন্যাংটার নাই বাটপারের ভয়!

তোমরা এক মজার খেলা শিখে ফেলেছ
রক্ষণশীলতা দিয়ে প্রগতির বিনাশ
প্রগতি দিয়ে রক্ষণশীলতার বিকাশ।

এই দুটা জাস্ট মাস্টারপিস!

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

অনেক ভালো থাকুন সবসময়। :)

৪২| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৫

রুদ্র জাহেদ বলেছেন: তোমরা এক মজার খেলা শিখে ফেলেছ
রক্ষণশীলতা দিয়ে প্রগতির বিনাশ
প্রগতি দিয়ে রক্ষণশীলতার বিকাশ।

হাইকুর ফর্মটা ঠিক বুঝি না,ধরতে পারার চেষ্টাও করিনি হয়ত।তবে এগুলো অণুকাব্য হিসেবে পড়তে ভালো লেগেছে।এফবিতে শাহনাজ বীথি আর আশরাফুল মুসাদ্দেক এই দুজন লেখকের প্রচুর ইংরেজি বাংলা হাইকু পড়েছি।উনারা বইও করেছেন বোধহয়

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০২

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই। আমি আবার ফর্ম ভাঙতে পছন্দ করি।

ভালো থাকুন সবসময়।

৪৩| ১৭ ই মে, ২০১৬ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাইকু ৫+৭+৫ হওয়ার কথা

হয় ৫ অক্ষর নতুন পাঁচ মাত্রা

১৭ ই মে, ২০১৬ দুপুর ২:৫৫

জেন রসি বলেছেন: এখানে কাঠামো ঠিক রাখা হয়নি। তাই এক্সপেরিমেন্টাল! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.