নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

অকবিতাঃ হে মানব, নিশ্বাস বন্ধ করে বসে থাক!

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:২০




হে মানব, নিশ্বাস বন্ধ করে বসে থাক!
আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা কর
তোমাদের অবাক করে দিয়ে জাতীয়
উন্নয়নের নামে তোমাদের ইলেকট্রিক
শক দেওয়া হবে- এটাকে তোমরা
উন্নয়নের বজ্রপাত বলে বিশেষায়িত করে
বিদ্যুৎ বিদ্যুৎ সুখ বলে পুলকিত হতে পার!

আর যদি অবিশ্বাসী হও, ফুসফুসে
অনুভব কর কয়লার জ্বলন্ত আগুন!
তবে তোমরা একটু চিৎকার দিয়ে বল
দেশ বাঁচাও, সুন্দরবন বাঁচাও, ফুসফুস বাঁচাও!
তবে তোমাদের বলে রাখি একটা ওপেন সিক্রেট!
তোমাদের কথায় ওরা বৃদ্ধাঙ্গুলি দেখাবে!
ক্ষমতা আর মুনাফার ককটেল মিশিয়ে
তোমাদের প্রতিবাদ নিয়ে করবে উপহাস!

হে মানব, তবুও কিছু পুরান কথা আবার বলি!
তোমার শরীরের উপর তোমার অধিকার আছে!
তোমার ফুসফুস নিয়ে কেউ ছিনিমিনি খেললে
তীব্র প্রতিবাদ করার অধিকার তোমার আছে।
তোমার দেশের ফুসফুস সুন্দরবন নিয়ে আজ
ক্ষমতালোভী আর মুনাফালোভীদের দরকষাকষি চলছে!

ওরা মুনাফার জন্য সুন্দরবন ধ্বংস করে ক্ষমতা ক্ষমতা খেলছে!
চল, আমরা সুন্দরবন বাঁচাতে আজ বিদ্রোহ বিদ্রোহ খেলি!









মন্তব্য ৬২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৬

শায়মা বলেছেন: সুন্দরবন বাঁচাতে কোল পাওয়ার প্লান্টের বিরুদ্ধে বিদ্রোহে যোগ দিলাম।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩১

জেন রসি বলেছেন: সুকান্ত বলেছিলেন,

বেজে উঠল কি সময়ের ঘড়ি!
এসো তবে আজ বিদ্রোহ করি!

মাঝেমাঝে বিদ্রোহ করতে হয়! চলেন বিদ্রোহ করি!

২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩১

ডঃ এম এ আলী বলেছেন: হে মানব, নিশ্বাস বন্ধ করে বসে থাক!
আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা কর
তোমাদের অবাক করে দিয়ে জাতীয়
উন্নয়নের নামে তোমাদের ইলেকট্রিক
শক দেওয়া হবে- এটাকে তোমরা
উন্নয়নের বজ্রপাত বলে বিশেষায়িত করে
বিদ্যুৎ বিদ্যুৎ সুখ বলে পুলকিত হতে পার!


এই দম বন্ধ হয়ে যাওয়ার মত অবস্থার অসহনীয় পরিবেশের প্রেক্ষাপটে
লিখা কবিতাটি অসাধারণ হয়েছে ।
শুভেচ্ছা রইল ।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই।

শুভেচ্ছা।

৩| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: চলো কেমনে করবো ? পথটাও দেখিয়ে দাও।

তবে আসলেই সুন্দরবন বাঁচাতেই হবে।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৭

জেন রসি বলেছেন: যত মত, তত পথ! আগের সব পথ বৃথা গেছে। লং মার্চ, মানব বন্ধন, মিছিল মিটিং কিছুতেই কাজের কাজ কিছু হয়নি। আজ আসলে আমি প্রবন্ধ লিখতে বসেছিলাম। দুই লাইন লিখে ভাবলাম অনেক স্কলার গত তিন বছর অনেক কিছু লিখেছেন। ফলাফল শুন্য। তাই প্রতিবাদের পথ নিয়ে নতুন করে ভাবতে হবে। আপনিও ভাবুন।

৪| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ ।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫৯

জেন রসি বলেছেন: এ ব্যাপারে পরিবেশবাদী, বুদ্ধিজীবী, সচেতন নাগরিক, কারো প্রতিবাদেই কাজ হচ্ছেনা। এমন অবস্থায় আপনার মতে কি করা উচিৎ?

৫| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:০১

শায়মা বলেছেন: আমিও? আমি কি এত কঠিন যুদ্ধ পারবো?

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৭

জেন রসি বলেছেন: অবশ্যই পারবেন। দরকার হইলে নেতৃত্বও দিবেন! :)

৬| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৮

শায়মা বলেছেন: আমি!!!!!!!!

শেষে সবাই আমাকে ছেড়ে যদি পালায়!!!!!!!

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:২২

জেন রসি বলেছেন: পালাইলে একাই যুদ্ধ করবেন!

তবে যুদ্ধ শুরু কইরা আপনি নিজেই যদি পালাইয়া যান, তাহলে কিন্তু বিপদ!

৭| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:২০

ভ্রমরের ডানা বলেছেন: বাংলার মানচিত্র সর্বপ্রথম জেমস রেনেল তৈরী করেন। তার কথা বললাম কেন কারন তিনিই বলেছিলেন, সুন্দরবন যা একসময় বাদাবন নামে পরিচিত ছিল যেখানে মানব বসতি ছিল। পরে মগদের আক্রমনে সেই বসতি সমুদ্র উপকূল থেকে সরে ভেতরের মূলভূমিতে চলে আসে।

প্রশ্ন হল, তখন কিন্তু উপকূলে বন ছিল না তবে কিভাবে সেখানে মানব বসতি নিজেদের ঘুর্নিঝড় থেকে রক্ষা করতে পেরেছিল। তখন কি এল নিনো লা লিনো ছিল না?

প্রশ্নটার উত্তর খুজছি বহুদিন ধরে কিন্তু মিলছে না। তবে যাই হোক, আমি কিন্তু বাবা রামপাল ঘটনার পক্ষে ও নই বিপক্ষেও নই।

তবে বনানয় ধ্বংস করা কোন ক্রমেই ঠিক হবে না। এমনিতেই আমাদের বনভূমি ২৫ ভাগের তুলনায় আছে মাত্র ১৭ ভাগ।

আপনার পোষ্টে আশাকরি সচেতনতা আরো বাড়বে। ধন্যবাদ।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩২

জেন রসি বলেছেন: ইন্টারেস্টিং ব্যাপার! সেই ইতিহাসটা জানতে পারলে আমাদের অবশ্যই জানাবেন।

আমি সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ উৎপাদনের বিরুদ্ধে। এই প্রকল্পে আমরা প্রাকৃতিক এবং আর্থিক কোন ভাবেই লাভবান হবনা। সেটা অনেক গবেষক এবং এ্যাক্টিভিস্টরা বেশ স্পষ্ট ভাবেই ব্যাখ্যা করেছেন।

ধন্যবাদ আপনাকে।

৮| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




অকবিতা হয়তো তবে দায়িত্বশীল কবিতা পোস্ট !
আপনার ( আমাদের সকলেরই ) মনের ক্ষোভের সাথে প্রাসঙ্গিক এই লেখাটিতে চোখ বুলিয়ে আসতে পারেন - ভোট : ইফ দ্য কান্ট্রি ইজ দ্য আনসার, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন ? এর চে' বেশী বিদ্রোহ আমি আর করতে পারবোনা ।

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৭

জেন রসি বলেছেন: আসলে এ বিষয়টি নিয়ে প্রবন্ধ লিখতে বসেছিলাম। কিছুটা ভেবে দেখলাম কি লাভ? তাই এই অকবিতা লিখে ফেললাম। ইদানিং এন্টি কবিতা লিখে আরাম পাই।মনে হয় কিছু একটা ভাঙছি। এই ভাঙ্গার বোধটা উপভোগ করি।

আপনার পোস্টের শিরোনাম দেখেই হালকা এ্যানার্কিজমের গন্ধ পাচ্ছি। বিস্তারিত সেই পোস্টেই আলোচনা করব।

ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

৯| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৯

কল্লোল পথিক বলেছেন:








বাঁচাও সুন্দরবন বাঁচো মানুষ।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:১১

জেন রসি বলেছেন: বাঁচাও সুন্দরবন বাঁচো মানুষ।

১০| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:০৫

তামান্না তাবাসসুম বলেছেন: হায় সুন্দরবন :(

শাণিত লেখনী।

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:২৬

জেন রসি বলেছেন: সব প্রতিবাদ, বিশ্লেষণ ক্ষমতা আর মুনাফার খেলার কাছে হেরে যাচ্ছে বারবার।

১১| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৬

হাসান মাহবুব বলেছেন: আমিও অন্ধ অনেকের মত, ব্লগ দিয়ে ঢাকি জীবনের ক্ষত। অক্ষমতা মেনে নিলাম। গুড নাইট। স্লিপ টাইট!

১৪ ই জুলাই, ২০১৬ রাত ২:১১

জেন রসি বলেছেন: অন্ধ হলে সমস্যা মিটে যেত! তখন আর সব কিছু দেখেশুনেও জীবনের ক্ষত ঢাকার প্রয়োজন হতনা। আমাদের অন্ধত্বটা একটা আয়রনি!

গুড নাইট হামা ভাই। :)

১২| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেল্যুট তোমায়
যা কয়েছ সত্য সবি;
তুমি কবি,
তুমি আসলেই কবি।

জাগিয়ে দিয়েছ আমায়
ইশ্বরের কসম;
শক দিয়েছে তোমার প্রতিটি ছত্র
এই দ্যাখো,,,খাড়া প্রতিটি পশম।

নাড়িয়েছ নিস্তেজ এই কুম্ভকে
জাগিয়েছো আগ্রহ;
ওরা খেলুক ক্ষমতা ক্ষমতা,আর আমি
খেলতে চাই বিদ্রোহ বিদ্রোহ।

বৃদ্ধাঙ্গুলি দেখাবে জানি,তবু
মানবোনা মানবোনা মানবোনা;
আওয়াজ উঠাতে শিখেছি
সহজে আর ছাড়বোনা।

জানি জানি হাসছো তুমি,আগডুম পড়ে পড়ে
ভাবছো এই অগা আর কিইবা করবে;
ঠিকি ভেবেছ,করতে পারি অনশন,একটা অগামগা ছড়া কিংবা রাস্তায় দাঁড়িয়ে একটা চিৎকার
বলো এবার...............চলবে??

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৯

জেন রসি বলেছেন: ওদের ক্ষমতার ঠ্যালায়
বিদ্রোহ দিয়ে কবিতা ভাসাই
অক্ষমতার ভেলায়!

আমাদের ফুসফুস বিক্রি করে
মুনফা পাবে কারা?
উন্নয়নের কথা বইলা
আমাদের দিবে মারা!

তবু আজ ভয় না খাই
প্রতিবাদের মশাল হাতে
পাশেই প্রিয় ছড়াকার ভাই!
নামটি তাহার সবার প্রিয়
কি করি আজ ভেবে না পাই! :)

১৩| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৫

সুমন কর বলেছেন: তবে তোমরা একটু চিৎকার দিয়ে বল
দেশ বাঁচাও, সুন্দরবন বাঁচাও, ফুসফুস বাঁচাও!
-- চিৎকার করেই বলছি ওসব।

কিন্তু যাদের শুনতে হবে তারা কানে তুলো গুজে বসে আছে।

কবিতা দারুণ হয়েছে।

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৪

জেন রসি বলেছেন: ওদের কাছে আজ ক্ষমতা আর মুনাফাটাই সব! আমাদের ক্ষমতাও নাই, মুনাফাও নাই! এখন আবার প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে ফেলে আমাদের গিনিপিগ বানিয়ে ফেলা হচ্ছে!

ধন্যবাদ আপনাকে।

১৪| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১২

প্রামানিক বলেছেন: কবিতা দারুণ হয়েছে। যারা শুনলে কাজ হবে তারা যদি শোনে তাহলে বেশি কাজে লাগবে।

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৫

জেন রসি বলেছেন: তারা শুনবে না। তাদের শুনতে বাধ্য করতে হবে!

১৫| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন বিদ্রোহ ভাব ফুটে উঠেছে। আমি আছি আপনার সাথে।

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ হাফেজ আহমেদ ভাই।

১৬| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৮

বৃতি বলেছেন: চল, আমরা সুন্দরবন বাঁচাতে আজ বিদ্রোহ বিদ্রোহ খেলি!

এই বিদ্রোহ বিদ্রোহ খেলাটি কিভাবে খেলা যায়?????? সুন্দরবন চোখের সামনে ধীরে ধীরে মৃত্যুবরণ করছে, ব্যাপারটা মানা যাচ্ছে না।

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৭

জেন রসি বলেছেন: বৃতি আপু,

যখন প্যাসিভ রেজিসটেন্স ব্যর্থ হয় তখন তখন অ্যাকটিভ কিছু করতে হয়। তেভাগা আন্দোলন কিংবা ফুলবাড়িতে যেভাবে প্রতিরোধ করা হয়েছে তা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। যদি এত প্রমান কিংবা বিশ্লেষণের পরেও প্রসাশন আমাদের কথা না শুনে তবে প্রতিবাদ কিংবা বিদ্রোহের একটাই রাস্তা খোলা থাকে। সেটা হচ্ছে সেখানে তারা যেন কাজ শুরু করতে না পারে সে ব্যাপারে সেখানের সরাসরি ভুক্তভোগী মানুষদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা।

১৭| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর যদি অবিশ্বাসী হও, ফুসফুসে
অনুভব কর কয়লার জ্বলন্ত আগুন!
তবে তোমরা একটু চিৎকার দিয়ে বল
দেশ বাঁচাও, সুন্দরবন বাঁচাও, ফুসফুস বাঁচাও!

+++++++++++++++++++++++++++++++

হে অরন্যপ্রিয়ে, তবে তাই হোক
গর্জে উঠক কি-বোর্ড, ফেবু ইভেন্ট, অনলাইন এক্টিভিটিজ... স্ব-দেশী এবং আন্তর্জাতিক নাগরিক সচেতনতায়!

ওয়ার্ল্ড হেরিটেজ রক্ষায় একটা "ওয়ান মিলিয়ন সাইন- সাইন টু সেভ সুন্দরবন" এপ্লিকেশনের উদ্যোগ নেয়া যায় কিনা ভেবে দেখতে পারেন।
জাতিসংঘ সহ ইউনেস্কোকে সেই ১ মিলিয়ন সাইন আপ এপ্লিকেশন দিলে আশা করি পজিটিভ কিছূ হতে পারে।

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৬

জেন রসি বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই,

যখন প্যাসিভ রেজিসটেন্স ব্যর্থ হয় তখন তখন অ্যাকটিভ কিছু করতে হয়। তেভাগা আন্দোলন কিংবা ফুলবাড়িতে যেভাবে প্রতিরোধ করা হয়েছে তা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। যদি এত প্রমান কিংবা বিশ্লেষণের পরেও প্রসাশন আমাদের কথা না শুনে তবে প্রতিবাদ কিংবা বিদ্রোহের একটাই রাস্তা খোলা থাকে। সেটা হচ্ছে সেখানে তারা যেন কাজ শুরু করতে না পারে সে ব্যাপারে সেখানের সরাসরি ভুক্তভোগী মানুষদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা।

১৮| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হে মানব, তবুও কিছু পুরান কথা আবার বলি!
তোমার শরীরের উপর তোমার অধিকার আছে!
তোমার ফুসফুস নিয়ে কেউ ছিনিমিনি খেললে
তীব্র প্রতিবাদ করার অধিকার তোমার আছে।


অবশ্যই আছে। প্রতিবাদ করতেই হবে তবে প্রতিবাদ ফলপ্রসু হবে না এ আমার বিশ্বাস
যা হওয়ার তা হবেই :(

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৩

জেন রসি বলেছেন: শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে আপু। প্যাসিভ রেজিসটেন্সে কাজ না হলে অ্যাকটিভলি রেজিস্ট করতে হবে।

১৯| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২০

জনৈক অচম ভুত বলেছেন: তবে তোমাদের বলে রাখি একটা ওপেন সিক্রেট!
তোমাদের কথায় ওরা বৃদ্ধাঙ্গুলি দেখাবে!
ক্ষমতা আর মুনাফার ককটেল মিশিয়ে
তোমাদের প্রতিবাদ নিয়ে করবে উপহাস!
:|

সুন্দরবনের চিন্তা বাদ দিন। আসুন আমরা নিঃশ্বাস বন্ধ করে ঘুমাই। |-)

১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৯

জেন রসি বলেছেন: সুন্দরবনের চিন্তা বাদ দিলে কয়েক দিন পর না চাইলেও নিঃশ্বাস বন্ধ করে ঘুমাতে হবে! ;)

২০| ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

আব্দুল্লাহ আল্- মামুন বলেছেন: বিদ্রোহ বিদ্রোহ খেলা!! কে শুরু করবে? নিঃশ্বাস বন্ধ করে বসে আছি সবাই। :(

পোস্টের সাথের ছবিটা কভার ফটো করার অনুমতি চাচ্ছি এবং সেই সাথে ছবিটার একটা ভালো রেজ্যুলেশন ওয়ালা কপিও।

১৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৩

জেন রসি বলেছেন: আমরাই শুরু করব।

ছবি আমি নেট থেকে নিয়েছি। সার্চ দিলেই পেয়ে যাবেন।

ধন্যবাদ আপনাকে।

২১| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: কারো কারো কানের মধ্যে গিয়ে বলা যেত।

প্রতিবাদে শামিল হলাম।

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৩

জেন রসি বলেছেন: মাঝেমাঝে কেউ ইচ্ছে করে শুনতে না চাইলে কান বরাবর একটা থাপ্পর দিতে হয়। ;)

ধন্যবাদ রাজপুত্র ভাই।

২২| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,



প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
"ইফ দ্য কান্ট্রি ইজ দ্য আনসার, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন ?" এই শিরোনামে আমার লেখাটিতে হালকা কোনও নৈরাজ্যবাদ নেই । আছে হতাশা থেকে উত্তরন ঘটিয়ে বোধদয়ের কথা । তাইনা ?
শুভেচ্ছান্তে ।

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৪

জেন রসি বলেছেন: আমি আরেকটু গভীরে চলে গিয়েছিলাম আরকি! হতাশা থেকে উত্তরনের পথ হিসাবে রাষ্ট্র তথা সরকারের একক আধিপত্য কিংবা একক ক্ষমতা ভোগের ব্যাপারে বলতে গিয়েই নৈরাজ্যবাদের কথা বলেছি। আপনার ওই পোস্টে একটা মন্তব্য করেছি!

ধন্যবাদ আহমেদ জী এস ভাই। :)

২৩| ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২২

জুন বলেছেন: ওরা মুনাফার জন্য সুন্দরবন ধ্বংস করে ক্ষমতা ক্ষমতা খেলছে!
চল, আমরা সুন্দরবন বাঁচাতে আজ বিদ্রোহ বিদ্রোহ খেলি!

জেন রসি আমরা কি সব কিছু নিয়ে খেলাধুলাই করে যাবো? আমরা কি কখনো আমাদের দাবী নিয়ে গর্জে উঠবোনা!!
+

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৭

জেন রসি বলেছেন: জুন আপু, এই প্রশ্নের জবাবে বৃতি আপু আর বিদ্রোহ ভাইকে যা বলেছি তাই বলতে হয়!

যখন প্যাসিভ রেজিসটেন্স ব্যর্থ হয় তখন তখন অ্যাকটিভ কিছু করতে হয়। তেভাগা আন্দোলন কিংবা ফুলবাড়িতে যেভাবে প্রতিরোধ করা হয়েছে তা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। যদি এত প্রমান কিংবা বিশ্লেষণের পরেও প্রসাশন আমাদের কথা না শুনে তবে প্রতিবাদ কিংবা বিদ্রোহের একটাই রাস্তা খোলা থাকে। সেটা হচ্ছে সেখানে তারা যেন কাজ শুরু করতে না পারে সে ব্যাপারে সেখানের সরাসরি ভুক্তভোগী মানুষদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা।

২৪| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৭

নীলপরি বলেছেন: খুব ভালো বক্তব্য । কবিতা ভালো লেগেছে । ++

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৮

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা। :)

২৫| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৬

গেম চেঞ্জার বলেছেন: আজ কোন ক্ষুদিরাম নেই? ! :( :|

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৪৮

জেন রসি বলেছেন: আজ আমাদের দেশে এমন এক জনগোষ্ঠী আছে যারা ভারতীয় দালাল নিয়ে খুব চিন্তিত! কিন্তু জাকির নায়েক কে স্বদেশী পণ্য মনে করে তারা জান প্রান দেহ সব দিয়ে ফালাইতেছে। এরা আজ কোন কিছু নিয়েই চিন্তিত না! শুধু কোন কিছুর গায়ে ইসলাম ছাপ মারা থাকলেই তা ভারতীয় হোক কিংবা পাকিস্থানি হোক তাতে তাদের সমস্যা নেই!

আফসোস সুন্দরবনের কোন ধর্ম নেই! ;)

২৬| ১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

মহা সমন্বয় বলেছেন: চল, আমরা সুন্দরবন বাঁচাতে আজ বিদ্রোহ বিদ্রোহ খেলি! :)

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৩

জেন রসি বলেছেন: সুন্দরবন বাঁচাতে হলে এছাড়া বিকল্প আর কোন পথ নেই।

২৭| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৪

খায়রুল আহসান বলেছেন: ওরা মুনাফার জন্য সুন্দরবন ধ্বংস করে ক্ষমতা ক্ষমতা খেলছে!
চল, আমরা সুন্দরবন বাঁচাতে আজ বিদ্রোহ বিদ্রোহ খেলি!
- ধন্যবাদ, এ আহ্বানের জন্য।
জাতি বিভক্ত হলে এসব কাজ করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তবে অবশ্যই শেষ চেষ্টা করে যেতে হবে। আপনার আহ্বানে প্রথম মন্তব্যকারীর সুস্পষ্ট উচ্চারণ ভালো লেগেছে। সবারই এভাবেই বোধহয় সাড়া দেয়া উচিত এবং সাফল্য অর্জিত না হওয়া পর্যন্ত তাতে লেগে থাকা উচিত।

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:১৫

জেন রসি বলেছেন: সুন্দরবন ধ্বংস হলে আমরা সবাই কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্থ হব। এখন যেখানে গ্লোবাল ওয়ার্মিং, প্রকৃতিকে ধ্বংস করে বিপদ ডেকে আনা এসব বিষয়ে পুরো বিশ্বজুড়ে সচেতনটা সৃষ্টি করা হচ্ছে ঠিক তখন আমরা সবকিছুকে অগ্রাহ্য করে খাল কেটে কুমির নিয়ে আসছি। তাই প্রতিবাদ এবং প্রতিরোধ ছাড়া আর কোন উপায় নেই এখন।

ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

২৮| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:




মানুষ গদ্যে পদ্যে নির্বাক বৃক্ষ ও পশু পাখীদের পক্ষ নিচ্ছে; এটি প্রকৃতির ও মানজুষের ভালোবাসা, আস্হা। যারা প্রকৃতিকে ভালোবাসে তারাই প্রকৃতিতে থাকার অধিকার রাখে, বাকীদের বিদায়।

১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

জেন রসি বলেছেন: প্রকৃতিকে আঘাত করলে পাল্টা আঘাত পেতে হবে। এই সত্যটা আমরা ভুলে যাই।

২৯| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৯

অদৃশ্য বলেছেন:



আপনার লিখাটি দু'দিন আগে পড়েছি... আপনি যে প্রকাশ করতে পেরেছেন সেটাই আপনার সান্তনা...

শুভকামনা...

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৮

জেন রসি বলেছেন: সান্তনা না বলে ইচ্ছে বলা ভালো........সান্ত্বনার মধ্যে নিজেকেই নিজের প্রতারিত করার মত একটা ব্যাপার থাকে!

ধন্যবাদ অদৃশ্য ভাই। শুভকামনা।

৩০| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৪

মিঃ অলিম্পিক বলেছেন: সুন্দর পোস্ট। বিদ্রোহ!! পুলিশের বুটের লাথি থেরাপি আর গরম পানিই যথেষ্ট।
বিদ্রোহ শেষ...

২৮ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৯

জেন রসি বলেছেন: উল্টাও হইতে পারে! আগুনে ঘি দেওয়ার মত ব্যাপার!

বুটের লাথিতে আগুন যেমন নিভে যা্‌য়, তেমনি মাঝেমাঝে ছড়িয়েও যায়!

৩১| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দরবনের জন্য
সুন্দর সিধান্ত হোক।
ভালো থাকুন।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ২:৪২

জেন রসি বলেছেন: প্রতিরোধ ছাড়া অন্য কোন উপায় নেই আর।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.