![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!
ইচ্ছাগুলো সব
আপন নদীর মত দুর্বোধ্য
ঈষৎ ঝড়েই উল্টে ফেলে
দাবার বোর্ড!
চায়ের কাপে ভেসে থাকা মৃত পিঁপড়ায়
জ্বলতে থাকা সিগারেটের দমবন্ধ আয়োজনে
গনমানুষের সুতীব্র বাজারি চিৎকারে
ইচ্ছাগুলো সারাদিন শুদ্ধ আক্ষেপে সংযম করে!
তারপর!
তারপর পড়ে থাকে নিথর হৃদয়ের উল্লাস!
আয়নাঘরে দেখা প্রতিবিম্বে দু’এক ফোঁটা অশ্রু
তিমির দ্যুলোকে নক্ষত্রের একাকীত্ব আর
জীবিত, মৃত, মৃতপ্রায় মানুষের ইতিহাস!
আমি তখন
গৌতম বুদ্ধের সাথে আড্ডায় নিমগ্ন থাকি!
মাঝেমাঝে তিনি খুব নির্লিপ্ত থাকতে পারেন
ঠিক আমার মত!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯
জেন রসি বলেছেন: এদেশের সব মানুষই চা একটু বেশীই পান করে!
না, তার ভাষা হচ্ছে নীরবতা! সে ভাষার কবিতা আমি বুঝিনা!
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫
অপ্সরা বলেছেন: ইচ্ছাগুলো সব
আপন নদীর মত দুর্বোধ্য
ঈষৎ ঝড়েই উল্টে ফেলে
দাবার বোর্ড!
ইচ্ছাগুলোকে দাবার বোর্ডে চাপিয়ে নদীতে ভাসিয়ে দিলে ভাইয়া!!!!!!!!!
আমি তো ইচ্ছাগুলোকে উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায় এখন গেমু এসে কি ইচ্ছাগুলো পুড়াবে নাকি ছুড়াবে দেখা যাক!!!!!!!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩
জেন রসি বলেছেন: এই কারনেই শেষের চার লাইনে সব স্পষ্ট করে দিয়েছি।
নাহয় জনতা এসে আমাকেই নৈরাশ্যবাদী বানিয়ে ফেলবে!
এখানে আমার ইচ্ছা অনিচ্ছার কথা বলা হয়নাই!
আমি বুদ্ধের সাথে বসে বসে খেলা দেখি!
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮
গেম চেঞ্জার বলেছেন: ইচ্ছেগুলো আমি কিন্তু বাইনারি ডিজিটে মাইক্রোকন্ট্রোলারে পাচার করে দিচ্ছি!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১
জেন রসি বলেছেন: পাচার করা লাভজনক!
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯
অপ্সরা বলেছেন: ৩. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮ ০
গেম চেঞ্জার বলেছেন: ইচ্ছেগুলো আমি কিন্তু বাইনারি ডিজিটে মাইক্রোকন্ট্রোলারে পাচার করে দিচ্ছি!
আসছেন ডিজিটাল কালোবাজারী!!!!!!!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩
জেন রসি বলেছেন: সাদাবাজারে অচলঅবস্থা!
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩
অপ্সরা বলেছেন: ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯ ০
লেখক বলেছেন: এদেশের সব মানুষই চা একটু বেশীই পান করে!
না, তার ভাষা হচ্ছে নীরবতা! সে ভাষার কবিতা আমি বুঝিনা!
:
তাইলে যে বললা-----------
আমি তখন
গৌতম বুদ্ধের সাথে আড্ডায় নিমগ্ন থাকি!
মাঝেমাঝে তিনি খুব নির্লিপ্ত থাকতে পারেন
ঠিক আমার মত!
ওহ বুঝেছি!!!!!! একদম বুঝেছি !!!!!!!!!
দুজনে মুখোমুখি গভীর দুখে দুঃখী জগতে কেহ যেন নাহি আর
আমি এত বুদ্ধিমতি!!!!!!!!!!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫
জেন রসি বলেছেন: দুজনে মুখোমুখি গভীর আনন্দে আনন্দিত!
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩
গেম চেঞ্জার বলেছেন: অপ্সরা বলেছেন:
আসছেন ডিজিটাল কালোবাজারী!!!!!!!! (
আমি আসলে লালপাচারকারী! কালো হলে লাল রাগের ইমো আসতোই না!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬
জেন রসি বলেছেন: লাল বিপ্লব এখন লাভজনক না!
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬
অপ্সরা বলেছেন: ৬. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩ ০
গেম চেঞ্জার বলেছেন: অপ্সরা বলেছেন:
আসছেন ডিজিটাল কালোবাজারী!!!!!!!! (
আমি আসলে লালপাচারকারী! কালো হলে লাল রাগের ইমো আসতোই না!
যা যা আসছেন কালো চশমা ভুত আবার লাল হতে!!!!!!!!!!!!!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৯
জেন রসি বলেছেন: কালো চশমা!!!
মাথায় কি কালো রুমাল???
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯
গেম চেঞ্জার বলেছেন: অপ্সরা বলেছেন:
যা যা আসছেন কালো চশমা ভুত আবার লাল হতে!!!!!!!!!!!!!!
কালো চশমা, সাদা মুখ!! ভুত নহে ভুত নহে!!!
ভুতেদের সাদা মুখ না, সাদা হাড় থাকে, আর থাকে কালো মন!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০
জেন রসি বলেছেন: ভুতেদের একটা অতীত থাকে!!!
সেটা হতে পারে সাদা কালো অথবা রঙিন!!!
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২
অপ্সরা বলেছেন: বুদ্ধকে গান শুনাও ভাইয়া!!!!!!
মানে ব্যাক গ্রাউন্ডে ছেড়ে রাখো........
সে কথা শুনিবেনা কেহ আর
নিভৃত নিরজন চারিধার---
দুজনে মুখোমুখি, গভীর দুখে দুখী
আকাশে জল ঝরে অনিবার!
জগতে কেহ যেন নাহি আর!!
সমাজ সংসার মিছে সব
মিছে এ জীবনের কলরব
কেবলি আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব
আঁধারে মিশে গেছে আর সব
তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার
শ্রাবন বরিষনে একদা গৃহকোনে
দু কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কি বা কার!!!!
যে কথা এ জীবনে রহিয়া গেলো মনে
সে কথা আজি যেন বলা যায়.........
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৩
জেন রসি বলেছেন: দু কথা বলতে যাওয়াই বড় বোকামি! এ জগতে কেউ কারো কথা শুনে না! কাউকে তেমন মনে করাটা আরো বড় বোকামি!
তার চেয়ে নিজের সাথেই নিজের উৎসব চলুক।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
অপ্সরা বলেছেন: উফ এই কারনেই রবিঠাকুরের মনেও দু কথা রহিয়া গেলো তোমার মনেও রহিলো ভাইয়ু!!!!!!!!!!
থাক কি আর করা কাব্যই রচনা করো!!!!!!!!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০
জেন রসি বলেছেন: কথা কোন ব্যাপার না!! ফু দিলেই হাওয়া হয়ে যায়!!!
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
নাগরিক কবি বলেছেন: সবাই এত ইচ্ছের পিছনে ছুটছেন কেন? চারিদিকে শুধু ইচ্ছে আর ইচ্ছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
জেন রসি বলেছেন: এই যে আপনি প্রশ্ন করলেন! এটাও কিন্তু জানতে চাওয়ার ইচ্ছের কারনেই করলেন।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
গেম চেঞ্জার বলেছেন: আমি তখন
গৌতম বুদ্ধের সাথে আড্ডায় নিমগ্ন থাকি!
মাঝেমাঝে তিনি খুব নির্লিপ্ত থাকতে পারেন
ঠিক আমার মত!
হাহ হাঃ হাঃ আমি পারি না।
দেখলেন না! আমি নিমগ্ন থাকতে পারলাম কই!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১
জেন রসি বলেছেন: হা হা হা হা হা হা হা হা....................
আফসোসের কিছু নেই! সেটাকে একটা এক্সপেরিমেন্ট হিসাবেই ধরে নিন!
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
সুমন কর বলেছেন: আমি তখন
গৌতম বুদ্ধের সাথে আড্ডায় নিমগ্ন থাকি!
মাঝেমাঝে তিনি খুব নির্লিপ্ত থাকতে পারেন
ঠিক আমার মত! --- পুরোটাই চমৎকার লাগল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা.......
১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
কাল, স্হান ও সমাজ'এর ত্রি-মাত্রিক ডোমেইনে জীবোপলদ্ধির কাব্যিক-রূপ
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬
জেন রসি বলেছেন: ত্রি-মাত্রিক মন্তব্যে মুগ্ধ হলাম।
১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
একটু যেন তাড়াহুড়ো করেছেন ।
ইচ্ছাগুলো যদি সারাদিন শুদ্ধ আক্ষেপে সংযম করে তবে এমন কবিতা লেখার বাসনা কেন ? নির্লিপ্তই থাকা যেত ! স্বয়ং বুদ্ধের মতোই চুপ !
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫০
জেন রসি বলেছেন: জী এস ভাই,
আমার গল্প, কবিতা সব কিছুই আসলে ড্রাফ্ট। যা যেভাবে লিখতে চাই তা সেভাবে লিখতে পারিনা। আমার দৌড় রাফখাতায় কাটাকাটি করা পর্যন্তই। আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তার কারন আমি জানি। ভাষার ব্যাপারে আমি খুব একটা দক্ষ না। বানান ভুল হয় প্রচুর। সঠিক শব্দচয়ন করতে হলে অনেক শব্দ জানতে হয়। সেটাও আমি জানিনা। এ ব্যাপারে কিছু পরামর্শ দিলে আনন্দিত হব।
বুদ্ধ কিন্তু মানুষের ইচ্ছে নিয়ে খুব সরব ছিলেন!
১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩
গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: লাল বিপ্লব এখন লাভজনক না!
হাঃ হাঃ লাল শুধু লাল নয়! এই লালে মিশে আছে কিছু সাদা কিছু কালো, কিছু নীল, কিছু হলুদ,, কিছু ফিকে!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩
জেন রসি বলেছেন: হহাহাহাহাহাহাহাহা
ঠিক বলেছেন!
১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৫
জাহিদ অনিক বলেছেন: গৌতম বুদ্ধের সাথে আড্ডা দিয়ে কি কি শিখলেন তার একটা ফান্ডা দিতে পারেন (!)
আচ্ছা বুদ্ধের সাথে আড্ডা দিয়ে গৃহত্যাগের কথা ভাবছেন না তো !
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩২
জেন রসি বলেছেন: না না! বরং বুদ্ধ আড্ডা দেওয়ার জন্য আমার গৃহে চলে আসে!
তাছাড়া আমি এখনো অবিবাহিত। গৃহ ত্যাগের জন্য এটা উত্তম সময় নয়!
বিয়ে করলে নাহয় গৃহ ত্যাগের একটা দেওয়া যাবে!
১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, বাস্তবতার ছোঁয়া ইচ্ছাগুলোতে+++++
চুপ থাকাই বর্তমানে বিশেষ গুণের মধ্যে একটি!!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫১
নীল দেয়াল বলেছেন: নির্লিপ্ততা দাগ ফেলবে না জীবন হিসেব খাতায় !
তবুও জীবন হবে কলঙ্কিত !!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৮
জেন রসি বলেছেন: হুমমমমমমমমম..........
ধন্যবাদ আপনাকে।
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কী গো ভাই এমনটা কেন মনে হল!
হারানো ব্যথায় শোকে বিহ্বল হতে হবে পরে যদি এমনটি হয়, পাঠক সন্যসী ভাল বাসে না বাসে কবির কবিতা, কবিকেও নয়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
জেন রসি বলেছেন: কবিকে ভালোবাসলে বিপদ! তখন না লেখা যাবে কবিতা না হওয়া যাবে সন্ন্যাসী!
ধন্যবাদ ভাই।
২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০১
অরুনি মায়া অনু বলেছেন: ইচ্ছেদের যখন বারবার মৃত্যু ঘটে তখন হৃদয়ের গহীন থেকে এমন কবিতাই বেরিয়ে আসে। আসলেই বারবার এই অপমৃত্যুতে মানুষ নির্লিপ্ত হয়ে যায়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
জেন রসি বলেছেন: এক অর্থে মানুষের জীবন আসলে তার ইচ্ছেগুলো বাস্তবায়নের জন্য এক আমৃত্যু লড়াই!
ধন্যবাদ আপু।
২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৬
শাহরিয়ার কবীর বলেছেন:
ইচ্ছাগুলো সব
আপন নদীর মত দুর্বোধ্য
ঈষৎ ঝড়েই উল্টে ফেলে
দাবার বোর্ড!
ভালো লেগেছে +
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০০
জুন বলেছেন: আমি এই জীবনে গৌতম বুদ্ধের বিভিন্ন ভংগীমার কয়েক হাজার মূর্তি দেখেছি তার কোনটাতেই দেখিনি কথা বলছে কারো সাথে জেন রসি । সবসময় ধীর শান্ত ধ্যানমগ্ন অথবা মুখে স্মিত হাসি । আড্ডা মারছে এমন দেখি নি । আপনার কাব্যে তাকে এক নতুন রূপে দেখতে পেলাম
+
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
জেন রসি বলেছেন: সেসব মূর্তি বেরসিক মানুষরা বানিয়েছে। তাই বুদ্ধ তাদের সাথে আড্ডা দেননি!
বুদ্ধকে নিয়ে সুকান্তের একটা কবিতা আছে,
" মুখে-মৃদু-হাসি অহিংস বুদ্ধের
ভূমিকা চাই না। ডাক ওঠে যুদ্ধের।
গুলি বেঁধে বুকে উদ্ধত তবু মাথা-
হাতে হাতে ফেরে দেনা-পাওনার খাতা,
শোনো হুঙ্কার কোটি অবরুদ্ধের।"
এসব নিয়েই আড্ডা হলো আরকি! আমি দেখলাম তিনিও আমার মত নির্লিপ্ত!
ধন্যবাদ জুন আপু।
২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৩
খায়রুল আহসান বলেছেন: কবিতার শুরু আর শেষের স্তবকদুটো অতি চমৎকার হয়েছে! কবিতার শিরোনামটাও সুন্দর এবং অর্থবহ হয়েছে + +
তাছাড়া আমি এখনো অবিবাহিত। গৃহ ত্যাগের জন্য এটা উত্তম সময় নয়! (১৭ নং প্রতিমন্তব্য)- - দারুণ বলেছেন এ কথাটা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩
জেন রসি বলেছেন: বুদ্ধ তার জীবনে প্রায় সবকিছুর স্বাদই পেয়েছিলেন। এজন্যই তিনি মোহ ত্যাগ করতে পেরেছিলেন।
ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১০
বিলিয়ার রহমান বলেছেন: প্রথম তিন স্টানজা ঠিকই ছিল!
শেষের স্টানজায় তালগোল পাকিয়ে ফেললাম!
একটা সাদা সিধে ব্যাখ্যা প্রত্যাশা করছি!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩
জেন রসি বলেছেন: হাহাহাহাহাহাহা...........
একদিন বুদ্ধকে আপনার সাথে আড্ডা দিতে বলব।
ধন্যবাদ ভাই।
২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯
শায়মা বলেছেন: ৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০০ ২
জুন বলেছেন: আমি এই জীবনে গৌতম বুদ্ধের বিভিন্ন ভংগীমার কয়েক হাজার মূর্তি দেখেছি তার কোনটাতেই দেখিনি কথা বলছে কারো সাথে জেন রসি । সবসময় ধীর শান্ত ধ্যানমগ্ন অথবা মুখে স্মিত হাসি । আড্ডা মারছে এমন দেখি নি । আপনার কাব্যে তাকে এক নতুন রূপে দেখতে পেলাম
আপু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সত্য কথনের জন্য অনেক অনেক লাভ ইউ!!!!!!!!!!!!!!!!!!!!!!!
একদম হাঁটে হাড়ি ভাঙ্গা একেই বলে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
জিনিভাইয়ার সকল জারিজুরি ফাস!!!!!!!!!!!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮
জেন রসি বলেছেন: এ জন্যই বুদ্ধ নারীদের থেকে দূরে থাকতেন!
কারন বুদ্ধ জানতেন তাদের সাথে দেখা করলেই ফিরে গিয়ে তারা বলবে বুদ্ধের জারিজুরি ফাস!!!!
২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩
আরণ্যক রাখাল বলেছেন: গৌতম বুদ্ধের মত নির্লিপ্ত হওয়া তো বিশাল ব্যাপার। থুড়ি গৌতম আপনার মত নির্লিপ্ত থাকে।
এই লাইনটায় টাস্কি খাইছি।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬
জেন রসি বলেছেন: আড্ডা দিতে গিয়ে সেটাই মনে হলো!
ধন্যবাদ রাখাল ভাই।
২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০
নীলপরি বলেছেন: ইচ্ছাগুলো সব
আপন নদীর মত দুর্বোধ্য
ঈষৎ ঝড়েই উল্টে ফেলে
দাবার বোর্ড! --
অপূর্ব লাগলো লাইন গুলো ।
কবিতায় +++++++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু।
২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতায় শুধু মুগ্ধতা ও মুগ্ধতা
ইচ্ছাগুলো সারাদিন শুদ্ধ আক্ষেপে সংযম করে!
তবে একেতো আবার ইচ্ছে করলে পাচার করে দেয়া যায় ছন্দ ও নৃত্যের তালে ।
আমি তখন
গৌতম বুদ্ধের সাথে আড্ডায় নিমগ্ন থাকি!
মাঝেমাঝে তিনি খুব নির্লিপ্ত থাকতে পারেন
ঠিক আমার মত!
গৌতম বুদ্ধের বাণী গুলির কিছু কথা মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, কিছু বাণী মানুষকে পরিপূর্ণ শুদ্ধ করে দিতে পারে, কিছু বাক্য অকাট্য সত্য হিসেবে চিরকাল ধাবিত হতে পরে জীবনের সকল স্তরে । এমন তার হাজারো কথা, বাণী বা বাক্য রয়েছে শুধু মানুষকে মানুষ হিসেবে শুদ্ধ সুন্দর হিসেবে পৃথিবীর বুকে মাথা উচু করে জীবনের প্রতিটা পথ চলতে সাহায্য করে ।
তার বাণী গুলি শুধু নির্বান নয় আনন্দ ময়ীর আগমনও থাকে তাহাতে । সত্য, সুন্দর পথে চলার জন্য তাঁর বাণীগুলি যেন মনে হচ্ছে ঝড়ে পড়েছে এ কবিতার ছত্রে ছত্রে ।
অসাধারণ ভাবমুলক কবিতাটি পাঠে ভাল লাগল
শুভেচ্ছা রইল ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬
জেন রসি বলেছেন: বুদ্ধ তাঁর নিজের মত করেই অনুসন্ধান করেছেন। সেসব কিছুই তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। তবে তিনি বলেছেন নিজের প্রদীপ নিজেকেই জ্বালাতে হয়। এবং এটাও বলেছেন তাকে অনুসরন করতে হবে এমন কোন কথা নেই। এই ব্যাপারটাই আমার সবচেয়ে বেশী ভালো লেগেছে। আসলে আমাদের সবারই একটা নিজস্ব অনুসন্ধানের ব্যাপার আছে।
ধন্যবাদ এম এ আলী ভাই।
৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫০
কালীদাস বলেছেন: অবাক কর মত ঘটনা মনে হতে পারে। কিন্তু কবিতাটা আমি বুঝতে পেরেছি এবং ভাল লেগেছে কমেন্টগুলো চেক করে দেখলাম, ভুল বুঝিনি। ইয়েই
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
জেন রসি বলেছেন: হাহাহাহাহাহা..........
ধন্যবাদ ভাই।
৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৪
টুনটুনি০৪ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। পড়ে ভালো লেগেছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১
আলভী রহমান শোভন বলেছেন: ভালো লেগেছে, ভাইয়ু।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৪| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:৩১
ভ্রমরের ডানা বলেছেন: জেন ভাই, এত গভীরে কি?
১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:৩১
জেন রসি বলেছেন: দেখার ইচ্ছা, বুঝার চেষ্টা
ধন্যবাদ ডানা ভাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২
অপ্সরা বলেছেন: তোমরা সব কি ইদানিং চা বেশি খাচ্ছো?
আচ্ছা গৌতম বুদ্ধ কি তোমার সাথে কবিতা নিয়ে আড্ডা দিচ্ছে?
মানে কবি আলোচনা.....