![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!
১
অভিমানের ভীষণ ঘোরে-
বৃষ্টি নামে একপলকে, বাঁশির সুরে
সুখগুলো খুব দৃষ্টিউদাস-মাতাল মনে
ধ্যানমগ্ন বৃষ্টি ভোরে
সেই মায়াবী সময় স্রোতে
সেই আকাশের রঙিন ঘুড়ির-স্বপ্ন উড়ায়
কে দিল টান? কে দিল গান!
মোহের মত ঘর সংসার, পাহাড় চুড়ায়!
স্বর্ণালী সেই আলোকছটায়
বৃষ্টি ছিল পাতায় পাতায়......
অশ্রুজলে ভাসলে তুমি,একটু খানি ভেলার মত
কে দিল সব ভাসিয়ে তোমার,অনেকখানি দুঃখের ক্ষত!
কে দিল সব দুঃখ রটায়
একজীবনের বিষাদ খাতায়!
থাক পড়ে থাক দুঃখ যত।
শঙ্খ বাজে মেঘের মত-
এক ফালি চাঁদ, দূর নীলিমায়
হৃদমাঝারে সুখের ব্রত-
একটুখানি কাছাকাছি, দূর অজানায়।
স্বর্ণালী রোদ বিষাদ ভোরে
তোমার গোপন স্বপ্নস্বাদে
সেও ছিল তোমার ঘোরে
ভালোবাসার মরণ ফাঁদে।
এক বর্ষার বন্য সাঁঝে
চোখ নামিয়ে, চেয়েছিলে তাহার পানে!
ডুবেছিলে, ভেসেইছিলে, তাহার মাঝে
নিমগ্ন খুব, দুই হৃদয়ের স্বপ্ন বানে-
তারপর-ঝড়ের মত প্রলয় এলো
পুড়িয়ে দিল, উড়িয়ে দিল বিষণ্ণ এক বিষাদ সুরে
চোখ মুছে তাই দৃষ্টি মেলো
খুব গোপনে, দুঃখগুলো সুখের মত ভেঙ্গেচুরে!
বসন্তদিন ফুরিয়ে গেল
একটুখানি বন জোছনায়, পাখির গানে
তোমার গোপন দুঃখ মাঝে
এক বিষাদের বন্য সাঁঝে
কি দেখে আজ চেয়েছিলে,দুঃখ পানে!
২
জানো কি তুমি?
তোমার হৃদয়ের খুব কাছে
যেখানে স্পর্শ করলে পুড়ে যায় সুখ
ঠিক সেখানটাতেই ব্যর্থ প্রেমিকের
মত নতজানু হয়ে আছে ভালোবাসার অসুখ।
তুমি বসে আছো-
মোহের আগুনচোখে, বিষাদ মূর্ছনায়
একটু ছুঁয়ে দিবে বলে, ভীষণ প্রলয় নাচে
মেঘ সব জল হয়ে বৃষ্টির মত ঝরে যায়
অন্য কোথাও, অন্য কোন হৃদয়ের তরে।
জানো কি তুমি?
সেও বসে আছে একা-অনিঃশেষ
যাকে দিয়েছিলে ভালোবাসার মুহূর্ত বিশেষ!
বৃষ্টির দিন। ঝড়ের দিন। রোমান্সের দিন। তবুও এইসব দিনে কোথাও রক্ত ঝরে। কোথাও ফসলের মাঠে বেঁচে থাকার স্বপ্ন ডুবে যায়। হাহাকারের জন্ম হয়। অনেক কিছু পাওয়ার পরে একটুখানি না পাওয়ার হাহাকার না। বেঁচে থাকার লড়াইয়ে আঘাতের পর আঘাত সহ্য করতে না পারার হাহাকার। যাইহোক আমি আরামপ্রিয় মানুষ। কয়েকদিন ঘরে বসে এসব নিয়ে বেশ কুমিরের মায়ের পুত্রশোক দেখিয়েছি। ভাবলাম কিছুক্ষনের জন্য রোম্যান্টিক ইউটোপিয়ান জগতে ভ্রমন করে আসি। সামুতে অনেকদিন কোন পোস্ট দেওয়া হয়না। কবিতা লিখতে বসেছিলাম। একটা শব্দও লিখতে পারিনি। তাই নিজের আগের লেখা রোম্যান্টিক কবিতা পোস্টে গেলাম। সেখানে দেখলাম ব্লগার শায়মা আপুর কবিতার পাল্টা জবাব দিয়ে বেশ কিছু কবিতা লেখা আছে। কবিতাগুলো পড়ে দেখলাম আলাদা হলেও একটা হারমনি আছে কবিতাগুলোর থিমে। অর্থাৎ একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। তাই সেসব নিয়েই এই কবিতা। কবিতা পোস্ট দেওয়া হয়ে গেল। আর এই সব কবিতার জন্ম শায়মা আপুর কবিতার জবাব দিতে গিয়েই হয়েছে। তাই আপুর প্রতি কৃতজ্ঞতা।
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩
জেন রসি বলেছেন: ধন্যবাদ কবি।
২| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৪
জেন রসি বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: এমনও অনেক কবিতা লুকিয়ে আছে মন্তব্যের আঁড়ালে আবড়ালে । ভাল কাজ করেছেন, এসব কাব্যিক মন্তব্যগুলো বেশ কারুকার্যময় হয় ।
আলাদা আলাদা হলেও একই রেখা, ভিন্ন স্বাদ । ভাল লেগেছে ।
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৮
জেন রসি বলেছেন: বিশেষ করে ব্লগার শায়মা আপুর সাথে কবিতা খেলটা ভালো জমে। কারন ঠিক কবিয়ালদের লড়াইের মতই তিনি প্রতিপক্ষকে কোন ছাড় দেননা।
ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আশা করি ভালো আছেন।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৫
বিলিয়ার রহমান বলেছেন: আমি কেবল ধন্যবাদ নেই না!!!
তাই ফিরতি একটা ধন্যবাদ দিয়ে গেলাম!
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪০
জেন রসি বলেছেন: কবি মানুষ কি অফার করি? চা, কফি, পান সুপারি নাকি লাল পানি?
৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪০
ফারিয়া রিসতা বলেছেন: বহুদিন পরে ব্লগে ফিরে এমন একটা লেখা ! ভালো লাগলো খুব !!
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৫
জেন রসি বলেছেন: ধন্যবাদ ছবি আপু।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৩
বিলিয়ার রহমান বলেছেন: চা কে তো লাল পানিই বলা হয় নাকি???
তাই চাইলে দুচার কাপ( পড়ুন গ্লাস) লাল পানিই দিয়ে দিতে পারেন!
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৯
জেন রসি বলেছেন: মেটাফোর হিসাবে নিলে ঘটনা তাই দাঁড়ায়। ঠিক আছে আপনাকে কয়েক গ্লাস মেটাফোরিক চা অফার করা হইল!
৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৪৭
মোস্তফা সোহেল বলেছেন: লিখবেন সময় করে সামুতে। আপনাদের মত লেখকদের লেখা সামুতে খুব দরকার।
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৯
জেন রসি বলেছেন: আমি আপনি আমরা সবাই সামুতে নিজের মত করেই লেখি। ভালো খারাপ আপেক্ষিক বিষয়। আপনিও লিখে চলুন। শুভকামনা।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জিনি ভাইয়ার পক্ষ হতে বিলি ভাইয়ার জন্য নেন কবিতার সাথে চা খান
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১
জেন রসি বলেছেন: আমার পক্ষ থেকে বিলি ভাইকে দেওয়ার জন্য ধন্যবাদ। তবে বিলি ভাইকে পুরোটা দেওয়া হবেনা। অর্ধেক আমার জন্য।
১০| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৪
বিলিয়ার রহমান বলেছেন: চায়ের জন্য ফাতেমা আপিকে এক ট্রাক থ্যাংকু !
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৪
জেন রসি বলেছেন: আমার তরফ থেকেও।
১১| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৫
শায়মা বলেছেন: ঢং ঢং ঢং
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৫
জেন রসি বলেছেন: কিতা? এলএসডি খাইছেন কি কোন?
১২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০
এস এম কামরুল হাসান বলেছেন: ভালো লিখেছেন।
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আহ! কবিতা। কবিতায় আলোচনা করার মত শক্তি নাই।
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩০
জেন রসি বলেছেন: হা হা হা....... পাহাড়ে সমস্যা। হাওরে সমস্যা। হেফাজতে সমস্যা। কত কিছু নিয়েই লেখা যায়। কে কেন কি কারনে কি করছে এখন মানুষ জানে। মানুষ নিজেদের মত বিশ্বাস বা যুক্তির ঢাল বানিয়ে একে অপরকে আক্রমন করে যাচ্ছে। তাই ভাবলাম একটু বিমূর্ত জগত থেকে ঘুরে আসা যাক! কবিতা হচ্ছে অবচেতন মনে ঘুরে বেরানোর মত ব্যাপার। মাঝেমাঝে ঘুরতে খারাপ লাগেনা।
ধন্যবাদ কাভা ভাই।
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৪
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: কোবতে-টোবতে তেমন বুঝিনে বাপু! তাইলেও কেমন জানি ভাল্লাগছে মনে হচ্ছে !!
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩
জেন রসি বলেছেন: কোবতে-টোবতে আমিও নিজেও তেমন একটা বুঝিনা। এই ব্যাপারে আমাদের মধ্যে মিল আছে দেখেই মনে হয় আপনার ভালো লেগেছে।
ধন্যবাদ সাপুড়ে ভাই।
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৩
গেম চেঞ্জার বলেছেন:
পংক্তিগুলো যেন প্রাণের মাজে আপন মনে বেজে ওঠে এমন তর লেখা!!
(+) একা থাকা ভাল লক্ষণ না।
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৮
জেন রসি বলেছেন: এসব ২০১৫ সালের লেখা। শায়মা আপুর সাথে কবিতা কবিতা খেলা থেকেই এসব কবিতার জন্ম।
একা থেকে দুয়ের সাথে আলাপ করা উত্তম! দুইয়ে বা কোলাহলে ডুবে যাওয়া বিপদজনক!
১৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৯
শায়মা বলেছেন: আবার এল এস ডি!!!!!!!!!
সে কোনো এক জনমে কোনো এক পাগল এইখানে খেয়েছিলো শুনেছিলাম।
এরপর এল এস ডি পাগলের পাগলামী দেখে দেখেও শখ মিটিলো না!
আবারও এল এস ডি পাগল স্মরণ করো!!!!!!!!!!!
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫
জেন রসি বলেছেন: না খায়নি। তবে আপনি যার কথা বলছেন তার সাথে এই ব্লগে একসাথে এলএসডি খাওয়ার কথা ছিল! তারপরের কাহিনী ইতিহাস!
১৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৩
রায়হানুল এফ রাজ বলেছেন: ভালো লেগেছে। +++
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
১৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬
শায়মা বলেছেন: এল এস ডি খেলে যে মৃত্যু হয় সেই ইতিহাসই তাহার প্রমান!!!!!!!
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০১
জেন রসি বলেছেন: নাহ! পিউরিটানদের ইতিহাস বোরিং! আমার আবার বিবেকানন্দের চেয়ে সুনীলকেই বেশী পছন্দ! সুনীল এলএসডি খেলেও প্রথম জন ছিলেন ......
১৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৭
শায়মা বলেছেন: কারেকশন- অতি দ্রুত মৃত্যু হয়। মস্তিস্কের কলকব্জা নড়বড় হয়ে!!!!!!!!
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২
জেন রসি বলেছেন: এটা নির্ভর করে নিয়ন্ত্রন কার হাতে তার উপর!
২০| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৭
মায়াবী মৌনতা বলেছেন: একরাশ ভালোলাগা ছুঁয়ে গেলো।অজস্র ধন্যবাদ কবিকে
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০
জেন রসি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২১| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
প্রথম কবিতাটি ভালো লেগেছ
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬
জেন রসি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।
২২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৫
শায়মা বলেছেন: ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০১ ০
লেখক বলেছেন: নাহ! পিউরিটানদের ইতিহাস বোরিং! আমার আবার বিবেকানন্দের চেয়ে সুনীলকেই বেশী পছন্দ! সুনীল এলএসডি খেলেও প্রথম জন ছিলেন ......
কোথায় গুরু কোথায় শুরু
কোথায় করো তুলনা!
সমান সমান যুদ্ধ চলে
এ কথাটা ভুলো না।
তিনি গায়ক, তিনি সাধক
শিল্পী এবং কবি
ভাষার টানে আঁকতে জানেন
নানান রকম ছবি।
এলএসডি বা গাঁজার টানে
প্রথম হওয়া সোজা!
ধ্যান ভাঙ্গলে জুটতে পারে
পিঠে মারের বোঝা!
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০
জেন রসি বলেছেন: খাইছে আমারে! এখন দেখি কি করি আজ ভেবে না পাই ভাইকে হায়ার করে নিয়ে আসতে হবে!
দিলেন একখান স্টেটমেন্ট
এলএসডি খাইলে নাকি
মানুষ মরে ইনস্ট্যান্ট!
তাই দেখতে গেলাম ইতিহাস
কে কবে এলএসডি খাইয়া
হয়েছিল মানব লাশ!
ইতিহাস সব দিকেই বহে!
পড়লেই বুঝবেন আপনার
কথা পরম সত্য নহে!
২৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০
শায়মা বলেছেন: কে হয়েছে দেখতে হবে
এতই তোমার বেহাল!
পুঁথিগত বিদ্যাতে আর
জিতেছে কে কোন কাল!
চোখের সামনে দেখেইছিলে
এলএসডিখোরের মরণ
তাই তো বাবা সময় থাকতে
করছি আমি বারণ!
রাখো তোমার পরম সত্য
পরমহংস জানো
গঞ্জিকাতে টানটা দিয়ে
আদি সত্য মানো!
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২
জেন রসি বলেছেন: যে যত বেশী জানে
সে তত কম মানে!
যে খায় অজানার পথ্য
সেই মানে অন্ধ আদি সত্য!( আসলে শুভঙ্করের ফাঁকি)
এলএসডি ছিল তার মেটাফোরে
আসলে সে ছিল অন্য কোন ঘোরে!
২৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২
গেম চেঞ্জার বলেছেন: কাজটা কি ঠিক হইলো!
টাইপো ওটা ডিলিট না করে ঠিক-টা করলেন!
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
জেন রসি বলেছেন: কাজটা একেবারেই ঠিক হয়নি। তবে কাজটা না জেনেই করা হয়েছে। মানে আমি ভেবেছিলাম ভুল করে এক মন্তব্য দুবার চলে এসেছে। দুঃখিত ব্রাদার।
২৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লেখা খুব ভালো লাগলো +
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২১
কাবিল বলেছেন: অনেক দিন পরে হলেও ভাল কিছু পেলাম।
সাক্ষাৎ করতেই লগইন করলাম, তারপর, কেমন আছেন?
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১২
জেন রসি বলেছেন: অনেক ধন্যবাদ কাবিল ভাই। আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
২৭| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
সুমন কর বলেছেন: দু'টোই খুব সুন্দর হয়েছে। যা হোক, আমরা পোস্ট তো পেলাম।
+।
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
জেন রসি বলেছেন: হাহা..... হ্যাঁ, অনেকদিন ধরে কোন পোস্ট দেওয়া হচ্ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে।
২৮| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: আমারও অভিজ্ঞতা আছে বৈকি ! কাউকে ছাড়াছাড়ি হবে না !!
হ্যাঁ আমি ভালো আছি । আপনিও নিশ্চয় ভাল আছেন ?
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
জেন রসি বলেছেন: একদম! নো ছাড়াছাড়ি! আমি ভালো আছি।
২৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতার সাবলীল ছন্দে মুগ্ধ!
সঠিক শব্দচয়ন, বেদনাবোধের সঠিক অভিব্যক্তি এবং ভাবনার রোমান্টিকতা কবিতাটিকে হৃদয়গ্রাহী করে তুলেছে।
কবিতার পেছনের গল্পটাও চিত্তাকর্ষক হয়েছে।
ভাল লাগা কিছু কবিতাংশঃ
স্বর্ণালী সেই আলোকছটায়
বৃষ্টি ছিল পাতায় পাতায়......
অশ্রুজলে ভাসলে তুমি,একটু খানি ভেলার মত
কে দিল সব ভাসিয়ে তোমার,অনেকখানি দুঃখের ক্ষত! - - -
শঙ্খ বাজে মেঘের মত-
এক ফালি চাঁদ, দূর নীলিমায়
হৃদমাঝারে সুখের ব্রত-
একটুখানি কাছাকাছি, দূর অজানায় - - -
জানো কি তুমি?
সেও বসে আছে একা-অনিঃশেষ
যাকে দিয়েছিলে ভালোবাসার মুহূর্ত বিশেষ! - - -
চমৎকার একটি কবিতার জন্য অভিনন্দন!
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০০
জেন রসি বলেছেন: আপনার মন্তব্য মানেই বিশেষ কিছু। আপনার প্রতিক্রিয়া পড়ে বেশ আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে।
৩০| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি কবিতা খুব একটা বুঝি না। তবে আপনার এই কবিতাটি পড়ে ভালোই লাগলো। রোমান্টিক কবিতা। শেষের পাদটীকায় শায়মা বোনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভালোই করেছেন।
ধন্যবাদ ভাই জেন রসি।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০২
জেন রসি বলেছেন: কবিতা আমি নিজেও খুব একটা বুঝিনা। আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে।
৩১| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল নয় শুধু খুব ভাল হয়েছে।
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩২| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১০
আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,
বৃষ্টির দিনে একা-অনিঃশেষ বসে থেকে থেকে যে কবিতার রক্ত ঝরালেন তাতেই মনে হয় ব্লগের এই ফসলের মাঠ ডুবে গেছে । এখানে স্বপ্নেরা ডুবে মরেনা বরং মাটির এখান ওখান থেকে এতোদিন যে কবিতার কিশলয়গুলি নাক উঁচু করে একটু একটু বাতাস টেনে নিচ্ছিলো তা যেন একগোছা হয়ে আরেক স্বপ্ন বুনে গেছে ।
প্রথম কবিতাটির অশ্রুজলে, বিষণ্ণ এক বিষাদ সুরে , একটু খানি ভেলার মত ভাসিয়ে দিলেন সেই তাকে। সে ভেলা ভালোবাসার একটু অসুখ নিয়ে নতজানু হয়ে ঠিকই নোঙর ফেলেছে আরেক ঘাটে ।
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৫
জেন রসি বলেছেন: মাঝেমাঝে আপনার মন্তব্যগুলোই অসাধারন মুক্তগদ্য হয়ে যায়। মানুষের অবচেতন মনে ঘুরপাক খাওয়া শব্দগুলো যখন মুক্ত হতে চায় তখন কবিতার মত কিছু একটা হয়ে যায়। একজন মানুষের ভেতর থেকে উঠে আসা অনেক মানুষ শব্দ দিয়ে তার অনুভব আঁকতে চায়!
অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
৩৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২২
খায়রুল আহসান বলেছেন: @আহমেদ জী এস,
চমৎকার মন্তব্য। বিমুগ্ধ!
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৮
জেন রসি বলেছেন: জী এস ভাইয়ের শব্দে শব্দে যাদু আছে। একটা মন্তব্যও অসাধারন মুক্তগদ্য হয়ে যায়।
৩৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৪
আমি মফিজ বলেছেন: অনেকদিনের জমিয়ে রাখা জাদুর বাক্সটি আজ খুলে দিলেন মনে হয়? সম্ভবত বাক্সটি রসে টইটম্বুর হয়েছিলো। ধন্যবাদ লেখককে।
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১১
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০১
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন:
ভাবছি আমি বসি,
কবি হলো জেন রসি!!
টাইপোঃ স্বরনালী=স্বর্ণালী হবে কি?
সব মিলিয়ে অসাধারণ। শব্দ চয়ন এবং রিদম বেশ ভালো লাগলো!!
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৬
জেন রসি বলেছেন: হাহা.....ঠিক বলেছেন ভাই। বৃষ্টিমুখর দিনে একটু কবি হলাম আরকি! টাইপো ঠিক করে দিয়েছি। অনেক ধন্যবাদ শামীম ভাই।
৩৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লেগেছে +++++
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর হয়েছে। কবিতা পড়তে পড়তে কেন জানি শায়মা আপুর কথা মনে হলো। ভাবলাম হয়তো শায়মা আপুর মতো করেই লিখেছে। কিন্তু, নিচের কথাগুলো পড়ে বুঝলাম কবিতার টান কেন শায়মা আপুর মতো হলো। তাঁর জবাবে যেহেতু লেখা, সেজন্য কবিতার সুরটা সেরকম হবেই। যা হোক, আপনি কিন্তু খুব সুন্দর করেই বলেছেন। অনেক সুন্দর একটা কবিতা গড়েছেন। সমস্ত কবিতাটিই জিজ্ঞাসিত কথামালা জুড়ে সাজানো। পরেরটাও অনেক ভালো লাগলো।
ভালোবাসা রইল কবিতায়। প্রত্যাশা রইল আরো আপনাদের কথা বিনিময় হোক এভাবে।
শুভকামনা রইল আপনাদের প্রতি।
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩
জেন রসি বলেছেন: আপনি মনযোগী পাঠক। আপনার প্রতিক্রিয়া পেয়ে আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ নয়ন ভাই।
৩৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এত্ত এত্ত চমৎকার মন্তব্যের পর বলা যায় কেবলই মুগ্ধতা
+++++++++
২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৬
জেন রসি বলেছেন: আনন্দিত হলাম। ধন্যবাদ বিদ্রোহী ভাই।
৩৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৬
এডওয়ার্ড মায়া বলেছেন: আমার জন্য
জাদিদ ভাইয়ের কমেন্টস যথোপযুক্ত অন্তত আমার ক্ষেত্রে সেটাই কপি দিলাম -
আহ! কবিতা। কবিতায় আলোচনা করার মত শক্তি নাই।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৯
জেন রসি বলেছেন: হাহাহা......ধন্যবাদ মায়া ভাই।
৪০| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১২
আমি তুমি আমরা বলেছেন: চমতকার।ভাল লেগেছে প্রথম কবিতাটি
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২০
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
৪১| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৬
কানিজ ফাতেমা বলেছেন: অপার মুগ্ধতায় ২য় কবিতাটি কয়েকবার পড়েছি, কি যেন একটা মায়া আছে কবিতাটায় । আর ছন্দ মিলিয়ে লেখাটা আমার কাছে খুবই কঠিন মনে হয় সেই কঠিন কাজটি আপনি কত সহজেই উপস্থাপন করেছেন ।
অশেষ কল্যান কামনা ।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২১
জেন রসি বলেছেন: আপনার এমন মন্তব্য পেয়ে আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
৪২| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
সালমান মাহফুজ বলেছেন: চিত্রকল্পের নির্মাণ বেশ সমৃদ্ধ ।
জীবন একেবারি মিশে একাত্ম হয়ে গেছে পঙক্তিতে পঙক্তিতে ।
মুগ্ধতা রেখে গেলাম কবিতায় ।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২২
জেন রসি বলেছেন: ধন্যবাদ সালমান ভাই।
৪৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৮
সায়ান তানভি বলেছেন: আমি কবিতার পাঠক না, তবে ব্লগে আগ্রহ পাচ্ছি।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫
জেন রসি বলেছেন: কবিতা পড়ি মাঝেমাঝে। কবিতায় মানুষের মনের বিমূর্ত একটা প্রকাশ থাকে। এটা বুঝার চেষ্টা করি। ধন্যবাদ সায়ান তানভি ভাই।
৪৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: এখানকার এটা পাঠের সাথে লিংক ফলো করে কাটিয়েছি অনেকটা বেলা দুমুঠো সুখ, উদাসী ভোর, বিষাদসম কবিতার বাগানে ।
এতখানি লম্বা সময় কোথা দিয়ে চলে গেল বুঝিনি তা কবিতাগুলি পাঠের কালে । দুই এক কথায় এগুলির কাব্যগুন প্রকাশ করা একেবারেই অসম্ভব । কোথা হতে শুরু করে কোথায় হবে শেষ সে ভাবতেই কঠিন লাগে । যেমনি কথা ও শব্দ চয়ন, তেমননি তাদের ভাব ও ছন্দের কারুকার্য ময়তা, কাব্য শৈলীর সে কি অপুর্ব বিন্যাস , পাঠে আনে শুধু মুগ্ধতা আর মুগ্ধতা ।
ভাল লাগাটুকু যথাযথভাবে প্রকাশের অপারগতায় কবিদের প্রতি শুধু ভালবাসা আর শ্রদ্ধাই রেখে গেলাম ।
২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৬
জেন রসি বলেছেন: আপনি একজন জাত গবেষক। আপানার প্রতিটি পোস্টে এবং প্রতিটি মন্তব্যে আপনার গবেষক মনের সে পরিচয় পাই। মন্তব্যে আনন্দিত হলাম আলী ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।
৪৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪৯
উম্মে সায়মা বলেছেন: নির্বাচিত পোস্ট পড়তে এসে আপনার কবিতাটি পেলাম। আর এগুলো শায়মা আপুর মন্তব্যের প্রতিমন্তব্য শুনে অবাক হয়েছি। মন্তব্য করার জন্যই যদি এমন অসাধারণ কাব্যের সৃষ্টি হয় তাহলে কবিতা লেখার জন্য লিখলে কত সুন্দর হবে! অনেকদিন পর অনেক সুন্দর একটি ছন্দময় কবিতা পড়লাম। ধন্যবাদ জেন রসি ভাইয়া। (কমেন্ট পড়ে বুঝলাম আপনি ভাইয়া। অবশ্য ব্লগের ছবিও তা বলে। তবে জেন তো মেয়ের নাম হওয়ার কথা )
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১১
জেন রসি বলেছেন: আমি আসলে কবি নই। ব্লগে শায়মা আপু সহ আরো কিছু ব্লগারদের দেখেই মাঝেমাঝে এক্সপেরিমেন্টাল কবিতা লেখা হয়। আপনার পড়ে ভালো লেগেছে জেনেছে আনন্দিত হলাম।
রসি আমার নিক নেম। ব্লগে যখন আইডি খুলি তখন জেন নামটা রসির সাথে দিয়ে দিয়েছি। এই আরকি!
ধন্যবাদ আপনাকে।
৪৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬
অতঃপর হৃদয় বলেছেন: ভালো কবিতা, ভালো লাগলো।
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২
জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।
৪৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +।ভাল লাগলো ।
জন রেসি জিনিয়াস
শায়মা বলে তাই
আমিও একমত
সন্দেহ নাই ।
শুভকামনায়
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৬
জেন রসি বলেছেন: হাহাহা......ধন্যবাদ সেলিম ভাই। আশা করি ভালো আছেন।
৪৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৪
শায়মা বলেছেন: গুড গুড
দেখলে তো সবাই কি বলছে জিনুভাইয়া!!!!!!!!!!!
আমিই গুরু কাজেই গুরুর পা ধরে সালাম করো শিঘরী!!!!!!!!!!!!!!!!
আবার কিছু শিক্ষা দীক্ষা মানে কবিতা চর্চা করা যাইতে পারে .........
নিউ থিম, নিউ প্রাকটিস!!!!!!!!!!
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২১
জেন রসি বলেছেন: আমি গুরু বিদ্যায় বিশ্বাস করিনা। তাই গুরুমারা বিদ্যাতেও বিশ্বাস করিনা!
কাব্যচর্চা আবার শুরু করেন। এখন একটা গল্প লেখার ট্রাই করছি। গল্পের একটা চরিত্র হচ্ছে রাষ্ট্রপ্রধান।
৪৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০
শায়মা বলেছেন: মহিলা রাষ্ট্রপ্রধান হলে শুনতে রাজী আছি!!!!!!!!!
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৮
জেন রসি বলেছেন: না....আপাতত ৫৭ ধারার চক্করে পরার কোন ইচ্ছা নাই আমার!
৫০| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০
শায়মা বলেছেন: ইচ্ছা না থাকিলেও রক্ষা নাই ......
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬
জেন রসি বলেছেন: আমি সবসময় বুদ্ধিমান বিদ্রোহী! জাতে মাতাল তালে ঠিক!
৫১| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন কবিতা।
২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
জেন রসি বলেছেন: ধন্যবাদ কবি হাফেজ ভাই।
৫২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯
হাসান মাহবুব বলেছেন: পড়তে পড়তে মনে হচ্ছিলো, কিছু একটা ব্যাপার আছে। লাস্টে আইসা ব্যাপারটা খোলাসা হইলো।
০২ রা মে, ২০১৭ বিকাল ৩:০৯
জেন রসি বলেছেন: হাহাহা....খোলাসা করার জন্য আমাকে ধন্যবাদ দিতে পারেন!
৫৩| ০১ লা মে, ২০১৭ রাত ৯:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সৃজনশীল মন্তব্য থেকে সৃজনশীল কাব্যমালা...
আপনি তো স্বভাবেই সৃজনশীল।
০২ রা মে, ২০১৭ বিকাল ৩:২৮
জেন রসি বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই।
৫৪| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:৩০
কবি হাফেজ আহমেদ বলেছেন: বেশ লিখেছেন। ভালো লাগলো ।
০৬ ই মে, ২০১৭ দুপুর ২:০৯
জেন রসি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫৫| ১১ ই মে, ২০১৭ দুপুর ২:১২
নীলপরি বলেছেন: দুটো কবিতাই ভালো লেগেছে । +++++++
১১ ই মে, ২০১৭ দুপুর ২:২৭
জেন রসি বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: কবিতা জুড়ে ভালোলাগা!

প্লাস!