নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

ডিলেমা

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮



ডার্ক ম্যাটারে ভেসে ভেসে থাকা রহস্যগুলো বিবর্তিত মানুষের ধাবমান প্রসারিত মনের ভেতর এক একটা চরিত্র হয়ে, এক একটা গল্প হয়ে ইচ্ছার সাথে অনিচ্ছার প্রবল সংঘর্ষে প্রতিনিয়ত মহাবিস্ফোরণ ঘটায়। অসীম সম্ভাব্যতা থেকে জন্ম নেয় ঘটনাবহুল একের পর এক দৃশ্যের। ডাস্টবিনে পাগলের সাথে কাক এবং কুকুরের সহাবস্থান। ড্রোন হামলায় নারী এবং শিশুর মৃত্যু। বার্গারে সুখের কামড়। প্রার্থনায় প্রলাপ বকা অভিশাপ। ঘটনা দেখতে দেখতে মানুষ ডুবে যায়! মানুষ সাঁতার কাটে!নিজের ভেতর জন্ম নেওয়া মহাকালে সময় নেই, সময়ের ঘড়ি আছে!-টিকটকটিকটকটিকটক।

নৈরাশ্যবাদী ডিলেমা থেকে বের হয়ে এবার এক নরম বিকালের দিকে যাওয়া যাক! বসন্ত বিকালে কাকেরা সেদিন একটানা কা কা করেই যাচ্ছিল। কিছুটা সময় নিয়ে খুব মনোযোগ দিয়ে তাদের এই কা কা ডাক শুনলে মনে হবে যে কাকরা আসলে দল বেঁধে জিকির করছে। আসে পাশের বাসের শব্দ, মানুষের কথাবার্তা এসবের সাথে মিলিয়ে শুনলে হেভি মেটালের একটা স্বাদও পাওয়া যেতে পারে।সে স্বাদ উপভোগ করতে করতে ফুটপাতে বসে থাকা প্রেমিক প্রেমিকার চুম্বনের দিকে অপলক তাকিয়ে থাকা যায়! তাদের পারভার্ট বলে গালি দেওয়া যায়! অথবা নিজেই তাকিয়ে আছি বলে অন্য মানুষের মুখে পারভার্ট গালি শোনা যায়! অথবা সমাজকে তোয়াক্কা না করে এই প্রকাশ্য চুম্বনকে বিপ্লব ভেবে বিপ্লবের স্বাদও পাওয়া যায়! অথবা চা পান করতে করতে নীটশের সাথে কিছুক্ষন গল্প করা যায়!

নীটশের সাথে কিছুক্ষন গল্প করা খুবই বিপদজনক কাজ। একই সাথে সুপারম্যান, ব্যাটম্যান,স্পাইডারম্যান সবকিছু হওয়ার ইচ্ছাই জাগ্রত হতে পারে। আমি সব ইচ্ছাকে তুচ্ছ করে আকাশের দিকে তাকিয়ে থাকি। চোখ থেকে দৃষ্টি খসে গেলে সেখানে নক্ষত্রের জন্ম হয়। আবার মৃত্যু হয়। সেসব জন্ম মৃত্যুর আয়োজন দেখার মাঝেও একধরনের মজা আছে!



মন্তব্য ৭২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

আলগা কপাল বলেছেন: মাথার উপ্রে দিয়া গেলো না পায়ের নিচ দিয়া গেলো কিছুই বুঝলাম না।

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

জেন রসি বলেছেন: হাহাহাহহা.......ব্যাপার না!

২| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


অদেখা ফুলের সুবাসের মতো, বাতাসে ভেসে এসে বাতাসেই মিশে যায়।

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০১

জেন রসি বলেছেন: সুবাস পাইলেই হলো! সবসময় ফুল দেখাটা জরুরি না!

৩| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০

সত্যের ছায়া বলেছেন: আজ আপনার মত একজন কে গুলশানে দেখে ছিলাম। জাইকার অফিসের নিচে।

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

জেন রসি বলেছেন: আমাকে দেখেন নাই এটা নিশ্চিত! আমি আজ গুলশান কিংবা জাইকার অফিস কোথাও যাইনি।

৪| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সত্যের ছায়া বলেছেন: হতে পারে আরেকজন। চেহারায় মিল আছে। আমি আপনার ছবি ফেবুতে দেখে ছিলাম।

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

জেন রসি বলেছেন: মানুষে মানুষে চেহারায় মিল থাকাটা স্বাভাবিক। পথে ঘাটে আমাকে দেখলে নক কইরেন। এক কাপচা হলেও একসাথে পান করা যাবে।

৫| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

শায়মা বলেছেন: নীটশ কে ভাইয়ু????? :)

১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

জেন রসি বলেছেন: In individuals, insanity is rare; but in groups, parties, nations and epochs, it is the rule.

Friedrich Nietzsche

৬| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

স্পর্শ বিন্দু বলেছেন: এত কঠিন কেন লেখেন ভাইয়া? :P

১২ ই জুন, ২০১৭ রাত ৮:০২

জেন রসি বলেছেন: কঠিন কিছু লেখি নাই! সবই বায়বীয়! :P

৭| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: :-B

এই কোটের আভ্যন্তরীন কোট ইজ নীটস!!!!!!!!!


যাইহোক আমিও এত্তা দিলাম! :)

There is always some madness in love. But there is always, also, some method in madness.

১২ ই জুন, ২০১৭ রাত ৮:০৬

জেন রসি বলেছেন: যদিও আপনার কাপ অব টি না! তবুও নীটশে পড়ে দেখতে পারেন। প্রচলিত সব রকমের মরাল ভ্যালুই ধাক্কার মত খাবে।

৮| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:০৪

শায়মা বলেছেন:


এই নাও একটা কানের ভেতর দিয়া মরমে পশিলো গো চিত্র.....

১২ ই জুন, ২০১৭ রাত ৮:০৯

জেন রসি বলেছেন: এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যাওয়ার মত কিছু নেই? ;)

৯| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: ইতিমধ্যে অনেক কিছু বুঝে ফেলেছি আবার কিছুই বুঝিনি ! ;) অন্ধকারের জগতে আছি!

১২ ই জুন, ২০১৭ রাত ৮:১১

জেন রসি বলেছেন: এই বুঝা না বুঝার আলো আধারির জগতেই আমাদের বাস। জগতটাকে আমরা নিজেদের ভেতরেই লালন পালন করি প্রতিনিয়ত!

১০| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:১০

ওমেরা বলেছেন: লিখা পড়ে তো নিজেই বেকুব হয়ে গেলাম কিছুই বুঝলাম না !!!!!!

১২ ই জুন, ২০১৭ রাত ৮:১৭

জেন রসি বলেছেন: তেমন কিছুনা। মানুষের যাপিত জীবনকে কিছুটা ভিন্ন ভাবে দেখার প্রয়াস।

১১| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:১০

শায়মা বলেছেন: মরম= মর্ম= হৃদয়....:)

১২ ই জুন, ২০১৭ রাত ৮:২০

জেন রসি বলেছেন: কানে দিয়া মরমে মানে হৃদয়ে না গিয়ে আরেক কান দিয়ে বের হয়ে গেলেই ভালো! ;)

১২| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:১৫

আলগা কপাল বলেছেন: কঠিন লেখা (সহজও হতে পারে। আমি ঠিক ধরতে পারছি না) দেয়ার জন্য আপনাকে -৫০০ টাকা জরিমানা করা হলো। টাকা পেতে আবেদন করুন জাতীয় পরিচয়পত্র ও ১ কপি অসত্যায়িত ছবিসহ (সত্যায়িত কি না দেখার সময় নাই)।

বিঃদ্রঃ কোথায় আবেদন করবেন তা এখনো জানা যায় নি। পরেও জানা যাবে এমন কোনো সম্ভাবনা নেই।

১২ ই জুন, ২০১৭ রাত ৮:২৭

জেন রসি বলেছেন: আমি এলিয়েন। অন্য গ্রহ থেকে এসেছি। সে গ্রহের পরিচয়পত্র আছে। সেটা দিয়ে কি এই গ্রহে কাজ হবে? ;)

১৩| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:১৮

শাহরিয়ার কবীর বলেছেন:
মনে হয়, মেসেজটা তো ঐখানে আর সিগন্যালটা আলো আর আঁধারির মাঝখানের ঠিক ব্যবধাণে !!! :( :)



ভুল ক্ষ্যমা করে দিয়েন, আন্তরিক সরি !!! =p~.

১২ ই জুন, ২০১৭ রাত ৮:৩০

জেন রসি বলেছেন: হাহাহাহাহা

পরাবাস্তব মন্তব্য! ;)

১৪| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:৩৩

আলগা কপাল বলেছেন: ঠিক বুঝতে পারছি না। হওয়ার তো কথা। জাতীয় পরিচয়পত্র বলা হয়েছে, কোন দেশের বা কোন গ্রহের তার উল্লেখ নেই। চেষ্টা করে দেখতে পারেন। ৫০০ টাকায় ৭২.৫০ টাকা দরে ৬.৮৯৬ লিটার ডিজেল পাবেন। আপনার স্পেসশিপ কি ডিজেলে চলে?

১২ ই জুন, ২০১৭ রাত ৮:৪৫

জেন রসি বলেছেন: আমার স্পেসশিপ হারিয়ে গেছে। তাই নিজ গ্রহে ফিরে যেতে পারছিনা। ৫০০ টাকার বদলে যদি একটা স্পেসশিপ পাঠিয়ে দেন তবে খুব ভালো হয়!

১৫| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:৫৭

আহমেদ জী এস বলেছেন: জেন রসি ,




নৈরাশ্যবাদীতার ডার্ক ম্যাটার থেকে যে বিস্ফোরণ ঘটে গেছে তাতে জন্ম হয়েছে দুষ্ট প্রবৃত্তির একদঙ্গল জনতার । প্রদমিত কৌতুকের চোখে তারা দেখে ডাস্টবিনে পাগলের সাথে কাক এবং কুকুরের সহাবস্থান। এর বেশী কিছু তলিয়ে নয় । জাগতিক পরিপার্শ্ব থেকে সে জনতা মেটালিক স্বাদ চেটেপুটে নিয়ে প্রেমিক প্রেমিকার চুম্বনকে পারভার্ট বলে গালি দিয়ে আত্মরতির সুখ পায় । নিৎসের দুঃখের সাগরে নিমজ্জিত হতে তাদের বড় ভয় । তাঁর জ্ঞানালোকের স্তন থেকে চুরি করে পান করে শুধু আনন্দের সুধারস । তাদের চোখ থেকে জ্ঞানদৃষ্টি খসে গেলে সেখানে শুধু একের পরে এক উল্টোপাল্টা প্রক্ষেপিত হয় জীবনের এদোগলির ক্যালিডোস্কোপিক চিত্রনাট্য । চাষী যেমন ক্ষেতে বীজ বুনে অপেক্ষা করতে থাকে ফসলের জন্যে, তেমনি সে জনতাও জীবনের ঐসব চিত্রনাট্য থেকে কখন ক্লেদাক্ত সরীসৃপগুলো বেড়িয়ে আসবে, প্রতীক্ষায় থাকে তার ।

আপনার ডিলেমার উত্তরে একটি ডার্ক বা এন্টি-ডিলেমা লেখার চেষ্টা করলুম, জানিনে হলো কিনা !

১২ ই জুন, ২০১৭ রাত ৯:৪২

জেন রসি বলেছেন: নীটশের দুঃখের সাগরে নিমজ্জিত হওয়া মানেই বিশ্বাসের ভাঙ্গন ।এমন কোন বাঁধ নেই সে ভাঙ্গনকে আটকাতে পারে। এমন সব ভাঙ্গনের জন্যই নীটশের মনোজগত, জ্ঞানজগত থেকে ভ্রমন করে আসা যায়! নিজেকে ভেঙেচুরে বারবার দেখা যায়! নিজের ভেতরের ফেক আইডেন্টিটি ক্রাইসিস গুলোকে প্রশ্নবিদ্ধ করা যায়! তারপর প্রবল আক্ষেপে পাগলহয়ে যাওয়া যায়, কিংবা অস্তিত্বে খুঁজে ফেরা যায় বেঁচে থাকার অর্থ। অন্যের চোখ নিজের চোখে না বসিয়ে তার অভিজ্ঞ দৃষ্টিভঙ্গী দিয়ে বরং নিজের দেখাটাকেই যাচাই বাছাই করা যায়! নীটশেদের ভেতর ঘুরে ঘুরে,দেখে দেখে, সেখান থেকে বের হয়ে এসে নিজের আইডেন্টিটি ধরে রাখাটাই বড় কাজ! নাহয় ডিলেমা এবং এন্টি ডিলেমার সংঘর্ষে জন্ম নেবে ক্রাইসিস!

আপনার মন্তব্যে পোস্ট পড়ার মত স্বাদ থাকে। ধন্যবাদ জী এস ভাই।

১৬| ১২ ই জুন, ২০১৭ রাত ১০:৪৭

সুমন কর বলেছেন: নৈরাশ্যবাদী ডিলেমা থেকে বের হওয়া কি, এতোই সহজ !!

৫-এর প্রতি উত্তর দেবার জন্য ধন্যবাদ।

১২ ই জুন, ২০১৭ রাত ১১:০৮

জেন রসি বলেছেন: সহজ কঠিনের চাইতেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে চয়েস। আপনার অস্তিত্বকে আপনি কিভাবে পরিচালিত করছেন!

ধন্যবাদ দাদা।

১৭| ১২ ই জুন, ২০১৭ রাত ১১:১৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কঠিন কেন??? /:)
নরম বিকেলের কাহিনী টা ভালো লেগেছে।আরো বেশি ভালো লাগত যদি,এটা সত্য হইতো তাহাদের জায়গায় আপনি এবং আপনার জায়গায় আমি হইতাম। ;) ;)
হাঁচা কইতাছি,একটা গালিও দিতাম নাহ,কেবল উপভোগ করতাম।

১২ ই জুন, ২০১৭ রাত ১১:৩৭

জেন রসি বলেছেন: তাহাদের জায়গায় আমাকে না বসাইয়া আপনি নিজেও বসতে পারেন। রাস্তায় প্রকাশ্যে চুমু দেওয়া খুব সিম্পল ব্যাপার! গালি দেওয়াকে অপশন হিসাবে ধরা হয়েছে। নির্ভর করে আপনার উপর সমাজের চাপিয়ে দেওয়া দৃষ্টিভঙ্গি কতটুকু কাজ করে তার উপর। আপনি গালিও দিতে পারেন, বিপ্লবও ভাবতে পারেন, আবার খুব সিম্পল ঘটনা হিসাবেও ভাবতে পারেন। এই আরকি! ;)

১৮| ১২ ই জুন, ২০১৭ রাত ১১:৪০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: খুব সিম্পল ব্যাপার। B:-)
কেমতে কি ম্যান???
অভিজ্ঞতা নাকি??? B-))

১২ ই জুন, ২০১৭ রাত ১১:৫৭

জেন রসি বলেছেন: অভিজ্ঞতা থাকা না থাকার আলাপ এখানে অপ্রাসঙ্গিক। এখানে দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে। আপনি যেহেতু লেখায় নরম বিকালের একটা ঘটনার দিকে দৃষ্টিপাত করে আপনার অভিমত জানিয়েছেন তাই আমিও সে অভিমতের আলোকে রিপ্লাই দিয়েছি। সিস্পল ব্যাপার। এত সিরিয়াস কিছুনা। ;)

১৯| ১৩ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: পৃথিবীতে এমন অনেক কিছুই আছে না বুঝেই ভাল লাগে। আপনার লেখাটি মনে হয় সে রকম কিছু।

১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৫

জেন রসি বলেছেন: তেমন জটিল কিছুনা। জী এস ভাইয়ের মন্তব্য পড়ে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।

২০| ১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:৪১

জুন বলেছেন: জার্মান দার্শনিক নিটশেকে পড়তে গিয়েছিলাম অনেক আগেই জেন রসি । তবে খুব বেশি এগুতে পারি নি :(
যেমন আপনার এই লেখাটিতে :((
ভালোলাগা রইলো আমার অবোধ্য লেখায় :)
+

১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:০৩

জেন রসি বলেছেন: সব কিছু পড়তে হবে বা পড়ে বুঝতে হবে এমন কোন কথা নেই। নীটশে মাঝেমাঝে খুবই দুর্বোধ্য। আমিও সবকিছু বুঝিনি। আর আমার এই লেখাটা কিছুটা মনস্তত্ত্বিক।

ধন্যবাদ জুন আপু।

২১| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: গতকাল আমি গেলাম কাজিন দেখতে ।তার স্টোন এন্ডস্কপি করা হয়েছে। গাড়ীর জানালার পাশে বসে অনেক কিছু দেখলাম আর ভাবলাম । বৃষ্টিমুখর দিনে ঢাকা শরহরটা কেমন? প্রাকৃতিক এবং কৃত্রিমতার মিশেলে রচিত হয়ে যাওয়া বিভিন্ন প্রক্রিয়া । একটি পোস্ট হতে পারেএই বিষয়ে । সেখানে নক্ষত্র থাকবে না ।থাকবে যানজট জলাবদ্ধতা আর মানুষের দূর্ভোগ ।

১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:০৭

জেন রসি বলেছেন: দার্শনিক ভাবনা ভাবার জন্য গাড়ি উত্তম জায়গা। যানজট, জলাবদ্ধতা এবং মানুষের দুর্ভোগ নিয়ে পোস্ট লিখে ফেলুন।

২২| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: পোস্ট দেবার অবসর টুকু পাচ্ছিনা ।তবে গতকাল পোস্ট দেয়ার ইচ্ছা হচ্ছিল খুব।

১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:২১

জেন রসি বলেছেন: সময় করে লিখে ফেলুন। ধন্যবাদ সেলিম ভাই।

২৩| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৫২

আলোরিকা বলেছেন: ভাল ---- একটু ডিলেমিক ----ডিলেমা থেকে বের হয়ে পাঠক আবার ডিলেমায় পড়ে যাবে :)

১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৮

জেন রসি বলেছেন: হাহাহা.....প্যারাডক্স।

ধন্যবাদ আপু।

২৪| ১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৬

রাতু০১ বলেছেন: Thoughts are the shadows of our feelings - always darker, emptier and simpler.

১৩ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৩

জেন রসি বলেছেন: চিন্তা এবং অনুভব—একে অপরের ছায়াসঙ্গী।

২৫| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডিলেমায় ডিম তেতালে খুঁজে পাই জীবন অসংগতির তীব্র অনুভব! দেখেও না দেখা সত্য ধরা দেয় পূর্নতায়
নৈরাশ্যবাদ ছাড়াও যেন সেই হতাশা থেকে পলায়নপরতায়ই! নয়তো কি? এক নেশা কাটাতে আরো তীব্র অারেক নেশায় ডুবে যাওয়া!

জিকির, হেভিমেটাল, গালি খাওয়া, গালি হওয়া, স্বাদাস্বদনের বহুমাত্রিকতায় নিজেরই ভাবনার ভাংচুর চক্রাকার অবস্থানানুপাতিক! ;)

অবচেতনে আপনা সুপার হিরোকে জিরো রুপ দিতে না পারার অপ্রাপ্তির কষ্টকে ভুলতে অপ্রয়োজনীয় সাব্যস্থ করাতেই যেন সন্তোষ বেশি ;) অথবা চক্রাবর্তনের আশ্বাসে জীবন-মৃত্যুর চক্রে মূখ লুকানো :)

দারুন লাগল! - প্রকাশ করতে পেরেছি কি?

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

জেন রসি বলেছেন: এই ধরনের লেখা যখন লেখি তখন সুনির্দিষ্ট কোন ন্যারেটিভ থাকেনা। চেতন মন, অবচেতন মন এবং ঘটে চলা ঘটনাকে মিশিয়ে একটা ককটেল বানিয়ে ফেলি! যার কয়েকটা প্যারালাল ন্যারেটিভ থাকে। ডিলেমার ডিম তেতলে আপনি যেমনটা উপলব্ধি করেছেন। এভাবেও ভাবার অবশ্যই একটা অপশন আছে। আপনার গভীর পাঠক মন যা বিশ্লেষণ করতে পেরেছে। খুব চমৎকার ভাবেই প্রকাশ করতে পেরেছেন।

ধন্যবাদ বিদ্রোহী ভাই। :)

২৬| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

জেন রসি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

২৭| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লেখাটি পুরোপুরি বুঝলাম না ভাই। দুঃখিত।

১৩ ই জুন, ২০১৭ রাত ৮:৪০

জেন রসি বলেছেন: দুঃখিত হওয়ার কিছু নেই ভাই। তবে জী এস ভাই এবং বিদ্রোহী ভাইয়ের মন্তব্য পড়ে দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে।

২৮| ১৩ ই জুন, ২০১৭ রাত ৯:২০

ডঃ এম এ আলী বলেছেন: দারুন তাত্বিক লেখা , অল্পতে হৃদয়ঙ্গম করা বেশ দুরুহ কাজ । ঠিকই বলেছেন নীটশের সাথে কিছুক্ষন গল্প করা খুবই বিপদজনক কাজ। ভাল এবং মন্দের মধ্যে সময়ের বিবেচনায় সত্য অনুসন্ধান একটি ডালিমাই বটে । নীট্টশের আলোচনায় দার্শনিক দের সাথে নব্য দার্শনিকদের দন্ধ প্রকাশ পায় দারুন ভাবে, কারণ নব্য দার্শনিকদের গুণাবলীর পরিচয় পাওয়া যায় কল্পনা, আত্মসমর্থন, বিপদ, মৌলিকত্ব এবং মূল্যবোধের সৃষ্টির আলোকে । নীট্শ নৈতিক চেতনাকে উদ্ভাবনের মাধ্যমে ব্যাখ্যা করে স্ব-চেতনা,জ্ঞান, সত্য এবং স্বাধীন ইচ্ছার মতো দার্শনিক ঐতিহ্যের মূল ধারণা সমূহের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অনেকটা নিজস্ব চিন্তা চেতনার আলোকে । তিনি সমস্ত আচরণের ব্যাখ্যা হিসাবে "ক্ষমতার ইচ্ছা" কে গুরুত্ব প্রদান করেন; তিনি জীবনের দৃষ্টিকোণ হতে ভাল এবং মন্দ করেছেন অতিক্রম যুক্তির আলোকে । সমস্ত মানুষের জন্য একটি সার্বজনীন নৈতিকতার বিষয় অনস্বীকার্য বলেই গণ্য। ধর্ম , প্রভু এবং দাস সংক্রান্ত নৈতিকতার বৈশিষ্টগুলি নিট্শকে গভীরভাবে মানবতাবাদী বিশ্বাসে করেছে মূল্যায়ন।

নীটস মতে বিশ্বজগতের কিছু মেটামনফিস ধারনার প্রতি দৃষ্টিভঙ্গি থেকে খালি চোখে আমরা যা দেখতে পাই এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি তার মধ্যে অনেক কিছু ভ্রান্তি রয়েছে । ফলে প্রতারণার ফাদে পরে প্রতারিত হচ্ছি, ঝুঁকিটাও নিয়ে নিচ্ছি বেশী ইচ্ছের বিরুদ্ধে কেবল ভুলগুলিকে দৃঢ়ভাবে বিশ্বাস করি বলে । দৃঢ় সত্যের তুলনায় নৈতিক কুসংস্কার ভাল কোন কিছুই দিতে পারেনা কোন কালে । নীটস সংত্রান্ত ডিলেমাটি তাই আসলেই জিজ্ঞেস ও অনুমান করতে বাধ্য করে, কী সত্য এবং কি মিথ্যা এবং এর মধ্যে কোন অপরিহার্য দ্বন্দ্ব রয়েছে কিনা ।

ধন্যবাদ মুল্যবান দার্শনিক তত্ব সম্বলিত লেখাটির জন্য ।

শুভেচ্ছা রইল

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৩

জেন রসি বলেছেন: নৈতিক কুসংস্কার মানুষকে অসহায় বানিয়ে ফেলে। সে এক দিকে যেমন আচ্ছন্ন থাকে,আরেক দিকে তেমন নিজের ভেতর জন্ম নেওয়া সুপারম্যানের ভাঙচুরকেও আড়াল করতে পারেনা। এই দ্বন্দ্বের মাঝেই তৈরি হয় সংকট। সমস্ত মানুষের জন্য একটি সার্বজনীন নৈতিকতার মানদণ্ড ঠিক করতে গিয়েই শুরু হয় ডগমার পর ডগমা আরোপের ফাঁদ! এ ফাঁদ থেকে নীটশে বের হয়ে আসতে পেরেছিলেন। কিন্তু সারভাইব করতে পারেননি।

ধন্যবাদ আলী ভাই। শুভকামনা।

২৯| ১৩ ই জুন, ২০১৭ রাত ১০:১৮

নীলপরি বলেছেন: দারুন । প্রথম প্যারাটা বেশী ভালো লাগলো । ++++

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু।

৩০| ১৪ ই জুন, ২০১৭ রাত ৩:২৩

কল্লোল পথিক বলেছেন:




ভালো লেগেছে।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৭

জেন রসি বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই।

৩১| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৫

ধ্রুবক আলো বলেছেন: দারুন তাত্ত্বিক লেখা, বেশ কঠিন ও অদ্ভুতও বটে, খুব ভালো লাগলো +++

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৯

জেন রসি বলেছেন: ধন্যবাদ ভাই।

৩২| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৫

বিজন রয় বলেছেন: পুঁজিবাদের সুপারহিরোরা জেগে আছে।

তারা মৃত্যুতেও মজা করে।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:১২

জেন রসি বলেছেন: পুঁজিবাদের সুপারহিরোদের মৃত্যু হলে আপনার প্রতিক্রিয়া কি হবে?

ধন্যবাদ বিজন দাদা।

৩৩| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৭

গেম চেঞ্জার বলেছেন: সময়ের ঘড়ি আছে, মহাকালের নেই! রিয়েলাইয করতে পারার আগেই কখন যে ফিল্টারে এসে আগুণ লেগে যায়, সেটা আমরা খেয়াল করতে পারি না! :|

আপনি রিয়েলাইয করতে পারলেও ইমপ্লিমেন্ট করতে পারেন নি মনে হচ্ছে। আশা করি হয়ে যাবে। :)

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৪

জেন রসি বলেছেন: আমাদের বড় বেখেয়ালের স্বভাব! এভাবেই কিছুদিন ঘুরে ঘুরে ভেবে ভেবে আমরা গুম হয়ে যাই।

কি কিভাবে কেন ইমপ্লিমেন্ট করব তা ডিকোড করে দিয়ে যান! :)

৩৪| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৯

গেম চেঞ্জার বলেছেন: এই জিনিসটা এখানেই ডিকোড করলে তো সমিস্যা!! :P ফেবুতেই বলি :)

১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

জেন রসি বলেছেন: হাহাহাহা....

ওকে.... :)

৩৫| ১৫ ই জুন, ২০১৭ রাত ১২:৫৮

Imtiaz Arnab বলেছেন: পিউর বিউটি। গভীর অনুধাবন। দ্বিতীয় প্যারাতে সাব-কনশাস যেভাবে ব্যাখ্যা করলেন! ফ্যান হয়ে গেলাম ভাইয়া। সত্যিই, সাব কনশাস হিয়ারিং ক্যাপাবিলিটি বাড়িয়ে দেয়।

১৫ ই জুন, ২০১৭ রাত ১:৩৭

জেন রসি বলেছেন: যেমন ধরেন কাকের কা কা একটা ব্যাড নয়েজ এমনটা ধরে নিয়েই আমরা বিরক্ত হই। বাট এটাকে প্রাকৃতিক নয়েজ হিসাবেও ফুটপাতে বসে চারপাশের শব্দের সাথে মিলিয়ে দেখলে চারপাশের পালসটা ফিল করা যায়।

ধন্যবাদ আপনাকে।

৩৬| ১৫ ই জুন, ২০১৭ রাত ১:০০

Imtiaz Arnab বলেছেন: এক মগ কফির সাথে পারিপার্শ্বিক নয়েজটা দারুন লাগে।

১৫ ই জুন, ২০১৭ রাত ১:৩৯

জেন রসি বলেছেন: মাইন্ডফুল থাকতে পারলে ছোট ছোট ডিটেলসও অবসার্ভ করা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.