নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরম সত্য বলে কিছু নেই।

জেন রসি

সময়ের সাথে দাবা খেলি। বোর্ডের একপাশে আমার অস্তিত্ব নিয়ে বসে আছি। প্রতিটা সিদ্ধান্তই এক একটা চাল। শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলাটা উপভোগ করতে চাই!

জেন রসি › বিস্তারিত পোস্টঃ

পাঠ প্রতিক্রিয়াঃ অপার্থিব

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২



অপার্থিব। আরিয়ান রিয়াদের তৈরি করা এক পরাবাস্তব জগৎ। জগৎটা অনেকটা ভাঙ্গা আয়নার মত। আয়না ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতিটা টুকরোয় আবার প্রতিবিম্ব দেখা যাচ্ছে।

বইয়ের ফ্ল্যাপে লেখা আছে লেখক পরাবাস্তববাদী গল্পকার। মেটাফোর, ফ্যান্টাসি, ডার্ক কমেডি তার গল্পের বৈশিষ্ট্য। পরাবাস্তব গল্পের একটা সংজ্ঞাও দেওয়া আছে। “ যা কিছু অসম্ভব অথচ সম্ভাবনার শঙ্কা জাগায় প্রতিনিয়ত, যা কিছু অবাস্তব অথচ বাস্তবের চেয়েও অধিক তাই পরাবাস্তব গল্প।” বুঝাই যাচ্ছে লেখক এক অসম্ভব এবং অবাস্তব ক্যানভাসে সম্ভাবনা এবং বাস্তবের অধিক কিছু আঁকতে চেয়েছেন। এবার অল্প কথায় সে অসম্ভব সম্ভাবনা এবং অবাস্তব কিন্তু বাস্তবের অধিক সে অপার্থিব জগৎ থেকে ঘুরে আসা যাক।

বইটি হাতে নিলে প্রথমেই যা চোখে পড়বে তা হচ্ছে বইয়ের প্রচ্ছদ। লেখক নিজেই এ বইয়ের প্রচ্ছদ করেছেন। অপার্থিবর “পা” এর জায়গায় দেখা যাচ্ছে একজন মানুষের পা। এই পা অসলে কাকে পিষ্ট করছে? নাকি অর্থবোধক শব্দে এ এক অর্থহীন পদক্ষেপ? যাইহোক প্রচ্ছদটা নিয়ে ভাবার জায়গা আছে। এবং আমার ভালো লেগেছে।


পরাবাস্তববাদী গল্পকার

বইয়ের গল্পগুলো ছোট ছোট। এবং এক্সপেরিমেন্টাল। প্রতিটা গল্পের ভেতরেই একজন পরাবাস্তববাদী লেখককে আবিষ্কার করা যায়। যিনি অসম্ভব এক প্লট নির্মান করে অবাস্তব সব ব্যাখ্যার অতীত চরিত্র নিয়ে কিছু একটা বুঝানোর এবং বুঝবার চেষ্টা করেছেন। এবং একই কায়দায়, একই ভঙ্গিমায় একের পর এক গল্প বলে ফেলা হয়েছে। একটানে গল্পগুলো পড়ে ফেললে মনে হতে পারে ভিন্ন ভিন্ন চরিত্র বা প্লটের এক অভিন্ন গল্প পড়লাম। যেখানে পরাবাস্তব গল্পই হতে হবে এমন এক সংকল্প লেখকের ছিল। ফলে কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে ঘাড় ধরে গল্পের মোড় পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে শুধুমাত্র পরাবাস্তব আবহ তৈরি করার জন্যই গল্পে ট্যুইস্ট আরোপ করা হয়েছে। লেখকের স্বতঃস্ফূর্ততার বদলে দেখা মিলে পরিকল্পিত হস্তক্ষেপ যার ছাপ বেশ কিছু গল্পে রয়েছে। কিছু কিছু গল্প অনুবাদের মত মনে হয়েছে।

তবে এসব ব্যাপার অগ্রাহ্য করে গল্পের গভীরে ডুব দিতে পারলে দেখা মিলবে এমন কিছুর যা হয় পাঠককে ভাবাবে নাহয় ধাক্কা মেরে গল্প থেকে বের করে দিবে!


মেটাফোর

উদ্ভট প্লট। অ্যাবসার্ড সব ঘটনা। কিন্তু তার ভেতরেই প্রতিফলিত হয় মানুষের যাপিত জীবন। তা না হয়ে অবশ্য উপায় নেই। কারন গল্পগুলো মূলত মানুষ নিয়েই। মানুষের মনের ভেতর অন্ধকার ঘরে ঘাপটি মেরে থাকা প্রবৃত্তিগুলো কিভাবে মানুষের যাপিত জীবন, অবচেতন মন এবং চেতন মনের দ্বন্দ্ব, সীমাবদ্ধতা, সীমাবদ্ধতাকে অতিক্রম করার চেষ্টা, মানুষের সাথে মানুষের বিভিন্ন রকম সম্পর্কের সাথে বিক্রিয়া করে সেসবের বিভিন্ন সমীকরনের দেখা মিলবে অপার্থিবর পরতে পরতে। এবং তা করতে গিয়ে লেখক এমন কিছু মেটাফোরের জন্ম দিয়েছে যা একই সাথে উপভোগ্য এবং দূর্বোধ্য।

ডার্ক কমেডি এবং প্যারাডক্স

মানুষের মুক্তি নেই। তার জীবন থেকে। বেঁচে থাকা থেকে। মৃত্যু থেকে। মানুষের কোন ইশ্বর নেই। সত্য নেই। মিথ্যা নেই। মানুষের বাস সত্য এবং মিথ্যার মাঝখানে এমন এক জগতে যেখানে মানুষই তার ইশ্বর। মানুষই অদৃষ্ট। মানুষ যখন মানুষের মুখোমুখি হয় তখন সে ইশ্বর এবং অদৃষ্টের মুখোমুখি হয়। নগ্ন আলোয় অন্ধকারের লেনদেন করে করে মানুষগুলো হয়ে উঠে জীবন্ত প্যারাডক্স।

এমন কিছুই মনে হয় লেখক তার অপার্থিব জগতের গল্পগুলোয় বলতে চেয়েছেন। তবে এমনও হতে পারে হয়তো তিনি এমন কিছুই বলতে চান নাই। আমি ভেবে নিয়েছি।

চা পানের সময় হয়েছে। সুতরাং রিভিউ ক্ষতম!



















মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বই মেলায় যাওয়া হয় না আমার, বই পড়ার সুযোগও হয় না অনেকবছর। সামুর সুবাদে মাঝেমধ্যে অনেককিছু পড়ার সুযোগ হয় ামার। সেজন্য কৃতজ্ঞতা জানাই সামুর প্রতি।

আপনার রিভিউ পড়ে ভালোই লাগলো, রিয়াদ ভাইয়ের লেখার ধরণ বুঝে আমি যতদূর ভেবেছি সেরকমই আপনার রিভিউ পড়ে মিলে যাচ্ছে, আগ্রহও জাগছে অপার্থিব পড়ার।
রিভিউ পোষ্ট করায় কৃতজ্ঞতা জানাতেই হয়।
আরিয়ান ভাই ও আপনার জন্য শুভকামনা রইল।
অপার্থিব আলোচিত হোক প্রত্যাশা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১০

জেন রসি বলেছেন: সামুর প্রতি আপনার আবেগটা টের পাওয়া যাচ্ছে। আপনিও লিখে চলুন। শুভকামনা।



২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

অপার্থিব ক্ষমতার অধিকারী এই লেখক! আমি পড়ে অভিভূত!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

জেন রসি বলেছেন: ধন্যবাদ ডানা ভাই। আছেন কেমন?



৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


রিভিউর ধরণ দেখে মনে হচ্ছে যে, লেখক আপনার পরিচিত; বই'এর প্রচ্ছদটা বিশ্রী, বাকীটুকু আপনি জানেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০

জেন রসি বলেছেন: ব্যাখ্যা ছাড়া মনে হওয়া ব্যাপারটা একটা বায়বীয় ব্যাপার। অনেকটা ভূত দেখার মতই। প্রচ্ছদ আপনার কাছে বাজে লাগতেই পারে। তাই বলে সবার কাছে লাগতে হবে এমন কোন কথা নাই। শিল্প জাজ করার ব্যাপারটা আপেক্ষিক।

ধন্যবাদ আপনাকে।



৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর করে পাঠ প্রতিক্রিয়া জানিয়েছেন।
আমি এমন মাথা মোটা। এই পা যে অপার্থিবের 'পা' তা ছবি দেখে বুঝতেই পারিনি। পায়ের ছবি কিজন্য তা মেলাতেই পারিনি। :P
হাতুড়ে লেখকের গল্প সবসময়ই ভালো লাগে। গল্পের শেষে চমক থাকে। অপার্থিবও তারচেয়ে ব্যতিক্রম হবেনা বোঝাই যাচ্ছে।
শুভকামনা লেখক এবং তার বইয়ের জন্য।
ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

জেন রসি বলেছেন: আমারো মাথা মোটা। এই পায়ের আক্ষরিক অনুবাদ করলেও ভাবানুবাদ আমি করতে পারিনাই। :P তবে পায়ের উপস্থিতি ভালো লেগেছে।

ধন্যবাদ আপু। আপনার জন্যও শুভকামনা।



৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪১

হাতুড়ে লেখক বলেছেন: জেন রসি একজন সুক্ষ্মদর্শী বিশ্লেষকের নাম যার চোখের দিকে তাকালে মনে হয় তিনি ভেতর অব্দি দেখতে পাচ্ছেন! রিভিউ ভাল লাগে নাই। আরেকটু সমালোচনার করাই যেত মনে হয়। ভালবাসা রইলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১

জেন রসি বলেছেন: সমালোচনা বা প্রশংসা করতেই হবে এমন উদ্দেশ্য নিয়া আমি পড়িনা। তবে এই বইয়ের সমালোচনা মনে হয় আমি করেছি। যেমন সব একই টাইপের গল্প। একঘেঁয়ে। অনুবাদ টাইপ। পরাবাস্তব হতেই হবে লেখকের এমন মাইন্ড সেট—এসব ব্যাপারকে সমালোচনা হিসাবে নিতেও পারেন। তবে এসবের বাইরে গিয়ে আমার আগ্রহ ছিল গল্পের ভেতরের গল্পটা আবিষ্কার করা।


৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

শিখণ্ডী বলেছেন: হাতুড়ে লেখকের লেখা ভালই লাগে। তবে বৈচিত্রহীন লাগে মাঝে মাঝে। প্রতিদিন প্রিয় পোলাও খেতে নিলে যেমন হয় /:) প্রচ্ছদ ভাল লাগেনি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

জেন রসি বলেছেন: বৈচিত্র্যহীন। এটা আমারও মনে হয়। প্রচ্ছদ আমার কাছে ভালো লেগেছে।


৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৭

সুমন কর বলেছেন: রিভিউ পড়া ক্ষতম................ ভালো লিখেছেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

জেন রসি বলেছেন: মন্তব্য পড়া ক্ষতম। ধন্যবাদ দাদা।


৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রচ্ছদ কিছুটা আনকমন ধরণের ।

গল্পগুলো মনে হয় ভালই হবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

জেন রসি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।


৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আসলে- টাইপোটা ঠিক করে নিয়েন। আরিয়ান পড়তে ভালোই লাগে। প্রেডিক্টেবল ছাড়া অন্যকোন দোষ আমার চোখে বাঁধে নাই। 'অপার্থিব' এর সমৃদ্ধি কামনা করি।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫০

জেন রসি বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাই।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৪

হাতুড়ে লেখক বলেছেন: পরাবাস্তব হতেই হবে লেখকের এমন মাইন্ড সেট—এসব ব্যাপারকে সমালোচনা হিসাবে নিতেও পারেন

নিলাম। B-)

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫১

জেন রসি বলেছেন: তবে বিনিময় হইলো।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৩

জাহিদ অনিক বলেছেন:

অপার্থিব এর দুইটা রিভিউ দেখালাম। আপনার আর হামা ভাইএর। খুব চমৎকার।
মনে হচ্ছে খুব ভালো বই লিখেছেন অরিয়ন রিয়াদ।
নাহ এত ভাল বই কেনা যাবে না, পড়াও যাবে না

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৩

জেন রসি বলেছেন: তাহলে আবার বইয়ের জন্য অপেক্ষা করেন! ;)

১২| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০

অলওয়েজ ড্রিম বলেছেন: জেন রসি, বই পড়ার সময় হয় না। ব্লগে ফেবুতে রিভিউ পড়ে দুধের স্বাদ ঘোলে মিটাই।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৫

জেন রসি বলেছেন: সময় খুবই টাফ প্লেয়ার!

১৩| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: রিভিউ খুব ভালো লাগলো । তবে পড়তে দেরী হোলো ।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৬

জেন রসি বলেছেন: ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.