নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপনারানের কূলে জেগে উঠিলাম ,জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।

রুপ নারানের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগত স্বপ্ন নয়।

আদম_

হিজলের, তাল, বুনোঘাস, গুল্মলতার ঝোপে, কাশবন, বাশঝাড়, ভরা ভাদরের নদীকূলে। ফেলে এসেছি শৈশব আনমনে কোনো এক কালে হারিয়ে ফেলেছি গোধুলি লগ্ন মঙ্গল ধুপে। রাতজাগা চোখে, জোনাকির আলো, কদমের ঘ্রাণ সবকিছু পলাতক সময়ের স্রোতে।

আদম_ › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের জার্নাল

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

তুমি আজ দুর দেশের বাসিন্দা।

এদেশে আজও ঝম-ঝম বর্ষা নামে। ঝিলের বুকে শাপলা ফোটে। উথাল-পাতাল জোছনায় ভরে যায় চারিদিক। হালটের দুপাশে দিগন্তজোড়া ধান ক্ষেত, তার উপর দিয়ে হু হু করে বয়ে যায় দুরন্ত হাওয়া। ছোট নদীটা শুকিয়ে এসেছে, তার পাড়ে বসে আমরা আড্ডায় মেতে উঠি কয়েকজন । চাদের আলোয় চিকচিক করে নদীটার বালি ; কিছুদিন পর তার আসন্ন যৌবন।

এদেশে আজো হরতাল হয়। হরতালে মানুষও মরে। দেশ গড়ার মহান প্রত্যয় নিয়ে আমরা নির্বিচারে পুড়িয়ে দেই গাড়ি, বাড়ি, মন্দির ইত্যাদি ইত্যাদি।

পৃথিবীর আর দশটা আড্ডার মত, আমাদের আড্ডারও কোন মাথামু্ন্ডু থাকেনা । কোন এক বিষয় দিয়ে শুরু হয়ে তা দ্রুত ডালপালা ছড়ায়। সেখানে থাকে রাজনীতি, অর্থনীতি, প্রেম, যৌনতা, ক্রিকেট-ফুটবল, পাশের বাড়ির মেয়েটা, আটপৌরে গল্প, চেয়ারম্যান ইলেকশন, চাকরি-বাকরি ইত্যাদি। মাঝে মাঝে তুমিও। সিগারেটের বংশকে নির্বংশ করতে করতে আমরা বক-বক করে চলি।

এ এক অন্যভুবন। বাড়ি ফেরার তাড়া নেই। চিন্তা নেই, ভাবনা নেই, চোখে ঘুমও নেই। যেন আমরা সবাই চন্দ্রগ্রস্ত। লুনাটিক। মাঝে মাঝে আমরা গান গাই, গলায় গলা মিলিয়ে হল্লা করি। বাতাসের জাল দিয়ে জীবন ধরার ফাদ বানাই। মহাকাশের অতল গর্ভে মিশে যায় আমাদের শদ্ববুনট।

আচ্ছা সাত-সমুদ্র তের নদীর ওপারের তোমার ওই দেশে কি জোনাকী-পোকা আছে ? ইউ এস ডলার দিয়ে নাকি সবই কেনা যায়? পারলে কিছু জোনাকী পোকা কিনে নিও অথবা আমাদের মত কাউকে -চন্দ্রগ্রস্ত, লুনাটিক।

ভালো থেকো।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
"ভালোবেসে যারে ছুঁই সেই যায় দীর্ঘ পরবাসে!"

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭

আদম_ বলেছেন: কি ক্ষত, কি দহন
কোন সে ঝড় আমি রাখি পুষে।
বিষাদের পৃথিবী যার গেছে ধুলায় মিশে।
হায় হৃদয় ,অবুঝ হয়
আবারও ফিরে পেতে চায় সে তোমায়।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

বৃতি বলেছেন: এ এক অন্যভুবন। বাড়ি ফেরার তাড়া নেই। চিন্তা নেই, ভাবনা নেই, চোখে ঘুমও নেই। যেন আমরা সবাই চন্দ্রগ্রস্ত। লুনাটিক। মাঝে মাঝে আমরা গান গাই, গলায় গলা মিলিয়ে হল্লা করি। বাতাসের জাল দিয়ে জীবন ধরার ফাদ বানাই। মহাকাশের অতল গর্ভে মিশে যায় আমাদের শদ্ববুনট।

মন ছুঁয়ে যাওয়া লিখা । আসলে কি জানেন, পৃথিবীর কোথায় যে সুখ, কিসে যে সুখ- তা কেউই জানে না । সারা পৃথিবী জুড়ে একটাই চাঁদ, সারা পৃথিবী জুড়েই চন্দ্রগ্রস্ত মানুষের ছড়াছড়ি ।

১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

আদম_ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার এপিটাফ পেয়েছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.