নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ কথা যায় না বলা সহজে

খুবই সাদামাটা, আজো জানি না কিভাবে মানুষ দেখে শুনে করে পাপ।

রাতপাখি

চাতক কি জানে বৃষ্টির দেরী আর কত কাল?

রাতপাখি › বিস্তারিত পোস্টঃ

সংসদ পাঠাগারে বাংলাদেশের সংবিধান নেই

১৪ ই মে, ২০১৩ বিকাল ৩:৫৫

সংবিধানের প্রণয়ন ও সংবিধানের মর্যাদাকে সমুন্নত রাখার দায়িত্বশীল প্রতিষ্ঠান জাতীয় সংসদের কেন্দ্রিয় পাঠাগারে নেই সংবিধানের কোন কপি।



আজ দুপুর দুইটার দিকে একজন সংসদ সদস্য তাঁর ব্যক্তিগত সহকারীকে সংসদ ভবনের কেন্দ্রিয় পাঠাগারে সংবিধানের একটি কপি সংগ্রহ করতে পাঠালে সংসদ সচিব জনাব মাহফুজুর রহমান জানান যে, কেন্দ্রিয় পাঠাগারে সংবিধানের কোন কপি নেই।



সংসদের কেন্দ্রিয় পাঠাগার থেকে সংসদ সদস্য ছাড়াও অনেকে বই নিয়ে পাঠ করে থাকেন। কিন্তু সেই পাঠাগারে সংবিধান না থাকায় বিষ্ময়কর নয় কি! যে হাউজে সংবিধান প্রণয়ন হয় সেখানেই যদি না থাকে সংবিধানের কপি, তাহলে বিষয়টা কেমন হয়।



সংসদ সচিব জনাব মাহফুজুর রহমান জানান, “সংসদের কেন্দ্রিয় পাঠাগারে না থাকলেও ল’ পাঠাগারে সংবিধান আছে।” কিন্তু সেখান থেকে শুধুমাত্র সংসদ সদস্যরাই সংবিধান সংগ্রহ করতে পারবেন। তবে সংসদের কেন্দ্রিয় পাঠাগার থেকে যারা নিয়মিত বই নিয়ে পাঠ করছেন, তাদের জন্য কি সংবিধান পাঠের কোন ব্যবস্থাই রাখবে না জাতীয় সংসদের কেন্দ্রিয় পাঠাগার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.