নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার জগতে স্বাগতম।

মামুন্‌

মামুন্‌ › বিস্তারিত পোস্টঃ

মা

১০ ই মে, ২০১৫ দুপুর ১:০৩

আমার সন্তান যখন স্তনের জন্য তার মায়ের উপর ঝাপিয়ে পড়ে তখন মনে হয়, আমিওকি তাই করতাম?
আমার সন্তানের মা যখন তার সন্তানের কোন অমঙ্গল আশঙ্কাই আমার গলা টিপে ধরে , তখন মনে হয় আমার মাও কি এমনি করতো?
মা, বাবা মারা যাওয়ার পর তুমি ছাতা হয়ে ছিলে, এখনো আছ। দয়া করে সারাজীবন এভাবেই থেক।
গায়ের চামড়া খুলে পাপোশ বানায়ে দিলেও নাকি মায়ের এক ধার দুধের ঋন শোধ হয়না, আমি ঋন শোধ করতে চায়না, সে যোগ্যতাও নেই। ঋনি থাকতে চাই।
আমার স্ত্রীকে বলতে চাই, তোমাকে আমি তোমার অধিকার ক্ষুন্ন করে মাকে দান করে দিছি। আমাকে মাফ করে দিও।
একদিন যদি আমি না থাকি তখন বুঝবা তোমার জন্য আমি কি করছি। আশা করি, তোমার সন্তানেরাও তোমার এভাবে যত্ন নিবে।
আজকের মা দিবসে পৃথিবীর সব মাকে শ্রদ্ধা যানায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৯

মামুন তালুকদার বলেছেন: সব মায়েরা যেন ভাল থাকে এটাই কামনা।।।
খুব ভাল লিখছেন।।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

৩| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭

শাহানাজ সুলতানা বলেছেন: ্লেখাটি ভালো লাগলো। আমি এই ব্লাগে নতুন। আমার পাতায় আমন্ত্রণ রইলো।

৪| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৪

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর লেখাটি ভালোই লেগেছে ।।।




মিতা মশাই ভালো লেখেন ।।আরো ভালো লিখুন এই কামনা করি।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.