![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য অনুসন্ধান পছন্দ করি, ব্যাক্তিস্বার্থ ক্ষুন্ন হলেও
বাবা-মেয়ে বা মা-ছেলে যৌন সম্পর্ক পশুটার কাছে স্বাভাবিক ! ( প্রাপ্ত বয়ষ্ক ও সম্মতিতে হলে) চিন্তা করেন পশুটা কতটা স্বাভাবিক !
আমি ইনসেস্ট সম্পর্করে অস্বাভাবিক বলি নাই, পরষ্পরের সম্মতিতে হইলে কোন সম্পর্কে নিয়াই আমার চুকলানী নাই। তবে ইনসেস্টে কিছু সমস্যা থাইকা যায়, যেগুলা অবশ্যই গুরুত্ব দিয়া দেখতে হবে। যেমন সন্তান বিকলাঙ্গ হওয়া, বা অপ্রাপ্ত বয়সে পিতা কণ্যা/মাতা পুত্রের সম্পর্ক ঠিক নৈতিক হয় না। কারন অপ্রাপ্ত বয়সে মানুষ অনেক কিছুই ঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তাই সেই ক্ষেত্রে সম্মতি থাকলেও গ্রহণযোগ্য না।
এই গুলা বাদ দিলে আমার কোন সমস্যা নাই, কারো ব্যাক্তিগত সম্পর্ক নিয়া মাথা ঘামানো আমার কাজ না, রাষ্ট্রেরও না। সুত্র :
Click This Link
উপরের লিন্কের ২৩০ নম্বর কমেন্টের জবাব দেখুন :
এরকম অস্বাভাবিক লোকের চিন্তার "প্রচার - প্রসার -বিস্তার" কে যদি মত প্রকাশের স্বাধীনতা বলা হয় তবে কি সেটা একটা কুৎসিত অন্যায় না?
"মত প্রকাশের স্বাধীনতা" র মত গ্রহণযোগ্য বিষয়কেই বিতর্কিত করার অপচেষ্টা ?
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
হুমায়ুন তোরাব বলেছেন: vai double ashse.
+++++++++
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
রাতুলবিডি২ বলেছেন: ঠিক করছি, ধইন্যা ....
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
ওয়েসিস বলেছেন: ব্লগে বাল ফালানোর বয়স কত হইছে ????
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
রাতুলবিডি২ বলেছেন: ভাষাটা তো উনার মত লাগছে !
এইখানটায় গালি টালি চলে না ।
পক্ষে-বিপক্ষে যা-ই বলেন, আমারে যত কঠিন আক্রমণ করেন, করেন।
বাট - নো গালাগালি প্লীজ।
সব জায়গায় তো উনার রুচীমাফিক জিনিস চলে না!
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
উযায়র বলেছেন: কোন মুক্তমনার ওপর হামলা হয়নি। উগ্রবাদী অধার্মিকের ওপর হামলা হয়েছে Click This Link
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
উযায়র বলেছেন: খোদার চেয়ে শক্তিশালী দাবী করা আসিফকে নিয়ে বোমা ফাটালেন ব্লগার ডক্টর মুশফিক ইমতিয়াজ চৌধুরী
Click This Link
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
তামীম বলছি বলেছেন: মগাচীপের বিরুদ্ধে কথা কইলে ব্যান খাবার সম্ভাবনা আচে।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
রাতুলবিডি২ বলেছেন: ইহাই তো মত প্রকাশের স্বাধীনতা,
ইহা জানিয়াই বলগান!!
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
ফ্রিঞ্জ বলেছেন: আমাদের দেশে/ধর্মে কাজিন বিয়া করন যায় যেইটা আবার অন্য অনেক যায়গায় ইন্সেস্ট ধরে।
Marriages and sexual relationships between first cousins are stigmatized as incest in some western cultures.
ওদের হিসেবে তো আমরা অসভ্য।
আবারঃ
In some societies, such as those of Ancient Egypt and others, brother–sister, father–daughter, and mother–son, cousin-cousin, uncle-niece, aunt-nephew, and other permutations of relations were practiced among royalty as a means of perpetuating the royal lineage.
তাই কোন যায়গায় লাইন টান্তে হবে সেইটা আমাদেরই ঠিক করতে হবে। বিভিন্ন ধর্ম/সমাজ যে 'লাইন' টান্সে আমরা সেইটাতে অভ্যস্ত। এইটা নিয়া ক্যাচাল না কইরা যেই সমাজে যেইটা চলে সেইটা মাইনা নিয়া চলাই ভাল।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
রাতুলবিডি২ বলেছেন: সমাজে যেইটা চলে সেইটা মাইনা নিয়া চলাই ভাল।
উনি তো এটা বুঝতে চান না!
মা-ছেলে / বাবা - মেয়ে বলটেও তো রুচীতে বাধে।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
সজীব আকিব বলেছেন:
আসিফের লেখা বুঝতে হলে আপনার আরো বয়স হওয়া দরকার।
আপনার লেখাটা ধর্মান্ধ সুলভ হিংসার বহিঃপ্রকাশ।
একটা সূত্র বলি - এক বা একাধিক প্রাপ্তবয়স্ক মানুষ ধর্মীয় বা অধর্মীয় যেকোনো ধরণের কাজে লিপ্ত হলে যদি কারো কোনো ক্ষতি না হয় তবে তাহা নিয়ে মাথাব্যথার কারণ নেই একজন মুক্তচিন্তকের।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
রাতুলবিডি২ বলেছেন: মা-ছেলে / বাবা - মেয়ে এসব বুঝার বয়স কি আপনার হয়েছে ?
আপনার তাহলে মানব জাতিকে গ্যান দানে এঘই্যএ আসা উচিত ।
George Sayers, 46, and Tiffany Hartford, 23, of Bethel, Connecticut, were charged on Monday with third-degree sexual assault in an investigation that began with a complaint by Hartford’s former girlfriend. DNA tests proved they are father and daughter and parents to their child.
Click This Link
বিশ্বের গণতন্ত্র আর স্বধীনতার দাবীদার আম্রিকা কি যে করে, এষব কাজে আবার গ্রেফতারও করে !
Aspiring porn star Tiffany Hartford, her father George Sayers Jr. have child together, arrested on sex, obscenity and conspiracy charges
Read more: Click This Link
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
তামীম বলছি বলেছেন: আরেকজন ইনসেস্ট সমর্থক পাওয়া গেল।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
রাতুলবিডি২ বলেছেন: ইহাই তো মত প্রকাশের স্বাধীনতা,
ইহা জানিয়াই বলগান!!
এখনও যে দু-চার কথা বলতে পারছি এটা উনাদের বিশেষ ডয়া!
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
সজিব তৌহিদ বলেছেন: তাই কোন যায়গায় লাইন টান্তে হবে সেইটা আমাদেরই ঠিক করতে হবে। বিভিন্ন ধর্ম/সমাজ যে 'লাইন' টান্সে আমরা সেইটাতে অভ্যস্ত। এইটা নিয়া ক্যাচাল না কইরা যেই সমাজে যেইটা চলে সেইটা মাইনা নিয়া চলাই ভাল।
এই কথার সাথে আমি সহমত দিলাম।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
রাতুলবিডি২ বলেছেন: ভাইসাব, এই পোষ্ট কোনটা ভাল কোনটা খারাপ এটা বলার জন্য দেই নি,
দিয়েছিলাম " মত প্রকাশের স্বধীনতা "র মানে যদি এটা হয়, তবে যারা " মত প্রকাশের স্বধীনতা " চাইছে একটু জেনে শুনেই এটা করুক।
ভাল থাকেন। যেই সমাজে যেইটা চলে সেইটা মাইনা নিয়া চলাই ভাল।
উনি তো এটা বুঝতে চান না!
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
ফরিদ আলম বলেছেন: ধন্যবাদ
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
রাতুলবিডি২ বলেছেন: আপনাকেও...
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১
ঘুমকাতুর বলেছেন: রসময় গুপ্তের বই পইড়া জ্ঞানী হওয়া লোক আর ভালো কি কইবো?
ধরে নেই স্রষ্টা নাই। মানুষের পূর্ব পুরুষ বানর।
এখন কথা হইলো সভতা বিকাশের সাথে সাথে মানুষ পশুদের সাথে নিজেদের ব্যাবদান তৈরী করে সভ্য হচ্ছে। আর মঘা মিয়া পশুত্যে ফিরে যাওয়ার আহবান করতেছে।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
রাতুলবিডি২ বলেছেন: ভাই আমি কারো ব্যক্তিগত বিষয় নি্যে সমালোচনা কুৎসা রটনায় বিশ্বাসী না, আমার সব লেখাই ক্যাচাল ধর্মী তবে সবসময়ই গালাগালি কুৎসা এসব এরিয়ে চলি ।
এই পোষ্ট টাও গালি বা কুৎসা রচনার উদ্দেশ্যে না । মত প্রকাশের স্বাধীনতার নামে এর অপব্যবহারকারীডের বিকৃত কদর্য রূপ প্রকাশ করে তার প্রতিবাদ করা । এতটুকুই।
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
ব্লগার রাইয়ান বলেছেন: সজীব আকিবদের মতো লোকজন যারা মনে করে তারা বেশি বুঝে আসলে কিছুই বোঝে না।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
রাতুলবিডি২ বলেছেন: আমি নিজেও বেশী একটা বুঝি না, তবে
এরকম অস্বাভাবিক লোকের চিন্তার "প্রচার - প্রসার -বিস্তার" কে যদি মত প্রকাশের স্বাধীনতা বলা হয় তবে কি সেটা আমার দৃষ্টিতে একটা কুৎসিত অন্যায় ।
"মত প্রকাশের স্বাধীনতা" র মত গ্রহণযোগ্য বিষয়কেই বিতর্কিত করার অপচেষ্টা ।
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০
প্যারাসিটামল বলেছেন: এই কথা যদি সে বলে থাকে তবে সে একটা কুইত্তা আর যদি না বলে থাকে তবে আপনি একটা কুইত্তা ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
রাতুলবিডি২ বলেছেন: Click This Link দয়া করে এই পোষ্টে ২৩০ নং কমেন্টের জবাবটা একটু দেখেন , এর পর আমরে গালি দেন, কিছু কমু না!
১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
এক্স ফ্যাক্টর বলেছেন: c c
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
রাতুলবিডি২ বলেছেন: কপি পেষ্ট ।
১৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
রাতুলবিডি২ বলেছেন: নিঝুম মজুমদারের মুল্যায়নে পর্ণ সাইট এডমিন আসিফ
Click This Link
১৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
রাতুলবিডি২ বলেছেন: নিজেকে খোদার চেয়ে শক্তিশালী দাবী করা আসিফ
Click This Link
আসিফের কাছে বাবা-মেয়ে বা মা-ছেলে যৌন সম্পর্ক স্বাভাবিক !
Click This Link
পর্ণ সাইট এডমিন আসিফ
Click This Link
একটা পশু মনের/মানের জীবকে নিয়ে ষ্টিকি পোষ্ট !
Click This Link
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২
খাটাস বলেছেন: ভাই আগেই বলে নেই আমি আস্তিক। তবে আসিফ এর কথার প্রেক্ষিতে একটা কথা বলতে চাই, নাস্তিক দের কাছে স্রষ্টা নেই, বিয়ে নেই, কোন কিছুর বাধা নিষেধ নেই। তাই এখানে বাবা, মা , বোন ভাই সব শুধু একটা সম্পর্কের নাম। আর কিছু হউয়া উচিত না। তাই সব নাস্তিক ইনসেস্ত করার ইচ্ছা করতেই পারে। এমন মানসিকতার কথা আমরা ভাবতে পারি না। কিন্তু যার কাছে ভাল মন্দের বিভেদ এর কোন নিয়ম নেই, তার কাছে স্বাভাবিক। কিন্তু সব নাস্তিক রা কেন এটা পছন্দ করছেন না, বা মেনে নিতে পারছেন না, বুঝতে পারছি না। তার হামলার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আমার কথায় ভুল থাকলে নিজ গুনে আমার অজ্ঞতা ভেবে মাফ করবেন। ভাল থাকবেন। ভাল পোস্ট।
১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
রাতুলবিডি২ বলেছেন: নাস্তিক দের কাছে স্রষ্টা নেই, বিয়ে নেই, কোন কিছুর বাধা নিষেধ নেই। তাই এখানে বাবা, মা , বোন ভাই সব শুধু একটা সম্পর্কের নাম। আর কিছু হউয়া উচিত না। তাই সব নাস্তিক ইনসেস্ত করার ইচ্ছা করতেই পারে।
:হুম
ভাল বিশ্লষণ!
১৯| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯
আদম_ বলেছেন: ওয়াক থুহহহহহহ। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। দুর্জনদের পরিহার করুন।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
রাতুলবিডি২ বলেছেন: যা দিনকাল এসেছে তাতে এখন আমরাই পরিত্যাজ্য । সামু তে একটার পর একটার নিক বাতিল হচ্ছে কোন গালিগালাজ করা ছাড়াই!
এটাই মত প্রকাশের স্বাধীনতা !
২০| ২৪ শে মে, ২০১৪ রাত ২:১৯
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: কোন সুস্থ মস্তিষ্কের মানুষ আজাচার বা ইনসেস্টকে কেমন করে সমর্থন করতে পারে মাথায় আসে না। মাতার সাথে পুত্রের যৌন সম্পর্ক বা পিতার সাথে কন্যার সম্পর্ক একেবারে বীভৎস। উগ্র এই সব নাস্তিকদের সমর্থনে কাউকে কাউকে আবার বড় গলায় কথা বলতেও দেখা যায়।
আল্লাহ আমাদের রক্ষা করুন যাবতীয় পাপ পঙ্কিল পথ থেকে।
আল্লাহ আমাদের রক্ষা করুন বিপথগামিদের নোংরা হাত থেকে।
আল্লাহ আমাদের একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার তাওফিক দান করুন। আমিন
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
রাতুলবিডি২ বলেছেন: This post was removed after I have made the post some hours ago.
I dont know why! or is this freedom of speech??????????????