![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখুন গায়ে গায়ে লাগালাগি দুটা হাত, অথচ একটার ছায়া পড়েনি অন্যটিতে !
একটু বড় করে দেখুন
কি মনে হয় ? একটা ছবিকে কেটে বসিয়ে দেওয়া ? জুম করে দেখুন : কি মনে হয় ?
কি বুঝা যায় ?
ছবিটি রিয়েল ?
না এডিটেড ?
মুল ছবি পাবেন মুহিতের এলবামে : Click This Link
২| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩০
মোমের মানুষ বলেছেন: ভাই এভারেস্টের সার্টিফিকেট কই পাওয়া যায়? আর কোনটার দাম কত?
০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
রাতুলবিডি৪ বলেছেন: ফটোশপে, একদম ফ্রী ...
৩| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৮
হেডস্যার বলেছেন:
ধুর মিয়া ! কয়দিন ধইরা এক প্যাচালের আলাপ দেখতেছি।
আপনেরা টায়ার্ড হন না??
এডি কোন গবেষনার বিষয়?
এভারেষ্টে চইড়া হেরা দেশ ও জাতিরে কি চাঙ্গে উঠাইয়া ফালাইছে??
৪| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: ছবিটা দেখে মনে হতে পারে গায়ে গা লাগানো। কিন্তু বাস্তবে তা নাও হতে পারে। ক্যামেরাটা এমন একটা পজিশনে ছিল যে ছবিতে মনে হচ্ছে গায়ে গা লাগানো
০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
রাতুলবিডি৪ বলেছেন: আচ্ছা আপনি বলুন তাহলে মুহিত ( লাল ) কি ক্যামেরার দিকে ? না নীল জ্যাকেট ক্যামেরার কাছে ?
আলো আসছে পিছন থেকে ।
তাই নীল জ্যাকেট কিছুটা সামনে হলেও মুহিতের ছায়া তার গায়ে পড়বে।
৫| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪২
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: লাইট টা পিছন থেকে নয়, মুহিতের ডান দিকে থেকে কিছুটা পিছন থেকে আসছে। মুহিতের ডান হাতের ছায়ার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। আমি পাহাড়ে ওঠার বিতর্কে যাচ্ছিনা। আমি জানিনা সে গেছে কি যায়নি। আমি কেবলি আপনার ছবির বিশ্লেষন নিয়ে কথা বলছি।
আর গায়ে গা লাগানোর ব্যাপারে, আপনার সাথে ১০ ফিট দুরত্ব রেখেও ছবি তুললে সেটা গায়ে গা লাগার মত দেখতে লাগতে পারে। এইটা অসম্ভব না।
০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২
রাতুলবিডি৪ বলেছেন: ডান দিক থেকে - পিছন থেকে আসছে বলেই কিছু না কিছু ছায়া অবশ্যই নীল জ্যাকেটের গায়ে পড়বে ।
আপনার সাথে ১০ ফিট দুরত্ব রেখেও ছবি তুললে সেটা গায়ে গা লাগার মত দেখতে লাগতে পারে। - এটা ঠিক তবে এখানে ওনারা পাশাপাশি দাড়ান, তাই আগে পিছে হলেও অল্প আগে পিছে । আর সকাল সাতটার সময়ের ছবি এটা, তাই সূর্য বেশ তীর্যক ভাবে আসবে, নীল জ্যাকেটের গায়ে ছায়া না পড়ার কোন কারণ-ই নেই।
৬| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮
মাঘের নীল আকাশ বলেছেন: প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল
সহমত!
লাইটং যেভাবে আছে তাতে লাল জ্যাকেটের ছায়া নীল জ্যাকেটে কোনভাবেই পড়বে না!
০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪
রাতুলবিডি৪ বলেছেন: লাইটং যেভাবে আছে - আপনি ই বলুন না, কিভাবে লাইট আসছে ?
সুর্যের এলিভেশন কত ? এজিমুথ ?
ছায়া কোথায় কোথায় পরবে নিজস্ব একটা বিশ্লষণ দিন না!
৭| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৭
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: পিছন দিক থেকে আলো আসলে মুহিতের ডান হাতের উপর ছায়া থাকা উচিত এবং থুতনির নিচে কোনোভাবেই উজ্বল আলো থাকার কোনো কারন নাই।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪২
রাতুলবিডি৪ বলেছেন: পিছন এবং ডান দিক থেকে আলো আসছে, এক কথায় কি বলব ?
পিছডান ?
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৩
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: উত্তর আর পূর্ব এর মাঝামাঝি কে আপনি কি বলেন, উর্ব?
ঠিক পিছন থেকে যদি আলো আসে তাহলে মুহিতের থুতনির নিচে আলো থাকার কোনো কারন নাই। আর যদি মুহতের ডান দিক থেকে কিছুটা পিছনের দিক থেকে আলো আসে তাহলে সেটা সম্ভব কিন্তু সেক্ষেত্রে নীল জ্যাকেটের লোকের গায়ে তার ছায়া না পড়াটা প্রমাণ করে না যে ছবিটা এডিট করা।
আমি আবারও বলছি আমি বিতর্কে যাচ্ছি ছবিটা এডিক করা কি করা না?
০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৪
রাতুলবিডি৪ বলেছেন: ঠিক পিছন থেকে আলো আসেনি । আমি যদি বলে থাকি ঠিক পিছন থেকে আলো এসেছে, সেটা ভুল বলেছি । খুশী ?
এবার বলেন কত ডিগ্রী কোন থেকে মুহিতের গায়ে পড়ছে ?
আর আলো যদি ডান দিক থেকে কিছুটা পিছনের দিক থেকে আসে তাতেও নীল জ্যাকেটের গায়ে আলো পড়বে। কি বলেন ?
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৭
রাতুলবিডি৪ বলেছেন: আর এ ছবিটাও দেখবেন, একটু আগে পরের ছবি :
এখানেও মুহিতের কনুই নীল জ্যাকেটের সাথে লাগালাগি, এখানেও কোন ছায়া পড়েনি !
১০| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৪
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: আপনি বারবার একই যুক্ত দিচ্ছেন - কনুই নীল জ্যাকেটের সাথে লাগালাগি।
এইটা কোনো যুক্তি না। কারান আপনাকে তো বলেছি অনেক দুরে থেকেও ছবিতে গায়ে গা লাগা মনে হতে পারে।
০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৪
রাতুলবিডি৪ বলেছেন: তো বলেছি অনেক দুরে থেকেও ছবিতে গায়ে গা লাগা মনে হতে পারে। - আমিও তো তা বলেছি , মেনেছি।
কিন্তু এই ছবিতে কনুই একেবারেই লাগালাগি, কাছাকাছি। তাই ছায়া পড়বেই ।
আলো একদম পিছ থেকে আসলে ছায়া নীল জ্যাকেটে পড়বে না। আবার সোজা মুহিতের ডান দিক থেকে আসলেও ( মুহিত যদি কিছুটা পিছে থাকে তাহলেও ছায়া নীল জ্যাকেট ওয়ালার পিছ দিয়ে চলে যাবে ।
আলো আসছে কোনাকুনি । আর নীল জ্যাকেট ওয়ালা এত কাছে যে ছায়া পড়বেই ।
১১| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৮
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: :> :> :> :>
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৭
পথহারা নাবিক বলেছেন: এডিট করে উনার লাভ কি একটু বলবেন!!