![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের প্রথাম সুত্র বা উপপাদ্য হল সুখী হওয়া । পৃথিবীতে মায়ের কোলের শিশু থেকে শুরু করে মুমূর্ষ রোগী ও সুখ বা প্রকারান্তরে শান্তি বা আরাম চায় । কর্মক্ষত্রে মানুষ পরিতৃপ্তি বা আয়েশও চায় । সবই জীবনের চাওয়া । অতি গুরুত্ব পূর্ণ চাও্য়া । বাকী অন্যান্য উপাদান - অনুসংগ মূলত এই সুখকে আবর্তন করেই বিচরণ করে ।
তবে এর অস্তিত্ব বহ মাত্রিক হওয়ায় মানুষ কখনও পথহারা হয়ে যায় । যেমন ক্সুল পালানোর মাঝে একটা সুখ আছে , আবার পড়াশুণায় ভাল করে ক্যারিয়ার গঠনেও একটা সুখ আছে । দুটি ভিন্ন মাত্রার সুখ । তাই কোন বালক হয়ত এক মাত্রার সুখের দিকে আগ্রহী হয়ে ভিন্ন একটা মাত্রাকে ভলে যায় । ফলাফল : সাময়িক ও কল্পিত কিছু সুখের আশায় দীর্ঘ মেয়াদী ও বাস্তবধর্মী সুখ থেকে বঞ্চিত হতে হয় । তাই ক্ষেত্র ও মাত্রার ভিন্নতায় সুখের চেষ্টাও ভিন্ন রকম হয়ে থাকে ।
জীবনের সবচেয়ে প্রথাম উপপাদ্য হল , জীবনে সুখী হতে হবে , সুখের মাত্রা যাই হোক না কেন , ক্ষেত্র যেটাই হোক । জেনেশুনে নিশ্চিত দু:খের কোন পথ অবলম্বন করা যাবে না । প্রায় উপপাদ্যের -ই কিছু গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত থাকে । এগুলো মুল উপপাদ্যকে সমর্থণ করে, আরো স্পষ্ট ভাবে ব্যাক্ত করে । সুখের উপপাদ্যের প্রথম ও প্রধান অনুসিদ্ধান্ত : জীবনে দু:খ পাওয়ার কোন নিয়ম নেই ! স্বেচ্ছায় কষ্ট পাওয়া যাবে না ।
আর দুখের অবস্হা যদি এসেই যায় তবে তা ফেলে দিতে হবে মন থেকে বা ভুলে যেতে হবে । এটা মুল উপপাদ্যেরই আরেকটি গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত ।
দুখীনি দু:খ করো না , দুখীনি
-----------------------------------
চেয়ে দেখ উঠেছে নতুন সূর্য
পথে পথে রাজপথে চেয়ে দেখ রঙের খেলা
ঘরে বসে থেকে লাভ কি বল
এসো চুল খুলে পথে নামি
এসো উল্লাস করি…
দু:খিনি দু:খ করোনা…….দু:খিনি.. দু:খিনি।
আঁধারের সিঁদ কেটে আলোতে এসো
চোখের বোরখা নামিয়ে দেখ জোছনার গালিছা
ঘর ছেড়ে তুমি বাইরে এসো
চেয়ে রংধনু চেয়ে দেখ সাতরং
দু:খিনি দু:খ করোনা…….দু:খিনি.. দু:খিনি।
মিছিলের ভীড় ঠেলে সামনে এসো
দু:খের পৃষ্টা উল্টে দেখ স্বপ্নের বাগিছা
ঘরে বসে থেকে লাভ কি বল
এস হাতে হাত রাখি
এসো গান করি।
দু:খিনি দু:খ করোনা…….দু:খিনি.. দু:খিনি।
--------------------------------------------
দু:খিনি কেন দু:খ করবে না ? কারণ নিয়ম নেই । পৃথিবীতে সুখে থাকতে হবে এটাই নিয়ম । দু:খকে পাত্তা দেওয়ার কিছু নেই । ক্ষতিকর বস্তু । তাই একে পরিহার করতে হবে । সুখে থাকুন ভাল থাকুন , সেটাই গুরুত্বপূর্ণ বিষয় ।
২| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৭
হাসান জাকির ৭১৭১ বলেছেন: সুখে থাকুন ভাল থাকুন , সেটাই গুরুত্বপূর্ণ বিষয় ।
ভাল লাগল................
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫১
রাতুলবিডি৪ বলেছেন: দু:খিনি কেন দু:খ করবে না ? কারণ নিয়ম নেই । পৃথিবীতে সুখে থাকতে হবে এটাই নিয়ম । দু:খকে পাত্তা দেওয়ার কিছু নেই । ক্ষতিকর বস্তু । তাই একে পরিহার করতে হবে ।
সুখের উপপাদ্যের প্রথম ও প্রধান অনুসিদ্ধান্ত : জীবনে দু:খ পাওয়ার কোন নিয়ম নেই !
৩| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৯
রাতুলবিডি৪ বলেছেন: ধন্যবাদ ভাই ।
১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৩
রাতুলবিডি৪ বলেছেন: জীবনে দু:খ পাওয়ার কোন নিয়ম নেই !
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮
রাতুলবিডি৪ বলেছেন: জীবনে দু:খ পাওয়ার কোন নিয়ম নেই ! স্বেচ্ছায় কষ্ট পাওয়া যাবে না ।
Sadek Hossain সনি কথাটা শুনে পছন্দ করলেন , এ বিষয়ে আমার চিন্তা ভাবনা অনেক পুরাণো অনেক দৃড় । তাও একজন পছন্দ করায় ভাল লাগল । পোষ্ট দিতে উৎসাহ পেলাম