নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার ছেলে মাওলানা কমারুল গাফ্ফার

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী !

রাতুলবিডি৫

দেওবন্দী চিন্তাধারার অনুসারী । ভন্ড পীর, রাজাকার ধর্ম ব্যাবসায়ী সব খেদাই !

রাতুলবিডি৫ › বিস্তারিত পোস্টঃ

রাজাকার দলের মূল মাথা নিজামী - মুজাহিদের বিচার কার্যের অগ্রগতিই নেই !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

যে কোন দিন জামিনে দুই 'মহান' রাজাকার নেতাকে জেল থেকে বের করে দেওয়া খুবই সহজ, খুবই সম্ভব। এখনও তাদের বিচার প্রক্রিয়ায় বিরুদ্ধে অভিযোগ শুধুই অভিযোগের পর্যায়ে । নিজামীর রায় হতে হতেও হইল না ! ওনার রক্ত চাপ বৃদ্ধির 'কারণে' । জানিনা ওনার রক্ত চাপ কমেছে কিনা অথবা কমবে কি না ! গোআ - সাইদী র যেহেতু একটা রায় হয়েছে, আপীলও শেষ, এদের দুটাকে জেল থেকে শুধুমাত্র ' জামিন' দিয়ে বের করা যাবে না । আরো কিছু ঝামেলা আছে ।

কিন্তু নিজামী - মুজাহিদের কি হল ? ওরাই তো রাজাকার জন গোষ্ঠীর মূল নেতা, মন্ত্রী তো এরা দুজন-ই হয় ! এদের শা্স্তি দেখতে বাংলার মানুষকে এত দেরী শ্য করতে হচ্ছে কেন ???

আর গো-আ তো বাতিল মাল অনেক আগেই । সাঈদী তো ভাড়াটে বক্তা । ওরা তো কেউই মহান বাহিনীর চালক-নিয়ন্ত্রক না । মহান নিয়ন্ত্রকদের কিছু হচ্ছে না কেন ? ইসলামী ব্যাংকের ২২ হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ মুজাহিদের হাতে, তাই ?

আমাদের দেশে তো 'মাত্র' কোটি টাকা দিয়েও অনেক কিছু করা যায়, তাই ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫

িবশুদ্ধ এটম বলেছেন: জ্ঞানের পরিধি আরো বাড়াতে হবে এবং দুরদর্শী চিন্তা নিয়ে মাথা খাটান। কেননা এখন যাদের মুখে স্বাধীনতার পক্ষের শক্তি কথা শুনি তাদের জীবন চরিত্র নিয়া আমরা খুবিই সন্দিহান।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

মতিউর রহমান মিঠু বলেছেন: গোআ বাতিল বলে কি সব মাফ!! আজব...আপনারা পারেনও ভাই।
গনজাগরন এখন তিন টুকরো!! আপনাদের কথিত চেতনাও কি সব টুকরো টুকরো হয়ে গেছে??
আজব...................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.