নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার ছেলে মাওলানা কমারুল গাফ্ফার

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী !

রাতুলবিডি৫

দেওবন্দী চিন্তাধারার অনুসারী । ভন্ড পীর, রাজাকার ধর্ম ব্যাবসায়ী সব খেদাই !

রাতুলবিডি৫ › বিস্তারিত পোস্টঃ

কি ভাই আমেরিকার বিরূদ্ধে জেহাদে যাবেন ?

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৯

কাফেরদের আক্রমণের সময় মুসলমানদের উপর জেহাদ ফরজ হয়ে যায় । আর বর্তামানে আমেরিকা বিশ্বব্যাপী মুসলমান রা্ষ্ট্রগুলো আক্রমণ করে যাচ্ছে । এ অবস্হায় আমেরিকার বিরূদ্ধে জেহাদ করা প্রতিটি মুসলমানের উপর ফরজ।

আমি কিন্তভাই জিহাডে যাব না!

কারণ আমি মনে করি এখন আমেরিকার সাথে যুদ্ধ করতে যাওয়া ফ্রী ফ্রী আত্মহত্যা করা । সেটার কোন ইচ্ছা নেই, তাই ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪০

রাতুলবিডি৫ বলেছেন: জেহাদের সামর্থ থাকাটা : জেহাদের অন্যতম শর্ত । সেটা বর্তমানে মুসলমানদের নেই।

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪১

রাতুলবিডি৫ বলেছেন: তবে ইরাক আফগান সহ সারা বিশ্বে যে সব মুসলমানরা প্রতিরোধ যুদ্ধ করে যাচ্ছে তাদের পক্ষে আমার নৈতিক সমর্থণ ও শ্রদ্ধাবোধ অবশ্যই আছে, থাকবে।

২| ০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:১২

রাতুলবিডি৫ বলেছেন: সুরা আনফালের ৬৫ নং আয়াতে উল্লেখ আছে তোমরা যদি ১০০ জন দৃড় হও তবে ১০০০ জনের বিরুদ্দে জয়ী হবে । অর্থাৎ শক্তির অনুপাত ১০:১ হলেও জেহাদ করতে হবে । তবে দশগুন শক্তির বিপক্ষে যুদ্ধ করা মানুষের জন্য কঠিন । তাই আল্লাহপাক সহজ করে দেন পরের আয়াত ৮:৬৬ তে। জেহাদ ফরজ হয় শক্তির অনুপাত ২:১ হলেও । (যার মানে ১০:৫ ) তবে এটা সহজ করার জন্য ।

যতদূর মনে পরে আবু দাউদ শরীফেও বিষয়টা এভাবেই পরেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.