![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক আগে এলাকায় যখন কেউ এস এস সি পাশ করত তখন সবাই তাকে দেখতে যেত, কি ডিভিশন পেয়েছে সেটা বড় কথা নয়, পাশ করেছে এটাই ছিল সবচেয়ে বড় খবর। তারপর এলো গ্রেডের যুগ, ২০০৪/২০০৫ সাল পর্যন্ত এ + গ্রেডের কথা তেমন শোনা যায়নি, কিন্তু তারপরেই যে এটা লাগামহীন ভাবে ছড়িয়ে গেল তা বর্তমানে সবাই অবগত, অবশ্য শিক্ষার হারের অনেক উন্নয়ন হয়েছে তাই ভালো ছাত্র ভালো ফলাফল করবে এটাই সাভাবিক,কিন্তু সমস্যা হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে, সবাই যেমন ইচ্ছা থাকলেও বি এস সি ইঞ্জিনিয়ার হতে পারে না, তখনি আবার এমন কিছু লোক বি এস সি ইঞ্জিনিয়ার হয় যে কি আর বলব। আমি যে প্রতিষ্ঠান এ চাকরি করি সেখানে প্রায় ১২ জন বি এস সি ইঞ্জিনিয়ার আছে যাদের কাজ কি জানেন, ক্যাবল টানা, সকেট বোর্ড লাগানো, প্যানেল বোর্ড এ বিভিন্ন সার্কিট ব্রেকার লাগানো, এর বাইরে কিছু নয়, মানে তারা সবাই ছিল ডিপ্লোমা, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে তারা এখন বি এস সি ইঞ্জিনিয়ার(!) এবং তারা বেশ গর্ব ভরেই বলে আমি বি এস সি ইঞ্জিনিয়ার(!)। এখানেই শেষ নয়, এই প্রতিষ্ঠান এই বিভিন্ন বড় পদে কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে যাদের চাকরির বয়স ১৫/২০ বছর, তারাও এই বয়সে এসে বি এস সি ইঞ্জিনিয়ার(!) হচ্ছে। আমি একজন ইঞ্জিনিয়ার(!) কে জিজ্ঞেস করছিলাম আপনাদের ক্লাসে এমন ছাত্র কতজন আছে? জবাবে সে বলল প্রায় ৪৫ জন এবং সবাই ডিপ্লোমা,
তাহলে ভাবুন আগামি ৫ বছর পর কি দেশে কি রকম বি এস সি ইঞ্জিনিয়ার দের ছড়াছড়ি হবে.....
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৬
রায়হান০০৭ বলেছেন: সহমত
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৯
আরাফাত হোসেন অপু বলেছেন: Aar jara H.S.C te kono rokom e 3.0 peye e private versity te admission nicche tara bujhi engineering er shob kichu shikhe fhele bhai?.....aapni koto valo engineer sheta apnar kajh+ experience er upor depend korbe!..engineering sector e shekhar sesh nai..a....after 5 years pore jeta hobe sheta hocche ey diploma+b.sc engineering sesh kora der karone H.S.C theke eshe b.sc kora oonek student e shurute job pete jamela hobe....etai hocche oshoni shonket!!!!
১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
রায়হান০০৭ বলেছেন: ভালোই বলেছেন
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮
পাঠক১৯৭১ বলেছেন: ইনঝিনিয়ার বাড়লে ভালো হবে, ভয়ের কিছু নেই!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০
রায়হান০০৭ বলেছেন: ভাগ্যিস " হাউকাউ" করেননি
৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৩
রোদ ভেজা তপ্ত দুপুর বলেছেন: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচ এস সি পাস করে বি এস সি করার সুযোগ পাওয়া যাবে?
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
আজরাঈল আমি বলেছেন: ইন্জিনিয়ারের চাপে পাংচার অইয়া যাবে বাংলাদেশ