![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকার শাহজালাল বিমানবন্দরে নিষিদ্ধ ঘোষিত ভারতভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের (আইএম) এক সদস্য ধরা পড়েছেন। জিয়াউর রেহমান ওরফে ওয়াকাস নামের ওই ব্যক্তি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করছিলেন। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে আজ এই সংবাদ প্রকাশিত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার আরো জানাচ্ছে, গ্রেফতারের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) তাকে ধরে নিয়ে গেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ওয়াকাস বাংলাদেশে লুকিয়ে ছিলেন। নেপাল হয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ‘র’-এর জালে বন্দী আটকা পড়লেন এই আইএম সদস্য।
তবে ধরা পড়ার পর ওয়াকাসকে কীভাবে বিমানবন্দর থেকে বাইরে নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে—তা পরিষ্কার নয়।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাসপোর্ট তৈরিতে আইএসআইয়ের সামান্য ভুলের কারণে তাদের দোসর ওয়াকাস ঢাকা বিমানবন্দরে ধরা পড়েন। পরে চলে যান ভারতীয় গোয়েন্দাদের হাতে।
টাইমস অব ইন্ডিয়ার ভাষ্যমতে, ওয়াকাস যে বাংলাদেশে রয়েছেন, সে খবর ‘র’ এর কাছে ছিল। কিন্তু তিনি ঠিক কোথায় আছেন, তা তাদের জানা ছিল না।
ভারতীয় পত্রিকাটি জানায়, ওয়াকাসকে একটি পাসপোর্টের ব্যবস্থা করে দিয়েছিল আইএসআই। তিনি বিমানবন্দরেও গিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের অভিবাসন কর্মকর্তারা দেখতে পান যে পাসপোর্টে এন্টি স্ট্যাম্প নেই। বাংলাদেশী কর্মকর্তারা তাকে গ্রেফতারের উদ্যোগ নেয়। এই বিষয়টি এক ‘র’ কর্মকর্তার নজরে পড়ে। তিনি সঙ্গে সাথে তার স্মার্টফোনের সাহায্যে ছবিসহ খবরটি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান।
র কর্মকর্তারা ঢাকা বিমানবন্দরে ৬ ফুট লম্বা লোকটির ছবি দেখে উল্লসিত হয়ে ওঠে। পত্রিকাটি জানায়, এরপর র কোনো প্রমাণ না রেখেই তাকে ভারতে নিয়ে যায়। তবে কিভাবে ভারত বাংলাদেশ থেকে তাকে নিয়ে গেল তা টাইমস অব ইন্ডিয়া জানায়নি।
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭
রায়হান০০৭ বলেছেন: ভারতের প্রদেশে (বাংলাদেশ) তো ভারতের কর্মকর্তারা থাকবেই, এ আর নতুন কি ,
আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রি কে কি কখনও আপনার প্রধানমন্ত্রী বলে মনে হয়
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২২
নাহিদ২৯ বলেছেন:
বাংলাদেশের অভিবাসন কর্মকর্তারা দেখতে পান যে পাসপোর্টে এন্টি স্ট্যাম্প নেই। বাংলাদেশী কর্মকর্তারা তাকে গ্রেফতারের উদ্যোগ নেয়। এই বিষয়টি এক ‘র’ কর্মকর্তার নজরে পড়ে। তিনি সঙ্গে সাথে তার স্মার্টফোনের সাহায্যে ছবিসহ খবরটি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান।
‘র’ কর্মকর্তা ঢাকার শাহজালাল বিমানবন্দরে কি করে। এরকম আরও কত ‘র’ কর্মকর্তা বাংলাদেশে সক্রিয়।
বাংলাদেশ হতে সিকিমের দুরত্ত কতটুকু।
Click This Link
১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৪
রায়হান০০৭ বলেছেন: র’ কর্মকর্তা ঢাকার শাহজালাল বিমানবন্দরে কি করে
আপনি বোধহয় ভুলে গেছেন পুরো বাংলাদেশ টাই এখন র এর আবাল রা চালাচ্ছে
৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
মুদ্দাকির বলেছেন: আই এস আই না হয় খালেদা জিয়ার কাছে এসেছিল বলে ধরে নিলাম, কিন্তু "র" এই খানে কি করে ??
৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন
৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৬
একাকী বাংলাদেশি বলেছেন: আয় হায় এইখানে ''বালের চাল'' খাওয়া কোনো ছানা-পোনা ল্যাদাইতে আইলো না দেখি।
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫
রায়হান০০৭ বলেছেন: ''বালের চাল'' খাওয়া সিন্ডিকেটের সবাই আবাল হয়ে ভেগেছে
৬| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এখনো বিষয়টি জানি না। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
“তাদের (ভারত) সঙ্গে আমাদের বন্দী বিনিময় চুক্তি আছে।”
আগের দিন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে ধরা পড়ার পর আইএসআইএর এক চরকে ভারতে নিয়ে গেছে দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’ এর সদস্যরা।
বাহ মন্ত্রী! বাহ মন্ত্রীত্ব।
কত সোজা!!!!!!!!!!!!!!!!!! কোত দায়হীন!!!!!!!!!!!!!!
ভিনদেশী গোয়েন্দা ষংস্থা নিয়ে চলে যায়! আর মন্ত্রী খবর পরে পত্রিকায়!!
কি বিচিত্র!!!!!!!!!!!
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০১
রায়হান০০৭ বলেছেন: আওয়ামী আবাল মন্ত্রীর কাছ থেকে এর চেয়ে আর কি ই বা আশা করা যায়
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই বিষয়টি এক ‘র’ কর্মকর্তার নজরে পড়ে।
র কর্মকর্তারা বাংলাদেশে কি করে?
তাদের অবস্থানের বৈধ কাগজপত্র আছেতো?
নাকি লোকে যা বলে তাই সত্যি- র'ই সরকার চালায়!!!! লক্ষনতো বালা মনে অইতাছে না!!!!!!!!!!!!!!!!!!!!!!!