নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষা আমার অধিকার। আমি শিখতে চাই।

মোঃ রায়হান

আমি দেশকে ভালবাসি

মোঃ রায়হান › বিস্তারিত পোস্টঃ

অহংকারেই ভারতের পতন

২০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে থাকতে পারছে সেখানে থাকতে পারছেনা ভারতের ক্রিকেটার গণ। এর চেয়ে অহংকার আর কি হতে পারে। তাছাড়া ধোনী যেভাবে মুস্তাফিজকে ধাক্কা মারল ভিডিও ফুটেজটি দেখলে মনে হয় যে এখানেও একটা অহমবোধ ছিল। ছোট্ট চড়ুই পাখিকে যদি বাজ পাখি ধাক্কা দেয় তাহলে যে অবস্থা হয় সে অবস্থায় হয়েছিল অার কি। ছেলে দুটি বল করে পরে আর বলও করতে পারে নাই। মাঠ ছাড়তে হল কিছুক্ষনের জন্য। আর এ ম্যাচে এটাই প্রমানিত হল যে আলিমদার আর ইয়ান গোল্ড এর সাহায্য ছাড়া ম্যাচ জেতা অনেক কষ্টকর ছিল বিশ্বকাপে। অার ধোনীর অবস্থা থেকে মনে হচ্ছিল গায়ের জোরে আবারও জেতে যাবে তারা। কিন্তু না ক্রিকেট গায়ের জোরের খেলা নয়।


১৯ বছরের একটা ছেলে যেখানে ৫টি উইকেট পাওয়ার ক্ষমতা রাখে যেখানে এটা গায়ের জোরের খেলা হতে পারে না। আমি বলব মোস্তাফিজুরের মত বোলার বাংলাদেশর আসমানে চাঁন বলা যেতে পারে। আমি বলছিনা যে অন্যরা খারাপ খেলছে। তবে প্রথম ওয়ানডেতেই এতো বড় একটা জয়ের নায়ক হওয়া সামান্য ব্যাপার নয়। আমি বলব সঠিক মূল্যায়নের কারণে যেন এই কালো মানিকটি যেন ঝরে না যায়।

আর সৌম্য সরকারের কথা অার কি বলব। সাব্বিরও অসাধারণ করছে। আমরা আশাবাদী আগামী ক্রিকেট প্রজন্ম অপার সম্ভাবনা অামাদের। আর সাকিব যেকোন দল বা দেশের সম্পত্তি নয় সম্পদ। আমরা সকলেই বাংলাদেশ ক্রিকেট দলের শুভ কামনা করি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৯

ঢাকাবাসী বলেছেন: ভাল খেলোয়ার আর ভাল ক্যাপ্টেন হিসেবে ধোপাকে পছন্দ করতুম। মুস্তাফিজকে অসভ্য গুন্ডা মাস্তানের মত ধাক্কা দেয়ার পর বুঝলুম সে একটা তৃতীয় শ্রেনীর পকেটমার লুচ্চা জাতীয় দুপেয়ে জীব ছাড়া আর কিছুইনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.