নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি

আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি...

রায়হান হোসেন রানা

রায়হান হোসেন রানা › বিস্তারিত পোস্টঃ

দেশ ও জাতির স্বার্থে স্বাধীনতার পক্ষ শক্তির পক্ষে প্রচারের আহবান... ...

১৭ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৯



ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লাখের মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা । পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি দেশ , একটি মানচিত্র । স্বাধীনতার অর্জন করলেও , কুচক্রী আর স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রে স্বাধীনের মাত্র চার বছরের মাথায় আমরা হারাই আমাদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ।

এরপর থেকেই স্বাধীনতার পক্ষ শক্তিকে একের পর এক ষড়যন্ত্র করে , দমিয়ে মুছে ফেলতে চেয়েছিল বাংলার মাটি থেকে । কিন্তু পারে নি , এইদেশের মুক্তিকামী জনতার বুকবাধা সাহস এবং সততার কাছে বার বার স্বাধীনতা বিরোধীরাই হেরেছে ।

পবিত্র ধর্ম ইসলামের অপব্যাখ্যাকে পূঁজি করে বরাবরই তাঁরা মানুষের মাজে বিভেদ সৃষ্টি করেছে সময়ে সময়ে ...

মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী একদল হায়েনাদের বিচারের জন্য এখন যখন পুরোজাতি ঐক্যবদ্ধ হয়েছিল তখন , আবারো তাঁরা ধর্মকে পূঁজি করেই মানুষকে সাংঘর্ষিক করে তুলেছে । মানুষের মাজে বর্তমান সময়ের বিভেদটা তাদের মিথ্যা অপপ্রচারেই কারনেই সৃষ্টি হয়েছে ...

এমত অবস্থায় ,

বর্তমান সরকারের চোখে পরার মত উন্নয়ন কর্মকান্ড দেখা গেলেও , তাদের ধর্ম নিয়ে মিথ্যা অপপ্রচারের কারনে কোনটাই মানুষের সামনে আসছে না তেমন জোরালো ভাবে ।।

যার কারনে আওয়ামীলীগসহ , মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির লোকজন জোরে শোরেই সরকারের উন্নয়ন চিত্র এবং তাদের মিথ্যা অপপ্রচারের জবাব দিতে অনলাইনে-অফলাইনে প্রচারের কাজে নেমেছে ...

প্রকাশ্যে এবং মুখোশধারী দেশবিরোধীদের হাতে যেহেতু আমাদে স্বাধীনতা , ত্রিশ লক্ষ শহীদের মান , জাতীয় পতাকা নিরাপদ নয় তাই ,

স্বাধীনতার পক্ষশক্তির এমন প্রচারকে অনলাইনের আনাচে-কানাচে এবং অফলাইনে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাজে প্রচারের আহবান জানাই সকলকে ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.