নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনাম খুজছি...

রায়হান দ্যা উইং

সাধারন মানুষ। সুস্থ মানুষ। ভালবাসি অভিনয় করতে।

রায়হান দ্যা উইং › বিস্তারিত পোস্টঃ

মুগ্ধ-শিরিন

১১ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩৫

মুগ্ধ আর শিরিনের সাথে আমার পরিচয় প্রায় আড়াই বছর আগে উত্তরার ১১ নাম্বার সেক্টরের সপ্নের সামনের চায়ের দোকানে।
আমি চায়ের স্টলের সামনে দাড়িয়ে এক বন্ধুর জন্য অপেক্ষা করছি। মিনিট দুয়েক আগেই বৃষ্টি থেমেছে তাই যানজট একদমই নেই। নতুন কেনা ডিএসএলআরে চোখ রেখে এমনিতেই ক্লিক করে যাচ্ছি হঠাৎ খুব কাছেই বসে থাকা এই দুজনের দিকে চোখ গেল।

মেরুন রংয়ের টিশার্ট পড়া পরিপাটি করে আচড়ানো চুলের ছেলেটির চুল বেয়ে পানি পড়ছে কাঁধে। পাশে বসা মেয়েটি লাল সেলোয়ার কামিজের উপর কালো শার্ট জড়িয়ে গুটিসুটি মেরে দুইহাতে চায়ের কাপ নিয়ে বসে আছে। তার মুখ হাসি হাসি। ছেলেটি সেই চায়ে বিস্কিট ডুবিয়ে মেয়েটিকে খাইয়ে দিচ্ছে।

আমি এই মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরা বন্দি করলাম।

দুজনার মধ্যে কি কথা হয় সেটা শোনার আগ্রহে আরেকটু কাছ ঘেঁষে দাঁড়ালাম। মেয়েটি চোখ বড় করে প্রাইমারি স্কুলের টিচারের মত কি জন্য জানি ছেলেটিকে কিছু একটা করতে বারন করছে আর ছেলেটি বার বার এক হাতে বিস্কিট আর এক হাতে কানে ধরে বায়না করছে কাজটা করার জন্য। ২-৩ মিনিট পর পারমিশান বোধহয় পাওয়া গেল। ছেলের খুশি ধরেনা। মেয়ের চোখে মুখে রাজ্যের মেকি বিরক্তি।

এই মামা একটা মার্লবোরো দেন তো।

দোকানদার মামা সিগারেটের প্যাকেট খুলতেই ছেলেটা হাত বাড়িয়ে সেটা নিয়ে নিল।
মুখে দিয়ে আগুন জ্বেলে উদাসীন ভঙ্গিতে সিগারেট টানতে লাগলো সে। মেয়েটি এখন নিজে নিজেই চায়ে বিস্কিট ডুবিয়ে খাচ্ছে। চায়ের পরিমান তলানিতে ঠেকেছে মেয়েটি তবু একটার পর একটা বিস্কিট কাপে দিয়ে আবার মুখে পুরে দিচ্ছে। বিস্কিট খাওয়া থামিয়ে সে এবার ছেলেটির দিকে ফিরল-

এই শোন...
হু?
হু কি? কত দিন বলেছি না হু বলবানা? সিগারেট খাবা খাও কিন্তু আমার কাছে বসে খাওয়া চলবে না। উঠে যেয়ে দূর দাঁড়িয়ে খাও।
উহু, আমার পায়ে ব্যাথা। দাড়াতে পারবোনা।
পায়ে ব্যাথা ট্যাথা বুঝিনা, সরো এখান থেকে।
বললাম তো পায়ে ব্যাথা...
জাননা আমার সিগারেটের গন্ধ সহ্য হয়না?

মেয়েটির মুখে সেই মেকি বিরক্তি। ছেলেটি কিছু না বলে সিগারেট মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে দিল। হাসি হাসি মুখ করে মেয়েটির দিকে তাকিয়ে বললো- "এবার খুশি?"

এবার মেয়েটি সত্যি খুব বিরক্ত। খাবেইনা যখন তাহলে টাকা নষ্ট করলে কেন শুনি?
নষ্ট করতে ইচ্ছে করছিল না। কিন্তু তোমার পাশ থেকেও উঠে যেতে ইচ্ছা করছিল না। তাই ফেলে দিলাম। একটা সিগারেটই তো।


চলবে..........







https://www.facebook.com/aerorayhan

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৬

টরপিড বলেছেন: খুবই পরিচিত ঘটনার সাবলীল বর্ণনা :)

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৮

রায়হান দ্যা উইং বলেছেন: পনার কাছে সাবলীল লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ।

২| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২১

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
পরের পর্ব....

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৯

রায়হান দ্যা উইং বলেছেন: আজকে রাতে পোস্ট করার চেষ্টা থাকবে ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.