| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গনপজাতন্ত্রী বাংলাদেশ সরকার সকল সরকারী চাকুরীজীবিদের বেতন বৃদ্ধি করেছেন। সরকারকে সাধুবাদ জানাই কিন্তু নিতি নীর্ধারক পর্যায়ের কেউই ভেবে দেখছেন না সাধারণ বেসরকারি কর্মজিবীদের প্রত্যাহিক জিবনে এর প্রভাব কতটা সুদুরপসারি। সরকারি ৪থ শ্রেনীর কর্মচারী সর্বনিন্ম বেসিক ৮০০০ টাকা সেক্ষত্রে বেসরকারি পর্যায়ে এখনো ৩০০০ টাকা।অামার কথা হয়তো অনেকে দ্বিমত প্রকাশ করতে পারেন কিন্তু তাদের বলছি আমি নিজে একটি প্রতীষ্ঠানে কর্মরত। নিত্যপ্রয়োজনিয় জিনিস সহ বাসাভারা,বাস ভাড়া সবকিছুই উদ্ধমুখী। বেসরকারি কর্মজিবীদের কাছে কোনো মোটামুটি অভিজাত পরিবার তাদের মেয়েকে বিয়ে দিতে অাগ্রহী নয়।সমাজ অার পরিবারের কাছে তারা অবহেলার পাত্রে পরিনত হয়েছে।সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাগন বিশাল অংকের বেতেনর সাথে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ অর্থ অার্তসাত করে চলেছে। এর নজির অামরা বিভিন্ন বিপনি বিতান গুলোতে দেখতে পাই। সরকারি চাকুরিজীবি না হওয়া বর্তমানে একটা অভিশাপে পরিনত হয়েছে।
২|
১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৭
মিত্যূশিখা বলেছেন: আপনােকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার কথা অবিশ্বাস করছি না। বেসরকারি চাকরিজীবীদের অবস্থা সত্যিই ভালো নয়।