নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজিব আহসান

রাজিব আহসান ২১

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে।

রাজিব আহসান ২১ › বিস্তারিত পোস্টঃ

সিপ্যানেল বাংলা ভিডিও টিউটোরিয়াল পার্ট- ১ ( সিপ্যানেল পরিচিতি )

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৪

সুপ্রিয় বন্ধুরা, আজ অনেকদিন পর ব্লগে কিছু লিখতে বসলাম। কাজের ব্যাস্ততার কারনে অনেকদিন হল ব্লগে আসা হয় না। আশা করি সকলে অনেক ভাল আছেন। আমি আছি আপনাদের দোয়াই।
আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম সিপ্যানেল এর বাংলা ভিডিও টিউটোরিয়াল। এটাই আমার প্রথম কোন ভিডিও টিউটোরিয়াল, তাই অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।
এর আগে অনেকের ভিডিও টিউটোরিয়াল দেখেছি। আগে ভাবতাম ভিডিও টিউটোরিয়াল করা হয়তো অনেক সহজ, লেখা লেখির ঝামেলা নাই, স্ক্রিনশট দাও এই দাও ঐ দাও এসব করা লাগে না। শুধু মাত্র রেকর্ডার অন রেখে বক বক করে গেলেই কেল্লা ফতে :D
তবে আজ নিজে তৈরী করতে গিয়ে দেখলাম আসলে এত সহজও নয়। টেক্সট টিউটোরিয়াল এর ক্ষেত্রে লেখা বিভিন্ন ভাবে সাজিয়ে নেয়া যায়, চিন্তা ভাবনা করে লেখা যায়, ভুল হলে সেইটা মুছে লেখা সংশোধন করা যায়। কিন্তু ভিডিও টিউটোরিয়াল এর ক্ষেত্রে ভুল সংশোধন অনেক কঠিন।
মুলত হোস্টিং ব্যাবসার সাথে জরিত থাকার সুবাদে নিয়মিত সিপ্যানেল নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুক্ষিন হইতে হয়। অনেক সহজ জিনিসগুলোও অনেকের কাছে কঠিন মনে হয়। না জানার কারনে অনেকেই অনেক রকম সমস্যায় পড়েন। মুলত এদের কারনেই সিপ্যানেল নিয়ে বাংলায় ভিডিও টিউটোরিয়াল করার চিন্তা ভাবনা। সিপ্যানেল নিয়ে যদি আমাদের এসব খুটিনাটি বিষয় গুলো জানা থাকে তবে এসব সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারব এবং অনেক সমস্যাই আমরা এড়িয়ে চলতে পারব।
যেমন অনেকেই আমাদের কাছে সিপ্যানেল এর কোর ফাইল ডিলিট করে দিয়ে এসে বলে সিপ্যানেল এর অমুক ফাংশন কাজ করতেছে না, বিভিন্ন রকম ইরোর ম্যাসেজ শো করতেছে। কয়েকদিন আগে একজন এসে বললো তার নাকি ব্যাকআপ হচ্ছে না সাইটের, আমি চেক করে দেখলাম সবই ঠিক আছে, তার ব্যাকআপ নেবার সিস্টেম এরই সমস্যা।
এমন অনেক সমস্যার সমাধান আশা করি আমাএ এই ধারাবাহিক টিউটোরিয়াল এর মাধ্যমে দেয়ার চেস্টা করব।
চলুন তাহলে ভিডিওটি দেখা যাক......


আমার টিউটোরিয়াল নিয়ে আপনাদের যেকোন প্রকার পরামর্শ অথবা প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন।
এছাড়াও যোগ দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে
আমাকে ফেসবুকে পাবেন
আজ এ পর্যন্তই। খুব শিঘ্রই দ্বিতীয় পার্ট নিয়ে আবারো হাজির হব আপনাদের সামনে। সবাই ভাল থাকবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.