![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"Beauty without brain" মেয়েদের জন্য একটা প্রচলিত বচন, ছেলেদের ক্ষেত্রেও প্রচলিত অাছে " Height without brain ". অাসলে কি তাই? height with brain এর অনেক উদাহরন এর সাথে beuty with brain উদাহরন কিন্ত কম নয়। সেক্ষেত্রে নাটালি পোর্টমেন্ট এর নাম সবার অাগে অাসে, V for Vendetta এর টেকো মাথার এই অভিনেত্রীর হাভার্ডের ডিগ্রী সহ দুইটি বিজ্ঞান গবেষনা প্রকাশনা অাছে। গুগল, ইয়াহুর সাবেক কর্মকর্তা মেয়ারকেও উদাহরন হিসেবে নেয়া যায়। অামার ব্যাক্তিগত অভিজ্ঞতা বলছে অামার ব্যাচের উচ্চ CGPA ধারনকারী মেয়ে গুলো অনেক সুন্দরী অার ছেলেটাও লম্বা। এরপরও ছেলেমেয়েদের এই অপবাদ কেন?
#
অামরা মুখে মুখে বর্ণবৈষম্য স্বীকার না করলেও কাজে কিন্ত তা প্রকাশ করি না। কালো একটা ছেলে বা মেয়ে বা সাদা কোন ছেলে মেয়েও যখন নিজেকে নিখুত দেখানোর জন্য অায়না নিয়ে বসে তখন সে সমাজে বাইরের এই সৌন্দর্য এর একটা মূল্য এমনিতেই তৈরি হয়ে যায়। ছেলে নিজে যা হোক না হোক বিয়ের সময় কিন্ত ঠিকই সুন্দর মেয়ে খোজে। মেয়েটাও উচ্চতার একটা সামঞ্জস্য চায়। সৌন্দর্য অার উচ্চতার এই চাহিদায় ছেলেমেয়ে গুলা ঈশ্বরপ্রদত্ত সৌন্দর্যের দিকে বেশি খেয়াল রাখতে গিয়ে অার বুদ্ধির দিকে নজর দিতে পারে না।
#
যুগ হয়তোবা পাল্টাইছে কিন্ত মানষিকতা। ৫ ফুট ৬ ইঞ্চির নেপোলিয়ন যখন সবকিছু জয় করে নিচ্ছে তখন ইংল্যান্ড প্রচার করল, উচ্চতা কম তো তাই যুদ্ধ জয়ে সে ঘাটতি পুরোন করছে। এখনও যেমন, মেয়েটা সুন্দরতো স্যাররা এমনিতেই নম্বর বেশি দিয়ে দেয়। টিঅাইবি এর রিপোর্টে এর সত্যতা যাচাই করা হলেও সবক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য নয়। অনেকেই লেখাপড়া করেই ভাল করে। যারা এই গ্রুপে অাছে তাদের উচিত হবে নেপোলিয়ন যদি ভেঙে না পড়ে তাহলে অাপনাদের ভেঙে পড়ার কিছু নাই।
#
শারীরিক সৌন্দর্য থেকে বুদ্ধিবৃত্তিক সৌন্দর্যে সবাই উদ্ভাসিত হোক এই কামনাই থাকবে।
©somewhere in net ltd.