![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্ট ,দুঃখ ,বেদনা ,বিরহ
একই অঙ্গে কত রূপ ! কষ্ট নিয়ে সৃষ্টি হয়েছে কত কবিতা ,কত গান ।কষ্টের সংজ্ঞা কেউ হইতো দিয়ে যেতে পারেনি ।রবীন্দ্রনাথ ,নজরুল কিংবা জীবনানন্দ কত বিনিদ্র রজনী কাটিয়েছেন ছন্দ মুর্ছনায় কষ্টের বাণীবদ্ধ সংজ্ঞা সৃষ্টিতে ।রবীন্দ্রনাতের কষ্ট হয়তো মৃণালিনীর প্রস্থান ,প্রমীলার পঙ্গুত্ব হইতো নজরুলের কষ্ট ,বনলতা সেনকে না পাওয়া হইতো জীবনানন্দের কষ্ট ।তাহলে কি না পাওয়ার মাঝেই কষ্টের বিচরণ ?নাকি প্রাপ্তির সাগরে একাকী ডুবে মরায় কষ্ট ?কষ্ট কি বর্ণিল হয় ?লাল ,নীল্ কিংবা হলুদ!পাথর চাপা সাদা রঙের কষ্টের কথাও শুনেছি কবির কাব্যে ।
আমার কাছে সব কিছু পাওয়ার মাঝেই কষ্ট ।সব পাওয়া মানুষরা অনুভূতিহীন হয়ে পড়ে।অনুভূতিহীন প্রাণী মানুষের পর্যায়ে পড়েনা ।অন্যের দুঃখ, কষ্ট,আনন্দ ,বেদনা হৃদয় দিয়ে অনুভব করতে পারলেই অনুভুতির বিকাশ হয় ।সাধারণ প্রাণীর সাথে মানুষের একটাই পার্থক্য,মানুষের হৃদয় থাকে কিন্তু পশুর হৃদয় থাকেনা ।
হৃদয়ের অবস্থান কোথায় ?বুকে নাকি মস্তিষ্কে ?বিজ্ঞান বলে মস্তিষ্কে ,সাহিত্য বলে বুকে।বিজ্ঞানের সাথে সাহিত্যের এখানেই দ্বন্দ্ব ।হৃদয়ের অবস্থান নিয়ে দ্বন্দ্ব থাকলেও হৃদয়ের বিনা নোটিশে কপ্পন সকলের হয় ।বিজ্ঞান ও সাহিত্য নিয়ে আমার জ্ঞান নেই বললেই চলে ।নিজের মনের এলোমেলো অনুভুতি গুলো শব্দ রঙে রাঙিয়ে বাক্য বন্দি করার চেষ্টা মাঝে মাঝেই করি ।মাঝে চির সুখ অনুভব করি আবার মাঝে মনে হয় আমি কষ্টের আটলান্টিক পাড়ি দিচ্ছি ।টাইটানিক যদি পাই কষ্টের আটলান্টিক পাড়ি দিতে আমার কোন আপত্তি নাই ।কারণ সেখানে তো "রোজ" থাকবেই।মাঝে আমি অনুভুতি শূন্য হয়ে পড়ি।নিজের অজান্তেই জানতে চাই আমি কেমন আছি।মনোবিজ্ঞানের ভাষায় Body Language নামে একটা বিষয় আছে।অর্থাত শরীরের ভাষা ।সেই সূত্র মতে কোনো মানুষ যদি সামান্য কারণে অধিক হাসে কিংবা কারণে অকারণে হাসে তাহলে বুঝতে হবে সেই মানুষটি একাকিত্ব অনুভব করছে।কিন্তু আমি মাঝে মাঝে হাজার মানুষের মাঝেও নিজেকে একা মনে করি।বিজ্ঞানের কার্যপ্রণালীর সাথে আমার মনোবিশ্লেসন অনেক ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ নয় ।আমার মস্তিষ্ককে বিশ্লেষণের চেস্টা মাঝে মাঝে করি ।আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ফজলুল হক বলেছেন "আগে নিজেকে বিশ্লেসন কর"............।তাই নিজেকে বিশ্লেষণের বৃথা চেস্টা করছি ।
কফি পান করব ।মস্তিষ্ক কেফেইন প্রত্যাশা করছে ।
©somewhere in net ltd.