![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই, আমিই অরজিনাল জনগন।
হ্যাঁ ভাই, আমিই বলছি।
আমি কোন দল করিনা, কারো কিছুর ধার ধারিনা।
তবু কেন আমার উপর নামে কর্মসূচীর খড়গ!!
আমিতো ভাই রিক্সা চালাই।
সারাদিন খেটে বেড়ায়, মাথার ঘাম পায়ে ফেলে
দু পয়সা কামাই।
আমার পেটে লাথি মেরে, সফল করেন কর্মসূচী।
এইতো আপনাদের আসল সুরুত, এইতো আপনাদের উন্নয়নের সূচি।
গনভবনে জনগনের জিগির হয়না কোনদিন
লক্ষ টাকার আপ্যায়নে অপচয় বিরামহীন।
আমগো নামে রাজনীতি করেন, করেন নির্বাচন
ফেলানির খুনি পার পেয়ে যায় স্বর্গ নির্বাসন।
২০০১-০৬ হাওয়া ভবনের কলুষ হাওয়া জাতি খাইল বেশ
২০০৮-১৩ কিছুই হইলনা, জাতি হইলো শেষ।
আমিন মিয়া জ্বলে মরে বোমার আঘাতে
ছোট্ট সুমনকে যমদূতে খেল স্কুলে যেতে।
বাকের হেল্পারের দেহ জ্বলে বাসের ভেতর
আর আপনি কাবাব ছিদ্র করেন এফোঁড় ওফোঁড়।
জিম্মি দেশের স্বাধীনতা, জিম্মি দেশের মানুষ
মুখে আপনি ভালই উড়ান উন্নয়নের ফানুস।
একাত্তরের স্বাধীনতা বৃথায় বোধ হয়
মুক্ত চিন্তা মইরা গেছে, হইছে হিংসার জয়।
রবি ঠাকুরের সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ
সৃষ্টি সুখের উল্লাস নাই, সব হইছে নিঃশেষ।
তবু আগামীর স্বপ্ন দেখি সোনার বাংলা হবে।
হইতো সেদিন বেজন্মারা কবরবাসি হবে।
©somewhere in net ltd.