![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই পা আকাশে তুলে ড্রয়িং রুমের সোফায় আধশোয়া হয়ে আছে পটল মামা... দুচোখে রাজ্যের চিন্তা হলি খেলা করছে... গতবছর চৈত্র সংক্রান্তির মেলা থেকে কেনা পেন্ডুলাম ঘড়িটা নাকের ডগায় ঘুরাচ্ছে... ভরদুপুরে মামার এই উদভ্রান্ত অবস্থা দেখে চুপি চুপি কাছে গিয়ে বসলাম... উঁহু, কোন সারাশব্দ নেই... একমনে কি যেন ভেবেই চলছে... মামা কি ভাবছে আমি সেটাই বের করার চেষ্টা করছি... মামা বলেন, “এভরিথিং ইজ পসিবল ফর চপল পোদ্দার”... ইয়েস, আই এম চমল পোদ্দার... নিজেকে নিজেই বাহবা দেওয়ার চেষ্টা করলাম... এটাতে অনেক সময় কাজেও দেয়... সেল্প কনফিডেন্ট বাড়ায়...
কলিং বেলের শব্দে ছুটে গেলাম সদর দরজায়... দরজায় খোলেই দেখি বদর কাকা দাঁতের দুপাটি কান পর্যন্ত নিয়ে বোকারামের মত হাসছে...
−‘কিরে চ্যাপলা কেমন আছিস’?
−‘ভালোই আছি’...
-‘পটল ভায়া আছে ভেতরে’?
আমার উত্তরের অপেক্ষায় না থেকে বদর কাকা হনহন করে ঘরে প্রবেশ করল... আমিও কাকার পিছনে পিছনে ড্রয়িং রুমে গেলাম...
চার্লি চ্যাপলিনের মত হাসতে হাসতে বদর কাকা ধপাস করে বসে পড়ল পটল মামার পাশেই... হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার মত করে সম্বিত ফিরে পেল পটল মামা... দুপা আকাশ থেকে নামিয়ে মুনি ঋষির মত আসন করে বসল মামা... তারপর আবার সেই ভাবনার জগতে ফিরে গেলে... মুখটা বাংলার পাঁচ করে আমার দিকে মাথা ঘুরিয়ে ইশারায় বদর কাকা জানতে চাইলো ঘটনা কি? আমিও রহস্য নিয়ে হাসলাম... আসলে ঘটনা কি আমি নিজেও জানিনা... মিনিট খানিক চুপ থাকার পর অধৈর্য হয়ে কাকা খেঁকিয়ে উঠলো...
-‘কিরে পটল, ঘটনা কি? এমন যোগাসন ধরলি কেন’?
-‘ভাবছি, ভাবছি’... দার্শনিকের মত মাথা হেলিয়ে জবাব দিল পটল মামা...
- বদর কাকা মুখ হা করে এপাশ ওপাশ করলো... ‘তা ভাবছিস কি’...
-‘স্লীপিং পিল’ ... গম্ভীরভাবে জবাব দিল পটল মামা...
-‘হঠাৎ স্লীপিং পিল মানে ঘুমের ঔষুধের পিছে লাগলি কেন? কবিরাজি ধরবি নাকি’... নিজের কথায় নিজেই হাহা করে হেসে উঠলো বদর কাকা...
পটল মামা একটু রেগেই গেল বোধহয়... ক্রুর দৃষ্টিতে থাকিয়ে বলল,
-‘তুমি কি জান স্লীপিং পিলের ইতিহাস’? কোন উত্তরের আশা না করে নিজেই বলে চলল, ‘গ্রীকদের ঘুমের দেবতা হিপনোস পপি ফুলের জুস খেত... এই পপি ফুলে মরফিন নামক উপাদান থাকে যা ঘুমের ঔষধে ব্যবহৃত হয়’...
-‘হুম, বুঝলাম’... তো ডরফিনটা কি’...
-‘ডরফিন না, মরফিন’...
-ঐ ডরফিন মরফিন একি কথা... আমি কি ঘুমের ঔষধ বানাতে যাব নাকি যে শুদ্ধ করে বলতে হবে’...!! তাচ্ছিল্যের স্বরে বলল বদর কাকা...
আমি একটু ফ্লোর পেয়ে বলেই বসলাম,
-‘মামা, তোমার এই গবেষনার কারন কি’...
-‘হ্যাপি’...
-‘হ্যাপি মানে!! হ্যাপি হওয়া নিয়ে ঘুমের ঔষধের কি সম্পর্ক’...
-‘আরে বাবা এই হ্যাপি সেই হ্যাপি না... এ হল রুবেলের হ্যাপি’... জানিস, মেয়েটা খুব অদ্ভুদ... এই মজার মজার বাবু, সোনা, লাভিউ, কিসিউ টাইপ স্ট্যাটাস ... এই আবার শুনি ঘুমের ঔষধ খেয়ে ৭ ঘণ্টা হসপিটালে শুটিং করলো...
-‘এরমধ্যে গবেষনার কি আছে’?
-‘ আমার গবেষনার বিষয় হল, এমন কি ঔষধ খাই যে তারা শ’খানিক ঘুমের ঔষুধ খেয়েও মরে না’’... আবার মজার ব্যাপার হল, হসপিটাল থেকে সেজে গুজে সোজা টিভি সেটে হাজির...
-‘আরে স্টারদের ঘুমের ঔষুধে কিচ্ছু হইনা, তারা তো নিজেরাই ঘুম হারাম করা পাবলিক...গত তিনমাস কি যে পূর্নদৈর্ঘ ছবি দেখান স্টার্ট কইরলো, তা আর শেষ হওয়ার নাম গন্দ নাই’... মুখ বাকিয়ে বলল বদর কাকা...
আর পটল মামা আবারও ভাবতে শুরু করল সেই আনহ্যাপি হ্যাপিকে নিয়ে...
©somewhere in net ltd.