![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
বুকের ভেতর মিছিল বাজে
দুচোখে মিছিল ছোটে
আমার স্বত্ত্বা মিছিল খুঁজে
মিছিলের ভীড়ে হাঁটে
তুমি কোন রোদের মিছিলে
নিরবে চলে গেলে
কিছু না বলে
সন্যাসের এই জীবনে হয়নি
শেষের কবিতা লেখা
জীবনানন্দের অবাস্তব আঁধারে
জ্বলেছে বেদনার শিখা
অতীতের কষ্টরেখায় সাজানো
শ্রাবণ গান বৈরাগী সুরে
উদ্বাস্তু রাতের সেই স্লোগানে
চলো যাই উদাসপুরে
০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:১২
রাজসোহান বলেছেন: ধন্যবাদ ভাই। তবে আমি অতো ভালো লিখতে পারিনা
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩
অগ্নি সারথি বলেছেন: কবিতা বিষয়টা একটু কম বুঝি। তবু যা লিখেছেন তা বেশ উপভোগ্য বোধ করি। ভালোলাগা জানবেন।
০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:১৩
রাজসোহান বলেছেন: ধন্যবাদ অগ্নি। ভালো থাকবেন।
৩| ০১ লা মার্চ, ২০১৭ ভোর ৪:০৪
জাহিদ অনিক বলেছেন: সুর করে গান গেয়ে ফেলুন । শোনার অপেক্ষায় আছি । লিরিক ভাল লেগেছে ।
০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:১৩
রাজসোহান বলেছেন: আপনি গেয়ে শোনান। আমার গলায় সুর নাই ভাই
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭
সুমন কর বলেছেন: বললাম না, আপনার পুরো কবিতা ভালো হয়। +।