![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
সেই নারী, সন্ধ্যে তারার মতো আসে
অন্ধকারে নির্জন হতে বলে আমারে
ফিরায়ে দিতে বলে তার একান্ত শ্রাবণ
এমন বর্ষণ দিনে - কদমের ঘ্রাণে।
তবু এইসব বৃষ্টি প্রহসন মনে হয়
মনে হয়; এই পুরুষ হৃদয় মরে গেছে কতো আগে
কতো আগে সব চাপা পড়ে গেছে যেন
যেন সাদা কাফনে।
তবু জাগাবে নারী?
মৃত গুল্মলতা জাগে কি কখনো!
তুমি বলো? মরা নদী ভরা হয়, আর?
এই হেমন্ত যে গেছে চলে তোমার আমার
তোমার আমার মুঠোর বাইরে
তাকে ফেরানো সাধ্য কার?
২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫২
রাজসোহান বলেছেন: শুভ সকাল।
২| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: রুপকথার সেই জয়ন কাঠি হারিয়ে গেছে
বদলে দিলে সোনারকাঠি রুপোর কাঠি-জেগে উঠতো ঘুমন্ত রাজকুমার!
যদি আনতে পারো সাত সমুদ্দুর তোরোনদীর ওপার থেকে
হয়তো জাগবে -সে।
কবিতায় ++
২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫২
রাজসোহান বলেছেন: কেমন আছেন ভৃগু? শুভ সকাল। শুভেচ্ছা জানবেন।
৩| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।সহজ সরল প্রানবন্ত ভাষা।
২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৪
রাজসোহান বলেছেন: আপনার মন্তব্য দেখলে ভালো লাগে রাজীব ভাই। ভালো থাকবেন।
২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬
রাজসোহান বলেছেন: ভাই, এটা যদি আপনার ফেসবুক আইডি লিঙ্ক হয় তাহলে আমি এড পাঠিয়েছি আপনাকে। সম্ভব হলে এক্সেপ্ট করিয়েন। আমার আইডির নাম রাইসুল সোহান
৪| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৪
জাহিদুল হক শোভন বলেছেন: ভালো লাগছে কবিতাটা চালিয়ে যান
২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২৫
রাজসোহান বলেছেন: জ্বি ভাই। কাজের মধ্যে এই অকাজই পারি, মাঝেমাঝে তাই চালাই।
৫| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬
ঠ্যঠা মফিজ বলেছেন: বরাবরের মতই ভালো লাগল ভাই রাজসোহান ।
২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২৫
রাজসোহান বলেছেন: ধন্যবাদ
৬| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০১
চঞ্চল হরিণী বলেছেন: কবিতা ভালো লাগলো। মৃত গুল্মলতা জাগে না কখনো, কিন্তু মরা নদী ভরা হতে পারে যদি প্রলয়ঙ্করী প্রেম বন্যা হয় । এক হেমন্ত গিয়েছে, এরপর কঠিন শীত পেরিয়ে বসন্ত তো আসতেই হবে। বছর ঘুরে আবার হেমন্তও আসবে। তাই কবির জন্য শুভকামনা।
২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২৮
রাজসোহান বলেছেন: বছর ঘুরে আবারও এমন কবিতাই আসবে।
৭| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৮
ইমরাজ কবির মুন বলেছেন:
কদম ফুল ১টাও দেখলাম না
২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২৮
রাজসোহান বলেছেন: কেনরে
৮| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: বাহ!
২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২৯
রাজসোহান বলেছেন: কেমন আছ, কী খবর
৯| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮
বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন।
২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২৯
রাজসোহান বলেছেন: দিলাম, প্রায় একমাস পর
১০| ২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:২১
চাঙ্কু বলেছেন: কে সেই নারী?
২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৩১
রাজসোহান বলেছেন: দুনিয়াতে নারীর অভাব নাই। কিন্তু সবকটা বাই ডিফল্ট সাইকো।
১১| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৩
সূর্যালোক । বলেছেন: সুন্দর লাইক
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৫১
স্রাঞ্জি সে বলেছেন:
প্রীশু নিয়েন। শুভ সকাল।
চেষ্টাই হয়ত অসাধ্য কে সাধন করা যেতে পারে।