নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।\"-নির্মলেন্দু গুণ

বনরুই

নিজেকে সবার আড়ালে রাখতেই ভালোবাসি,

বনরুই › বিস্তারিত পোস্টঃ

প্যারালাইজড

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

প্যারালাইজড
: অরে এহনই বাড়ি থেইক্কা বাইর হইতে বল, এরকম পোলা আমার দরকার নাই,
কোন কাজ নাই কাম নাই সারাদিন খাওন আর হুইয়া থাহন,
: এত কথা কয় মাইনষে, লজ্জা শরম বইলা কিছু নাই তার, কত রকম কটু কথা কয় মাইনষে, আমাগো নাক কান কাটা যায়, সমাজে মুখ দেহান যায় না, তবু পোলার আক্কেল অয়না, দ্যান অরে বাড়ি থেইক্কা বাইর কইরা,
: যেদিক চোউখ যায় যাইতে কও, আমার কথা কি শোনেনা, রাস্তার ধারে গিয়া ভিক্ষা করতে কও, আমি আর খাওয়াইতে পারুম না, শিয়াল কুত্তার মত আমার আমার ভাত যেন ধ্বংস না করে, বাইর থেইকা আইসা যেন দেহি আপদ টা দুর হইছে,।
প্রায় প্রত্যেকদিনকার সকালের আমার রুটিন এটি, আমি জানি প্রত্যেকদিন সকালে এরকম কিছু শুনতে হবে আমাকে, খুব খারাফ লাগে, তবুও গা সাওয়া হয়ে গেছে, আজকে সকালের কারন টা কি এখোনো বুঝতে পারছিনা, কিন্তু আমার অন্যায় কি সেটা জানি, আমি অনার্স পড়ুয়া ছাত্র, নিজেকে বোকাও মনেহয় না, তবে তো না বুঝবার কারন নেই, আমি অসহায়, ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে যাই, হাটার জন্য ক্র্যাচ ই ভরসা,
প্রত্যেকদিন নিরবে কাঁদি, সবার আড়ালে সৃষ্টিকর্তাকে ভৎসর্না করি, কি এমন পাপ করেছিলাম আমি যে কারনে এরকম শাস্তি পেতে হলো।
আমার সামনেই অনেকে অনেকরকম কথা বলে, কেউ কেউ বলে এটা আমার পূর্বপুরুষদের পাপের ফল, পূর্বপুরুষরা পাপ করলে তার শাস্তি কেন আমি পাবো, কে জানে, ওসবে আজকাল কান দেইনা, তবুও মানতে হয়, আর পাঁচ দশ জনের মত স্বাভাবিক আমি নই, এটা পরিবেশ পরিস্থিতিই মানতে বাধ্য করে আমাকে, সারাদিনের সঙ্গী বই আর ফোন, সারাক্ষণ ঘরেই থাকি আমি, বিকেলবেলা খুব বেশি হলে পুকুরপাড়, আমি কখোনোই বাইরে যেতে চাইনা, আমার "বন্ধুরা" নানান জায়গায় যায়, আমারো মাঝেমধ্যে যেতে ইচ্ছে করে, কিন্তু ওরা আমাকে এড়িয়ে চলে বিধায় ইচ্ছেটা উদয় হওয়ার সাথে সাথেই দমন করে ফেলি, ওরা বাইরে ঘুরতে যায়, পার্টি করে, কনসার্টে যায়, ইচ্ছে হলেও একাও যাইনা, একটা সুস্থ ছেলের যেটা আধুনিকতা, আমি করলে সেটা অন্যের হাসির খোরাক, আমি হই উপহাসের পাত্র, এসব খুব পোড়ায় আমাকে,, সবচেয়ে খারাফ লাগে বাবা মার অবহেলা,, আমি তাদের কাছে বোঝার মত, তাদের কলংকের কারন, বাবা সমাজের প্রতিনিধিত্ব করেন, তার সোসাইটিতে মুখ দেখাতে পারেন না, এসব আমি প্রতিনিয়তই শুনি,, বলবেন নাই বা কেন, আমার বয়সী ছেলেরা আজকাল চাকরি করে নিজের খরচ নিজেরা চালাচ্ছে, সংসারের হাল ধরছে, আর আমি,,,,,,,,,,,????
অনেক সময় ইচ্ছে করে দুরে কোথাও চলে যাই, পারিনা, প্রকৃতি আমার সে পথ রুদ্ধ করে দিয়েছে, কোথায় যাবো, অনেকবার পুরোপুরি মনস্থির করে ফেলেছি, - আত্মহত্যা করবো, নিজেকে হয়তো খুব ভালোবাসি তাই পারিনি,
কিছুটা পড়াশোনা করেছি বলে ভিক্ষাকে আত্মহত্যার চেয়েও নিম্নমানের পথ মনে হয়, আমি কক্ষোনোই তা করতে পারবোনা, চাকরির জন্যও অনেক জায়গায় আবেদন করেছিলাম, হয়নি, আমার মত যারা, তারাই জানে জীবন কত কঠিন, চোখ মেললেই হাজার লক্ষ মানুষ, কিন্তু আমার মত নয় কিংবা আমি তাদের মত নই, মানুষও তাই মনে করে, যেটা ইতিমধ্যেই বুঝে গেছি। আচ্ছা, আমারর তো সবার মত সুস্থ মস্তিষ্ক আছে, তাহলে এত ভেদাভেদ কেন?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০

কৃদন্তপদ বলেছেন: স্বাগতম

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

বনরুই বলেছেন: ধন্যবাদ,, ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.