নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।\"-নির্মলেন্দু গুণ

বনরুই

নিজেকে সবার আড়ালে রাখতেই ভালোবাসি,

বনরুই › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে গেলে নীল আকাশে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০

জীবন সংসারে পরিপূর্ণতা বা সর্বাঙ্গসুন্দরতা আশা করা পাপ । এখানে জীবন ভালো মন্দে মিশ্রিত ও সুখে দুঃখে জড়িত । তারপরও মানুষ মায়া মরিচিকা পূর্ণ এই পৃথিবীতে কাছের প্রিয় মানুষকে নিয়ে রচনা করে একটা সুখের নীড় । কিন্তু নিয়তির নিষ্ঠুর কশাঘাতে তার সে স্বপ্নসাধ বার বার ভেঙ্গে যায় । তার বিষাক্ত ছোবলে ছিঁড়ে যায় মায়ার বাধঁন । নিভে যায় শান্তির প্রদীপ । "কোথায় থেকে আসে প্রান , কোথায় চলে যায়" মানুষ তা যথাযথ ভাবে আজ ওজানেনা তার গতি প্রকৃতি । কেউ কেউ অত্যন্ত ক্ষুদ্র জীবন নিয়ে পৃথিবীতে আসে, তারপর সবাইকে মায়ার জালে জড়িয়ে , বিশেষ একজনকে ভালবাসা দিয়ে পরিপূর্ন করে চলে যায় নিভৃত্বে কোনো এক দুর অজানা লোকে । এই সুন্দর পৃথিবীর মায়াজাল , ভালবাসার মানুষের ভালবাসা ছিন্ন করে মৃত্যুর অমোঘ নিষ্ঠুরতার আহ্বানে কিভাবে আত্মবিসর্জন দেয় মানুষ আজো জানতে পারলামনা।
মানূষের জীবনের বিশাল একটা অংশজুড়েই থাকে দুঃখ । আর দুঃখকে জয় করারনিরন্তর প্রচেষ্টার নামই হচ্ছে জীবন । জীবন মানেই বেচে থাকা , বাচতে বাচতে মরে যাওয়া ।এটাই জীবনের অর্থ, ধর্ম ও ট্রাজেডি ।
হয়তো জীবন কারো জন্য থেমে থাকেনা, জীবন ছুটে চলে বহতা নদীর মত । যাপিত জীবনে কত ঝড়ইনা আসে , কখোনো কখোনো কিছু ঝড় মানুষের জীবনকে ওলট পালট করে দেয় ।ঝড়ের পর আবার মানুষ উঠে দাড়ায় , আবার স্বপ্ন বোনে , তবুও হ্নদয়ে থেকে যায় ক্ষত, বেঁচে থাকে কিছু কথা, কিছু স্মৃতি । কিছু দুঃখ , কিছু ব্যাথা ।মানুষ বেচে থাকে প্রিয়তমাহারা জীবনের মর্মান্তিক দুঃখময় ঘটনা ও নিবিড় শোকাবহ স্মৃতি নিয়ে । জীবনের প্রত্যেকটা মুহুর্তে শোনা যায় অনুচ্চ সেই ক্রন্দন ধ্বনির মর্মরিত মুর্ছনা ।
প্রিয়তমা,..
জীবন সায়াহ্নে এসে আজ সুখ দুঃখ ও হাসি কান্নাময় অতীত জীবনের ইতিবৃত্তের পৃষ্ঠাগুলো খুলে খুলে দেখছি । সেই দিন গুলোর কোনোটি যেন মুক্তার মত হাস্যোজ্জ্বল , কোনোটিবা শিশিরস্নাত পুস্পের মত অশ্রুসজল , আবার কোনটিবা অস্তগামী সুর্যেরমতো বেদনা বিগলিত স্বর্নধারা । এমনই বিষাদময় জীবন আমার , যাকে জীবনের কেন্দ্র বিন্দু ভেবে বাচার স্বপ্ন দেখেছিলাম, সেইই আমাকে একা পথে ফেলে চলে যায় .

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.