নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।\"-নির্মলেন্দু গুণ

বনরুই

নিজেকে সবার আড়ালে রাখতেই ভালোবাসি,

বনরুই › বিস্তারিত পোস্টঃ

চলো গল্প করি,,,,

১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৩

এসো গল্প করিঃ
ঐ ক্লোজআপের
কাছে আসার গল্প নয়!
আবুল হোসেন দের উদ্বোধন
করা কতশত পদ্মা সেতুর
গল্প।
বিলবোর্ডে ভেসে যায়
উন্নয়নের বিজ্ঞাপনে উরন্ত
কবুতরের গল্প।
দৈনিক
পত্রিকা সে ছবি ছেপে দেয়
অনেক দায়িত্ব নিয়ে,
পূণ;পূণঃবিজ্ঞপ্তিতে।
কোথাকার কোন বৃদ্ধ
মন্ত্রী কি বলল তাতেই
বুঝি আমাদের বয়েই যায়!!
প্রিয় প্রেমিকার মত
মোবাইলের ইনবক্সে প্রধান
মন্ত্রীর
পাঠানো একটি এস.এম.এস এর
গল্প।
বিশ্ব সংবাদে বুশ পুতিনের
লড়াই, কিংবা মিসর-
সিরিয়া-আফগান বর্বরতার
গল্প।
চলো, খেলার গল্প করা যাক,
কার উরু সুন্দর?
শারাপোভা না আজারেঙ্কার?
অথবা, বিনোদনের খবর, পুনম
পান্ডের হাইওয়েতে নগ্ন
হওয়া শরীরের বর্ণনা,
কিংবা আলোড়িত
হওয়া অরুন-বিন্দু-প্রভার
বিনোদনের গল্প!
কি, ভালো লাগছেনা? ওকে,
তাহলে একটি দেশপ্রেমের
গল্প বলি সোনো-
এক দেশে এক জাতী ছিলো।
সে জাতীর ছিলো অঘাত
দেশপ্রেম!
দেশের বিরোদ্বে কিছু
বল্লেই তাদের
জাতীয়তাবাদী চেতনা খাড়া হয়ে উঠতো!
তারা তাদের দেশের
স্বাধিনতার গল্প
শুনে শুনে দেশপ্রেমে হাবুডুবু
খেতো।
তাদের সরকারের একসময়-
যুদ্ধাপরাধ নামক চর্মরোগ
হয়। শীতকালে, আর
নির্বাচনের আগে এই রোগের
প্রকোপ এতোই প্রবল হয় যে,
সরকার
চুলকাইতে চুলকাইতে দেশের
চামড়া তুলে ফেলে!
আবার কিছু লোক
ছিলো যারা যুদ্ধাপরাধীর
নাম নিলেই তাদের ধর্ম
বিশ্বাসে টান পরে যেতো!
এই জাতীর ধর্ম বিশ্বাস আর
রাজনীতি এতো সহজে টান
খায় বলেই,
তারা নাজিরশাইল চালের
দাম ভুলে দেশপ্রেমে হাবুডুবু
খায়। এবং তারা এ ও
ভুলে যায় যে, সব
রাজনীতিবিদরা তাদের
চামড়া ছিলে কে কতটুকু লবন
ঘষছে; আর সে লবন
আয়োডিনযুক্ত কি-না!
তারা এসবে অভ্যস্ত বলেই-
রাজনীতিবিদরা কিছুদিন
পর পর শখ করে মানুষ
শিকারে বের হয়।
নদীতে ভাসতে থাকে লাশের
পর লাশ!
নিজের বউয়ের জন্য যেমন
কেউ জামাই খোঁজেনা,
তেমনি এদেশে কোন খুনেরও
বিচার হয়না। এসবের বিচার
হলে রাজনীতি করবেন
কি নিয়ে?
তারচেয়ে বরং কেউ কেউ
বঙ্গবন্ধুর লাশের ওজন কত
কেজি ছিল আর শহীদ
জিয়ার মাজারে কার
কংকাল আছে-
তা নিয়ে গবেষণা করেই
বিনোদন পায়!
কেউ কেউ আবার সাধু
সেজে ঘোষনা দেন-
'আমি কোন দল করি না।'
তাহলে কি করেন আপনি?
আপনি কি আব্দুল গাফফার
চৌধুরী? রাজনীতির
বিবেক?
সে দেশের লোক
গুলো সারাদিন
রোদে পুড়ে মাঠে ঘাটে কাজ
করে আর গরমে প্যাণ্টের
পকেটে হাত দিয়ে বে-সাইজ
জাঙ্গীয়ার
নীচে কুচকি চুলকায় আর
নিজেকে দেশপ্রেমিক
ভাবে! কিন্তু
তারা কখনো খেয়াল
করেননি-
জুলফি বেয়ে চিড়বিড়
করে যে ঘাম নামছে, তা তার
গ্রামের কুমার নদের মতোই
দেখতে!
আর তাদের
স্ত্রীরা গর্ভধারন করে ফি-
বছর নৌকা-লাঙ্গল-দাড়
িপাল্লা আর ধানেরশীষের
ভোটার উৎপাদন নিশ্চিত
করেন বলেই সে দেশের
গণতন্ত্র বেঁচে যায়!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৩

কানিজ রিনা বলেছেন: আরে বাইসু কেডায় কইছে লবন লাগায়। লবন দিলেতা ওইতই এ্যরা খালি ছুইলাই রাখতাছে
এর ফরে জুলাইব। তার ফর আফনাগো মুখ
বাধবো তারফর জুলাইয়া আয়োডিন লবনের
সাথে মরিচ গুর।দিয়া সুকাইয়া আচার নানাইব।

২| ১৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৫

বনরুই বলেছেন: @ kanizrina ডর দেহাইন ক্যারে,, এমনিতেই পোষ্ট কইরা ৫৭ ধারার ডরে মইরা যাইবার ফথে,,, যদি অইয়াও থাহে এই রহম- আমি খুশি, কারন- গুম তো আর হমুনা অন্তত,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.