নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।\"-নির্মলেন্দু গুণ

বনরুই

নিজেকে সবার আড়ালে রাখতেই ভালোবাসি,

বনরুই › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত,, ,,

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪১

মধ্যবিত্তদের জীবনে মাসের শেষ বলে
নিদারূন এক সময় আছে! ২৪ থেকে ৩০
তারিখ হলো সে কঠিন সময়! ধুঁকে ধুঁকে
চলা। ফুরোতে চায়না, আবার সহ্য ও
হয়না! আর যদি ত্রিশের মাস একত্রিশে
গিয়ে ঠেকে, মনেহয় যেন মৃত্যুদন্ড
প্রাপ্ত আসামীর রাস্ট্রপতির কাছে
প্রাণভিক্ষা চেয়ে না পাওয়ার মতই
বেদনার! না সইবার, না কইবার! মাসের
শেষ ক’টা দিন! এ যেন বিধাতার এক বড়
অন্যায়, আদালতের অবিচার!! সইতে বড্ড
কস্ট!!!
এসময় সংসারের চাপে সদ্য বিবাহীত
পুরুষটিও ভুলে যায় স্ত্রীর প্রথম চুম্বনের
স্বাদ! তার আদরের সোনার ডিম পাড়া
হাঁস বৌ টি ও হয়ে যায় পাতি হাঁস!
সারাদিন শুধু পেঁক পেঁক করতে থাকে!
বেচেঁ থাকা হয়ে পড়ে অর্থহীন, পকেট
যে বড়ই ফাঁকা! বেনসন নেমে যায়
হলিউডে! স্বাস্থ্য ঠিক রাখার
অজুহাতে বিশ/ত্রিশ টাকার রিক্সা
ভাড়া অনায়াসে হেটেঁ পাড়ি দেয়
সে। হাটেঁ আর ভাবে বিশ টাকায়
ক’টা সিগারেট হয়! ক’কাপ চা হয়!
ভর দুপুরে ব্যাস্থ রাস্তায় চলার পথে
বিলবোর্ডের ঐ সুন্দরী মডেলের অর্ধনগ্ন
গোল ঠোঁট, আইস্ক্রীমে চাটন্ত জিভ
দেখে শিহরীত শরীরের তৃষ্ণা মেটায়
বেকার যুবকটি। বড় অদ্ভূত এই সময়! অসহায়
যে পুরোপুরি!
কিশোর প্রেমিকের ভিষন তাড়া!
অল্পকিছু টাকা যদি ফোনে ব্যালেন্স
করা যেত, তবু প্রেমিকাকে ফোনে আজ
রাতে সে কাছে পেত! মেয়েটি হয়ত
কাল গাল ফুলিয়ে বলবে একটা ফোন
দেয়ার সময় কি তার আর কোনদিন হবে
না? কিন্তু কিছুতে বুঝতে চায় না, জান,
এখন যে মাসের শেষ!!!
প্রেমিকার সাথে দেখা করবার
ইচ্ছেকে এ সময় গলা টিপে হত্যা করে
অনেক প্রেমিক! ব্যার্থতা, রাগ, জিদে
খিটখিটে হয়ে থাকা মেজাজ তখন
সহসাই দূষিত করে প্রেম কে! পরিবেশ
কে! অভাবে অভাবে সে
ভালোবাসতে ভুলে যায়! কিংবা
দেখা হলে, নান্দুজের পেরি পেরি
চিকেন আর তান্দুরী রুটির সুরভী পায়
প্রেমিকার চেহারায়! কেবল সভ্যতার
দাঁত বইছে বলে কামড় দিতে পারে
না! ভালোবাসার বাসর ধুঁকতে ধুকঁতে
উঠে যায় সিএনজি থেকে রিক্সায়!
যেতে যেতে ভাবে চুমুর অভাবে
ঠোঁটে ভিজেনা বহুদিন! আর কামড় (!!)
সে তো রীতিমত বিলাসিতা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.