![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে সবার আড়ালে রাখতেই ভালোবাসি,
আজ একটু নিজের সম্পর্কে লিখতে মন চাইছে, সাধারন কোন কারনে না- একটা বিশেষ কারনে, বিশেষ কারনটা পরে বলি, আগে নিজের সম্পর্কে বলা যাক, আর আট-দশ টা ছেলেদের মতই আমার জীবন, তবে এক টু ব্যতিক্রম, সবাই বলে পৃথিবীতে বাবা মা ই একমাত্র আপন, সবার মত আমিও এটা বিশ্বাস করতাম, (এখন অবশ্য করিনা) অন্যান্য ছেলেদের বাবা মা তাদের সন্তান কে যেমন শাসন করতো তেমন আদরও করতো,, কিন্তু আমার বেলায় সেটা সাপের পাঁ এর মত দুস্প্রাপ্য,,, আমি সর্বদাই হাসিখুশি থাকি, কারো উপর রাগ করে বেশিক্ষন থাকতে পারিনা, আমি হাসি, কারনে হাসি, অকারনে হাসি, একা বসে বসে হাসির মুহূর্তকাল ভেবে ভেবে হাসি,, হাসাই,,, পাল্লা ধরেও হাসি, (হাসির বাকসো বলা যায়), তবুও আমার বাবা মাকে কখোনো হাসাতে পারিনি,, আমার দুইজন ভাই আর এক বোন, ওদের সাথে তারা যেভাবে আচরন করে আমার সাথে তার ঠিক উল্টো,,, একেবারে এপিট-ওপিঠ, বন্ধুবান্ধব বলতে তেমন কেউ নেই আমার, হওয়ার কথাওনা, আমার মত লোকদের বন্ধু হতে নেই, লোকে খারাফ বলে! তাছাড়া যে ছেলের বাবা মা তার সন্তানেরখোজ রাখেনা সন্তান বলে পরিচয় দিতে লজ্জা পায়, তার সাথে বন্ধুত্ব না রাখাই ভালো! আমার বাবা মা আমায় নিয়ে কি রকম ভাবে তার একটা উদাহরন দেই-- আমি তখন ক্লাস ফাইভে, আমার ছোটমামার বিয়ে হচ্ছে, বাবা মা রেডি হচ্ছেন, আমি তাদের পাশের রুমে বসে আছি, বরের সাথে যাওয়ার জন্যে কান্নাকাটি করেছি ব্যাপকহারে, আমার এক দুঃসম্পর্কের মামাতো ভাই বাবাকে বললো"**** কে নিয়েযান, ও খুব কান্নাকাটি করছে"বাবা ওকে কিছু একটা বলে বিদায় দিলেন,"এরকম ছেলে কে নিয়ে যাওয়া একটা কলংক না? বলো।""হুম"আমি শুণলাম, হ্যাঁ আমি এটাই শুনলাম, আমার শ্রবণ ইন্দ্রিয়ে কোন ভুল ছিল না, সেই সাথে এটাও পরিষ্কার হলো কেন সেই ২/৩ বছর বয়স হতে তারা এরকম ব্যবহার করেন আমার সাথে, এখোনো করেন,করুক,চামড়া গন্ডারের মত হয়ে গেছে,এতক্ষনে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এমন ব্যবহারের কারন কি? কি ভেবেছেন আপনি? আমি নিশ্চিত- আপনার ভাবনা আমার সাথে কোন মিল নেই, তবে বলেই ফেলি, তার আগে একটা সত্য কথা বলা যাক, আমি এসব কথা আর কখোনো কোথাও বলিনি,,, তবে আজ কেন বলছি?? এমনিতেই, আমার একটু সহানুভূতি চাই, একটু সঙ্গ, একটু শান্তনা,,,,,,,আগে এসব কথা ভাবতে আত্মসম্মানে লাগতো, নিজেকে ছোট মনে হতো, তাছাড়া বাবা জনপ্রতিনিধি, পাছে তারসম্মান কমে,,,, এমনিতেই যে কলঙ্ক বয়ে বেড়াচ্ছি তাতেই অনেক কমছে,যাক সে কথা, আমার একমাত্র কলঙ্ক-- "আমি প্যারালাইসিস এ আক্রান্ত, ছোটবেলায় পোলিও তে আক্রান্ত হই আমি, সেই থেকে ক্র্যাচই একমাত্র ভরসা, ""কলঙ্কিত হয়ে হাটি""বিশ্বাস করুন, আমার কখোনোই নিজেকে প্রতিবন্ধী মনে হতো না, আর সবার মতই মনে হতো নিজেকে, আমার প্রাথমিক বিদ্যালয়ের অংক শিক্ষকের একজোড়া জুতো ছিল, যেগুলো পরলে ওনাকে খুব সুন্দর দেখাতো, আমিনিজের প্লাষ্টিকের জুুতো কে ঐ রকম ভেবে 'হাটতাম' এও ভাবতাম, আমাকে স্যার এর মত দেখাচ্ছে, কিন্তু এসব কল্পনা ধীরে ধীরে ম্লান হতে থাকে আমার, এখন সব বুঝতে পারি, এখন আর আগের মত কোন বিয়ে কিংবা অনুষ্ঠানে যাওয়ার বায়না তো দুরে থাক, এমনিতেই যাইনা,হাজার হাজার মানুষ, তার মধ্যে আমিই শুধু আলাদা, দরকার কি???কাউকে কিছু বলিনা, উচ্চ মাধ্যমিকে পড়ছি, আরেকটু হলে ছোটখাট একটা জব পেলে দুরে কোথাও চলে যাবো,যেখানে অন্তত মধ্য বা নিম্নমানের 'মানুষ' বসবাস করে,, বাবা মার কলঙ্ক হয়ে থাকতে চাইনা,,,আর হ্যাঁ, একটা বিশেষ কারন বলব বলেছিলাম না?নাহ্,,, কারন টা বিশেষ কিছু নয়, "বাবা আর মা আজ সকালে আমাকে বলেছে রাস্তার ধারে গিয়ে ভিক্ষা করতে, যদিও তাদের টাকাপয়সার অভাব নেই""""
২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২২
FArcsy বলেছেন: ভাল করে পড়াশুনা করে বড় কিছু হবার চেষ্টা করুন, ভাই আল্লাহ আপনার সহয় উক।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২২
তিথীডোর বলেছেন: ছিঃ !...আপনার বাবা মায়ের একি ভয়াবহ আচরন!..মনটাই খারাপ হয়ে গেলো!.প্লিজ আপনি ধৈর্য হারাবেন না, পড়ালেখা চালিয়ে যান--ব্লগের সবার দৃস্টি আকর্ষন করছি ব্যপারটা verify/investigate করতে....