নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ,আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনান্দ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ ....

রাজজাকুর

রাজজাকুর › বিস্তারিত পোস্টঃ

যদি পেট্রোলবোমায় পিকেটারের বিবেক পোড়ে! তখন...

২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৪

আমি আজ মস্ত বড় পিকেটার
আজ আমি হরতাল, অবরোধ সফল করি
হোউক তা যে কোন রাজনৈতিক দলের
চলন্ত বাস আগুন দিয়ে জ্বালিয়ে দেই
ট্রেনের ফিসপ্লেট খুলে ট্রেন উল্টে দেই
পুলিশ পিটিয়ে যখম করি রক্ত ছিটাই
এম্বুলেন্স থামিয়ে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি
ককটেল ফুটুয়ে মানুষকে দিগভ্রান্ত করি
আজ আমি রাজনীতিবিদ নামের
বদমাইশ গুলোর পোষা কুকুর
আজ আমার মধ্যে মনুষ্যত্ব নেই
মানবতা বোধের লেশ মাত্র নেই
আজ আমি পশুতে পরিনত হয়েছি
বিশ্বাস করো,,, বিশ্বাস করো
আমি এমনটা ছিলাম না
আমি সত্যিকারের মানুষ ছিলাম
রাজপথে আমি ন্যায়ের পক্ষে স্লোগান দিয়েছি
উচ্চ কন্ঠে গেয়েছি গান
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
ক্ষুদার তাড়নায় আমি অন্যায় করেছি
ক্ষমাতার লোভে আমি নষ্ট হয়ে গেছি
নষ্ট আমি কষ্ট দিয়ে নতুন আমির জন্ম দিব
আমি আবার আগের আমিকে ফিরিয়ে দেব
যদি তোমারা আমার ফাঁসি দাও
তোমরা আমার বিচার কর
সব পিকেটারদের শাস্তি আওতায় এনে
তাদের বিচার কর, এদের ফাঁসি দাও
দেখবে আর কোন পথচারীকে জীবন দিতে হবে না
কোন দোকানপাট বন্ধ হবে না
লন্স ফেরি বন্ধ হবে না
রাস্তায় রোগী মবে না
আর একটাও ককটেল ফুটবে না
রক্তে কেউ কেউ গোসল কবে না
দেশে কোন অবরোধ, হরতাল হবে না
যদি তোমরা আমার ফাঁসি দাও
সব পিকেটারদের কষ্ট দাও
তাদের দু-বেলা খেতে দাও
নষ্ট আমিকে ভষ্ট করে
আগের আমিকে মুক্তি দাও
বিশ্বাস করো কোন বাস তখন আর পুড়বে না
এই আমি তখন আর বাস পুড়তে দেব না ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০০

নিলু বলেছেন: দুবেলা খেতে পেলেই কি সন্ত্রসী কাজ হবে না ? আমদের পবিত্র ধর্ম তো তা বলে না ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৭

রাজজাকুর বলেছেন: খাওয়াদাওয়ার পাশাপাশি আরো কিছু... শর্ত পূরণ হলে নিশ্চয় সন্ত্রাস বন্ধ হবে । পবিত্র ধর্মকে এর সাথে বক্তব্যবের কোন অংশ কি অসঙ্গতিপূর্ণ ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.