![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেড়ে দে মা প্রাণে বাঁচি...
মায়ের যদিও ছেলে একজন কিন্তু ঘটনাক্রমে দুইজন ছেলে মা দাবি করাতে দারুন সমস্যা সৃষ্টি হয়েছে! মা তার নিজের ছেলেকে চিনতে পারছেন না করণ দুইজন দেখতে সেম টু সেম মানে ডাবল পাট! ডিএনএ মিয়েনে টেষ্ট তো সময়সাপেক্ষ! তাহলে উপায় কি হতে পারে...? তো মা আসল ছেলে খুজে বের করার জন্য কুটবুদ্ধি বেরকরলেন, দুই ছেলেকে তার দুই হাত টেনে নিজের দিকে নেয়ার জন্য বললেন। যে টেনে মা কে নিজের দিকে নিতে পারবে সেই আসল ছেলে প্রমানিত হবে। আর পরিবেশও এমন সৃষ্টি করেছেন যে যদি কেউ মায়ের দুধখেয়ে থাকে তবে যেন টেনে নিজেরদিকে এনে প্রমাণ দেয় সেই একমাত্র সন্তান ইত্যাদি ইত্যাদি। খেলা শুরুহয়ে গেল। আর খেলা মানেই তো দর্শক জমে যাওয়া! সবমিলিয়ে টানটান উত্তেজনা! মাকে যেন এরা টেনে ছিড়ে হলেও নিজেরদিকে আনবেই। হাজারোহোক মায়ের দুধপান করেছে। ইজ্জত কা সাওয়াল হে! তাই তাদের সমস্ত শক্তি দিয়ে নিজের দিকে টেনতে থাকল! আর এদিকে মা তো ছিড়ে দুইভাগ অবস্থা! মায়ের এই কষ্ট দেখে একছেলে সহ্য করতে না পেরে ছেড়ে দিয়ে আর বলে মা আমি তোমার আসল ছেলে নই! আর অন্যদিকে যে ছেলে মাকে নিজের দিকে নিয়েছে তার তো সেরাম আনন্দ, তাই রে নাই না! ফাও ফাও মা পেয়ে গেছে আরকি..!
কিন্তু মায়ের আসল ছেলেকে চিনতে সময় লাগল না কেননা যে মায়ের কষ্ট সহ্য করতে না পেরে ছেড়ে দিয়েছে সেই আসল ছেলে। মা তাকে আদর করতে লাগলেন। গল্প আপাতত মূলতবি ঘোষণা করা হলেও বক্তব্য শেষ হয় নাই, কী বলতে চাই অনেকে হয়তো বুঝে ফেলেছেন কেননা ঈমানদ্বারের জন্য ইশারাই যথেষ্ট। তবুও বলি কারণ যে খালেদা-হাসিনা কে বুঝাতে চাই তাঁরা সবসময় তাল গাছ নিজেদের অধীকারে রেখেন! তো রাখুক! রাখারপর যে কিঞ্চিত আলাপ আলোচনা করবেন, তাও করেন না। আরে যন্ত্রনা রে! গাছ নেবেন নেন, একটু সবাইরে বলে কয়ে নেন! যাক সেসব ইশারা ইংগিত, সসরাসরিভাবে বলি, "মাফ করেণ"। জনগণেরে নিয়া হাসিনা আর খালেদা যে টানা শুরু করেছেন তাতে আমাদের জীবন ওষ্ঠাগতপ্রায়। শাসন তো একজন করবেন, যে করতে চান সে না হয় একটু কুটবুদ্ধি করেই একটু ছাড় দেন। এতো টানা হেচড়ায় জনগণ ছিড়ে পুড়ে মরে ছারখার। আর কত! জনগণ না থাকলে কারে শাসন করবেন? সাপ মরবে লাঠি, তালগাছ সব থাকবে এমুন একটা কৌশল শুনেন গো ম্যাডাম একটু ছাড় দেন।আরে না, যেটা ভাবছেন সেটা না! এই ছাড় তো আসলে ছাড় না! এই ছাড় হলো ক্ষমতা আকড়ে ধরার কৌশল। এই তথাকথিত ছাড়ের জন্য মরা, পোড়া, লাঞ্চিত, নিষ্পেষিত নির্বোধ জনগণ পরে আপনারেই সমর্থন করবে কারণ তাদের তো মেরেই ফেলেছেন কিন্তু কবর তো দেন নাই, ছাড় দিয়েছেন। মাফকরেণ গো ম্যাডাম মাফকরেন। ছোটভাইবোনগুলারে পরীক্ষা দিতে দেন।
©somewhere in net ltd.