![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তালের ব্যাকরণ
খেয়ে ফেলছি অকারণ
থাকছেনা তো স্মরণ
তালের হচ্ছে মরণ।
.
.
ধা ধি না । না তি না
তিনে তিনে মিলে যদি হয় ছয়
তবেই না এরে, দাদরা তাল কয়
ত্রিতাল চৈতাল, দাদরা সমপদি তাল
বিষমপদি তাল বটেই কিঞ্চিত জাল
ধা ধি না । ধি না । ধি না ।
পদের বিভাজন তিন দুই দুই
জানি এটা নিশ্চিত, ভুলে যাবি তুই!
.
নয় ছয় করলে, হয় নাতো "লয় "
ক্লিয়ার বুঝলে তবেই হবে জয়
নয়তো অযাথায় ক্ষয় আর ক্ষয়
.
.
.
তাল দিয়ে আঁটলে ছন্দ
কখনই হবে না'ক মন্দ।
.
(চলবে ও ইডিট হবে)
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭
রাজজাকুর বলেছেন: আমিও ভালো বুঝি না! তবে তালের শ্রেণী বিভাগে একটু গলাধঃকরণ করছিলাম আরকি!
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৪১
আরণ্যক রাখাল বলেছেন: বুঝিনাই