নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নৃত্য-পাগল ছন্দ,আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনান্দ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ ....

রাজজাকুর

রাজজাকুর › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন দেখতে হবে সবাইমিলে

২২ শে জুন, ২০১৫ রাত ৮:৫০

৯৭ এ বাংলাদেশ ক্রিকেটে ওয়ান ডে স্টাটার্চ ও ২০০০এ টেষ্ট খেলার মর্যাদা পাওয়ার একযুগের বেশি সময় পর আমরা ধারাবাহিক জয়ের মুখ দেখছি। হ্যাঁ, এর মাঝেও অনেক ছোট বড় জয় ছিল, কিন্তু তা ধারাবাহিক ছিল না। এই একযুগের বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেট দর্শকগণ খেলা দেখেছেন, বিরক্ত হয়েছেন, গালিগালাজ করেছেন তারপরেও মাঠে গিয়েছেন। মজার ব্যপার হলো এই লম্বা সময়ে যেমন খেলোয়ারের পরিবর্তন হয়েছে প্রতিনিয়ত, তেমনি দর্শক স্বপ্নের ইতিবাচক পরিবর্তন হয়েছে পাশাপাশি জয়ের স্বপ্নদেখার দর্শক সংখ্যা কোটি গুনে বেড়ে গেছে। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি দর্শক বছরের পর বছর অপেক্ষা করেছেন এই ধারাবাহিক জয় দেখার জন্য। তাইতো এখন জয়ের আনন্দে বিহব্বল হতে পারছি। আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি ভারতকেও একই ভাবে বাংলাওয়াস করা হবে এই অপেক্ষায় প্রহর গুনছি। তো, এই মহাবিজয় পেতে আমাদের সময় লেগেছে কিন্তু পেয়েছি। আমার বক্তব্য, এখানে খেলোয়াড়ের চেয়ে দর্শকের ভূমিকা কোন অংশে কম নয় বড়ং বেশি। একটা খেলোয়াড় হয়তো দু চার পাঁচ দশ বছর খেলেছেন কিন্তু একটা দর্শক ঝুঝতে শেখার পর থেকে মৃত্যু পর্যন্ত এই দলটার সাথে ছিল ও আছেন।

ফুটবলে বাংলাদেশ পিছিয়ে পড়ার কারন সামগ্র বাংলাদেশের ১৬ কোটি দর্শক সম্ভবত ক্রিকেটের মতকরে একসাথে চাইছেন না যে, ফুটবলে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক ও ভালো করুক। চাইলেও হয়তো একসাথে স্বপ্নদেখছেন না, মাঠে যাচ্ছেন না, গভীর রাতে ক্লাবের খেলা দেখেই ঘুমিয়ে পড়ছেন। এইক্ষেত্রে দর্শকেরা মানষিকভাবে যেন পঙ্গু হয়ে গেছেন! অনেকে বলেন আমরা নাকি ফুটবল খেলার হাইট নাই, দম নাই, শারিরিকভাবে ফিট নই, আবোলতাবোল! অথচ মুসফিকের মত পিচ্চি একটা খেলোয়ার সব চেয়ে নির্ভতার চাবিকাঠি হিসেবে পরিচিত। বলি, ওসব কিছু না! সবাই একসাথে স্বপ্ন দেখা শুরু করলে স্বপ্নে অনুরণন সৃষ্টি হবে তখন এ দেশ থেকেই খেলোয়াড় বের হবেন যারা ফুটবলের ঐ বিশ্বকাপ জয় করে নিয়ে আসবেন। মনে রাখতে হবে আমরা যদি ফুটবলকে নিয়ে ভীষণভাবে স্বপ্নদেখি তাহলে দুইযুগ পরে বাংলাদেশ ফুটবলের বিশ্বকাপ দেশে নিয়ে আসতে পারবে। কিন্তু এই স্বপ্ন যদি দেখতে দেরি হয় তবে এই তরুণ প্রজন্মের জীবদ্দশায় এই জয় দেখা মিলবেনা। আরো প্রজন্ম থেকে প্রজন্ম অপেক্ষা করতে হবে। যেদিন কোন এক প্রজন্ম এই স্বপ্ন দেখবে, তারো কিছু কাল পরে স্বপ্নের বাস্তবায়ন সম্ভব হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৫ রাত ৯:১৭

টুন্টু কুমার নাথ বলেছেন: উ্তসাহ আর প্রেরণা পেলে উনারা আরো এগিয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.