![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পীর-ফকির, তাবিজ-কবজ, মাজার, মুর্তি, ছু মন্তর ফুয়ের জয়জয়কার এদেশের যত্রতত্র। ফলত হুজুরগণের ধর্মব্যবসা ভালই চলছে বৈ কি! অথচ প্রকৃত ইসলাম এমন একটি ধর্ম যেখানে ব্যবসার কোন সুযোগই নাই। উল্লিখিত বিষয় সমুহে মুসলিমদের কাণ্ডকারখানা দেখলে আন্দাজ করা যায় প্রকৃত ইসলাম কতটা বিকৃত হয়েছে! এরা কি আদৌ মুসলিম?
ইসলামে তো কোন কুসংস্কারের জায়গা নাই। সামগ্র মানব জাতীর জন্য সমধান হলো কুরয়ান, এখানে সৃষ্টিকর্তার প্রথম বানী, "পড় তোমার প্রভুর নামে"। এই বাক্যেই আছে কুসংস্কার থেকে মুক্তির সমাধান। শুনে শুনে মুসলিমজাতি কুসংস্কারে নিমজ্জিত হয়েছে। এথেকে বেরিয়ে আসতে প্রয়োজন বেশি বেশি পড়া, বুঝার চেষ্টা ও মানার চেষ্টা করা। যত শীঘ্র পড়া শুরু করা যাবে তত দ্রুত কুসংস্কার মুক্ত হওয়া যাবে।
©somewhere in net ltd.