![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী উচ্চমাত্রায় আশ্চার্যই না হয়েছিলাম, যেদিন প্রথম আবিষ্কার করলাম, চাঁদটা আমার সাথে সাথেই চলছে । ছোটবেলায় একবার ঈদের আগের রাতে দাদা বাড়ি যাচ্ছিলাম । রিক্সায় হেলান দেয়া জিনিসটার উপরে বসেছিলাম, সাথে যাঁরা ছিলেন তাঁরা কথা বলছিলেন, আমার কোন কাজ ছিল না, চাঁদ দেখা ছাড়া । রিক্সা চলছে তো চলছেই ... । এক সময় রিক্সা থেকে নেমে হেঁটে ধরলার চড় পাড়ি দিলাম, অতঃপর নৌকা দিয়ে নদী পাড় হলাম তারপর আবার হাঁটছি ...। এমন সময় লক্ষ্য করলাম কি আশ্চার্য চাঁদটা আমার সাথেই হাঁটছে ...! আনন্দে লাফিয়ে উঠে বললাম চাঁদটা...চাঁদটা আমাদের সাথে আসছে ...। আমার অতিমাত্রার উল্লাসের কারণে সকলের হাসির পাত্র হলাম ! হাসির তীর আমাকে বুঝিয়ে দিল “আমি এতো বোকা কেন”? তখনো বুঝি নাই, কী বোকামি করলাম ! তাই হাঁটার গতী কমিয়ে সবার পেছনে থেকে তাঁকিয়ে দেখতে লাগলাম ঐ চাঁদটাকে । কেউ জানে না, সেদিন থেকেই ওই চাঁদটার সাথে আমার কী ? আমি নিজেও জানি না ! তবে এতটুকু জানি চাঁদটা মাঝেমাঝে আমার জন্যই আলো ছড়ায় ...! বারান্দার সামনের একচিলতে আকাটুকুতে আমার অপেক্ষায় থাকে !
-রাজ্জাকুর রহমান মুসা ভাই।
©somewhere in net ltd.